![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
গ্রেপ্তারের পর সাহেদ: ছবি: র্যাব
দেশে এখনও যেসব সাহেদরা আছেন!
সময় থাকতে মানুষ হন!!
নইলে অন্তত বোরখাটা ভালভাবে পড়ার অনুশীলন করেন!!!
আর সীমান্তের ফাকফোকরগুলো ভালভাবে চিনে রাখেন!!!!
বোরকা পরে নৌকায় চড়ে পালাচ্ছিলেন সাহেদ: র্যাব
বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম বোরকা পরে নৌকায় করে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় র্যাবের হাতে ধরা পড়েন।
গ্রেপ্তারের পর সাহেদ: ছবি: র্যাব
১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, এতবড় একটা ক্রিমিনালকে ধরাটাই সবচেয়ে জরুরি ছিল। এখানে মাস্ক পড়া না পড়া তেমন গুরুত্বপূর্ন ছিলনা।
অবশ্য ছবি তোলার জন্য পোজ দিতে গিয়ে সবাই মাস্ক খুলে নিয়েছে।
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
আশাকরি ভালো আছেন।।
২| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪১
জুন বলেছেন: @ চাদগাজী র্যাবের লোকজন জানে তাদের ভয় নাই, তারাতো করোনা নেগেটিভ সার্টিফিকেট এর জনককেই ধরেছে। দরকার হলে নৌকায় বসেই তিনি একটা করে সার্টিফিকেট দিয়ে দিবে
১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বলেছেন........!
হ্যাঁ, স্বয়ং সার্টিফিকেটের জনক সাথে, কাজেই করোনাকে কিসের ভয়....!!
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা ভাই।
আশাকরি ভালো আছেন।।
৩| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাহেদ করোনা
তোমরা ছাইড়া দিওনা!!
১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: এবার আর ছাড়ার সুযোগ নাই...................!
অস্ত্র উদ্ধারে বের না হলেই হয়...................!!
অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।
আশাকরি ভালো আছেন।।
৪| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: বোরকা মনে হচ্ছে নারী, পুরুষ উভয়ের জন্যই উপকারি।
১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৩
হাসান জাকির ৭১৭১ বলেছেন: শুধু উপকারিই না বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি প্রয়োজনীয় ..............!
অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।
আশাকরি ভালো আছেন।।
৫| ১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় সাবধানবাণী ভাল লেগেছে।
১৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই চোরে না শুনে ধর্মের কাহিনী!!
সাহেদদের মত যারা ক্ষমতার আশেপাশে থাকে তাদের কি আর আমাদের মত আমজনতার কথা শোনার সময় আছে? যতক্ষন না ধরা পড়ে.........
মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।
আশাকরি ভালো আছেন।।
৬| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধরা পড়লো তবে শয়তানের চ্যালা
এবার রিমান্ডে মাইর হবে ম্যালা
কে জানতো সে এমন গোখড়া
পড়তে হলো শেষ অবধি বোরকা।
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার ছন্দের কবিতা
আমরা যা চাই বলেছেন সবি তা......!!
মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।
আশাকরি ভালো আছেন।।
৭| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: সাদেহ এর সাথে অন্য যারা জড়িত এখন তাদের সামনে আনা হোক।
১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৯
হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ ভাই, সবার প্রত্যাশাও তাই। কিন্তু.........আদৌ তা আসবে কিনা তা অজানা!!
মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রাজীব ভাই।
আশাকরি ভালো আছেন।।
৮| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৩
নেওয়াজ আলি বলেছেন: প্রতারণার রাজ্যের বাদশাহ
১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যা অন্যদের সামনে উদাহরণ হতে পারে।
মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।
আশাকরি ভালো আছেন।।
৯| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৫১
মা.হাসান বলেছেন: বাজারে বোরকার দাম বাড়িয়া না গেলেই ভালো।
১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার মন্তব্য!! হা...হা...হা.......
তবুও কিছু মানুষ বোরখা পড়া তো শিখল....!!
মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই।
আশাকরি ভালো আছেন।।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:২২
চাঁদগাজী বলেছেন:
ভালো যে, র্যাবের সদস্যরা "মাস্ক" পরে আছেন।