নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

"মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং"

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

মনে করেন যে- আমাদের চঞ্চল দা'র কাছে তার "ধরেন গিয়া" ধার চাওয়া গেল না। কি আর করা, তাই মনেই করেন...

তো, মনে করেন যে-
গুলশান-বনানীর দামী হোটেল গুলোতে কে কখন গেল!
কে কার জন্মদিন কিংবা কোন অনুষ্ঠানে কখন কোথায় অংশগ্রহণ করলো!
কার কি ছবি কোথায় ভাইরাল হল!
পরে কে কার নামে কোথায় কোন অভিযোগ তুলল!
এগুলো আসলে আমাদের মত গরীবের ভাবনার বিষয় না!!

আবার, মনে করেন যে-
অফিস-আদালতের সিকিউরিটি!
মিল-কারখানার নিরাপত্তা প্রহরী!
বড় লোকের বাড়ি-ঘরের দাড়োয়ান!
কিংবা, গ্রামের চৌকিদার!
তারা কাজের ফাকে কার সাথে কখন কোথায় কি কথা কাজে লিপ্ত রইল!
এসবও আমাদের মত আদার ব্যাপারীর খবর নেয়া কোন উদ্যেশ্য না!!

তয়, মনে করেন যে-
বাগানের মালী যদি তার মালিকের বিস্বস্ততার সুযোগে!
দিনে কিবা রাতের আধারে!
অন্য কাউকে বাগানের দরজা খুলে দেয়!
আর সেই সুযোগে বাগান সাবাড় হয়!
তবে ফুলের বাগান কোথায় কখন!
কার নামে কি অভিযোগ করিবে গঠন???

কিন্তু, মনে করেন যে-
বিষয়টা আপনার কাছে যতটা হালকা আর হাসির মনে হইল!
আসলে কিন্তু বিষয়টা তা না!

তাই, মনে করেন যে- ইহা একটি সাংঘাতিক সিরিয়াস পোষ্ট!!



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: আসলেই সিরিয়াস পোষ্ট।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
অসীম শ্রদ্ধা ও ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.