![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
বাসায় সবসময় একটা অতিরিক্ত সেভিং রেজার যত্ন করে কোথাও তুলে রাখুন।
বিশেষ করে যাদের বাসায় দুইটা দুষ্ট ছেলেমেয়ে আছে আর......... আর একটা অপদার্থ বউ আছে।
নাহলে, সকাল বেলা মুখে ফোম / জেলি মেখে রাস্তায় রাস্তায় ঘুরেও এত সকালে কোন দোকান খোলা না পেয়ে নষ্ট রেজারটা দিয়েই জোর করে চেষ্টা করে কেটে চেহারার বারটা বাজাতে পারেন, নয়ত শেষ পর্যন্ত শেভ ছাড়াই অফিসে যেতে হতে পারে।
২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই, বিষয়টা এত সিরিয়াসলি না নিলেই ভাল হয়।
৩| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: একটা রেজার নষ্ট হলেই বউ অপদার্থ হয়ে যায়না, এটা বলাও হয়নি, তবে ঘরে একটা অপদার্থ বউ থাকলে শুধু রেজার না দিনে হাজারটা দরকারি জিনিস ও কাজ নষ্ট হয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৬
নতুন বলেছেন: জাকির ভাই.... এটা ফান হিসেবে লিখলে সমস্যা ছিলো না।
কিন্তু অপদার্থ বউ বলে বিষয়টা সিরিয়াস বানিয়েছেন। রেজার ঠিক না থাকলে বউ অপদাথ` হয়ে যায় না।