![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
ডিজিটাল লাইফের ব্যস্ততম দৈনন্দিন ২৪ ঘন্টা.........
দিনের শুরু যেভাবে-
ঘুম থেকে উঠেই অফিসের প্রস্তুতি - ১ ঘন্টা
সারাদিন অফিসের ব্যাস্ততা - ১১ ঘন্টা
মোট = ১২ ঘন্টা
অফিসের বাইরে-
সোসাল মিডিয়া (কমপক্ষে) - ১ ঘন্টা
৫ ওয়াক্ত নামাজ (কমপক্ষে) - ১ ঘন্টা
চা/ নাস্তা/ খাবার (কমপক্ষে) - ১ ঘন্টা
টিভি- সংবাদ/টকশো/অন্যান্য - ২ ঘন্টা
ঘুম - ৭ ঘন্টা
মোট = ১২ ঘন্টা
তাহলে পরিবার - বউ-বাচ্চা/ মা-বাবা/ ভাই-বোন/ আত্মীয়-স্বজন/ বন্ধু-বান্ধব/ প্রতিবেশী/ সমাজ ইত্যাদির জন্য দেবার মত সময় কই?
পারিবারিক সম্পর্ক নষ্ট/ নিয়ন্ত্রণহীন, ছেলে-মেয়ে গোল্লায়/ মাদকাসক্ত/ উগ্রবাদী জঙ্গী ইত্যাদি হলে এর জন্য দায়ী কে??
এত কষ্ট-পরিশ্রম-পরিকল্পনা, এত এত উপার্জন এসব কাদের জন্য ???
২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য, অবশ্যই সময়কে ভাগ করে নিতে হবে। পরিবারকে কোয়ালিটি টাইম দিতেই হবে। কারন, দিনশেষে সকল সুখ, সকল প্রশান্তি ওখানেই।
এটা একটা সাধারণ হিসাব। সবার ক্ষেত্রে এক হবার কথা নয়। আর বেসরকারী প্রতিষ্ঠানে কাজের সময় ও অফিসের যাতায়াত মিলে সময়টা হয়ত ১১ ঘন্টার চেয়েও বেশী হবে। সৌভাগ্যবানদের কথা সবসময়ই আলাদা।
যাহোক, ভাল থাকবেন সবসময় এই প্রত্যাশাই করি।
২| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৪
সুমন কর বলেছেন: সারাদিন অফিসের ব্যাস্ততা - ১১ ঘন্টা -- এটা তো প্রতিদিন হবার নয় !
২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য, অবশ্যই সময়কে ভাগ করে নিতে হবে। পরিবারকে কোয়ালিটি টাইম দিতেই হবে। কারন, দিনশেষে সকল সুখ, সকল প্রশান্তি ওখানেই।
এটা একটা সাধারণ হিসাব। সবার ক্ষেত্রে এক হবার কথা নয়। আর বেসরকারী প্রতিষ্ঠানে কাজের সময় ও অফিসের যাতায়াত মিলে সময়টা হয়ত ১১ ঘন্টার চেয়েও বেশী হবে। সৌভাগ্যবানদের কথা সবসময়ই আলাদা।
যাহোক, ভাল থাকবেন সবসময় এই প্রত্যাশাই করি।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৫
অতঃপর হৃদয় বলেছেন: সময় ভাগ করে নিন। ১১ ঘন্টা অফিস বাংলাদেশের কোথাও নেই।
২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য, অবশ্যই সময়কে ভাগ করে নিতে হবে। পরিবারকে কোয়ালিটি টাইম দিতেই হবে। কারন, দিনশেষে সকল সুখ, সকল প্রশান্তি ওখানেই।
এটা একটা সাধারণ হিসাব। সবার ক্ষেত্রে এক হবার কথা নয়। আর বেসরকারী প্রতিষ্ঠানে কাজের সময় ও অফিসের যাতায়াত মিলে সময়টা হয়ত ১১ ঘন্টার চেয়েও বেশী হবে। সৌভাগ্যবানদের কথা সবসময়ই আলাদা।
যাহোক, ভাল থাকবেন সবসময় এই প্রত্যাশাই করি।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৭
সেলিম৮৩ বলেছেন: জনাব, ২৪ ঘন্টা সময় অাপনি ব্যবহার করেন। সুতরাং সময় গুলো ভাগ করার ক্ষমতা অাপনার অাছে।
এক. প্রতিদিন ১১ ঘন্টা অফিস অাপনার জন্য বাধ্যতামূলক নহে।
দুই. টিভি- সংবাদ/টকশো/অন্যান্য - ২ ঘন্টা। তিনটি অপশনের সবগুলো একসাথে না করার ইচ্ছাটাও কিন্তু অাপনার।
তিন. প্রতিদিন ৭ ঘন্টা ঘুম না পড়ার সমস্ত নিয়ন্ত্রণ অাপনার হাতেই অাছে। একটু অাধটু ঘাটতি ঘুম ছুটির দিনে পুষিয়ে নেয়া যায়।
অাপটার অল, পরিবারকে সময় দিতেই হবে না হবে ..............অাপনি বলেই দিয়েছেন।