![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন বিশ্বের স্বাধীন মানুষ।
আমার মামা সহজ সরল মানুষ, সোজা না বুঝলেও উল্টাটা ঠিকই বুঝেন। তিনি খুব করে আমাকে ধরতেন, তুমি শুধু মানুষে সাথে কিছু সময় যোগাযোগ রক্ষা করবা, এটাই তোমার কাজ। মাসে বেতন পাবা। দাও এবার তোমার ভোটার আইডি ফটোকপি দাও।
আমি বলতাম মামা, আমি জানি এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ ব্যবসা না।
মামা তিরষ্কার করে বলতেন, তোমরা হুজুররা জায়েজ নাই জায়েজ নাই করে কখনোই আগাতে পারবা না। পিছনেই থাকবা।
যখন মামার ডেসটিনি ধরা খেল তখন মামার বিনিয়োগ কম থাকায় মামা ৭৫০০০ টাকা ধরা খেলেন। এখন মামা পেরেশান হয়ে একেক জনকে দোষান।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫২
হাসানস০০৭ বলেছেন: আমি শুধু জায়েজ নাজায়েজ বিবেচনা করেছিলাম আর বেচে গিয়েছিলাম। ধানমন্ডিতে এরকম অনেক কম্পানি ছিল। আমাকে পরিচিত হিসেবে খুব আদর-যত্ন করত। আর জয়েন করতে বলত। আমার এক পরিচিত জন প্রায় ২০ লাখ টাকার মত ধরা খেয়েছে ডেসটিনির কাছে। সেও আমাকে জয়েন করতে বলেছিল। তখনও আমি বলেছিলাম এরা ধোকাবাজ। কিন্তু কে শোনে কার কথা। এখন দেবদাসের মত ঘোরে।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এরা এমনি এক আবিষ্কারক যারা ৪৫ হাজার যুবককে কব্জা করেছে ঠিকি কিন্তু বিগত ১২ টি বছর একটা সুই বানাতে পারেনি কোম্পানীর পক্ষ থেকে
'শুধু শুয়ে শুয়ে ব্যবসা করেছে আর একজনের টাকা দশজনে ভাগ করে খেয়েছে, আবার এদের জন্য যখন কিছু সুযোগ সন্ধানী লোক দরদ দেখায় তখন মেজাজটা আরো বেশি গরম হয়।