![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্ধারে জোনাকের খোজে হাতড়ে বেড়ানো কোনো এক জন, এক প্রতিবেশীর মাথার পোকা আরেক প্রতিবেশীর মাথায় ছড়িয়ে বেড়ানো কোনো এক জন।
অবশেষে বাংলাদেশের প্রথম বিজ্ঞান ভিত্তিক সিনেমা 'পরবাসিনী'র প্রথম গান "হাজার তারা" মুক্তি পেল। গানটির গীতিকার ফারজানা ববি আর তাতে সুর করেছেন ইবরার টিপু । গতকাল 'পরবাসিনী'র ফেসবুক পেজ এ গানটি আপলোড করার কিছুক্ষণের মধ্যেই গানটির প্রতি দর্শকদের মাঝে বেপক আগ্রহ দেখা গেছে ।
গানের কথা এবং সুরের মাধুর্য যে দর্শকদের মন কেড়ে নিয়েছে তা দর্শকদের মন্তব্য আর লাইক থেকেই প্রতীয়মান হয়। দর্শকদের মন্তব্য থেকে বুঝা যাচ্ছে যে, বাংলা সিনেমা এবং গানের প্রতি তাদের যে চাওয়া ছিল তার চাহিদা পুরোপুরি পূরণ করতে সক্ষমের পথে 'পরবাসিনী' সিনেমা এবং সিনেমার প্রথম গানটা। দর্শকদের মন্তব্য থেকে বুঝা যাচ্ছে যে বাংলা সিনেমার স্বর্ণযুগ শেষ হবার পর থেকে এখন পর্যন্ত বাংলা সিনেমার সংলাপ, বিশেষ করে সিনেমার গানে যে অতৃপ্ততা ছিল সেই পিপাসা মিটিয়ে স্বস্থির তৃপ্তি দিয়েছে 'পরবাসিনী'র "হাজার তারা " শিরোনামের গানটি । গানের সুন্দর কথা আর মনোমুগ্ধকর সুর দিয়ে যেমন গীতিকার আর সুরকার গানটিকে শ্রুতিমধুর করেছেন তেমনি অভিনয় দক্ষতাকে পুরোপুরি কাজে লাগিয়ে নিজেদের পেশাদারিত্বের প্রমান দিয়েছেন 'পরবাসিনী' সিনেমার প্রধান চরিত্রে থাকা ইমন আর রিথ মজুমদার। আর তাই অনলাইনে গানটিকে নিয়ে দর্শকদের মাঝে বেপক উত্তেজনা দেখা যাচ্ছে। গানটির প্রসংসায় কেউ কেউ আবার বলিউডের গানকেও পিছনে রাখছেন 'পরবাসিনী'র "হাজার তারা" গানটি থেকে । কেউ কেউ আবার বলছেন নিজেদের সংস্কৃতিকে এগিয়ে নিতে সকল বাংলা সিনেমাতেই এমন গানের ধারা যেন অব্যাহত থাকে। এখন দর্শকদের চাওয়া বাকি গান গুলিও যেন তাদের মন ছুয়ে যায় আর সিনেমাটিও যেন বাংলা সিনেমার পরিবর্তনের ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে পারে।
অনলাইন মিডিয়া পার্টনারঃ Artistry Reconciliation Crew Limited.
পরিচালনাঃ Hasin Arefin Khan
প্রতিবেদকঃ মো :মোজাম্মেল হোসেন
©somewhere in net ltd.