![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
নিজ হাতে রান্না করেছেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ! আর রান্নাঘরে রান্না করার সেই ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে! শুনতে কিছুটা খটকা লাগলেও ঘটনাটি সত্যি। প্রধানমন্ত্রী তার বড় ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪২তম জন্মদিনে নিজ হাতে রান্না করেছেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম সবুর টুলু দুর্ঘটনায় নিহত হওয়ার পর জন্মদিনে বেশি আড়ম্বড়তা না করে ঘরোয়া ভাবেই পালন করেছেন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য জয়।
ছেলের জন্মদিনে মা শেখ হাসিনা রান্না করেছেন মোরগ পোলাও। আর সেটা টেস্টও নাকি অনেক মজার। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীপুত্র এবং শেখ মুজিবুর রহমানে দৌহিত্র জয় নিজের ‘অফিসিয়াল’ ফেইসবুক পেজ চালু করেছেন এবং তাতে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন। সেখানেই মায়ের রান্না করার ছবিটি শেয়ার করেছেন তিনি। নিচে ক্যাপশন দিয়েছেন, সবার জন্যই একটি বিশেষ উপহার। প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ পোলাও রান্না করছেন এবং তার রান্না করা পোলাও এখন পর্যন্ত যতোগুলো পোলাও খেয়েছি তারমধ্যে সবচেয়ে মজাদার।
জয়ের দেয়া পোষ্টটি আধাঘন্টার মধ্যেই শেয়ার হয়েছে ৩৭০ বার আর লাইক পরেছে প্রায় সাড়ে নয়শতটির মতো।
এক বার্তায় জয় জানিয়েছেন, দেশে পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে জন্মদিন উদযাপন সত্যিই অনেক বেশি আনন্দের। স্ত্রী, মেয়ে এবং বোন ও ভাগ্নিরা সঙ্গে থাকলেও খালা শেখ রেহানা ও খালাত ভাই-বোনদের খুব মিস করছি।
তথ্য সূত্র:
Click This Link
২| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সজিব তৌহিদ বলেছেন: ভালো...। অনেক দিন পর ছেলের সেবা করার সুযোগ হলো..
৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩
এম এম কামাল ৭৭ বলেছেন:
এটাই হলো 'মা' । যত ক্ষমতাধর হন না কেন, মা-ছেলের সম্পর্ক সার্বজনীন। এর কোন তুলনা হয় না।
৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৪
একজন ঘূণপোকা বলেছেন: হুমায়ুন আহমেদ ঠিক ই বলেছেন, দুনিয়াতে অনেক খারপ মানুষ আছে কিন্তু খারাপ বাবা একটাও নাই।
ক্লোজ এনাফ
৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৯
মো: আতিকুর রহমান বলেছেন: এম এম কামাল ৭৭ বলেছেন:
এটাই হলো 'মা' । যত ক্ষমতাধর হন না কেন, মা-ছেলের সম্পর্ক সার্বজনীন। এর কোন তুলনা হয় না।
ভাল লাগলো দেখে...
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৯
এম এ হাসান মাহামুদ বলেছেন: ধন্যবাদ।
৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
ঈশান মাহমুদ বলেছেন: প্রধানমন্ত্রী রাঁধছেন, ছবিটা সুন্দর, কিন্তু চুলায়তো গ্যাস জ্বলছে না ! Publicity stunt না হলেই খুশী হবো।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৬
এম এ হাসান মাহামুদ বলেছেন: এটা কিন্তু সত্যি ঘটণা। Publicity stunt না..
৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৬
ডাসট ইন দা উইনড বলেছেন: একজন মা কে সালাম....
৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
ঢাকাবাসী বলেছেন: ইলেকশন ক্যাম্পেইন!
৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৫
নীলতিমি বলেছেন: তো?
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৮
এম এ হাসান মাহামুদ বলেছেন: তো কি ভাই? নেগেটিভ ভাবতে ভাবতে আমাদের মনটাই নেগেটিভ হয়ে গেছে দেখছি...
১০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯
বাংলাদেশী দালাল বলেছেন: ডাসট ইন দা উইনড বলেছেন: একজন মা কে সালাম....
১১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২
কৃষিবিদ আহমদ মুকুল বলেছেন: @ঈশান মাহমুদ
চুলায় আগুন না থাকলে ধোয়ার কি সমাধান দেয়া যায় ?
১২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩২
নিকষ বলেছেন: পরে ছবি কি হইব? নিজের হাতে নাতনিকে গোছল দিচ্ছেন প্রধানমন্ত্রী।
১৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৩
আরিফ্ ৯১ বলেছেন: প্রধানমন্ত্রীর রান্না করা ছবিটি ব্যাপক সাড়া ফেলছে দেখা যায়! সবার কাছেই অনেক বেশী পছন্দের ছিল ছবিটা! এরকম আরো কিছু ভাল ছবি সোশাল মিডিয়ায় আসলে রাজনীতির চাকা ঘুরতে সময় লাগবে না! আমি আশা করতেছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা মমতাময়ী খালেদা জিয়াকেও রান্নাঘরে দেখতে পাব!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: খুশির বার্তা
আমাগো দেশের মাননীয় প্রধান মন্ত্রী তার ছেলের জন্মদিনে রান্না করেন // আলহামদুলিল্লাহ