নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থেকে দেশান্তর হয়ে বহু দূরে থেকে আরও দূরে সংসারের এই বিষবাস্প পরিত্যাগ করে উড়াল দিতে চাই। মন্টিায়ালের সকালের ট্রেনে ধরে সবুজের মাঠ পেরিয়ে ধূ ধূ প্রান্তরে আমি আর তুমি ঠায় দাড়িয়ে।চল দুজন দুজনার হয়ে যাই।ভালবাসি তোমার প্রত্যেকটি শহরকে।ভালবাসা রইল তোমার জন্

মোঃ মোক্তার হাসান সবুজ

তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।

মোঃ মোক্তার হাসান সবুজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৬

অস্পষ্ট
হাসান মুহাম্মদ মোক্তার



শীতকাল যত বার আসে তোমার কথা খুব বেশি মনে পড়ে
কত পথ মাড়িয়ে তোমার পর্বতের গহীনে ভ্রমণ করেছি

শীতকাল আমার জন্য খুব বেশি স্মৃতিময়-
এখন যেখানে আছি সেটা গ্রীস্মের খরস্রোতা

তাই বছরের একটা সময় শীতকাল খুব বেশী ভাল লাগে
তুমি তো শীতের শীতল দেশে

যেখানে জন্মান্তর তোমার বরফের সাথে হাতছানি
শৈশব কৈশোর সব তোমার সেখানে-

আমি তোমার বিপরীত-
ঠিক আমি নই আমার প্রকৃতির জলবায়ু

তবে তোমার শীতকাল আমার খুব ভাল লাগে
অসমাপ্ত রয়ে গেল তোমার আমার সাক্ষাত পর্ব

কিছু মানুষ যন্ত্রণা পেতে পারে তোমার আমার সাক্ষাতে
কিন্তু এ সাক্ষাত শুধুই কেবলই সাক্ষাত-

এ কবিতা কারও কাছে বিরক্তিকর হতে পারে-
কেউ আত্বহ্ত্যাও করতে পারে-

কবিতার উদ্দেশ্যই ঠিক তাই নয়-
কবি ও কবিতার উদ্দেশ্য মহৎ

আপনি আগে আপনাকে শান্ত করুন
নিশ্চুপ ঠাকুন অতঃপর ভাবুন


এটা নিচ্ছুক একটা কবিতার সাক্ষাত
এটা এমন একটা কবিতা যেটা না পড়ে থাকতে পারবেন না।

কেউ আত্বাহত্যার মত জর্ঘন্য একটা কবিতা
তাই বলে কবিকে দায়ী করা যায় না।

এখন আর কবিতা পড়তে চায় না শুনতে চায় না
এত সময় কোথায় তাই এমন কবিতা

এই কবিতায় তেমন কিছুই নাই-
শুধুই শূন্য তবুও কবিতার শেষ প্রান্ত পর্যন্ত খুজঁবেন আপনি

কোথায় গিয়ে যে শেষ হবে এ কবিতা - কেউ জানে না
আমি অসহায় কবি-

তবুও কেন বলা হয় আমি শক্তিমান
আমি সম্মোহিত করতে পারি না-

আমি এ বিদ্যা জানি না-
তবুও কেন বলে আমি চির শক্তিমান

হয়ত আমি কিছু জানি অতীত ভবিষ্যত্ব এবং বর্তমান
কিংবা মুখ থেকে বেরিয়েছে অস্পষ্ট ভবিষ্যত্বের ছাপ

সারাটি জীবন এই সত্যটি আমি বলেছি-
কিছু মানুষ বুঝেছে - বাকীসব রা বুঝবে হয়ত কিছু কাল পরে


এভাবেই এগিয়ে চলেছি আদিম কাল থেকে অনন্তকাল ধরে
আমি বেচেঁ আছি লক্ষকোটি বছর-

যাদের হুশ আছে তারাই কেবল চিনে জানে-
হুশহীন মানুষ হারিয়ে যায়-ক্ষণে ক্ষণে।

----------------------8.11.2021-------------------6.27পিএম।Monday------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.