![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।
পুরান ঢাকার চক বাজারের দিকে যাচ্ছিলাম। ধামরাইর বাসে। মঝে হঠাত এক লোকের মোবাইল হাত থেকে গায়েব হয়ে গেল। লোকটি আচানক ঘাবরে গেল। আমি দেখলাম এক লোক মোবাইলটি নিয়ে আরেকজনকে সাপলাই দিল তখন আমাকে দেখে যার মোবাইল তাকে দিয়ে দিল। মোবাইল ওয়ালা বাস থেকে নেমে গেল। আমি তাদেরকে ফলো করছিলাম। দেখলাম আরেকজনের পকেট মারার চেষ্টা করছে। আমি সবাইকে সাবধান করার জন্য বললাম বাসে চোর আছে। সবাই সাবধান। তাদের একজন বলল এই ছেলেটা জঙ্গি তার কাছে বোম আছে। আমি ভয় পেয়ে চুপসে গেলাম । তারা আজিমপুর নেমে গেলে আমি দেখলাম তারা তিনজন।
আল্লাহই জানে সেদিন কী ভাগ্যে পাবলিকের ধোলাই থেকে বেচে গেলাম।
ফিলিংঃ চোরেরাই ধরা পরার থেকে বাচার জন্য যে কোন কাউকে জঙ্গি বানায়।
©somewhere in net ltd.