নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

ফেলানী আসলে সরকারের কে?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮



আমরা যখন সমুদ্র বিজয় করলাম, অতো অতো বিলবোর্ড। ওরে বাবা মনে হয়েছে দেশই বুঝি নোবেল পেয়ে গেল। বলছি না এটা খারাপ, কিন্তু বাড়াবাড়ি-টা বেশি হয়েছে মানতেই হবে।

অথচ কত কত বিষয়ে সরকারের কোনো শব্দই নেই।

নীরবে ট্টানজিট হচ্ছেই, যদিও ট্টানজিট চুক্তি এখনো হয়নি। এ বিষয়ে সরকার এখনো কোনো বক্তব্য দেয়নি। সীমান্ত নিরাপত্ত চুক্তি, চিটমহল সমস্যার সমাধান, তিস্তা চুক্তি, শুল্কমুক্ত পণ্য আমদানির সংখ্যা বাড়ানো ইত্যাদি কূটনৈতিক বিষয়গুলো আমাদের সরকার এখনো সমাধান করতে পারেনি। সরকারের আগ্রহও চোখে পড়ছে না। ভারত-বাংলাদেশের সর্ম্পক বিকাশের পথ এখনো অনেক দূর।

সান্ত্বনা দেয়ার মধ্যে একটা হলো ভারতে আমরা কৌটা মুক্ত বাণিজ্য সুবিধা পেয়েছি।

ফেলানীর হত্যাকারীকে ভারত সরকার বিচারে মাফ করে দিয়েছে। আজ অন্তত ৮টা পত্রিকা সংবাদটা লীড করেছে। টক শো'তে এই একটা সাবজেক্ট নিয়ে দুনিয়ার আলোচনা হলো। সরকারের আন্তরিকতা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

আরে ভাই, একটা বিষয় কেন বুঝেন না! এতো এতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কিছু করতে পারছে না, কোথাকার কোন ফেলানী! তার জন্য সরকার সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনায় বসবে? কয়জন ফেলানী আওয়ামী লীগ (যেহেতু এই দল এখন ক্ষমতায়) দলটিকে ভোট দেয়, এটা আগে ভাবুন না....!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

সমকালের গান বলেছেন: সহমত। এ ব্যর্থতা দেশের, সরকারের, আমাদের।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭

এম এ হাসান মাহামুদ বলেছেন: ধন্যবাদ....

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

আবিরে রাঙ্গানো বলেছেন: ফেলানীরা ঐখানে যায় কেন মরতে? সীমান্তে গেছে ফেলানীকে ফেলে দিয়েছে। এখানে ভারতের দোষ কোথায়? সবকিছুতেই সরকারকে টানেন কেন? সীমান্তে ২-১টা কাক মরলে সরকারের কিইবা আসে যায়? আর ভারত যখন বাংলাদেশীদের মারে তখন ওরা কাক মনে করেই গুলি চালায়। পরিক্ষা করে হাতের নিরিখ ঠিক আছে কিনা। কাকের বিচার যে শালারা চায় তারাইতো নির্বোধ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

এম এ হাসান মাহামুদ বলেছেন: হুমমম....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.