![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্ধারে জোনাকের খোজে হাতড়ে বেড়ানো কোনো এক জন, এক প্রতিবেশীর মাথার পোকা আরেক প্রতিবেশীর মাথায় ছড়িয়ে বেড়ানো কোনো এক জন।
আপনি বাজার থেকে যে ইলিশ কিনেন, তার একটা বড় অংশই আসলে ইলিশই না। সাধারণত সার্ডিন বা চৌক্কা কিনছেন কয়েকগুন বেশি দাম দিয়ে, ছবি দেখে চিনে নিনঃ
দেখে একই লাগছে তো? বাজারে বরফ পানির মধ্যে থেকে আলাদা করা আরো কঠিন মনে হতে পারে, কিন্তু
- ইলিশ নিজের জাতের পরিচয় লেজ আর পিঠের পাখনায় দিবে।
- পাখনা সুঠাম হবে, সেটা যতই বরফে থাকুক না কেন,
- আর ইলিশের লেজ কখনোই খুব বড় বা তীক্ষ্ণ হয় না। ছবির মত ভঙ্গুর হবে যে সেটাকে দৈববানী ভাবার দরকার নাই। দুই পানির মাছের লেজ যেমন মাঝারি আকারের হয় তেমনই হয় ইলিশের।
পোষ্টটা শেয়ার করে সকল কে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল।
c:Ariful Huda.
০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৫৬
কেউ এক জন বলেছেন: আমাকে দাওয়াত দিয়েন ভাই, আমার সার্ডিন, চৌক্কা কেনারও টাকা নাই :/
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ সকাল ১০:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইলিশ কেনার পয়সা নেই। সার্ডিন বা চৌক্কা কিনে ইলিশ কেনার আনন্দ পেতে চাই।