নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।

পরাধীনের মধ্যেও আমি স্বাধীন।

হাসানস০০৭

স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।

হাসানস০০৭ › বিস্তারিত পোস্টঃ

আবশ্যক!!! :P আবশ্যক!!! :P আবশ্যক!!! :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মসজিদের জন্য সভাপতি ও সেক্রেটারী পদে সারা দেশে

কিছু সংখ্যাক লোক আবশ্যক।

১) আপনি কি ঘুষ ও সুদ খাওয়ায় পারদর্শী বা অতীতে পারদর্শী ছিলেন ?

২) আপনি কি দূর্ণীতীতে খুবই এক্সপার্ট বা অতীতে এক্সপার্ট ছিলেন ?

৩) আপনি কি এলাকায় এক সময় ত্রাস সৃষ্টিকারী ছিলেন বা অতীতে দক্ষ ছিলেন ?

৪) আপনি কি মদ / নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতেন বা ব্যবসা করতেন ?

৫) আপনি কি অন্যায় ভাবে পরের জমি দখলে দক্ষ ?

৬) আপনি কি যুবক বয়সে নারী পটাতে (ভোগ) ওস্তাদ ছিলেন ?

৭) আপনি কি এলাকার ছিচকে চোর বা ছিন্তাইকারী ছিলেন ?

৮) আপনি কি দু’ই নাম্বার পথে যথেষ্ঠ টাকা কামিয়েছেন ?

৯) আপনি কি মিথ্যায় পারদর্শী ?

১০) মিষ্টি কথায় অন্যের চিত্ত জয়ে মুন্সিয়ানা ?

বিঃদ্রঃ দ্বিনী খেদমতে লেগে থাকা ব্যাক্তি অর্থাৎ বিশেষভাবে ইমাম ও মুয়াজ্জিনদের থেকে ভুল পয়দা করার মতো যোগ্যতা থাকতে হবে। চাই তাদের থেকে ভুল হোক আর না হোক।

হ্যা আপনাকেই আমরা খুঁজছি সারা দেশ ব্যাপী। সকল মসজিদ ও মাদ্রাসায়।

দ্রুত চলে আসুন, আসন সীমিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.