![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
অনেকদিন পর ব্লগে, আবার হয়ত ২০১৫ সালের শেষ পোষ্ট।
২০১৫ ইংরেজি বছরটা প্রায় বিদায় লগ্নে। অনেক ঘটনা- অঘনের মাধ্যমে আলোচিত বছর। অনেক ভালো কিছু যেমন প্রাপ্তি তেমনি অনেক অপ্রাপ্তি ও বিরুপ পরিস্থিতিরও স্বাক্ষি। ভালো-মন্দ মিলিয়েই বছরটা যাইযাই করছে। অপ্রাপ্তি থেকে অভিজ্ঞতা, মন্দ থেকে শিক্ষা আর ভালো ও প্রাপ্তিগুলোকে পুজি করেই আবার শুরু হবে নতুন বছরের পথচলা। নতুন বছর মানেই নতুন প্রত্যাশা, নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহনের মত মানসিকতা, শক্তি ও সামর্থ্যই সৃষ্টিকর্তার কাছে চাওয়া।
নতুন বছর সবার জীবনে সত্যি সত্যিই শুভ হোক, সুখ- শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাক সবার জীবন এই কামনাই করছি।
Happy New Year 2016 to all.
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: Thanks & Happy New Year !
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
রসায়ন বলেছেন: শুভ কামনা থাকল ।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: Thanks & Happy New Year !
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
নিমগ্ন বলেছেন: ২০১৫ ইংরেজি বছরটা < ২০১৫ গ্রেগরিয়ান বছর।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: Thanks & Happy New Year !
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: happy new year