![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।
দেশে অনেক কিছু ঘটছে। নির্বাচন নিয়ে অধিকাংশই উৎকণ্ঠিত। এই ফাঁকে মীরজাফরেরা দেশের পিঠে ছুরি বসিয়ে দিচ্ছে। এই আওয়ামী লীগ গোপনে করছে জাতীয় স্বার্থ বিরোধী, মার্কিনের কাছে দাসত্বের এক ভয়াবহ চুক্তি। টিকফা নামক এই চুক্তির ফলে ঢালাও বেসরকারিকরণ, যুক্তরাষ্ট্রের জন্য দেশের বাজার উন্মুক্ত করে দেয়া, মৌলিক চাহিদার সবগুলো খাতে মার্কিন কোম্পানিগুলোকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেয়া, কৃষি থেকে ভর্তুকি প্রত্যাহার, ও মেধাস্বত্ব আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এতে করে বাংলাদেশ ভয়াবহ সব ক্ষতির মুখে পড়বে জেনেও আগামী ১৫ সেপ্টেম্বর স্বাক্ষর হতে যাওয়া এই চুক্তিটির কোনো বিরোধিতা করছ না বিএনপি। তাই আহবান- মার্কিন আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ। টিকফার মাধ্যমে আওয়ামী-বিএনপি চক্রের দেশ বিক্রির ষড়যন্ত্র প্রতিহত করো।
আজ বিকাল চারটায় শাহবাগে
টিকফা ঠেকানোর সমাবেশে
যোগ দিতে পারেন সময় থাকলে....
গণ অধিকার সংগ্রাম কমিটি।
(ফেবু থেকে কপি পেষ্টিং)
©somewhere in net ltd.