নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

এক মুরগি তিনবার জবাই!

১০ ই জুন, ২০১৪ রাত ১২:০০



একই বিষয়ের সেন্টার, একই প্রতিষ্ঠানে; তার উপর একবার নয়, দুবারও নয়, তিন বার উদ্বোধন! অবিশ্বাস্য ও হাস্যকর হলে এটিই বাস্তবায়িত করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রশাসন।



সোমবার বিকালে ঢামেক হাসপাতালে তৃতীয়বারের মতো উদ্বোধন হলো- ন্যাশনাল ফিস্টুলা সেন্টার। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে এই সেন্টার উদ্বোধন করার কথা থাকলেও তিনি না এসে পাঠিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ মালেককে। তৃতীয় বারের মতো উদ্বোধন করায় সোমবার ‘টক অব দ্যা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল’ ছিল ‘এক মুরগি তিন বার জবাই।’



হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, ন্যাশনাল ফিস্টুলা সেন্টারটি ঢাকা মেডিক্যালে তিনবার উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাজমুল হুদার সময় প্রথমবারের মতো এই সেন্টার চালু হয়। ২০১১ সালে এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহীদুল হক মল্লিক আর তৃতীয়বারের মতো উদ্বোধন করেন বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান নেতৃত্বাধীন প্রশাসন।

কেন আবার উদ্বোধনের আয়োজন করা হল- তা প্রশ্নবিদ্ধ।



কার্টেসী: আমাদের সময়.কম

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ সকাল ১১:০০

নিজাম বলেছেন: হায়রে বাঙালী! হায়রে দেশ‍‍‍!!! দেশের সেরা মেধাবী ছাত্ররা ডাক্তার হয়ে এ কী তাদের অবস্থা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.