![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মেয়েটার নাম নায়লা নাঈম। পেশায় নাকি দন্তচিকিত্সক। ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ২০১২ সালে স্নাতক শেষ করেন নায়লা। এরপর নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ঢাকার একটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন নাকি তিনি।
এই ভাবেই প্রথমআলো এই অশ্লীল, প্রসটিউট মডেল নিয়ে লিখেছে(১)। ভাবতেও অবাক লাগে কিভাবে এই সব প্রসটিউট মডেল দের নিয়ে প্রথমআলো খবর ছাপে। লোকমুখে শুনেছি যে, এই সব ছোট খাটো মডেলদের নিয়ে লিখলে নাকি ঐ সব সাংবাদিকদের মনোরঞ্জনের ব্যবস্থা এই সব মডেলরা করে দেয়। এমন প্রস্তাব মনে হয় এই সাংবাদিক পেয়েছেন। না হলে কি করে এই সব প্রসটিউট মডেলদের নিয়ে লিখে?
সেখানে দেখলাম উনি ২টি ছবিতে চুক্তি বদ্ধও হয়েছেন। ময়ুরী, মুনমুন ওরা যদি অশ্লীল মুভি করার জন্য বহিস্কার হয়ে থাকে। তাহলে অতিসত্ত্বর এই মেয়েকেও বহিস্কার করা হোক।
প্রথমআলো এই অশ্লীল, প্রসটিউট মডেল নিয়ে লিখেছে
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ইনার নামতো নতুন শুনলাম।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৮
পদ্মা_েমঘনা বলেছেন: আপনাকে বুঝতে ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে! এই গরমে উনার বেশি কাপড়ে সমস্যা হয়! ভাবতে ভাল লাগছে দেশ এগিয়ে যাচ্ছে! এর বাবা-মা সম্পর্কে একটু জানতে ইচ্ছা করছে অাফটার অল উনি ”পরিবারের সবার সহযোগিতায় এখন নিজেকে পুরোপুরিভাবে মডেলিংয়ে নিয়োজিত রাখছেন”। বাংলাদেশ থেকে প্লেবয় পত্রিকার মডেল হবে এটা কি কম গর্বের কথা!
৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১
মামুন রশিদ বলেছেন: ডাক্তারি পাশ করে যদি পুলিশ হতে পারে, মডেল হলে কী দোষ বুঝতে পারছি না !!
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
মেমননীয় বলেছেন: খেপছেন কেন?
অামিতো জ্বনাবার নামও শুনিনি।
BMDC - নামক সংস্থার কর্তব্য তার রেজিস্ট্রেশন বাতিল করা।
যেন তিনি অন্য কোন রেজিস্ট্রেশন গ্রহন করে অাদিম ব্যবসা করতে পারেন। অামাদের ডাক্তাররা কসাই নাম নিয়েই থাকুক, সাথে এটা যোগ হলে মানুষ যাবে কোথায়?