নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থেকে দেশান্তর হয়ে বহু দূরে থেকে আরও দূরে সংসারের এই বিষবাস্প পরিত্যাগ করে উড়াল দিতে চাই। মন্টিায়ালের সকালের ট্রেনে ধরে সবুজের মাঠ পেরিয়ে ধূ ধূ প্রান্তরে আমি আর তুমি ঠায় দাড়িয়ে।চল দুজন দুজনার হয়ে যাই।ভালবাসি তোমার প্রত্যেকটি শহরকে।ভালবাসা রইল তোমার জন্

মোঃ মোক্তার হাসান সবুজ

তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।

মোঃ মোক্তার হাসান সবুজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫০

আর কোনদিন
হাসান মুহাম্মদ মোক্তার

প্রায় রাতে তোমাকে ভেবে ভেবে রাত পার হয়।
কত রাতই তো তোমাকে নিয়ে পার করে দিয়েছি

নিঘুম রজনী কত সুন্দর ছিল-
তখন আকাশটা স্বচ্ছ ও সুন্দর-

চারদিকে আলো আর আলো
কত পাখ পাখালি

কত ফুলেরা আলো ছড়াতো-
সারা পৃথিবী আলোকিত রঙিন ছিল

প্রতিটি রাত দিন খুব ছোট মনে হত।
তোমার আমার রাত গুলো দীর্ঘ হয়না কেন!

মনটাও ছিল অনেক সুন্দর-

এখন আর কোনকিছুই আগের মত নেই
সব যেন এলোমেলো-

এখনকার রাত ও দিন খুব দীর্ঘ লাগে
যেন ফুরোতে চায় না -

ক্লান্তি এসে ভর করে চারপাশ
অফুরন্ত আদর আর পাই না-

মনটা আজন একশ বছরের পুরনো মনে হয়।

কখনো কি ফিরবে আমার সেই দিন গুলো!!!
ভালবাসা আর ভালবাসা-

আর কোনদিন কি তোমার সাথে মিলন হবে?
আর কোনদিন কি তোমার সাথে দেখা হবে?

দেখা তো হয়নি কোনকালে কোনদিন-
শুধুই আশা আমার নিরাশার ভীড়ে

আমার উপচে পড়া ভালবাসা কি শুধুই স্মৃতি হয়ে থাকবে
নাকি কখনো আলোর মুখ দেখবে

আমার এ ভালবাসা কোনদিন শেষ হবার নয়
নদীর বহমান স্রোতের মত ভালবাসা চলবে

তোমাকে পাওয়া হয়ত হবে না এ জীবনে
আলোর মুখ হয়ত দেখবে না এ ভালবাসা

আশাতে আশাতে হয়ত এর শেষ পরিণতি
তবুও আশায় বুক বাধিঁ নিরবধি

তবুও একটিবার হলেও তোমাকে দেখার বড় সাধ জাগে
এ সাধ থাকবে যতদিন আছি- বেচেঁ

বার বার সাধ জাগে তোমাকে ছুয়ে দেখি।
স্পর্শ করি ভার্চুয়াল থেকে বাস্তব জগতে

তোমাকে আমার মুখস্থ হয়ে গেছে-
না সব ভুলে গেছি-

অনেক হয়েছে চল এবার একসাথে মিশি
দুজনে মিলে একাকার হই-

সংসার থেকে কোন নির্জন দ্বীপে তুমি আর আমি
আর কিছু প্রাচীন তৈজসপত্র।।


-----------------------------//-------------------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.