নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

ধানমন্ডির আলমাস সুপারশপকে ১ লাখ টাকা জরিমানা

২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

চলতে পথের তথ্য -৫

ধানমন্ডির আলমাস সুপারশপকে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট টিম। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকার সাত মসজিদ রোড শাখায় বিএসটিআই, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান থেকে এ জরিমানা করা হয়। বিএসটিআইয়ের পরিচালক (সিএম) কমল প্রসাদ দাস জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।



আলমাস সুপারশপ বিএসটিআইয়ের সার্টিফিকেশন অব মার্কস (সিএম) ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি লিপস্টিক, টয়লেট সোপ, শ্যাম্পু ওবিএসটিআইয়ের পরিচালক (সিএম) কমল প্রসাদ দাস জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। গুড়া দুধ আমদানি করে বিক্রয় ও বিতরণ করে আসছিলো। তাই বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ এবং দি বাংলাদেশ পিউর ফুড (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০৫ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে।



ইস্কাটন থাকতে আমি আলমাসের এই শাখার নিয়মিত ক্রেতা ছিলাম। এখন ভয় হচ্ছে, আল্লাহ জানে মেয়াদবিহীন কী কী জিনিস আমি ব্যবহার করে ফেলেছি।



কথা হচ্ছে এই যদি হয়, পণ্যের মানের কথা বলে গলাকাটা দাম নেয়া এসব প্রতিষ্ঠানের এ অবস্থা হলে, আসলে আস্থা এবং বিশ্বাস রাখবো কার উপর...??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

ঢাকাবাসী বলেছেন: এগুলো বিএস.. বা পু..র একধরনের আই ওয়াশ। টাকা আদায় হয়না, সরকার কিসসু পায়না। তবে ঐ প্রশাস.. আর পুলি.. টাকার একটা অং.. পায় বলে বাজারে জোর গুজব। এরা বেরিয়া গেলে ওগুলো আবার ধুমসে বিক্রী শুরু হয়! হু বাবা এর নাম বাংলাদেশ!! তেরি বেরি আমার লগে!

১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

এম এ হাসান মাহামুদ বলেছেন: কিছুটা ঠিকই বলেছেন ভাই।
তবে কিছুটা হলেও কাজ হয়, এটাও ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.