![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
ও বন্ধু, একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি!!
ছবিটার শিরোনাম কি হওয়া উচিৎ?
ছবিই কথা বলে!
নাকি মুখ দেখেই যায় চেনা!!
যদিও তারা উক্ত সংবাদ সম্মেলনেও অনেক কথাই বলেছেন।
তবে, বেচারাদের মুখগুলোই অনেক কথা বলে দেয়!
মুখের অভিব্যক্তিই অনেক প্রশ্নের জবাব দেয়!!
অথচ কয়দিন আগেও এদের কত হুমকি-ধামকি জাতিকে হজম করতে হল!!
হয়ত আরো অনেক হজম করতেও হতে পারে!
শুভ সকাল!
প্রায় মাস দেড়েকের একটা লম্বা বিরতির পর আবার ব্লগে ফিরে আসার সুযোগ হল।
বিষয় ভিক্তিক লেখালেখির মত পর্যাপ্ত সময় না পাওয়ায় একটা ফান পোস্ট এর মাধ্যমে শুধু উপস্থিতি জানান দেয়া আরকি!
অশেষ শুভ কামনা সকলের জন্য।
হ্যাপি ব্লগিং.............!
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হা হা হা.............
আপনার মন্তব্য পড়ে হাসলাম।
তবে তারা হয়ত এমন অনেক কিছু পেয়েছেন!
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
হাবিব বলেছেন: তাদের এখন কি করা উচিত বলে আপনি মনে করেন?
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩
হাসান জাকির ৭১৭১ বলেছেন: স্বাধীনতা বিরোধীদের সঙ্গ পুরোপুরি ত্যাগ করে ধ্বংসাত্মক যেকোন কর্মকান্ড বাদ দিয়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসা।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা ভাই।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩
ঢাবিয়ান বলেছেন: উনাদের মুখোগুলো দেখে বোঝা যাচ্ছে এই দেশের জনগন কি অবস্থায় আছে। আর ভোট ডাকাতি করে জেতা মন্ত্রী ও এমপির ভক্তের পোস্ট পড়ে বোঝা যাচ্ছে ডাকাতের দল কি অবস্থায় আছে।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, কিছু জনগন যে কষ্টে আছে তা তো বোঝাই যায়!
তাদের জন্যও শুভকামনা রইল।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
তাদের চেহারায় দেখি উনসত্তরের জেল ফেরত বঙ্গন্ধুর প্রতিকৃতি!
পাকি স্বৈরাচারের অন্যায়ের প্রতিবাদে ক্লান্ত নেতাদের ছবি
স্বাধীনতা গণতন্ত্র আর জনগনের মুক্তির আশায় লড়াকু সৈনিকের ছবি!
একাত্তরের মুক্তিযোদ্ধাদের ছবি! রনাঙ্গনে ক্লান্ত কিন্তু মুক্তির আশায় উদগ্রীব!
আর ক্ষমতাসীনদের উল্লাসে দেখি পাকি হায়েনরা উল্লাস!
একাত্তরে মুক্তিনামী নারী ধর্সনের পর কামুক পিচাশী উল্লাস
মুক্তি সেনাদের শহীদ করে কোনএলাকা দখলের পর হায়েনার উল্লাস
মিথ্যাচারী, মিথ্যাবাদী, প্রতারক, শট ধূর্ত খল নায়কের প্রচ্ছায়া!
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাদের বর্তমান চেহারায় দেখা যায় ৭১ এর পরাজিত শক্তির ছবি.............
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪
ভাবুক কবি বলেছেন: আমার কাছে ইহাই যেন বাংলার প্রতিচ্ছবি মনে হয়েছে।
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, কিছু একটা ছবি তো দেখা যাচ্ছেই!
তবে সেটা কোন ভাবেই এই বাংলার নয়........
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ যখন বিশ্বাস করার পর, পিঠে ছুরি মারে তখন যেরকম চেহারা হয় তাদের চেহারাও সেরকম...
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: তবে, তাদের বিশ্বাস এই দেশ ও দেশের মানুষের উপর নয়!
তাদের বিবর্তমান বিশ্বাস অন্যত্র!!
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: আহারে----
০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: মুখ দেখে যায় চেনা............!
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি না করে এরা দল করে যাচ্ছে ক্রমাগতভাবে।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, ঠিক তাই।
তবে এখন সেখানে তারা যুক্ত করেছে স্বাধীনতা বিরোধী, খুনি, দন্ডিত দুর্ণীতিবাজ ও তাদের দোসরদের!
জাতির দূর্ভাগ্য।।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা চাঁদগাজী ভাই।
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা!!
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪
বাংলার মেলা বলেছেন: মুখগুলোকে দেখে মনে হচ্ছে জুতো দিয়ে আচ্ছা করে পেটানো হয়েছে।