নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।

পরাধীনের মধ্যেও আমি স্বাধীন।

হাসানস০০৭

স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।

হাসানস০০৭ › বিস্তারিত পোস্টঃ

সমাজের অনৈক্যের সুজোগ এবং এর ভয়ানক দৃশ্য ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৫

৪ দিন আটকে রেখে গণধর্ষণের লোমহর্ষক বর্ণনা

21 Sep, 2014



বরগুনায় ১৪ বছরের এক কিশোরীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ করেছে ভাড়াটে মটরসাইকেল চালক ও তার সঙ্গীরা। এ বিষয়ে নির্যাতিতার পরিবার গত রাতে সদর থানায় মামলা করেছে। এদিকে মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা ধর্ষিতা ও তার পরিবারকে হুকমি দিচ্ছে বলে অভিযোগ করেছে বাদিপক্ষ।



নির্যাতিতা মেয়েটি জানায়, ১৫ সেপ্টেম্বর সকালে বরগুনা থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্য সে বরগুনা রোডপাড়া বাজার থেকে রাসেল নামের এক ভারাটে মটরসাইকেলের গাড়িতে ওঠে। পথে পুলিশ গাড়ির লাইন্সেস চেকের নামে হয়রানি করবে বলে কৌশলে ভিন্ন পথে নিয়ে যাওয়া হয় ১৪ বছরের এই কিশোরীকে। এক পর্যায়ে আরো ৪-৫ জনের সহায়তায় মাইঠা নামক এলাকায় একটি বাড়িতে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ চালানো হয় তার উপর। পরে কিশোরীর পরিবার মটরসাইকেল স্ট্যান্ড থেকে তথ্য নিয়ে ১৮ সেপ্টেম্বর রাতে তাকে উদ্ধার করে।







মেয়েটির মা বলেন, আমরা থানায় মামলা করার পর আসামি পক্ষ আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে।



এব্যাপারে বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সামসুল হক পি পি এম বলেন, মেয়েটির মেডিকেল টেষ্ট চলছে এবং আমরা এই বিষটির তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। তারা যতই হুমকি ধামকি দিক না কেন তাদেরকে কিছুই করতে পারবে না। কারণ আমরা তাদের পাশে আছি।



বর্তমানে ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।



সময় টিভি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.