![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে। হৃদি ভেসে গেল অলকানন্দা জলে
বেহুলার লোহার বাসর ঘরে
কি জানি এক সাপ স্বামী লক্ষিন্দরে
দংশিল শিরে।
এমন সোনার বদন, হল বিষে নীল
প্রেমের বাসর, শয্যা দুগ্ধফেনিল
থাকিল পড়ে।
আমি সাধারন, নই অজর-অমর
চাইনি হতে বেহুলার লক্ষিন্দর।
বুঝি নাই তুমি নারী প্রাকৃত নও
তাই ভুলে চেয়েছি আমারই হও।
লক্ষিন্দরের তবু সান্ত্বনা
বধূ বেশে বেহুলারে হল ত জানা
হোক না সে ক্ষনিকের নওশার বেশ
বেহুলার রাঙ্গা চোলি, সিঞ্চিত কেশ।
আমি দুখি, আমি কবি, অভাজন বড়
বাসরে সাজে না আমার মাটির ঘরও।
তবু প্রেমে হয়ে যায় বিষময় শব
প্রেয়সী বেহুলা যেন আলেয়া কুহক।
©somewhere in net ltd.