নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।
তুমি ভুলে যেওনা
হাসান মুহাম্মদ মোক্তার
তুমি ভীষণ অভিনেত্রী
তুমি পারো বটে সব!
তুমি তোমার মত করে ব্যবহার করো
আমি চাইলেও পারি না
তুমি শিকলে বাধাও কেন?
তুমি তোমার ব্যবহার করতে চাও
যেমন খুশি তেমন!
তুমি সাবধান হও
পুরুষ কখনোও নারীর শিকলে বাধা পড়ে
ভুলেও যেওনা
তুমি পুরুষ শাসিত সমাজের প্রজামাত্র
সৃষ্টির আদি থেকে অন্ত
সব কতৃত্ব পুরুষের
ভুলে গেছো তুমি স্রষ্টার নির্দেশ
স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ
তুমি কতৃত্ব চেওনা
এটা আমার অধিকার
আমি তোমাকে যেমনি খুশি তেমনি সাজাবো
তুমি আমার ইচ্চার অধীন-
কতৃত্ব করতে যেওনা
বিপদে পড়বে
স্মরণ রাখো তুমি নারী
তোমাকে সৃষ্টি করা হয়েছে মনোরঞ্জনের জন্য
আদমের একা লাগে তাই হাওয়াকে বানাইছো
সুতরাং বুঝতেই পারছো
আমার জন্যই তুমি
তোমার জন্য আমি নই
দেখে শুনে বুঝে পথ চল নারী
মনে রেখো তুমি পুরুষের দাসী
—--------------------------------------------------------
28-02-2024 বুধবার
আমি এই কবিতা্য় নারীকে ছোট করতে চেষ্টা করিনি।বর্তমান প্রেক্ষাপট ও ধমীয়অনুশাসন অনুসারে নারীর পেক্ষাপট তুলে ধরার চেষ্টা করেছি।দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না বা ভুলভাবে উপস্থাপন করবেন না।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২৪ বিকাল ৪:১৮
ঢথমভঝ বলেছেন: আমরা এখানে আগাছা সম্পর্কে একটি পোস্ট আছে. সুতরাং, প্রেস রিলিজটি কপি এবং পেস্ট করাই যথেষ্ট নয়; আপনাকে একটি সম্পূর্ণ বিবরণ এবং প্রেস রিলিজের একটি লিঙ্ক সহ একটি ব্লগ পোস্ট লিখতে হবে। https://basketball-starsgame.com/