নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
গত বছর শেরপুর-জামালপুর এর গজনী-মধুটিলা ভ্রমণের সময় আমরা ময়মনসিংহ দিয়ে যাওয়ার সময় গিয়েছিলাম ত্রিশালের কাজীর শিমলাস্থ জাতীয় কবি কাজী নজরুল এর স্মৃতি বিজড়িত ‘নজরুল সংগ্রহশালা’ দেখতে। আমরা মোট আঠারো জনের দল ভ্রমণ বাংলাদেশ'র আয়োজনে গত এপ্রিল মাসে দুই দিনের জন্য বেড়িয়ে পড়েছিলাম ময়মনসিংহ-শেরপুর’এর উদ্দেশ্যে, লক্ষ্যস্থল গজনী, মধুটিলা, লাউচাপড়া ঘুরে বেড়ানো। সকাল থেকে মুষলধারায় বৃষ্টি ঝরছিল বাইরের দিকে, আর আমরা চৌদ্দজন ভ্রমণচারী একটি ছোট্ট মাইক্রবাসের কাঁচে ঘেরা বক্সে করে চলতে লাগলাম ময়মনসিংহ’র দিকে।
টঙ্গি পেরুনোর সময় ঘণ্টা দেড়েক আটকে রইলাম অনাকাঙ্ক্ষিত জ্যামে। তখনো সকালের নাশতা করা হয় নাই কারো, সাথে করে আনা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ‘বাকরখানি’ রুটি চিবুতে শুরু করলাম গাড়ীতে বসে বসে। সকাল নয়টার দিকে আমরা যাত্রা বিরতি করলাম রাস্তার ধারের এক রেস্টুরেন্টে সকালের নাশতা সেরে নিতে। রাস্তায় শুধু গাড়ী আর গাড়ী, জ্যামে বসে থেকে থেকে বোর হওয়া ছাড়া আর কি করার। কেউ কেউ হেডফোন কানে গুঁজে দিয়ে গান শুনতে ব্যাস্ত হয়ে পড়ল, কেউ জুড়ে দিল রাজনৈতিক আলোচনা। দীর্ঘ ছয় ঘণ্টা জার্নি শেষে আমরা পৌঁছলাম ময়মনসিংহ, এখানে নজরুল স্মৃতি সংগ্রহশালা দেখা, কিছুটা যাত্রা বিরতি সাথে দুপুরের লাঞ্চ সেরে নেওয়া।
ত্রিশালের লোক কাজী রফিজ দারোগা। ১৯১৪ সালের দিকে তিনি যখন ভারতের আসানসোলে যান, দেখা পান কিশোর নজরুলের। রুটির দোকানে কাজ করার পাশাপাশি নজরুলের কাব্য এবং গীতি প্রতিভা দেখে অভিভূত হন রফিজ দারোগা। নজরুলকে প্রস্তাব দেন তার সাথে ত্রিশালে চলে আসার, নজরুল রাজী হয়ে যান। ফলে ১৯১৪ সালে প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে পা পরে জাতীয় কবির। দারোগা রফিজের নিজ গ্রাম ত্রিশালে নিয়ে এসে তিনি কবি নজরুলকে ভর্তি করে দেন ত্রিশাল উপজেলা সদরের দরিরামপুর একাডেমি স্কুলের সপ্তম শ্রেণীতে। ত্রিশাল থেকে বর্ষায় স্কুলে যাতায়াতে অসুবিধা হওয়ার দরুন কবি কাজী নজরুল ইসলাম জায়গীর ছিলেন ত্রিশাল ত্রিশাল উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারীর বাড়িতে। ময়মনসিংহে বছরখানেকের বেশী স্থায়ী ছিলনা জাতীয় কবির সেই যাত্রায় বাংলাদেশে বসবাস। পরের বছরই কবি ফিরে যান আসানসোল।
কবি নজরুলের সেই বাল্য স্মৃতিকে ধরে রাখতে এ গ্রামেরই বটতলা নামক স্থানে স্থানীয় জনগণের দান করা জমিসহ ২৫ একর জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজী ভাষা ও সাহিত্য, সঙ্গীত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এ চারটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে। পরে পাঁচটি অনুষদের আওতায় ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞানসহ বাংলাদেশের সমৃদ্ধ লোকসাহিত্য, লোক সংস্কৃতির উন্নয়ন ও গবেষণারও উদ্যোগ নেয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পড়ালেখা করার সুযোগ পাচ্ছে।
নজরুলের শেকড় নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারী বাড়ির আঙিনায় প্রতিষ্ঠা করা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র ও নজরুল আর্কাইভ। বিচুতিয়া বেপারীর যে ঘরে নজরুল থাকতেন সেই শোবার ঘরটির ভিটি পাকা করে করা হয়েছে নজরুল আর্কাইভ। তৃতীয়তলার স্মৃতিকেন্দ্রের নিচতলায় রয়েছে ২০০ আসনের অডিটরিয়াম, দ্বিতীয়তলায় অফিস ও তৃতীয়তলায় জাদুঘর-কাম-পাঠাগার।
নজরুলের বাল্য স্মৃতিবিজড়িত কাজীর শিমলা গ্রামের দারোগা রফিজউল্লাহর বাড়িতে করা হয়েছে কবি নজরুল স্মৃতি কেন্দ্র ও পাঠাগার। দোতলার এ ভবনের নিচতলায় রয়েছে সেমিনার কক্ষ। দোতলায় রয়েছে রিডিংরুম-কাম-রেস্ট হাউস। নজরুলের দুর্লভ সব ছবি, নজরুল সংগ্রহ, কিছু বই ও একটি পুরনো খাট রযেছে এখানে। ভবনের সামনের পুকুরটি সংস্কার করে পাকা করা হয়েছে এর ঘাট। স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে ভারত শ্রীলঙ্কা দুবাই ও অস্ট্রেলিয়াসহ দেশ বিদেশের নানা স্থানে নজরুল প্রেমিক ভক্ত অনুরাগী ও গবেষকরা আসছেন নজরুলের শেকড় অনুসন্ধানে।
সেই ভ্রমণের সময় নজরুল সংগ্রহশালায় আমার তোলা কিছু ছবি...
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
২| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৫৯
মামুন রশিদ বলেছেন: জন্ম শতবার্ষিকীতে প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি ।
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সামু পরিবারের সবার পক্ষ থেকে এই বোকা ব্লগার এই লেখার মাধ্যমে প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেল।
ধন্যবাদ মামুন রশিদ ভাই।
৩| ২৫ শে মে, ২০১৪ দুপুর ২:১০
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: খুব ভাল একটি কাজ করেছেন। প্রিয় কবির প্রতি রইল শ্রদ্ধাঞ্জলী।
২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ব্লগার আমারে তুমি অশেষ করেছ।
৪| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:২১
সময়ের ডানায় বলেছেন: ভাল পোস্ট।
প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জী।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সময়ের ডানায়
৫| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৩:২৩
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ........+++
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার প্রতিও রইল কৃতজ্ঞতা।
৬| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬
বেলা শেষে বলেছেন: .....for বোকা মানুষ বলতে চায়:
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও! এত্তগুলান ফুল!!!
৭| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের এই পোষ্ট স্টিকি করায় সামুকে অনেক অনেক ধন্যবাদ। @লেখককেও আরেকবার।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিদ্রোহী ভৃগু আপনাকেও অনেক ধন্যবাদ। আরেকটা কথা, আপনি কি মডু???
৮| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জন্ম শতবার্ষিকীতে প্রিয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাস।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৯| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৩
কোবিদ বলেছেন: সাম্য, দ্রোহ ও প্রেমের কবি
কাজী নজরুল ইসলামের
১১৫তম জন্ম জয়ন্তীতে
ফুলেল শুভেচছা।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কোবিদ
১০| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী।
পোস্টটি স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও জানাই অনেক কৃতজ্ঞতা পাঠ এবং মন্তব্যে।
১১| ২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১১
জাফরুল মবীন বলেছেন: এ বিশেষ দিনে কবিকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে।লেখককেও ধন্যবাদ তথ্যসমৃদ্ধ পোষ্টটির জন্য।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জাফরুল মবীন
১২| ২৫ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
ঢাকাবাসী বলেছেন: কবির প্রতি রইলো শ্রদ্ধা আর এই লেখককে চমৎকার একটা তথ্যসমৃদ্ধ পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী
১৩| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:০০
প্রবাসী পাঠক বলেছেন: মহা বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা।
পোস্টে তৃতীয় ভাল লাগা।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালোলাগা ভালো লাগলো...
১৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৮:২২
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুমন কর... কিছু বলব না। সবসময়ের মত সাথেই আছে...
১৫| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পোস্টে লাইক দিয়ে গেলাম।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী ভাই। বহুদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম। সেই "ডিভোর্স-দ্যা সোশ্যাল সিকনেস" গল্পের পরে...। ভালো থাকবেন।
১৬| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:১০
পরিবেশ বন্ধু বলেছেন: বল বীর বল উন্নত মম শীর
শীর নেহারি নতশির ঐ শিখর হিমাদ্রির ।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ।।
পোস্টে ধন্যবাদ ।।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও পাঠ এবং মন্তব্য প্রদানে ধন্যবাদ।
১৭| ২৫ শে মে, ২০১৪ রাত ১০:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয় কবিকে শত-সহস্র পুষ্প মাল্য শুভ জন্মদিনে। আপনাকে ধন্যবাদ পোষ্ট দানে।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন
১৮| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:২৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিকে ছালাম-------
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপা...
১৯| ২৫ শে মে, ২০১৪ রাত ১১:৩০
পার্থ তালুকদার বলেছেন: শুভ জন্মদিন হে বিদ্রোহী কবি।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার
২০| ২৬ শে মে, ২০১৪ রাত ৩:০৯
জুপিটার মুহাইমিন বলেছেন: ধন্যবদ, লেখককে। অনেক ভাল পোষ্ট।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাঠ এবং মন্তব্য'র জন্য কৃতজ্ঞতা জানবেন
২১| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:০৯
কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: ধন্যবাদ ।ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম .তখন এই পথে র রিক্সা দিয়ে যেতাম ।বট গাছটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম ।বাবা নজরুলের গল্প বলত ।আমি ভাবতাম কবি বোধহয় আমাদের ই কেউ ।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জায়গাটা আসলেই অনেক সুন্দর।
২২| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি গতকাল যখন প্রথম খেয়াল করি যে, আমার এই লেখাটি স্টিকি হয়েছে, আমি সত্যি বিশ্বাস করতে পারি নাই। আমি সত্যি অবাক এবং প্রচণ্ড খুশীতে হতবিহবল হয়ে গিয়েছিলাম। অনেকে বলতে পারেন আদিখ্যেতা, কিন্তু আমি আমার সত্য ফিলিংসটাই শেয়ার করলাম। এ যেন সেই মেট্রিক পরীক্ষার রেজাল্টের খুশী। ধন্যবাদ সামু কর্তৃপক্ষকে। আমি যদিও তেমন কিছু লিখতে জানি না, শুধু যা মনে আসে লিখে যাই। ঘুরে বেড়াতে পছন্দ করি তাই আমার সিংহভাগ লেখা থাকে ভ্রমণ নিয়ে। তারপরও সামু আমার লেখা প্রকাশের যে প্লাটফর্ম দিয়ে যাচ্ছে, তাতে একদিন হয়ত সত্যি ভালো কিছু লিখতে সক্ষম হব। সকল সহব্লগার এবং পাঠকদের প্রতি রইল কৃতজ্ঞতা আর ভালবাসা।
২৩| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:২৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো পোস্ট!
আপনার পোস্টে বরাবরই ছবি কথা বলে ....
যেন ভিডিও চিত্র দেখছি
০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ নাসিফ। দেরীতে প্রতিত্তর করার কারণ চোখে পড়ল দেরীতে। নোটিফিকেশন দেখে হয়ত উত্তর করতে ভুলে গেছি। সরি ফর দ্যাট।
২৪| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৮:২৭
এ কে এম রেজাউল করিম বলেছেন: কবির শ্রদ্ধা ও ভালোবাসা র'ল।
০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
২৫| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২১
মাদিহা মৌ বলেছেন: হ্যালো ভাইয়া। কেমন আছেন?
আশাকরি সামু পরিবারে দীর্ঘদিনের বিরতিতে আমাকে ভুলে যাননি।
আপনার এই পোস্টের কিছু ছবি আমার দরকার। আমি কি অনুমতি পাব?
শুধু অনুমতিতি পেলেই হবে না, ছবি দিতেও হবে মেইলে। সম্ভব?
০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যা অনেকদিন সামুতে অনিয়মিত। আশা করি ছবির প্রয়োজনীয়তা ফুরিয়েছে।
"Trip Zone" এ আপনার লেখাগুলো পড়েছি বেশ কয়েকটা, চালিয়ে যান।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন। অনেক কিছু একসাথে পাওয়া হল।
হে প্রিয় কবি- তোমায় সালাম।
তোমার চোতনার কিছূই নাহি পেলাম.... শুধু বলেই গেলাম্।
তাই বুঝি আজ জাতির পদে পদে
এত ক্লেদ এত পিছু হটা
এই ভবিতব্য দেখেই কি নিরব হয়ে গিয়েছিলে!!!