সৈয়দ নূর কামাল বলেছেন: শরীফ ভাই, আপনার এই ট্রিলজিটা পড়া হয়নি। তা অবশ্য দেশের বাইরে থাকার দরুন। দেশে এলে তিনটাই একসাথে কিনে ফেলবো।
একটা কথা, নামটি "সাম্ভালা" না হয়ে শাম্ভালা হওয়া উচিত ছিল।
কারন এই শব্দটির মুল শব্দ বাংলা তথা সংস্কৃতের শব্দ "শম্ভল", যেখানে ক'টি হিন্দু পুরাণ মতে কল্কি অবতার জন্ম নেবেন। তিব্বতে গিয়ে শব্দটি শাম্ভালা হয়। পরবর্তিতে James Hilton এর উপন্যাস Lost Horizon এ Shambhala হতে এই শব্দ হয়ে যায় Shangri-La। উইকিপিডিয়ায় Shangri-La, https://en.wikipedia.org/wiki/Shangri-La
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
সৈয়দ নূর কামাল বলেছেন: শরীফ ভাই, আপনার এই ট্রিলজিটা পড়া হয়নি। তা অবশ্য দেশের বাইরে থাকার দরুন। দেশে এলে তিনটাই একসাথে কিনে ফেলবো।
একটা কথা, নামটি "সাম্ভালা" না হয়ে শাম্ভালা হওয়া উচিত ছিল।
কারন এই শব্দটির মুল শব্দ বাংলা তথা সংস্কৃতের শব্দ "শম্ভল", যেখানে ক'টি হিন্দু পুরাণ মতে কল্কি অবতার জন্ম নেবেন। তিব্বতে গিয়ে শব্দটি শাম্ভালা হয়। পরবর্তিতে James Hilton এর উপন্যাস Lost Horizon এ Shambhala হতে এই শব্দ হয়ে যায় Shangri-La।
উইকিপিডিয়ায় Shangri-La,
https://en.wikipedia.org/wiki/Shangri-La