| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান ইমতি
সূর্যের লাল চোখ রেখে আমি শপথ নিয়েছি আরেক সূর্য হবার
বইমেলা ২০১৫ ইং উপলখ্যে চারটি জায়গায় লেখা দিয়েছিলাম, যাদের কাছে তেমন কোন প্রত্যাশা ছিল না তারা দেখলাম আমার লেখা ছেপেছে । কোন প্রচেষ্টা, অর্থায়ন বা যোগাযোগ ছাড়াই লেখা সম্পূর্ণ তার নিজস্বতায় স্থান করে নিয়েছে দেখে ভালো লাগলো । এর ভেতর অন্যপ্রকাশ থেকে বইমেলা ২০১৫ ইং তে ১৩ টি গল্প ও ১৫ টি কবিতা নিয়ে প্রকাশিত গল্প কবিতা ডটকমের বইমেলা প্রকাশনা "সেরা গল্প ও কবিতা"য় স্থান পেয়েছে আমার একটি লেখা, আরেকটি লেখা এসেছে সাহিত্য কথা থেকে প্রকাশিত কাব্যকথা ও নকঝুর “প্রভাত” সংকলনে। লেখা দিয়েছিলাম কবিতা কোষের বইমেলা সংকলনেও, ওরা ইতিপূর্বে আমার লেখা প্রকাশ করেছে তবে ওদের বইমেলা ২০১৫ ইং প্রকাশনার ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু এখনো জানিনা । বই ছাড়াও এবার বইমেলায় আমার আরেকটি লেখা এসেছে মাসিক ম্যাগাজিন তারুন্যের বইমেলা ২০১৫ ইং সংখ্যায় ।
©somewhere in net ltd.