নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪)
বাংলাদেশে ভ্রমণ ঋতু কোনটি? নিশ্চয়ই সবাই বলবেন শীতকাল? তবে অনেকেই আমার মত দ্বিমত পোষণ করে বলবেন শরৎকাল হল ভ্রমণ ঋতু। কারণ, শরৎ এর কথা আসলেই চোখে ভাসে নীলাকাশে সাদা মেঘের ভেলা, নীচে বিস্তৃত কাশফুলের মেলা; মন চায়, যার মাঝে কেটে যাক, প্রিয় কিছু বেলা। আর এমন প্রকৃতি যদি ভ্রমণের জন্য শ্রেষ্ঠ না হয়, তবে আর কোন কালই বা রইল বাকী? বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশ’র এই কবিতা পংক্তিটুকু জুড়ে দিলাম শরতের পক্ষে…
‘এখানে আকাশ নীল—নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল
ফুটে থাকে হিম শাদা—রং তার আশ্বিনের আলোর মতন;
আকন্দফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ
রৌদ্রের দুপুর ভ’রে;— বারবার রোদ তার সুচিক্বণ চুল
কাঁঠাল জামের বুকে নিঙড়ায়ে;— দহে বিলে চঞ্চল আঙুল
বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন,
ধনপতি, শ্রীমন্তের, বেহুলার, লহনার ছুঁয়েছে চরণ;
মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধূল,’
সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়ে নিয়মিত মাসিক সংকলনের চতুর্থ সংখ্যা - “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -সেপ্টেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – সেপ্টেম্বর ২০১৪)”য় আপনাকে স্বাগতম। শুরুতেই যথারীতি সংকলনের সাথে প্রাসঙ্গিক কিছু বলা যাক। গত জুন মাস হতে নিছক ব্যাক্তিগতভাবে এই সংকলনটি করছি নিছক ভ্রমণ নেশা থেকে। তাই এই সংকলনের প্রতিটি বিষয় নিছক এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়। যাই হোক, গত সেপ্টেম্বর মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় পাঁচ হাজারের কাছাকাছি পোস্ট হতে সর্বমোট ৭৮টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট পাওয়া গেছে যা কিছুটা হতাশাজনক, কেননা গত মাসে এই সংখ্যা ছিল ১১৩টি। যাই হোক, আমি আশাবাদী চলতি মাসে এই ভ্রমণ বিষয়ক পোস্ট সংখ্যা গত আগস্ট মাসের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। তো আসুন শুরু করি পথচলা…
এই মাসে প্রথমবারের মত সংযোজন করা হল “পাঠক মিথস্ক্রিয়া”য় সেরা পাঁচ ভ্রমণ বিষয়ক পোস্ট। কেননা পাঠক যে পোস্টে বেশী আগ্রহী, সেগুলোই প্রাধান্য পাওয়া উচিত সেরা তালিকায়। সেই সাথে পাঠক কোন ধরনের ভ্রমণ পোস্ট পছন্দ করছে, তারও একটা বাস্তব চিত্র পাওয়া যাবে এই সেরা তালিকা হতে। আসুন দেখে নেই এই তালিকাটি (গতকাল মধ্যরাত পর্যন্ত ফলাফল অনুযায়ী)ঃ
পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
1) সচিত্র মেগা পোস্টঃ চলুন ঘুরে আসি ইনানী সমুদ্র সৈকত এবং pebble stone sea resort ( ইনানীতে যাওয়া... লিখেছেন অপূর্ণ রায়হান
2) SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) লিখেছেন বোকা মানুষ বলতে চায়
3) দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ ) লিখেছেন রফিকুজজামান লিটন
4) ছবিব্লগঃ বাংলাদেশ -পৃথিবীর স্বর্গরাজ্য ! লিখেছেন অপু তানভীর
5) কানাডা দিলাম পাড়ি - ছবিব্লগ - ৩ লিখেছেন কেএসরথি
এবার চোখ রাখা যাক আমার নির্বাচিত লেখাগুলো নিয়ে নিয়মিত বিভাগভিত্তিক সেরা লেখাগুলোতে। আমি প্রথমে আমার নির্বাচিত সেরা লেখাগুলো দিয়ে দিলাম। এই লেখা নির্বাচনে আমি প্রতিটি লেখা পড়েছি। ভ্রমণ বিষয়ক লেখা অনেকেই সহজে পড়তে চায় না, কারণ এগুলো পাঠক টানতে বা ধরে রাখতে পারে না। আমি প্রতিটি লেখা পড়ে পড়ে নম্বর দিয়েছি এবং সেই নম্বরের ভিত্তিতে যে সকল লেখা সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়েছে সেগুলো গত মাসের ভ্রমণ বিষয়ক সেরা লেখা বলে বিবেচিত হয়েছে। পুরো নির্বাচনটা সম্পূর্ণরুপে আমার ব্যাক্তিগত মতামত। পাঠকরা দ্বিমত থাকলে মন্তব্যে জানিয়ে যাবেন প্লিজ। আর পোস্টের শেষে সেপ্টেম্বর মাসের প্রতিটি ভ্রমণ বিষয়ক লেখা ‘লেখার শিরোনাম-ব্লগারের নাম-লিংক’ আকারে দিয়ে দেয়া হয়েছে। কোন লেখা বাদ পরে গেলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন, এড করে দিব।
সেরা পাঁচ (দেশ)
1) বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনাময় পর্যটন শিল্প লিখেছেন যাযাবর বেদুঈন
2) নাপিত্তাছড়া ট্রেইল: পাহাড়ী অরণ্যঘেরা কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম ঝর্ণার খোঁজে (ভ্রমণ কাহিনী) লিখেছেন নিভৃত নিঃশব্দ
3) ৩৬০ আউলিয়ার দেশে তিনদিনঃ স্বচিত্র সিলেট ট্যুর ফর ডামিস লিখেছেন ই ম ন
4) স্বপ্নলোকের পথযাত্রা- রাখাইন ঝর্ণা লিখেছেন অমি রেজা
5) একটি নাতিদীর্ঘ ভ্রমণের দীর্ঘ কাহিনী লিখেছেন সাঈদ আজিজ
সেরা পাঁচ (বিদেশ)
1) প্রকৃতির বিচিত্র অলঙ্কার কাশ্মীর লিখেছেন সবুজ স্বপ্ন
2) হিমুর মত পেনাং ব্রীজ আর লং নাইট ড্রাইভ ফ্রম সেলাঙ্গর টু... লিখেছেন সেলিম আনোয়ার
3) আমার দেখা জার্মান এবং জার্মানী লিখেছেন নাসরিন চৌধুরী
4) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/(১-৫) লিখেছেন ফরিদুর রহমান
5) বিলেত: পাখির চোখে দেখা- উনিশ (স্কটল্যান্ড) লিখেছেন রেজওয়ানা আলী তনিমা
সেরা পাঁচ (ছবি ব্লগ)
1) ছবিব্লগঃ বাংলাদেশ -পৃথিবীর স্বর্গরাজ্য ! লিখেছেন অপু তানভীর
2) দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ ) লিখেছেন রফিকুজজামান লিটন
3) ঘুরে এলাম মায়ামী সি-অ্যাকুরিয়াম পর্ব (১ – ৩) লিখেছেন পয়গম্বর
4) ওশান ওয়ার্ল্ড (ছবি ব্লগ) লিখেছেন তূর্য হাসান
5) আমস্টারডাম - লিখেছেন মোঃ আয়ান মিয়া
সেরা পাঁচ (তথ্য ভিত্তিক)
1) এই ঈদে ঘুরে আসুন "রাজেন্দ্র ইক্যো পার্কে" লিখেছেন এম এ এইচ রাজ
2) সমুদ্রগর্ভ থেকে জন্ম নেয়া এক প্রাচীন ভূ-খন্ডের নাম কাপাসিয়া লিখেছেন মার্জিয়া
3) এবারের ঈদে ঘুরে আসুন পর্যটন নগরী সিলেটে লিখেছেন নুর ইসলাম রফিক
4) জন ক্রেকারের "ইনটু থিন এয়ার " পর্ব : ১ এবং ২ লিখেছেন রাতুলবিডি৪
5) ইউরোপের দেশে দেশে : স্পেনের প্রাণ বার্সেলোনা। লিখেছেন বিদ্যুৎ
সেরা পাঁচ (অন্য রকম)
1) ইতালিয়ান পরিব্রাজক মার্কো পোলোর ৭৬০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা লিখেছেন কোবিদ
2) পশ্চিমবঙ্গের কোনো বন্ধু এ লেখা পড়ে আহত হবেন না প্লিজ... লিখেছেন অঞ্জন আচার্য
3) একজন বিদেশী পর্যটকের বাংলাদেশ ভ্রমণঃ ও তাঁর ভাললাগার গল্প কবিতায়(১) লিখেছেন নুরএমডিচৌধূরী
4) মেঘের রাজ্যে; পাহাড়ে জুম ঘরের ছায়ায়; পুরোটা দিন লিখেছেন েমারতাজা
5) সৌন্দর্য ও আমার ইচ্ছের প্রতিফলন লিখেছেন জনৈক কবি
উৎসর্গঃ এই মাসের সংকলনটি আমি উৎসর্গ করছি আমার প্রিয় ভ্রমণ গ্রুপ “ভ্রমণ বাংলাদেশ ”কে। কেননা বাংলাদেশের ট্রাভেলিং ক্লাবের পথিকৃৎ এই গ্রুপের সংস্পর্শে এসে আমার মত অনেক অধম এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আলোচিত পর্যটন এলাকার রূপসুধা পান করতে পেরেছে। অসংখ্য আলোচিত এবং সেলিব্রেটি ট্র্যাভেলার একসময় প্রত্যক্ষ বা পরোক্ষ’ভাবে এই গ্রুপের সাথে সংশ্লিষ্ট ছিল। পনেরো পেরিয়ে ষোল’তে পা দিতে যাওয়া এই গ্রুপ আরও উত্তরোত্তর সাফল্য লাভ করুক এই শুভকামনা রইল।
আলোকচিত্রাবলীঃ এই মাসের কাভার ফটো হিসেবে আমি চাচ্ছিলাম কাশফুলের ছবি ব্যবহার করতে, কিন্তু আমার নিজের তোলা কাশফুলের কোন ছবি নেই। খুব বাধ্য না হলে চেষ্টা করি গুগল করে পাওয়া ছবি ব্যবহার না করতে। তো কি করা? আমি নিজে শারীরিকভাবে ট্র্যাভেল করতে পারছি না গত দুই মাস যাবত, ফলে নিজে আশুলিয়ার দিকে গিয়ে ছবি তুলে আনার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও পারি নাই। এমন সময় মনে পড়ল আমাদের প্রিয়, ব্লগার “সাদা মনের মানুষ”র কথা। কয়েকদিন আগেই উনার ফেবু ওয়ালে কাশফুলের ছবি দেখেছিলাম। ভ্রমণ সংকলনের এই মাসের পোস্টের জন্য একটা কাশফুলের ছবি দরকার, জানানোর সাথে সাথে প্রিয় এই মানুষটি অনেকগুলো ছবি দিয়ে দিলেন। পুরো পোস্ট জুড়ে যে ছবিগুলো রয়েছে তার সব কয়টি ব্লগার সাদা মনের মানুষ এর তোলা। অনেক অনেক ধন্যবাদ ব্লগার সাদা মনের মানুষ।
============================
সেপ্টেম্বর, ২০১৪ এর সকল ভ্রমণ বিষয়ক পোস্টঃ
1) ছবিব্লগঃ বাংলাদেশ -পৃথিবীর স্বর্গরাজ্য ! লিখেছেন অপু তানভীর Click This Link
2) হায়দারাবাদের ডায়েরী…. লিখেছেন নিয়ামুলবাসার Click This Link
3) হিমুর মত পেনাং ব্রীজ আর লং নাইট ড্রাইভ ফ্রম সেলাঙ্গর টু... লিখেছেন সেলিম আনোয়ার Click This Link
4) একটি নাতিদীর্ঘ ভ্রমণের দীর্ঘ কাহিনী লিখেছেন সাঈদ আজিজ Click This Link
5) ইউরোপের দেশে দেশে : আমস্টারডাম এ কিছুক্ষণ! লিখেছেন বিদ্যুৎ Click This Link
6) আমার দেখা বালিয়াটি প্রাসাদ... লিখেছেন দিনমণি Click This Link
7) মুক্তাগাছা জমিদার বাড়ি লিখেছেন ম েনা েন শ দাস Click This Link
8) কানাডা দিলাম পাড়ি - ছবিব্লগ - ৩ লিখেছেন কেএসরথি Click This Link
9) পোকোনো পাহাড়ে লিখেছেন ওয়ারা করিম Click This Link
10) মুক্তাগাছা জমিদার বাড়ি-এর চিত্র লিখেছেন ম েনা েন শ দাস Click This Link
11) সমুদ্রগর্ভ থেকে জন্ম নেয়া এক প্রাচীন ভূ-খন্ডের নাম কাপাসিয়া লিখেছেন মার্জিয়া Click This Link
12) রাতারগুল লিখেছেন হীরা ৪৪ Click This Link
13) দ্বিতীয় বিশ্বযুদ্বের নৌতরী; হাইডা ভ্রমণ লিখেছেন রোকসানা লেইস Click This Link
14) মেঘের রাজ্যে; পাহাড়ে জুম ঘরের ছায়ায়; পুরোটা দিন লিখেছেন েমারতাজা Click This Link
15) বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনাময় পর্যটন শিল্প লিখেছেন যাযাবর বেদুঈন Click This Link
16) নাপিত্তাছড়া ট্রেইল: পাহাড়ী অরণ্যঘেরা কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম ঝর্ণার খোঁজে (ভ্রমণ কাহিনী) লিখেছেন নিভৃত নিঃশব্দ Click This Link
17) ওশান ওয়ার্ল্ড (ছবি ব্লগ) লিখেছেন তূর্য হাসান Click This Link
18) আমস্টারডাম - লিখেছেন মোঃ আয়ান মিয়া Click This Link
19) আমাদের বান্দরবন ঘুরে আসা : পর্ব ১ (ইটস নেভার দ্য প্লেস, ইটস আস) লিখেছেন রহমান,তানভীর Click This Link
20) Trekking XXTREME BANDARBAN (2013) লিখেছেন ইঞ্জিঃ সামি Click This Link
21) বান্দরবানের সকল চিত্তাকর্ষক স্থান দেখতে_দেখে নিন ভিডিও চিত্র লিখেছেন অভিজিত অপু Click This Link
22) নতুন ক্যামেরায় তোলা কিছু ছবির ব্লগ (Canon PowerShot sx50HS) লিখেছেন কামরুল ইসলাম রুবেল Click This Link
23) সৌন্দর্য ও আমার ইচ্ছের প্রতিফলন লিখেছেন জনৈক কবি Click This Link
24) প্রকৃতির বিচিত্র অলঙ্কার কাশ্মীর লিখেছেন সবুজ স্বপ্ন Click This Link
25) ৩৬০ আউলিয়ার দেশে তিনদিনঃ স্বচিত্র সিলেট ট্যুর ফর ডামিস লিখেছেন ই ম ন Click This Link
26) SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
27) "বারমুডা ট্রায়াঙ্গল এর রহস্য" লিখেছেন মেহেদী হাসান ভূঁঞা Click This Link
28) এভারেষ্টের ইতিহাসে ভয়াবহ তম দূর্যোগের ইতিহাস নিয়ে লেখা " ইন টু থিন এয়ার " লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
29) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/১ লিখেছেন ফরিদুর রহমান Click This Link
30) আমাদের বান্দরবন ঘুরে আসা : পর্ব ২ (অসীমতাকে ছোঁয়ার দিনে) লিখেছেন রহমান,তানভীর Click This Link
31) আমার দেখা জার্মান এবং জার্মানী লিখেছেন নাসরিন চৌধুরী Click This Link
32) রাঙ্গামাটির পর্যটন এলাকা গুলো এবং আমার দেশের রূপ লিখেছেন দিপ্২৪ Click This Link
33) অসাধারণ লালবাগ কেল্লা! লিখেছেন সাইফুর রহমা(ন মাসুম) Click This Link
34) অষ্ট্রেলিয়ায় Work and Holiday visa ভ্রমন ও কাজের সুযোগ। লিখেছেন মনুআউয়াল Click This Link
35) আমার দেখা "সিলেট" -১ম পর্ব লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
36) জন ক্রেকারের "ইনটু থিন এয়ার " পর্ব : ২ লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
37) চন্দ্রনাথ মন্দির – সীতাকুণ্ড পাহাড়, আর আমার সেইরাম একটা আছাড়!!! লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
38) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর-পর্ব/২ লিখেছেন ফরিদুর রহমান Click This Link
39) ইতালিয়ান পরিব্রাজক মার্কো পোলোর ৭৬০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা লিখেছেন কোবিদ Click This Link
40) আহসান মঞ্জিল লিখেছেন মো রফিক জামান Click This Link
41) দুবলার চরে মন হারিয়ে যায় লিখেছেন মো রফিক জামান - Click This Link
42) তুলনাহীনা সেন্টমার্টিন ও ছেড়াদিয়া ভ্রমণ St. Martin's Island Bangladesh লিখেছেন বাংলাদেশ এক্সপ্লোরার Click This Link
43) বর্ষায় জলপথে বিছনাকান্দি, পাংথুমাই এবং লক্ষণছড়ায় একদিন... লিখেছেন সৈয়দ মুক্তাদির আল সিয়াম Click This Link
44) খৈইয়াছড়া ঝর্ণায় ঘুরে আসুন লিখেছেন িনউজ Click This Link
45) পশ্চিমবঙ্গের কোনো বন্ধু এ লেখা পড়ে আহত হবেন না প্লিজ... লিখেছেন অঞ্জন আচার্য Click This Link
46) আমার দেখা সিলেট লিখেছেন কাজী দিদার Click This Link
47) সচিত্র মেগা পোস্টঃ চলুন ঘুরে আসি ইনানী সমুদ্র সৈকত এবং pebble stone sea resort ( ইনানীতে যাওয়া... লিখেছেন অপূর্ণ রায়হান Click This Link 1212
48) মৌলভিনামা A Journey to Moulvibazar (১ম পত্র) সাইফুর রহমান পায়েল Click This Link
49) রাঙ্গামাটির পর্যটন এলাকা গুলো এবং আমার দেশের রূপ লিখেছেন দিপ্২৪ Click This Link
50) লেক কিভু থেকে লেক টাঙ্গানিকার বীচে - ১ লিখেছেন শোভন শামস Click This Link
51) বিলেতে সাড়ে সাতশ দিন - মুহম্মদ আবদুল হাই (“ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই” - পর্ব ০৩) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
52) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/৩ লিখেছেন ফরিদুর রহমান Click This Link
53) বিলেত: পাখির চোখে দেখা- উনিশ (স্কটল্যান্ড) লিখেছেন রেজওয়ানা আলী তনিমা Click This Link
54) হায়দারাবাদের ডায়েরী…. লিখেছেন নিয়ামুলবাসার Click This Link
55) লেক কিভু থেকে লেক টাঙ্গানিকার বীচে-২ লিখেছেন শোভন শামস Click This Link
56) পারকি’র প্রেমে লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
57) আমার দেখা "সিলেট" পর্ব-২ লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
58) ইউরোপের দেশে দেশে : স্পেনের প্রাণ বার্সেলোনা। লিখেছেন বিদ্যুৎ Click This Link
59) ইউরোপের দেশে দেশে : 'ভালোবাসা তালার সেতু' ও 'ভালোবাসা তালার বৃক্ষ' লিখেছেন বিদ্যুৎ Click This Link
60) মন চায় এই ব্রীজে উঠতে লিখেছেন ফানার Click This Link
61) একজন বিদেশী পর্যটকের বাংলাদেশ ভ্রমণঃ ও তাঁর ভাললাগার গল্প কবিতায়(১) লিখেছেন নুরএমডিচৌধূরী Click This Link
62) বিলেত: পাখির চোখে দেখা- উনিশ (স্কটল্যান্ড) লিখেছেন রেজওয়ানা আলী তনিমা Click This Link
63) ভারতভ্রমণঃ মানালী লিখেছেন আমার বন্ধু রাশেদ Click This Link
64) ঘুরে এলাম মায়ামী সি-অ্যাকুরিয়াম পর্ব ১ লিখেছেন পয়গম্বর Click This Link
65) ঘুরে এলাম মায়ামী সি-অ্যাকুরিয়াম পর্ব ২ লিখেছেন পয়গম্বর Click This Link
66) মিশরের ডায়েরি পর্ব -২। (আব্বা দুলাভাই থেকে শালা অতপর কম্প্রমাইজ) লিখেছেন মাহমুদুল হাসান কায়রো Click This Link
67) ঘুরে এলাম মায়ামী সি-অ্যাকুরিয়াম পর্ব ৩ লিখেছেন পয়গম্বর Click This Link
68) আমার দেখা "সিলেট" পর্ব-৩ (খিচুরী) লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
69) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/৪ লিখেছেন ফরিদুর রহমান Click This Link
70) ডায়েরীর পাতায় লস এঞ্জেলস্, সান্ডিয়াগো অধ্যায় লিখেছেন লাকমিনা জেসমিন সোমা Click This Link
71) ডেভিস ফল-( ভ্রমন কাহিনী)- ১ম পর্ব লিখেছেন শেরজা তপন Click This Link
72) ভ্রম on লিখেছেন আজন্ম এষঃ Click This Link
73) ছুটির দিনে ঝর্ণার খোঁজে লিখেছেন নিথর শ্রাবণ শিহাব Click This Link
74) এবারের ঈদে ঘুরে আসুন পর্যটন নগরী সিলেটে লিখেছেন নুর ইসলাম রফিক Click This Link
75) দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ ) লিখেছেন রফিকুজজামান লিটন Click This Link
76) স্বপ্নলোকের পথযাত্রা- রাখাইন ঝর্ণা লিখেছেন অমি রেজা Click This Link
77) এই ঈদে ঘুরে আসুন "রাজেন্দ্র ইক্যো পার্কে" লিখেছেন এম এ এইচ রাজ Click This Link
78) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/৫ লিখেছেন ফরিদুর রহমান Click This Link
১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতো দিনে সুমন সাহেব নতুন কিছু পুষ্টাইলেন
এক ফাঁকে দেখে এলাম কি পোস্ট করলেন, ভিডিও ব্লগ... নাইস। দেখবো পড়ে, দুপুর নাগাদ। গত তিনদিন যাবৎ ভ্রমণ সংকলনের কাজ করে পুরাই পেরেশান, সারা রাত জেগে আছি, এখন ঘুমাতে যাবো। পরে কথা হবে...
২| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++
ভ্রমণ পোস্ট এমনিতেই কম আসে । তারুপরে অনেক পোষ্টের ভিড়ে তা হারিয়েও যায় অনেক সময় । অনেক ভালো একটা কাজ করছেন ভ্রাতা ।
ভালো থাকবেন সবসময়
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ রায়হান। অনেক কষ্ট হয় বৈকি, তারপরও করে যাচ্ছি, যতদিন পারা যায়। এটা চতুর্থ মাসের সংখ্যা। পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অনেক কৃতজ্ঞতা জানবেন।
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯
প্রবাসী পাঠক বলেছেন: পোস্টে তৃতীয় ভালো লাগা।
যদিও ভ্রমণ পোস্ট দেখলে হিংসা হয়।
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক। হিংসা করলে হবে না, প্রবাসীদের কাছ থেকে আরও বেশী ভ্রমণ পোস্ট আশা করি আমরা। অপেক্ষায় রইলাম। ভালো থাকা হোক সবসময়।
৪| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬
মামুন রশিদ বলেছেন: সংকলনে নতুন নতুন ভাবনা যোগ হওয়াটা ভালো । পাঠক মিথস্ক্রিয়া পর্ব ভালো লেগেছে ।
পোস্টে ভালোলাগা ।
১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই, দোয়া করবেন যেন এই সংকলন সামনে অব্যাহত রাখতে পারি।
৫| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৬
মামুনূর রহমান বলেছেন: ভ্রমণ কিংবা ভ্রমণ সংক্রান্ত কথা দুটোই আমার প্রিয় । চমত্কার পোষ্টের জন্য শুভেচ্ছা
১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভ্রমণ কিংবা ভ্রমণ সংক্রান্ত কথা দুটোই আমার প্রিয় । জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
৬| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৬
ঢাকাবাসী বলেছেন: ভাল পোস্ট।
১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী, ভালো থাকবেন।
৭| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনি পারেন ও বটে!
১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কী পারি?
৮| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৮
সাদা মনের মানুষ বলেছেন: শোকেসে রাখলাম
১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়। আর হ্যাঁ, গত মাসে আপনার ভ্রমণ পোস্ট কোথায়? ভালো থাকতে রেগুলার ভ্রমণ বিষয়ক পোস্ট দেন, বুঝছেন?
৯| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৬
আমি তুমি আমরা বলেছেন: চমতকার পোস্ট। ভাল লাগল।
১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবসময়।
১০| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
পাজল্ড ডক বলেছেন: গ্রেট!
প্রিয়তে নিলাম
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ পাজল্ড ডক। ভালো থাকুন সবসময়।
১১| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: বরাবরের মতই অনবদ্য। অসংখ্য ধন্যবাদ চমৎকার কাজের জন্য । ভাল থাকবেন।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ক্যপ্রিসিয়াস, পাঠ এবং মন্তব্যে। শুভকামনা রইল।
১২| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধারাবাহিক পরিশ্রমী পোস্টে ভাল লাগা রইল ৷
পাথুরে শহুরি জীবনে শিকলবন্দী পাখির মু্ক্ত আকাশের আবাহন হয়ত কিঞ্চিত মিটবে সংযোজিত সমগ্র পড়ে ৷ ভাল থকবেন ৷
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম৫২, ভালো লাগলো আপনার দ্বিতীয় লাইনটুকু। ভালো থাকবেন।
১৩| ১০ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
জাফরুল মবীন বলেছেন: কষ্টসাধ্য পোষ্ট!ধন্যবাদ,অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি বোমা ভাইকে
হায়!এ লিস্টে কী কোনদিন আমার নাম উঠবে না!
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জাম ভাই, মনের খোরাকে এই কষ্ট করা। তবে সেলিম আনোয়ার ভাইয়ের একটি কথা খুব অনুপ্রেরণা যোগায়। উনি জুলাই সঙ্কলনে বলেছিলেন, সামু ব্লগে সবচেয়ে ব্যয়বহুল পোস্ট। আসলেই তাই, কি পরিমাণ সময় যে দিতে হয় তা আমিই জানি। হয়ত সামনে রতে পারবো কি পারবো না, সময়ই বলে দিবে। তবে যতদিন করব, মনের তাগিদে লিখবো। অন্য কোন আশায় নয়, সামু ব্লগে অনেকেই অনেক আশা নিয়ে বসে আছেন। আশা করি বুঝবেন।
আপনার কাছ থেকে ভ্রমণ পোস্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
ইতি
বোকা মানুষ
১৪| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৫
নাসরিন চৌধুরী বলেছেন: অসাধ্য সাধন করেছেন। অনেক ধন্যবাদ জানবেন। প্রিয়তে নিলাম
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ নাসরিন চৌধুরী আপু, ভালো থাকবেন। বিশেষ ধন্যবাদ এই সঙ্কলনের জন্য জার্মান প্রবাসের উপর লেখাটি লেখার জন্য। দোয়া করবেন আমার জন্য।
১৫| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮
শুভ্র গাঙচিল বলেছেন: অনেক কষ্ট করে একটা মাস্টারপিস উপহার দেয়ার জন্য অশেষ কৃতজ্ঞ ভ্রাতা। সময় করে সবগুলো পড়তে চাই। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভ্র গাঙচিল। ভালো থাকুন সবসময়, সাথে থাকুন সবসময়।
১৬| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪৪
আবু শাকিল বলেছেন: প্রিয়তে নিলাম...
পোষ্টে অনেক ভাল লাগা জানিয়ে ধারা অব্যাহত রাখার দাবি জানিয়ে গেলাম।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই, ভালো থাকবেন।
১৭| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৮
কলমের কালি শেষ বলেছেন: ভাইরে আপনারা পারেনও । এতো ডেডিকেটেড হলে চলে !!
নামতো একখান দিয়া রাখছেন বোকা মানুষ কিন্তু যে সব কাজ কারবার করে যাচ্ছেন তাতে তো দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে বোকা মানুষ হওয়া এইম ইন লাইফ হয়ে যাবে ।
পোষ্টে ডেডিকেটেড পিলাচ দিয়ে গেলাম ।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর কমেন্ট মন ভালো করে দিল। জানিনা কতদিন ডেডিকেটেড থাকতে পারবো... ভালো থাকুন সবসময়।
১৮| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার শ্রম ও সময়কে আমি সেলাম জানাই.....
ট্যুরিজমের মতো একটি অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়কে আলোকপাত করেছেন এজন্য অভিনন্দন, বোকা মানুষ!
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই। কমেন্টে ভালো লাগা জানবেন।
১৯| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট! অনেক পোষ্টই চোখ এড়িয়ে গেছে। এবার তা পড়ে ফেলব।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কাভা। ভালো থাকুন সবসময়।
২০| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৩
শোভন শামস বলেছেন: ভ্রমণ পোস্ট এমনিতেই কম আসে
অনেক পোষ্টের ভিড়ে অনেক সময় তা হারিয়ে যায় ।
অনেক ভালো একটা কাজ ।
ভালো থাকবেন
ধন্যবাদ+++++++++
১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ শোভন শামস। কৃতজ্ঞতা জানবেন পাঠ, মন্তব্য এবং এতো এতো প্লাসের জন্য। ভালো কাটুক প্রতিটি দিন।
২১| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯
সোহানী বলেছেন: বরাবরের মতই দারুন সংকলন ....... ++++++++++
১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার সোহানী। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২২| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
নাভিদ কায়সার রায়ান বলেছেন: এসব হল প্রিয়তে নেয়ার মতো পোষ্ট। অনেক কষ্ট করেছেন ভাই। দ
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ নাভিদ কায়সার রায়ান ভাই, ভালো থাকুন সবসময়।
২৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক সুন্দর ছবিগুলা। কাশফুল খুব ভালো লাগে আমার। পোষ্টটাও অনবদ্য। আমার একটা পোষ্ট পেলাম , সেজন্য আবারও বিশেষ ধন্যবাদ। আর ইয়ে, আমারটা ৫৩ আর ৬২ নম্বরে দুবার এসেছে। প্লিজ ঠিক করে দিয়েন ভাইয়া।
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপু পোষ্টটি আপনি,দুবার পোষ্ট করেছেন
বিলেত: পাখির চোখে দেখা- উনিশ (স্কটল্যান্ড)
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০ |
বিলেত: পাখির চোখে দেখা- উনিশ (স্কটল্যান্ড)
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০ |
please don't mind, just kidding। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৫৮
অপু তানভীর বলেছেন: ভালা পুস্ট
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
২৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৪
তাহসিন মামা বলেছেন: কমেন্ট পরেই বুঝতে পারছি আপনার কাজ অসাধারন হয়েছে। অনেক গুলো ভালো লাগা। পোস্টে ++++++++++++++++
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ তাহসিন মামা, এই মাসের সঙ্কলন উৎসর্গ করা হয়েছে আমাদের প্রিয় "ভ্রমণ বাংলাদেশ"কে। ভালো থাকুন সবসময়।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার ভ্রমণ বিষয়ক পোস্ট কোথায়? তাড়াতাড়ি পোস্ট দেন, নইলে খবর আছে...
২৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫
সুফিয়া বলেছেন: শ্রমসাধ্য একটা কাজ করেছেন। ধন্যবাদ অনেকগুলো ভাল ভাল লেখা একসাথে করে উপহার দেবার জন্য।
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সুফিয়া আপা আপনার মন্তব্যের জন্য। আপনাদের উৎসাহ আর অনুপ্রেরণাই এই সঙ্কলনের মূল চাবিকাঠি। আপনার মঙ্গল কামনায়...
২৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩
আলম দীপ্র বলেছেন: বাহ ! বাহ! বাহ !
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ?! ?! ?!
২৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৮
এমএম মিন্টু বলেছেন: এখানেও আমি নেই ডেড় ঘোড়ার ডিম । পিলাচ ব্রাদার++++++
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
২৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ..........................
৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
৩০| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৩
মাহমুদ০০৭ বলেছেন: প্রিয়তে ।
ভাল থাকবেন ভাই ।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ০০৭, শুভকামনা সতত।
৩১| ০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ এই পরিশ্রমী পোস্টের জন্য!!!
তবে আমার পোস্ট স্থান না পাওয়ায় পোষ্টে মাইনাচ
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন।
ইয়ে... মানে.... আসলে সেপ্টেম্বর মাসে আপনি এতো বেশী পোস্ট করেছেন যে হাজারো পোস্টের ভেতর আপনার ভ্রমণ পোস্টগুলো খুঁজে পাই নাই সামনে আর এমন ভুল হপে না... এইবারের মত মাফ কইরা দেন
৩২| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২০
রফিকুজজামান লিটন বলেছেন: নিজের পোস্ট লটকানো দেখে সেরম আনন্দ লাগছে !! ধন্যবাদ বোকা ভাই !
দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ )
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ রফিকুজজামান লিটন এতো সুন্দর পোস্ট দেয়ার জন্য। নিয়মিত এরকম ভ্রমণ পোস্ট পাবো আপনার কাছ থেকে এই আশা করছি।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !! ১ম ভাল লাগা।
শেষে সবগুলো পোস্ট ১ থেকে ৭৬ পর্যন্ত না দিলেই, আমার মতে ভাল হতো।
উৎসর্গ ভাল হয়েছে।
এ মাসে বন্ধুর জন্য এমন একটি পোস্ট দিয়েছি। দেখে আসার আমন্ত্রণ রইল।