নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৪ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৪)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩



SOMEWHEREIBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -সেপ্টেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – সেপ্টেম্বর ২০১৪)



সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়ে নিয়মিত মাসিক সংকলনের পঞ্চম সংখ্যা - “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৪ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৪)”য় আপনাকে স্বাগতম। শুরুতেই যথারীতি সংকলনের সাথে প্রাসঙ্গিক কিছু বলা যাক। গত জুন মাস হতে নিছক ব্যাক্তিগতভাবে এই সংকলনটি করছি নিছক ভ্রমণ নেশা থেকে। তাই এই সংকলনের প্রতিটি বিষয় নিছক এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়। যাই হোক, গত অক্টোবর মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় পাঁচ হাজারের কাছাকাছি পোস্ট হতে সর্বমোট ৬৪টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট পাওয়া গেছে যা চরম হতাশাজনক, কেননা গত দুই মাসে এই সংখ্যা কমতি’র দিকে। যাই হোক, আমি ভ্রমণ প্রিয় মানুষ, তাই আশাবাদী যে চলতি মাস থেকে ভ্রমণ বিষয়ক পোস্ট সংখ্যা বাড়তি’র দিকে থাকবে।



গত মাসে প্রথমবারের মত সংযোজন করা হয় “পাঠক মিথস্ক্রিয়া”য় সেরা পাঁচ ভ্রমণ বিষয়ক পোস্ট। কেননা পাঠক যে পোস্টে বেশী আগ্রহী, সেগুলোই প্রাধান্য পাওয়া উচিত সেরা তালিকায়। সেই সাথে পাঠক কোন ধরনের ভ্রমণ পোস্ট পছন্দ করছে, তারও একটা বাস্তব চিত্র পাওয়া যাবে এই সেরা তালিকা হতে। আসুন দেখে নেই এই তালিকাটি (আজ রাত দশটা পর্যন্ত ফলাফল অনুযায়ী)…



পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ

১. ভ্রমন পোষ্টঃ যার কেউ নাই, তার আছে সিলেট লিখেছেন কাল্পনিক_ভালোবাসা

২. অপরুপ লাক্কাতুড়া!! লিখেছেন মামুন রশিদ

৩. বান্দরের খাঁচার সামনে একদিন . ...... ঢাকা চিড়িয়াখানার লিখেছেন সোহানী

৪. শখের ভ্রমণ - যেন মৃত্যু ফাঁদ না হয়ে দাঁড়ায় লিখেছেন বোকা মানুষ বলতে চায়

৫. পৃথিবীর সেরা কিছু বিস্ময়কর হোটেল (পর্ব-১)লিখেছেন বশর সিদ্দিকী

৬. পৃথিবীর ১৫ টি দুর্গম ও জনবিরল স্থান লিখেছেন সবুজ স্বপ

৭. আয়ারল্যান্ড এক মজার দেশ লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান



(এই তালিকায় শেষের তিনটি পোস্টের পাঠক সংখ্যা কাছাকাছি থাকায় তিনটাকেই যৌথভাবে পাঁচ নাম্বারে দিয়ে দিলাম। আর এই "পাঠক মিথস্ক্রিয়া" ব্যাতিত নীচের অন্যান্য সেরা তালিকায় ক্রমিক নম্বর কোন ক্রম নির্দেশ করে না)



এবার চোখ রাখা যাক আমার নির্বাচিত লেখাগুলো নিয়ে নিয়মিত বিভাগভিত্তিক সেরা লেখাগুলোতে। আমি প্রথমে আমার নির্বাচিত সেরা লেখাগুলো দিয়ে দিলাম। এই লেখা নির্বাচনে আমি প্রতিটি লেখা পড়েছি। ভ্রমণ বিষয়ক লেখা অনেকেই সহজে পড়তে চায় না, কারণ এগুলো পাঠক টানতে বা ধরে রাখতে পারে না। আমি প্রতিটি লেখা পড়ে পড়ে নম্বর দিয়েছি এবং সেই নম্বরের ভিত্তিতে যে সকল লেখা সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়েছে সেগুলো গত মাসের ভ্রমণ বিষয়ক সেরা লেখা বলে বিবেচিত হয়েছে। পুরো নির্বাচনটা সম্পূর্ণরুপে আমার ব্যাক্তিগত মতামত। পাঠকরা দ্বিমত থাকলে মন্তব্যে জানিয়ে যাবেন প্লিজ। আর পোস্টের শেষে অক্টোবর মাসের প্রতিটি ভ্রমণ বিষয়ক লেখা ‘লেখার শিরোনাম-ব্লগারের নাম-লিংক’ আকারে দিয়ে দেয়া হয়েছে। কোন লেখা বাদ পরে গেলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন, এড করে দিব।



সেরা পাঁচ (দেশ):

১. জেনে নিন: উত্তরা গনভবন/দীঘাপতিয়ার জমিদার বাড়ির লিখেছেন হাবিবুললাহ

২. ঠাণ্ডাছড়ি পিকনিক স্পটে এক দিন। লিখেছেন প্রশান্ত মন

৩. নাইক্ষংকুম, আমিয়াকুম ও নাফাকুমের পথে... (পর্ব-২)

৪. সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(দ্বিতীয় পর্ব) লিখেছেন তুষার কাব্য

৫. ভ্রমন পোষ্টঃ যার কেউ নাই, তার আছে সিলেট লিখেছেন কাল্পনিক_ভালোবাসা



সেরা পাঁচ (বিদেশ):

১. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/ পর্ব (৬-১০) লিখেছেন ফরিদুর রহমান

২. দ্যা প্রাইস অব ফ্রিডম : ট্রাশম্যানিয়াক - দু-চাকায় আলাসকা থেকে টরোনটো লিখেছেন মুনতাসির

৩. ডেভিস ফল-( ভ্রমন কাহিনী)- (২য় – ৪র্থ পর্ব) লিখেছেন শেরজা তপন

৪. প্রবাসে পরিভ্রমন ৯- ক্যাবল কারে চড়ে জার্মানীর দীর্ঘতম ও পৃথিবীর প্রথম ক্যাবল লাইন পরিভ্রমন লিখেছেন ক্যপ্রিসিয়াস

৫. ট্রাভেলগ চীন-২ লিখেছেন শোভন শামস



সেরা পাঁচ (ছবি ব্লগ):

১. ভিডিও ব্লগ: জলঝিরি এবং শৈলপ্রপাত। ♠♠ লিখেছেন সুমন কর

২. বনে বাঁদাড়ে.....২৮ লিখেছেন সাদা মনের মানুষ

৩. যমুনার জল দেখতে কালো (ছবি ব্লগ)লিখেছেন মাঈনউদ্দিন মইনুল

৪. CN Tower -এর দুর্দান্ত অভিজ্ঞতা লিখেছেন পয়গম্বর

৫. আমার নেপাল ভ্রমন কাহিনি - পর্ব ৪ নাগরকোট লিখেছেন রাতুল রেজা



সেরা পাঁচ (তথ্য ভিত্তিক):

১. পৃথিবীর পথে রামনাথ। একজন বিশ্ব জয়ী মহামানব। (সংক্ষিপ্ত) লিখেছেন কলিমদ্দ

২. ঈদের ছুটিতে ঘুরে আসুন রাঙ্গামাটি। লিখেছেন বাংলারংধনু

৩. পৃথিবীর সেরা কিছু বিস্ময়কর হোটেল (পর্ব-১)লিখেছেন বশর সিদ্দিকী

৪. ঢাকা বিভাগের জাদুঘরগুলো লিখেছেন Asif Zaman

৫. পৃথিবীর ১৫ টি দুর্গম ও জনবিরল স্থান লিখেছেন সবুজ স্বপ্ন



সেরা পাঁচ (অন্য রকম):

১. অস্ট্রেলিয়ান আলোকচিত্রী ডেভিড লেজার এর চোখে বাংলাদেশ লিখেছেন দ্যা টাকলু বস

২. ট্যুরে যাবেন? প্রয়োজনীয় জিনিস গুলো নিয়েছেন তো? লিখেছেন স্পর্শের মধ্যে

৩. চীনাদের অতিথিয়তা লিখেছেন ঘানার রাজপুত্র

৪. বাংলাদেশকে জানুন “Incredible Bangladesh” এ লিখেছেন অভিজিত অপু

৫. ভ্রমন ব্লগ: একদিন সারাদিন রংপুর (ভিডিও ডকুমেন্টারি) লিখেছেন লোন ওয়ারিয়র





উৎসর্গঃ

এই মাসের সংকলনটি আমি উৎসর্গ করছি প্রথম ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস’র স্মরণে। ১৮৯৪ সালের ১৩ জানুয়ারী মাসে তৎকালীন অসম জেলার সিলেট জেলার বানিয়াচং গ্রামের বিদ্যাভূষণপাড়ায় জন্মগ্রহণ করেন যা বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্তর্ভূক্ত। রামনাথ হবিগঞ্জের জাতীয় ভান্ডার সমিতির ম্যানেজার পদ যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। জাতীয় ভান্ডার সমিতির মোটর কারখানা থাকার সুবাদে তিনি মোটর চালনা শিক্ষা করেন। জাতীয় ভান্ডার সমিতিতে থাকাকালীন তিনি সাইকেল চালনারও সুযোগ পান এবং তাতে তিনি বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। এরপর তিনি জাতীয় ভান্ডার সমিতির কাজ ছেড়ে অন্য একটি চাকুরীতে যোগ দেন। এই সময়েই তিনি গোপনে অনুশীলন সমিতিতে যোগদান করেন। কিন্তু তার বিপ্লবী যোগ প্রকাশ হয়ে গেলে তিনি চাকুরী থেকে বহিষ্কৃত হন। ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হলে তিনি যুদ্ধে যোগ দেন। বাঙালি পল্টনের সঙ্গে তিনি মেসোপটেমিয়ায় যান। ১৯২৪ সালে তিনি মালয়ে বৃটিশ নৌবাহিনীর একটি চাকরিতে যোগ দেন। রামনাথ সাইকেলে প্রথম বিশ্বযাত্রা করেন ১৯৩১ সালে। সঙ্গে এক জোড়া চটি, দু'টি চাদর ও তার সাইকেল। সাইকেলের কেরিয়ারে একটি বাক্সে সাইকেল মেরামতির সরঞ্জাম। সাইকেলের গায়ে লেখা 'রাউন্ড দ্য ওয়ার্ল্ড, হিন্দু ট্রাভেলার।' ৭ জুলাই ১৯৩১ রামনাথ সিঙ্গাপুরের কুইন স্ট্রীট থেকে বিশ্বযাত্রা শুরু করেন। সিঙ্গাপুরে চাকুরীরত প্রবাসী ভারতীয়রা রামনাথকে সেদিন শুভেচ্ছা জানাতে এসেছিলেন। সাইকেলে চড়ে তিনি মালয়, শ্যাম, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান হয়ে তিনি কানাডা পৌঁছন।

১৯৩৪ সালে রামনাথ দ্বিতীয়বার বিশ্বযাত্রা করেন। সেবার তিনি আফগানিস্থান, পারস্য, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরী, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স হয়ে বৃটেন পৌঁছন। ইংল্যান্ড ও স্কটল্যান্ড তিনি সাইকেলে পরিভ্রমণ করেন। এই যাত্রায় তার শরীর ভেঙে গিয়েছিল। ১৯৩৬ সালে তিনি লন্ডন থেকে জাহাজে পোর্ট সৈয়দ হয়ে মুম্বই প্রত্যাবর্তন করেন। সুস্থ হয়ে তিনি শান্তিনিকেতনে যান কবিগুরুর কাছে। রামনাথ তৃতীয়বার বিশ্বযাত্রা করেন ১৯৩৮ সালে। সেবার তিনি আফ্রিকা মহাদেশে পাড়ি দেন। মুম্বই থেকে তিনি জাহাজে মোম্বাসায় পৌঁছন। সেখান থেকে তিনি সাইকেল যাত্রা শুরু করেন। তিনি কেনিয়া, উগান্ডা, নায়াসাল্যান্ড, রোডেসিয়া হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছন। সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। মার্কিন যুক্তরাষ্ট্র তার ভালো লাগেনি। তিনি ১৯৪০ সালে দেশে ফিরে আসেন। ১৯৪৭ সালে দেশভাগ হলে অসমের সিলেট জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভূক্ত হয়। রামনাথ বানিয়াচঙ্গেই থেকে যান। কিন্তু তিনি তার ভ্রমণকাহিনী নিয়ে বই প্রকাশ করতে চাইলে কোন প্রকাশক এগিয়ে আসেনি। অগত্যা তিনি নিজেই পর্যটক প্রকাশনা ভবন নামে একটি প্রকাশনা সংস্থা খুলে নিজের বই প্রকাশ করতে শুরু করেন। এর পর তিনি পূর্ব পাকিস্তানের পাট চুকিয়ে দিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে যান।



সেপ্টেম্বর, ২০১৪ এর সকল ভ্রমণ বিষয়ক পোস্টঃ



1. ভ্রমন পোষ্টঃ যার কেউ নাই, তার আছে সিলেট লিখেছেন কাল্পনিক_ভালোবাসা Click This Link

2. জেনে নিন: উত্তরা গনভবন/দীঘাপতিয়ার জমিদার বাড়ির লিখেছেন হাবিবুললাহ Click This Link

3. বান্দরের খাঁচার সামনে একদিন . ...... ঢাকা চিড়িয়াখানার লিখেছেন সোহানী Click This Link

4. ট্যুরে যাবেন? প্রয়োজনীয় জিনিস গুলো নিয়েছেন তো? লিখেছেন স্পর্শের মধ্যে Click This Link

5. ঈদের ছুটিতে ঘুরে আসুন রাঙ্গামাটি। লিখেছেন বাংলারংধনু, Click This Link

6. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/৬ লিখেছেন ফরিদুর রহমান Click This Link

7. আয়ারল্যান্ড এক মজার দেশ লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link

8. হায়দারাবাদের ডায়েরী…. লিখেছেন নিয়ামুলবাসার Click This Link

9. ভ্রমণ বিড়ম্বনা এবং ( ঈদের ঘোরাঘুরি ) লিখেছেন চটপট ক Click This Link

10. পৃথিবীর সেরা কিছু বিস্ময়কর হোটেল (পর্ব-১)লিখেছেন বশর সিদ্দিকী Click This Link

11. ভিডিও ব্লগ: জলঝিরি এবং শৈলপ্রপাত। ♠♠ লিখেছেন সুমন কর Click This Link

12. SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -সেপ্টেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – সেপ্টেম্বর ২০১৪) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link

13. দুনিয়ার সেরা মিউযিয়ামগুলো কেমন দেখতে! ছবি দেখুন লিখেছেন ঢাকাবাসী Click This Link

14. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/৭ লিখেছেন ফরিদুর রহমান Click This Link

15. কক্সবাজার with ami লিখেছেন পলাশের লাল রঙ Click This Link

16. বনে বাঁদাড়ে.....২৮ লিখেছেন সাদা মনের মানুষ Click This Link

17. সমুদ্র গাহন লিখেছেন রোদেলা Click This Link

18. লেক কিভু থেকে লেক টাঙ্গানিকার বীচে-৩, বুজুম্বুরা লিখেছেন শোভন শামস Click This Link

19. ডেভিস ফল-( ভ্রমন কাহিনী)- ২য় পর্ব লিখেছেন শেরজা তপন Click This Link

20. নারিকেল জিঞ্জিরা ভ্রমণ (দুই পর্বের প্রথম পর্ব) লিখেছেন সাদা মনের মানুষ Click This Link

21. দ্যা প্রাইস অব ফ্রিডম : ট্রাশম্যানিয়াক - দু-চাকায় আলাসকা থেকে টরোনটো লিখেছেন মুনতাসির Click This Link

22. প্রবাসে পরিভ্রমন ৯- ক্যাবল কারে চড়ে জার্মানীর দীর্ঘতম ও পৃথিবীর প্রথম ক্যাবল লাইন পরিভ্রমন লিখেছেন ক্যপ্রিসিয়াস Click This Link

23. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/৮ লিখেছেন ফরিদুর রহমান Click This Link

24. Travelforhumanlife লিখেছেন রেজাউল৫০০৫ Click This Link

25. ঠাণ্ডাছড়ি পিকনিক স্পটে এক দিন। লিখেছেন প্রশান্ত মন Click This Link

26. করটিয়া জমিদার বাড়ী (টাঙ্গাইল) ("বাংলার জমিদার বাড়ী" - পর্ব ১৫) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link

27. হৃদয়ে বান্দারবান লিখেছেন সুমন৯০৩ Click This Link

28. ডেভিস ফল-( ভ্রমন কাহিনী)- ৩য় পর্ব লিখেছেন শেরজা তপন Click This Link

29. CN Tower -এর দুর্দান্ত অভিজ্ঞতা লিখেছেন পয়গম্বর Click This Link

30. ভারতভ্রমণঃ মানালী টু কিলং লিখেছেন আমার বন্ধু রাশেদ Click This Link

31. নাটোরের রাণী ভবানী রাজবাড়ী লিখেছেন নাজমুল... Click This Link

32. ঢাকা বিভাগের জাদুঘরগুলো লিখেছেন Asif Zaman Click This Link

33. ট্রাভেলগ চীন ১ - কুনমিং থেকে বেইজিং হয়ে শেনঝেন লিখেছেন শোভন শামস Click This Link

34. শখের ভ্রমণ - যেন মৃত্যু ফাঁদ না হয়ে দাঁড়ায় লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link

35. চীনাদের অতিথিয়তা লিখেছেন ঘানার রাজপুত্র Click This Link

36. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/৯ লিখেছেন ফরিদুর রহমান Click This Link

37. ট্রাভেলগ চীন-২ -জিওজিয়াং কেইভ কুনমিং লিখেছেন শোভন শামস Click This Link

38. বাংলাদেশকে জানুন “Incredible Bangladesh” এ লিখেছেন অভিজিত অপু Click This Link

39. চীনাদের অতিথিয়তা লিখেছেন ঘানার রাজপুত Click This Link

40. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/৯ লিখেছেন ফরিদুর রহমান Click This Link

41. ট্রাভেলগ চীন-২ -জিওজিয়াং কেইভ কুনমিং লিখেছেন শোভন শামস Click This Link

42. ডেভিস ফল( ভ্রমন কাহিনী)-পর্ব-৪ লিখেছেন শেরজা তপন Click This Link

43. আলোকিত মুক্তাগাছার রাজবাড়ী লিখেছেন ম েনা েন শ দাস Click This Link

44. পৃথিবীর ১৫ টি দুর্গম ও জনবিরল স্থান লিখেছেন সবুজ স্বপ Click This Link

45. প্রবাসেঃ পর্ব ৩ লিখেছেন মহান অতন্দ Click This Link

46. গেংটিং হাইল্যন্ড মালয়শিয়া লিখেছেন রুমমা Click This Link

47. কেলেঙ্গা বনের হাতছানিতে লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link

48. Travel for human life লিখেছেন রেজাউল৫০০৫ Click This Link

49. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/১০ লিখেছেন ফরিদুর রহমান Click This Link

50. হায়দারাবাদের ডায়েরী…. লিখেছেন নিয়ামুলবাসার Click This Link

51. আমার নেপাল ভ্রমন কাহিনি - পর্ব ৪ নাগরকোট লিখেছেন রাতুল রেজা Click This Link

52. সাকাহাফং এর পথে... [পর্ব-১]লিখেছেন একজন ভ্রমণ পাগল Click This Link

53. লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন) লিখেছেন পগলা জগাই Click This Link

54. প্রবাসে: পর্ব ৪ লিখেছেন মহান অতন্দ্র Click This Link

55. পৃথিবীর পথে রামনাথ। একজন বিশ্ব জয়ী মহামানব। (সংক্ষিপ্ত) লিখেছেন কলিমদ্দ Click This Link

56. লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার)লিখেছেন পগলা জগাই Click This Link

57. নাইক্ষংকুম, আমিয়াকুম ও নাফাকুমের পথে... [পর্ব-২]লিখেছেন একজন ভ্রমণ পাগল Click This Link

58. অপরুপ লাক্কাতুড়া!! লিখেছেন মামুন রশিদ Click This Link

59. ভ্রমন ব্লগ: একদিন সারাদিন রংপুর (ভিডিও ডকুমেন্টারি) লিখেছেন লোন ওয়ারিয়র Click This Link

60. কাবুলের ক্যারাভান সরাই – মঈনুস সুলতান (ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই – ০৪) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link

61. সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(দ্বিতীয় পর্ব) লিখেছেন তুষার কাব্য Click This Link

62. যমুনার জল দেখতে কালো (ছবি ব্লগ)লিখেছেন মাঈনউদ্দিন মইনুল Click This Link

63. ট্রেন ভ্রমন লিখেছেন ঘানার রাজপুত্র Click This Link

64. অস্ট্রেলিয়ান আলোকচিত্রী ডেভিড লেজার এর চোখে বাংলাদেশ লিখেছেন দ্যা টাকলু বস Click This Link

মন্তব্য ৪৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

ডি মুন বলেছেন:
প্রথম মন্তব্যের ঘর বুকিং দিলাম।
এইবার পড়া শুরু করি।

:)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিতো প্রথমে চিন্তেই পাড়ি নাই প্রোপিক দেখে!!! B:-) B:-) B:-)
=p~ =p~ =p~

নাইস লুকিং :)

এবারের পোস্টে কোন প্রারম্ভিক ভূমিকা নেই, এটা একটা প্রতিবাদ, সঙ্কলন পোস্টের বিরোধিতাকারীদের কথাবার্তার প্রতিবাদে :P

সামনের মাস থেকে ডি মুন'র গল্প সমগ্র আসবে... আচ্ছা সামনের মাস কবে আসবে? :-B

২| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

আলম দীপ্র বলেছেন: কষ্টকর কিন্তু উপকারি ! প্রিয়তে ।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র। কি আর করা, ভ্রমণ প্রেমে হাবুডুবু খাওয়া মানুষ এতটুকু কষ্ট করতে নির্দ্বিধায় রাজী।

ভালো থাকুন সবসময়। :)

৩| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: সামুর পর্যটন মন্ত্রীর করা ভ্রমন পোস্টের সংকলনে তৃতীয় ভালো লাগা।

সামুর মন্ত্রী আর দেশের মন্ত্রীর মধ্যে পার্থক্য হল - দেশের মন্ত্রীরা কাজের চেয়ে কথা বেশি বলে। আর সামুর মন্ত্রীরা কথার চেয়ে বেশি করে কাজ।

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... কিছু কইবাম না... কারন সামুর মন্ত্রীরা কথা কম বলে... :P :P :P

৪| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

ডি মুন বলেছেন: ভ্রমন পোষ্টঃ যার কেউ নাই, তার আছে সিলেট লিখেছেন কাল্পনিক_ভালোবাসা

অপরুপ লাক্কাতুড়া!! লিখেছেন মামুন রশিদ



......... কা_ভা ভাইয়ের পোসটা দারুণ ছিলো। ভীষণ মজার। আর শ্রদ্ধেয় মামুন রশিদ ভাইয়ের পোস্টটা তো সবুজে সবুজে একাকার। বিশেষ করে ছিমছাম গেস্টহাউসটা আমার ভীষণ ভালো লেগেছে।


শখের ভ্রমণ - যেন মৃত্যু ফাঁদ না হয়ে দাঁড়ায় লিখেছেন বোকা মানুষ বলতে চায়

......... দারুণ একটি সচেতনতামূলক পোস্ট। ভ্রমণপিপাসুদের অবশ্যপাঠ্য।


সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(দ্বিতীয় পর্ব) লিখেছেন তুষার কাব্য

...... তুষার কাব্য ভাইয়ের এই পোস্টটাও সুন্দর। বর্ননা ভালো লেগেছে।



যমুনার জল দেখতে কালো (ছবি ব্লগ)লিখেছেন মাঈনউদ্দিন মইনুল


.................. মইনুল ভাইয়ের যমুনা দর্শনের ছবিগুলো অনেক আগে তোলা(২০০৫ এ ) কিন্তু তবুও কোয়ালিটি এতো ভালো যা দেখে মুগ্ধ হতে হয়। যমুনার জল দেখতে ভালো, নয় যে কালো :)


সেরা পাঁচ (অন্য রকম):


... পড়া হয় নি :( । ভীষণ মিস করে গেছি। আশাকরি অতিশীঘ্রই পড়ে নেব।



কষ্টসাধ্য পোস্টের জন্য ধন্যবাদ দিলে কম হয়ে যায়।
তাই কিচ্ছু দিলাম না। :-B পোস্ট প্রিয়তে নিলাম।



অটঃ প্রোপিক চেঞ্জ করে একেবারে স্মাইলিং ফেস হয়ে গেছি :) আর হ্যাঁ, নভেম্বর মাস না আসলেই ভালো। গল্প সঙ্কলনের ব্যাপার নিয়ে আমি কিন্তু বিব্রত। নানা ধরণের বিরূপ মতামত আসাতে সঙ্কলন ব্যাপারটাই কেমন যেন ভালো লাগার যায়গা থেকে সরে যাচ্ছে। কোনো গুণী সিনিয়র ব্লগারের কাছে এ দায়িত্ব দিয়ে দিতে আমি যেকোনো সময় প্রস্তুত। :)

১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর বিশ্লেষণমূলক মন্তব্যে প্লাস উইথ লাইক।

অটঃ স্মাইলিং ফেইসে আপনাকে আর স্মার্ট লাগছে। সাবির-অপূর্ণ গ্রুপে যোগ দিতে যাচ্ছেন নাকি? ;)

আরে সঙ্কলন করবেন এতে বিব্রত হওয়ার কিছু নেই। আপনার মত আপনি করে যাবেন, কে কি বলল তা না শুনলেই হয় :) অপেক্ষায় রইলাম।

ভালো থাকা হোক সবসময়।

৫| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৩

কলমের কালি শেষ বলেছেন: আপনার ট্রাভেলিং ডায়েরীতে স্থান করে নেওয়ার জন্য ভ্রমন পুষ্ট লেখবার চাই কিন্তু আমিতো ভ্রমনই করি না । পুরাই ঘরকুনো । :( :(

আপনার ট্রাভেলিং ডায়েরীটা অনেক ভালো লাগে । এইবারের উৎস্বর্গটাও জোশ । একজন ভ্রমন পিয়াসী মানুষকে উৎস্বর্গ করেছেন যে কিনা তার ভ্রমন কাহিনী ছাপানোর জন্য নিজেই প্রকাশন দিয়ে বসেন !! সলিড উৎস্বর্গ । আচ্ছা এইলোকের মৃত্যুর কথাতো কিছু বললেন না ।

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ কলমের কালি শেষ ভাই। ভ্রমণ পুষ্ট লেখবার জন্য প্রথমে কলমের কালি রিফিল করে পূর্ণ করুন। তারপর লেখা শুরু করে দিন। খেয়াল করে থাকলে দেখবেন "তথ্যভিত্তিক" ক্যাটাগরির লেখাগুলো কিন্তু সব ইনফো বেইজড। অর্থাৎ ঐ পোস্ট লেখার জন্য লেখককে ঐ জায়গা ভ্রমণ করতে হয় নাই, বেশীরভাগ ক্ষেত্রেই। যেমন এই পোস্টের পৃথিবীর পথে রামনাথ। একজন বিশ্ব জয়ী মহামানব। (সংক্ষিপ্ত) লিখেছেন কলিমদ্দ লেখাটি একটি ইনফো বেইজড লেখা। আর আপনার রামনাথ বিশ্বাস'কে নিয়ে আরও জানার জন্যও এই পোস্ট পড়ে দেখতে পারেন। তিনি ১৯৫৫ সালে কলকাতায় মৃত্যুবরন করেন।

ভাল থাকুন সবসময়।

৬| ১১ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩২

ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করব না, থ্যাংস ও দিলাম না জার্মান ভাষায় ডাঙ্কে দিলাম। আগের মতই আশায় ছিলাম এই পোস্টের । ভাই সময়ের জন্য লিখতে পারি না হাতে অনেকগুলো ছবি আর কয়েকটা লোকেশন ট্যুরের গল্প জমে আছে। আপনার এই পোস্ট পড়ার পরেই লিখার আগ্রহটা আবার নাড়া দিয়ে উঠে কিন্তু সময় বড়ই অমানবিক নির্দয় , তার সাথে পেড়ে উঠছি না। ধন্যবাদ ভাল থাকবেন।

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই আপনাদের মত কয়েকজন পাঠক ভাই আছেন বলেই এই "ভ্রমণ সমগ্র" ধারাবাহিকভাবে করে যাওয়ার স্পৃহা পাই মনে। আর আপনাদের লেখা না পেলে এই সঙ্কলনের কোন অস্তিত্ব বিরাজমান থাকবে না। তাই এই সমগ্র'র জন্য হলেও মাসে দুয়েকটি ভ্রমণ পোস্ট লিখতে হবে, বুঝলেন, অনুরোধ রইল।

আপনার প্রাগ ভ্রমণের গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। :)

অটঃ আমি কিন্তু জার্মান ভাষা জানি না :P

৭| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা ভ্রাতা +

অপেক্ষা করছিলাম আপনার এই পোস্টটির জন্য :)

বরাবরের মতোই চমৎকার । যথার্থ উৎসর্গ । ধারাবাহিকভাবে এই কষ্টসাধ্য কাজটি নিয়মিত করে যাচ্ছেন ,সে জন্য অবশ্যই সাধুবাদ জানাই ।

ভালো থাকবেন অনেক ভ্রাতা :)

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা অপূর্ণ, বরাবরের মত সাথে থাকার জন্য।

আপনিও সর্বদা ভালো থাকুন এই কামনা করি।

অটঃ আপনার লুল মিনিষ্ট্রি'র খবর কি ;) :P

৮| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩২

তুষার কাব্য বলেছেন: প্রথমেই প্রিয়তে নিয়ে তারপর পড়তে গেলাম ।অসাধারণ একটা কাজ করছেন বোকা মানুষ ।আমরা ভ্রমন পাগল মানুষরা সব লেখা একজায়গায় পেয়ে গেলেতো সোনায় সোহাগা...অনেকগুলো পোস্ট আগেই পরা ছিল...বাকিগুলো আবার পরছি....শেষে কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছি আমার লেখাটাও এত অসাধারণ লেখার ভীড়ে ঠাই পেল বলে..

৭ম ভালোলাগা জানিয়ে গেলাম।উত্সর্গপত্র টিও দারুন হয়েছে..শুভকামনা সবসময়...

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলে এই সঙ্কলনটা করাই হয় ভ্রমণ পাগল মানুষদের জন্য। কেননা খেয়াল করলে দেখবেন ভ্রমণ বিষয়ক পোস্ট দেখা যায় কম, পোস্ট দিলে পাঠক হয় কম আর পাঠক হলেও মিথস্ক্রিয়া হয় কম। উপরে যে সকল পাঠক মিথস্ক্রিয়ায় সেরা পাঁচ পোস্টের তালিকা দেয়া হয়েছে, ঐ পোস্টগুলো কিন্তু ঐ ব্লগারের নিজস্ব ব্লগিং ইন্টারেকশন, জনপ্রিয়তা এবং পোস্টের মানের কারনেই হয়েছে। আর ভ্রমণ পোস্টের এই মন্দাবস্থা কাটাতে হলে অবশ্যই আমাদের আরও বেশী বেশী ভ্রমণ পোস্ট দিতে হবে এবং সেই সাথে পোস্টের বিষয়বস্তু, লেখনী, উপস্থাপনা, ছবি, প্রাসঙ্গিক তথ্য ইত্যাদি'র প্রতি খেয়াল রাখতে হবে। তবেই ভবিষ্যতে আরও বেশী বেশী ভ্রমণ লেখা তৈরি হবে। কেননা পাঠক থাকলে লেখা আসবেই, আর পাঠক পেতে হলে ভালো ভাল ভ্রমণ পোস্ট দিতে হবে। আশা করি কোন একদিন বাংলা ব্লগিং জগতে ভ্রমণ নিজস্ব স্বকীয় একটা অবস্থান তৈরি করতে পারবে।

অনেক ধন্যবাদ তুষার কাব্য, ভালো থাকুন সবসময়।

৯| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

জাফরুল মবীন বলেছেন: সরাসরি প্রিয়তে....

ধন্যবাদ এত পরিশ্রমসাধ্য কাজটি করার জন্য।

প্রবাসী পাঠক বলেছেন সামুর মন্ত্রী আর দেশের মন্ত্রীর মধ্যে পার্থক্য হল - দেশের মন্ত্রীরা কাজের চেয়ে কথা বেশি বলে। আর সামুর মন্ত্রীরা কথার চেয়ে বেশি করে কাজ -তীব্রভাবে সহমত পোষণ করছি।সামুর পর্যটন মন্ত্রীর পারফরমেন্স ঈর্ষণীয় :)

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বরাবরের মত সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ জাম ভাই।

সামুর পর্যটন মন্ত্রীর পারফরমেন্স ঈর্ষণীয় সাবধান মন্ত্রী সাহেব নজর যেন না লাগে। আপনি যেন কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ;) মনে আছে তো :P

১০| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

সোহানী বলেছেন: হায় হায় এইটা কি হইলো B:-) B:-) B:-) B:-) :!> :!> :!> :!> :!> ... আমি কেমনে ৩য় স্থান এ আইলাম.... এতো কঠিন, চমৎকার, অসাধারন পর্যটক ব্লগাররা থাকার পর..... :-B :-B :-B :-B :-B .... নাহ্ নাহ্ নাহ্ নাহ্ ..... এইটা নির্ঘাত বোকা ভাইয়ের পক্ষপাতিত্ব......... B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

এই কে আছিস্ সামু ব্লগারদের ১০০ কেজি মিস্টি বিতরন কর B-)) B-)) B-))


[অফ টপিক: আহ্ নিজের নাম দেইখা লাফাইতে লাফাইতে পা ভাংছি, মি:পর্যটন মন্ত্রী ]... + না দিয়া কেমনে যাই !!!!!!!

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পর্যটন মন্ত্রীর ভাবনীয় সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কতিপয় দোস্ত সম্প্রদায়ের লোকজন অগভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর মসৃণ প্রতিবাদ জানাই, পুলের মত ফবিত্র মন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব'র অভিযোগ সইলতো না, সইলতো না ;)

জ্বী না, আপনার লেখাটি পাঠক মিথস্ক্রিয়ায় সেরা পাঁচে স্থান পেয়েছে, এখানে বোকা ভাই কেম্নে পক্ষপাতিত্ব করবে? বোকা বইল্লা এতো বোকা নয় বোকা মানষটি, মন্ত্রী হইয়া চালাক হই গেছে।

অট. ইজ ইট? রিয়েলি! লাফাইতে কে বলল? আপনি কি ক্যাঙ্গারু? এখন কি অবস্থা? মন্ত্রী মহোদয় টেনশন পড়ে গেল যে... :(

১১| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

মাহমুদ০০৭ বলেছেন: উৎসগে ভাল লাগা।
কষ্টসাধ্য পরিশ্রমী কাজে অনেক অনেক সাধুবাদ রইল ।
প্রিয়তে।
ভাল থাকবেন ভাই ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদ০০৭। আপনাদের উৎসাহই অনুপ্রেরণা যোগায়। মন্তব্য এবং পাঠে ভালোলাগা জানবেন।

১২| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

মামুন রশিদ বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমার গ্রামের গৌরব বিখ্যাত ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসকে পোস্ট উৎসর্গ করার জন্য । আমি সত্যিই খুব আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি ।

শুধু নিজের চেষ্টায় চমৎকার একটি সংকলন ধারাবাহিক ভাবে করে যাওয়ার জন্য আপনার ডেডিকেশন তুলনাহীন । চলতে ঠাকুক, সাথে আছি ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উৎসাহব্যাঞ্জক মন্তব্যে ভালো লাগা। এই মাসের সঙ্কলনে বাড়তি প্রাপ্তি ছিল আপনার এবং কাভা'র ভ্রমণ পোস্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার লেখাটির জন্য। এই প্রসঙ্গে ক্ষমা চেয়ে নেই, পোস্টটি আমার "সেরা তথ্যভিত্তিক" এর সর্বাগ্রে থাকার পরও বাদ দিয়ে অন্য আরেকটা পোস্টকে প্রোমোট করার জন্য। মনে মনে অপরাধবোধ কাজ করছিল, পরে ভাবলাম আমার কোন পোস্টও তো দেই না সেরা লিস্টে, আর মামুন ভাইতো আমার আপনজনের মতই। :)

সেই শুরু থেকে সাথে থেকে যে উৎসাহ দিয়েছেন আপনি, ব্লগিং যতদিন করবো, কৃতজ্ঞ রইবো আপনার কাছে।

ভালো থাকুন সবসময়।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

খাটাস বলেছেন: বাপ্রে। সালাম, আদাব, প্লাস দিয়ে এক কপি নিজে বক্সে সাজিয়ে রাখতে নিয়ে গেলাম বোকা মানুষ ভাই।

ঘুরতে বের হউয়ার ইচ্ছা আছে। আপনার পোস্ট থেকেই সিলেকশন করে বের হব।
সেই উপলক্ষে আরেক বার অগ্রিম ধইন্নবাদ। :)

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ডবল অভিবাদন!! ভ্রমণ শেষে জটিল জটিল ভ্রমণ পোস্ট চাই।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

আবু শাকিল বলেছেন: অনেক পোসি পড়া হয়নি।পড়তে হবে।
সামুর পর্যটন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গেলাম।
:)

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আবু শাকিল ভাই, সবসময় সাথে থাকার জন্য। ভালো থাকুন সবসময়, একরাশ শুভকামনা রইল।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

জুন বলেছেন: বোকা মানুষের পছন্দের তালিকা সত্যি অসাধারন, ভালোলাগায় মিল দেখে অবাক হোলাম, আর তাই নিয়ে গেলাম সাথে করে :)
+

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইতো জুনাপুরে পাওয়া গেছে :) এইটা কিছু হইল? আপনারে ইদানিং পোস্টে পাই না, আপনিও পোস্ট দেন না। যাই হোক মন্ত্রণালয় আপনারে দিতে চাই, সাদা মনের মানুষ উপমন্ত্রী আর আমি প্রতিমন্ত্রী। কি বলেন?

দেখছেন, পছন্দও কত মিলে আপনি নিজেই বললেন। তাই মিলে মিশে মন্ত্রণালয় চালালে ভালই হয়।

ধন্যবাদ আপু, চমৎকার মন্তুব্যের জন্য।

১৬| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



সঙ্কলন পোস্ট তৈরিতে আপনার নিজস্বতা দেখে আমি মুগ্ধ।


বোকা মানুষটির জন্য অনেক শুভেচ্ছা...... :)

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর উৎসাহজাগানিয়া মন্তব্যে একরাশ ভালো লাগা মইনুল ভাই। আপনাকেও ধন্যবাদ সঙ্কলন এবং সঙ্কলকদের সাথে থাকার জন্য।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: প্রথমে ধন্যবাদ জানাই, উৎসর্গের মাধ্যমে চমৎকার একটি তথ্য অামাদের মাঝে শেয়ার করার জন্য।

পোস্ট যথারীতি সুন্দর এবং চমৎকার হয়েছে।

অামারও একটি পোস্ট অাছে দেখি :-B অাপনার সংকলনে অামার পোস্ট দেখি সত্যিই ভাল লেগেছে।

অামি জানি, কতটা ধৈর্য এবং সময় দিতে হয় সংকলন করতে। তার উপর অাছে, নানা জনের নানা কথা !! যে যাই বলুক, অাপনার কাজ সুন্দর হয়েছে এবং হচ্ছে।

লাকি ১৩ তম লাইক। ;)


১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সুমন কর। আপনার ভ্রমণ পোস্ট কিন্তু সুন্দর হয় খুব, নিয়মিত লেখা চাই। মাসে কমপক্ষে একটা। উৎসাহব্যাঞ্জক মন্তব্যে ভালো লাগা।

সাথে থাকুন, পাশে থাকুন :)

১৮| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: আমার মন্ত্রণালয় চলছে ভালোই । তবে একজন উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রয়োজন অনুভব করছি । আপনার নিজেরও একটি মন্ত্রণালয় আছে , বুঝবেন আশাকরি । তবে কি , অনেকে মনে করে লুল মন্ত্রণালয় চালানো বুঝি খুজ সহজ ! মূলত এই মন্ত্রণালয়ের পেছনে কম্পিটিশন ও রাজনীতিও কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় তুলনামুলকভাবে বেশী । এই গদি ধরে রাখা কঠিন ব্যাপার । গোপন সংবাদের ভিত্তিতে জেনেছি , স্বনামধন্য শক্তিশালী এক মন্ত্রী পদত্যাগ করছেন এই মন্ত্রণালয়ের গদি দখল যুদ্ধে অবতীর্ণ হওয়ার লক্ষ্যেই ;)

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যেহেতু সাবির ভাই রেডি আছেন, তারে নিয়োগ দিয়ে দিলেই হয় লুল উপমন্ত্রী হিসেবে। আরে পদত্যাগী মন্ত্রীর সাথে একটু আলোচনা করে দলে ভিড়ায় নেন, ভাই নাইলে কষ্ট পাইবেক। লুল মন্ত্রনালয়ে যুদ্ধ না হইলে কি মজা আছে নাকি রে ভাই। ;) :P

১৯| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



বুকমার্ক করে রাখলাম। সময় নিয়ে পোস্টগুলোতে ঘুরে আসতে হবে অবশ্যই।

ভাই আপনার পরিশ্রমের প্রতি স্যালুট ++++++++

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কান্ডারি অথর্ব ভাই। পোস্টের সাথে থাকায় কৃতজ্ঞতা জানবেন। :)

২০| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

সুফিয়া বলেছেন: অনেক শ্রমসাধ্য একটা কাজ করেছেন। ভ্রমণকাহিনী বরাবরই খুব আকর্ষণীয় একটা বিষয়, পড়তে ভাল লাগে। এতগুলো ভ্রমণকাহিনীকে এক গুচ্ছে স্থান দিয়ে অনেকের উপকার করেছেন। সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ সুফিয়া আপা, মন্তব্যে ভালো লাগা জানবেন।

ভালো থাকুন সবসময়।

২১| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০

এহসান সাবির বলেছেন: আমি যখন ভ্রমন পোস্ট দেই তখন আর কেউ সংকলন করে না... :( :(

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহালে... অসুবিধা নাই ভ্রাতা, আবার শুরু করুন, এখনতো ভ্রমণ সঙ্কলন নিয়মিত হচ্ছে... আপনার লেখার অপেক্ষায় রইলাম।

অটঃ লুল মন্ত্রনালয় দখলের খবর কি? ;) :P

২২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

আমি তুমি আমরা বলেছেন: পোস্টে ভাল লাগা রইল। সেইসাথে রাম নাথ বিশ্বাসের কথা জানানোর জন্য ধন্যবাদ :)

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার ভালোলাগা জেনে আমারও ভালো লাগলো। সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।

২৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মনিরা সুলতানা বলেছেন: :) :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :)

২৪| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

সোহাগ সকাল বলেছেন: কষ্টসাধ্য লেখা ছিলো। অনেক শুভ কামনা রইলো।

১২ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কষ্ট করে লেখাটি পড়ার জন্য। ভাল থাকুন সবসময়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.