নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।
সাদা কেশী
হাসান মুহাম্মদ মুক্তার
সোভিয়াত ইউনিয়ন থেকে একদল তরুণীর ভেসে আসা তরী
>সাদা চামড়ার মসৃণতা খুব বেশী খসখসা
আমাকে ফিরে নিয়ে যায় আদিম বর্বরতায়
>গোপন সুখ আমাকে শুড়শুড়ি দেয়
ভালবাসা বয়স বোঝে না,
>বোঝে না কোন যুগের কথা
ভেঙ্গে যাওয়া সোভিয়াতের ক্ষুদ্রাংশ থেকে বেরিয়ে আসা সাদা কেশ
> নীলাভ চোখের চাহনি এখনো ভুলে যাইনি
সুমিষ্ট গন্ধ আমাকে মাতাল করেছে
সব হারিয়েছি সাদা চামড়ার সাদা কেশে
ভালবাসার সব স্বপ্ন বুনন
>
রাশি রাশি ফলের বাগান থেকে অদ্ভুদ গোঙানির শব্দ
> আমি মরি মরি তোমারি কারণে তোমারি বিরহ বেদনায়..
১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৪
মোঃ মোক্তার হাসান সবুজ বলেছেন: কিছুই বুঝলাম না।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৯
প্রত্যাবর্তন@ বলেছেন: