নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।
জন্তু
হাসান মুহাম্মদ মোক্তার
>কিছু জানোয়ার প্রাণ কেড়ে নেয় সুন্দর অথচ শান্ত মানুষদের
>
কিছু হিংস্র হায়েনা যারা ধর্মের দোহায় দেয়
>
কিছু নিরীহ ভালবাসার মুখ কিছু নিরীহ ভালবাসার মুখ অবয়ব
>
যারা পৃথিবীকে ভালবাসত বিশ্বাস করত
>
গোটা পৃথিবীকে ধব্বংশ করতে চায়
>
যারা মানুষের রক্তে হোলি খেলতে চায়
>
তারা জন্তু জানোয়ার বনের বর্বর পাপিষ্ট
>
তারা ধর্মের শত্রু পৃথিবীর ডাস্টবিন
>
তারা ধব্বংশ হউক কোমল পৃথিবী থেকে
>
তারা অত্ত্বহুতি করুক গভীর জঙ্গলে যেখানে অন্যকোন প্রাণ নেই
>
তাদের জন্য মুসলিম বিশ্ব আজ অপমাণিত অপদস্ত
>
জঙ্গল থেকে উঠে আসা কিছু জানোয়ার তছনছ করে গোছানো পরিপাটি জীবন
>
মুক্তি ঘটুক
©somewhere in net ltd.