নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থেকে দেশান্তর হয়ে বহু দূরে থেকে আরও দূরে সংসারের এই বিষবাস্প পরিত্যাগ করে উড়াল দিতে চাই। মন্টিায়ালের সকালের ট্রেনে ধরে সবুজের মাঠ পেরিয়ে ধূ ধূ প্রান্তরে আমি আর তুমি ঠায় দাড়িয়ে।চল দুজন দুজনার হয়ে যাই।ভালবাসি তোমার প্রত্যেকটি শহরকে।ভালবাসা রইল তোমার জন্

মোঃ মোক্তার হাসান সবুজ

তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।

মোঃ মোক্তার হাসান সবুজ › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ান একটি মেয়েকে নিয়ে লেখা আমার মনের কথা

০২ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫৮


পির্টাসবাগের কন্যা
হাসান মুহাম্মদ মোক্তার


তোমাকে নিয়ে কবিতা লেখা যায়
তোমাকে নিয়ে সাহিত্য মোটা বই বানানো যায়

তবুও তোমার হাসিমাখা মুখের কথা বলে শেষ হবে না
পশম কূপে ছড়িয়ে থাকা সকল আবেশ

তোমাকে ঘিরে সকল ভালবাসা ছড়িয়ে থাকা
বিস্তৃতির ভ্রম সব ছেড়ে তোমার পিছনে ছুটে চলা নিরন্তর

আমার কবিতা লেখার দিন কখনোই আর শেষ হবে
আমি হারিয়ে যাব

অনেক বছর হয়ে তোমার ‍মুখখানা এখনোও ভুলতে পারিনি
তোমাকে ছুয়ে দেখতে ইচ্ছে

কেন জানি খুব আপন মনে হয় তোমাকে
মনে পড়লে তোমার কথা

সুবাসিত উদ্ভাবিত আলোকিত করে হৃদয়
আমি তোমাকে যেভাবে ভাবছি ‍তুমিও কি ভাবছ

নাকি সব ভুলে গিয়ে বেমালুম হারিয়ে গেছো
কোন এক অনন্তর যুবক

আমি কিন্তু ভুলেনি ভুলতে পারিনি
ভুলতে পারবো না কোনদিন

যতই কষ্ট হউক মনে থাকবে অমর হয়ে
বেচেঁ থাকবে চিরদিন

ভালবাসি তোমায় আসমান সমান
আমার সকল সুপারলিটি তোমাকে ঘিরে

তুমি আমার সোনালী স্বপ্ন হয়ত আমাকে মনে পড়ে
হয়ত তুমি খুজোঁ আমায় রাশিয়ার অলিতে গলিতে

কী করে পাবে আমি তো ভিন দেশী
কোনদেশী তাও তুমি জানো না

তোমার মনে যে থাকবো চিরদিন সেটা জানি
তখনই সেটা বুঝতে পেরেছিলাম

দুজন যখন আলাদা হচ্ছিলাম হাত নেড়ে বিদায় দিয়েছিলে
খুব হেসেছিলে>>>>

বুঝেছিলাম এ হাসির মাঝে অনন্ততর ভালবাসা
তুমিও কখনোই ভুলতে পারবে না

আমিও তোমাকে বিদায় দিয়েছিলাম হাসিমুখে
আমি দিয়েছিলাম তোমাকে চিরবিদায়

আমার যে নীড়ে ফেরার সময় হয়েছিলাম
বুকটা হু হু করে কেদেঁ উঠেছিল সেদিন

তুমি চলে যাওয়ার পর পৃথিবীটা খুব ভারী মনে হয়েছিল
পির্টাসবাগ ছেড়ে আসাটা আমার জন্য ছিল খুব কষ্টের

সাড়াটা রাস্তা ছিল খুব যন্ত্রণার
কী যেন নাই নাই-

ক্ষণিকের দেখা
অথচ তোমাকে জনম জনম চেনা লাগছিল

তোমার মুখের রক্তিম অভা ছড়িয়ে ছিল পরিপূণ ভালবাসা
এ যেন কাশবনের শুভ্র ছায়া

আবার কি ফিরে পাব তোমার দেখা-
তুমি কি আমার হবে সারা জীবনের জন্য

কী বোকা আমি!
তুমি তো আমারি
আমিও তো তোমারি-

চিরজীবনের জন্য
যেভাবে থাকিনা কেন

তুমি আমারই থাকবে
যেমন আমি তোমারই

এ জীবনে নাই বা দেখা হল
পরজীবনে যেন তোমার হই

যেন তোমাকে ভালবাসি
তুমি খুব ভাল থাক সু্স্থ থাক

চিরজীবনের জন্য শুভ কামনা
ভাল থাক ভাল বাসা
--------------------------
03.09.2020

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪২

রক্ত দান বলেছেন: কেউ যাকে মনে করে সে হয়ত অন্য কাউকে মনে করে।

০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৭

মোঃ মোক্তার হাসান সবুজ বলেছেন: হয়ত আপনার কথাও ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.