নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থেকে দেশান্তর হয়ে বহু দূরে থেকে আরও দূরে সংসারের এই বিষবাস্প পরিত্যাগ করে উড়াল দিতে চাই। মন্টিায়ালের সকালের ট্রেনে ধরে সবুজের মাঠ পেরিয়ে ধূ ধূ প্রান্তরে আমি আর তুমি ঠায় দাড়িয়ে।চল দুজন দুজনার হয়ে যাই।ভালবাসি তোমার প্রত্যেকটি শহরকে।ভালবাসা রইল তোমার জন্

মোঃ মোক্তার হাসান সবুজ

তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।

মোঃ মোক্তার হাসান সবুজ › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৩২

সাসকাচুয়ান টু টরেনন্টো
হাসান মুহাম্মদ মোক্তার
হৃদয় মন্দিরে জায়গা করে নেওয়া ভালবাসার সাসকাচুয়ান
শহর থেকে শহরে প্রান্তর থেকে প্রান্তর

তোমায় খুজিঁ হৃদয় মন্দিরে
আমি তোমায় ভালবাসি প্রকৃতির প্রতিটি কর্ণা

ভাল বাসা মায়ের মত ভালবাসা দিবানিশি
অষাঢ় হৃদয় বির্দীণ হয়ে তোমাকে হারাবার মায়ায়

টরেন্টো কে ভাল বাসতে হয়ে খুব প্রয়োজনে
রঙিন আলোয় আলোকিত টরেন্টো

সাসকাচুয়ান আমার সাসকাচুয়ান ফুল ফল প্রকৃতি
বার বার টেনে নিয়ে যায় সবুজ ঘাস

টরেন্টোতে সব আছে প্রকৃতি আর অর্থ সম্পদের পাহাড়
ভালবাসার ঘাটতি আছে কিছুটা

প্রকৃতির স্পর্শ নাই,বেহুলার বাশি নাই
রাতের আকাশ নাই,দিনরাত্রি সবই সমান

আমি নিঃশব্দ ‍চুপচাপ সাসকাচুয়ান চাই
চাই অনন্তর ভালবাসা

সকাল বেলার শিশির কর্ণা চকমকে
ঘাসের ‍উপর পড়ে থাকা মুক্তোর দানা

আমার প্রিয় ভালবাসার মুক্তোর দানা
আমি হারিয়ে যাই যৌবন থেকে কৈশোরে

খুব মনে পড়ে ক্রিস্টিনার কথা
যে ভালবেসেছিল আমার হৃদস্পন্দন

যে জানত আমার প্রতিটি নিঃশ্বাসের কথা
বুকে আগলে রাখার নিরন্তর চেষ্টা

কিন্তু টরেন্টোর বুকে হারিয়ে গেলো আমার ক্রিস্টিনা
আমার প্রিয় মুখ।

আজও আমি ঘুমহীন প্রায় রাত্রি
কোথায় কোথায়! আমার ক্রিস্টিনা

তুমি কি তাহলে টরেন্টোর চাকচিক্য হারিয়ে গেলে
সব ভালবাসা তোমার উবে গেল

সেচ্চায় কিংবা অনিচ্চায় তুমি কোথায় গেলে!
টরেন্টোতে গেলে সবাই কি যান্ত্রিক হয়ে যায়

নাকি তার অতীত ইতিহাস ভুলে যায়
ভুলে যায় তার সকল দলিল দস্তাবেজ

আমি এসেছি ক্রিস্টিনার খুজেঁ বহুবছর
তবুও ভুলে যায়নি আমার প্রিয় মুখখানি

ভুলে যায়নি প্রিয় সাসকাচুয়ান মাটি রং রস
আমি ভুলতে পারিনি! পারব না কোনদিন।

----------------------/////------------------
সময়কালঃ-12.44 pm,Date-01.10.2020

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৪

রক্ত দান বলেছেন: বুঝতে খানিকটা চেষ্টা করে ছিলাম।

২| ০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৩:১০

মোঃ মোক্তার হাসান সবুজ বলেছেন: কি বুঝেননি বলেন। চেষ্টা করব বুঝি য়ে দিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.