![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
হে আল্লাহ,
তুমি আমাদের সকলের ঈদ ভ্রমনকে নিরাপদ ও আনন্দদায়ক কর। এই ঈদে আমাদের সবাইকে সুস্বাদু খাবার, সুস্বাস্থ্য, সম্মান ও প্রাচুর্য দান কর, সত্যের আলোয় আলোকিত কর।
আমাদের সবাইকে সুস্থ্য দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখি জীবন দান কর। আমিন ।।।
আপনজন তথা পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে সবার ঈদ হোক উপভোগ্য ও হাসি আনন্দে ভরপুর। এই প্রত্যাশা রইল সকলের তরে।
ঈদ মোবারক !
১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অপরের দুঃখ অনুধাবন করে সামর্থ্য অনুযায়ী সবারই কিছু করা উচিৎ। সেই সাথে আনন্দটাও উপভোগ করা উচিৎ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১:০৮
ঘটক কাজী সাহেব বলেছেন: সবার জীবনে কি আর ঈদের খুশি আসে। না জানি কত মানুষ এই খুশি থেকে বঞ্চিত থাকবে, কত পথও শিশু, কত অসহায় দারিদ্র মানুষেরা থাকে আপনার আমার আমাদের সবার চারপাশে, কে বা তাদের খবর রাখে বলেন। অতএব এই ঈদ অন্তত আমার মত দুখীর দুঃখ বোঝা মানুষের জন্য নয়; ভালো থাকুন কবি,