নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – নভেম্বর২০১৪)
আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি ব্যাথিত। আগে শুধু গান শুনেছি, “ব্যস্ততা আমায় দেয় না অবসর...”, এখন নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছি এই গানের কলিটির অব্যক্ত মেসেজটি। এই চরম ব্যস্ত সময়ে যদি শুধু একটি জিনিষকে প্রতি মুহূর্তে মিস করেছি তা হল সামু ব্লগ। প্রতিদিন রাতে ঘুম ঘুম চোখে ক্লান্ত শরীর বিশ্রামের সাগরে ডুব দেয়ার মুহূর্তে মনে হত আহা আরও একটা দিন গেল সামুহীন। বাস্তবতা কি কঠিন!!! আগে যেখানে পারলে রোজ একটা করে পোস্ট দিতাম, এখন সপ্তাহে একটা দেয়া তো দূরের কথা, রোজ একটা পোস্ট পড়ারও সময় করে উঠতে পারি না । যাই হোক ব্যক্তিগত পাঁচালী বাদ দিয়ে মূল কথায় যাওয়া যাক।
সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়ে নিয়মিত মাসিক সংকলনের সপ্তম সংখ্যা - “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - ডিসেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – ডিসেম্বর ২০১৪)”য় আপনাকে স্বাগতম। শুরুতেই ক্ষমা চেয়ে নেই প্রতি মাসের ১০ তারিখে এই সংকলন প্রকাশের কথা থাকলেও এই মাসে তার ব্যত্যয় ঘটেছে এবং দুইবার সময় বাড়িয়ে অবশেষে দুই সপ্তাহ দেরীতে আজ প্রকাশ হচ্ছে বলে। যথারীতি সংকলনের সাথে প্রাসঙ্গিক কিছু বলা যাক। গত জুন মাস হতে নিছক ব্যাক্তিগতভাবে এই সংকলনটি করছি নিছক ভ্রমণ নেশা থেকে। তাই এই সংকলনের প্রতিটি বিষয় নিছক এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়।
যাই হোক, গত ডিসেম্বর মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় চার হাজারের বেশী পোস্ট হতে মাত্র ৫১টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট পাওয়া গেছে। আমি খুবই হতাশ হয়েছি, আমার ব্যস্ততার সাথে কি ভ্রমণ পোস্টও কমে যাবে? এইটা কিছু হইল? তবে আশার কথা গত মাসে বন্ধু সুমন কর, ভ্রাতা এহসান সাবির প্রমুখদের ভ্রমণ পোস্ট আমরা পেয়েছি যা এই সংকলনকে সমৃদ্ধ করেছে। যাই হোক, প্রতি মাসের মত এবারও বলবো, আমি ভ্রমণ প্রিয় মানুষ, তাই আশাবাদী যে চলতি মাস থেকে ভ্রমণ বিষয়ক পোস্ট সংখ্যা বাড়তি’র দিকেই থাকবে। সাথে আশা পোষণ করছি খুব শীঘ্রই আবার পূর্বের ন্যায় নতুন নতুন ভ্রমণ পোস্ট নিয়ে হাজির হব সামুর আঙ্গিনায়।
প্রতি মাসের মত এই মাসে আলাদা আলাদা বিভাগ ভিত্তিক সেরা নির্বাচন করতে পারছি না পোস্ট স্বল্পতার জন্য। আমার পাঁচটি বিভাগে পাঁচটি করে সর্বমোট পঁচিশটি পোস্ট নির্বাচিত হয়, তার বিপরীতে এই মাসে সর্বমোট পোস্টই আছে ৫১টি। তবে এই মাসে আমার ভালো লাগা বেশ কিছু পোস্টের মধ্যে রয়েছেঃ
1. পারিবারিক ভ্রমণ, কক্সবাজারে! লিখেছেন অন্য আমি
2. ভ্রমণ পোস্ট: রাঙ্গামাটির পথে পথে - এক। লিখেছেন সুমন কর
3. খাগড়াছড়ি টু রাঙামাটি (পর্ব-২): "৯ জন যুবক, একটি চান্দের গাড়ি ও ৩টি মোটরসাইকেল" লিখেছেন রিজভী
4. জাতীয় স্মৃতিসৌধঃ আমাদের সংগ্রাম ও বিজয়ের প্রতীক লিখেছেন আমি তুমি আমরা
5. গারো পাহাড়ের পাদদেশ শেরপুর ভ্রমন (একটি ধার করা লেখা) লিখেছেন ভরকেন্দ্র
6. নিঝুম দ্বীপে জোছনা প্রেমে লিখেছেন তুষার কাব্য
7. জার্মান প্রবাস কথন - সেঙ্কট রোমান, ব্র্যাক ফরেস্ট( যেথায় অধমের কর্মস্থল ও বসবাস ) লিখেছেন ক্যপ্রিসিয়াস
8. সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির। হারিয়ে যেতে বসা এক অতীত। লিখেছেন ডারক্জাসটিস
9. কেবল কারে চড়ে মনকামনায়..... লিখেছেন সাদা মনের মানুষ
10. বিলেত: পাখির চোখে দেখা- তেইশ ( উৎসবের নগরীতে) লিখেছেন রেজওয়ানা আলী তনিমা
11. ক্যামেরুন হাইল্যান্ড লিখেছেন সেলিম আনোয়ার
12. ছবি (সবুজ পাহাড়ের নৈর্সগিক সৌন্দর্য্য - বান্দরবন) লিখেছেন এহসান সাবির
13. বাংলাদেশই পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশ। (ভ্রমণ কাহিনী) লিখেছেন আনিসুর রহমান আলিফ
উৎসর্গঃ ভ্রমণ সংকলনের এই সংখ্যাটি সামহোয়্যার ইন ব্লগের সকল প্রয়াত ব্লগারদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হচ্ছে। সামু ব্লগের এই দীর্ঘ পথচলায় যে সকল সহব্লগারকে আমরা হারিয়েছি সেই চিরসত্য না ফেরার দেশে, তাদের সবার বিদেহী আত্মার শান্তি এবং মঙ্গল কামনা করে এই সংকলনে আরেকবার আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
গত ডিসেম্বর মাসে সামু ব্লগে প্রকাশিত ভ্রমণ বিষয়ক সকল পোস্টঃ
1. পারিবারিক ভ্রমণ, কক্সবাজারে! লিখেছেন অন্য আমি Click This Link
2. ডিসেম্বর-জানুয়ারী, ভরা পর্যটন মৌসুম লিখেছেন সরল জীবন Click This Link
3. সুপ্তধারা-সহস্রধারা, অপরূপা জলধারা, মন করে পাগলপারা। লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
4. ভ্রমণ পোস্ট: রাঙ্গামাটির পথে পথে - এক। লিখেছেন সুমন কর Click This Link
5. খাগড়াছড়ি টু রাঙামাটি (পর্ব-১): "ঘুরে এলাম সাজেক" লিখেছেন রিজভী Click This Link
6. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/১৪ লিখেছেন ফরিদুর রহমান Click This Link
7. খাগড়াছড়ি টু রাঙামাটি (পর্ব-২): "৯ জন যুবক, একটি চান্দের গাড়ি ও ৩টি মোটরসাইকেল" লিখেছেন রিজভী Click This Link
8. দুনিয়ার সবচাইতে ব্যায়বহুল রেল ভ্রমন, এক ট্রিপ সাড়ে আঠারো লাখ টাকা! লিখেছেন ঢাকাবাসী Click This Link
9. ট্রাভেলগ বেইজিং-২ গ্রেট ওয়াল,বেইজিং অলিম্পিক স্টেডিয়াম লিখেছেন শোভন শামস Click This Link
10. প্যারিস টু মিলান, জার্নি বাই ট্রেন... লিখেছেন হাশেম Click This Link
11. কুয়াকাটায় কাটাকাটি (ভ্রমণ ব্লগ) লিখেছেন মি রুমি Click This Link
12. আমার নির্বাসন - পাইন বন আর পুতিনের দেশে! লিখেছেন এই সব দিন রাত্রি Click This Link
13. জলিংগেন, জার্মানী থেকে ফিরে (২) লিখেছেন জিন্নুরাইন Click This Link
14. সিঙ্গাপুরের সৌন্দর্যে নতুন সংযোজন : সিঙ্গাপুর কথন ৩ লিখেছেন শফিকইসলাম Click This Link
15. কক্সবাজার পরিচিতি লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
16. আমার নির্বাসন পর্ব দুইঃ "ডোবরে ঊত্রে" এবং আমার টারজান বেলা Click This Link
17. রাইন নদী লিখেছেন MOHAMMAD RASEL AHAMED Click This Link
18. আসুন ইয়েমেন দেশটি সম্পর্কে জানি লিখেছেন রাজীব নুর Click This Link
19. ফিলিপাইন ঘুরে এসে আদমের সফরনামা লিখেছেন আদম_ Click This Link
20. ভীনবাসী ডায়েরী ।। তিন ।। লিখেছেন অ রণ্য Click This Link
21. বালিয়াটি প্রাসাদ : প্রথা থেকে রূপকথা লিখেছেন অন্যনায়ক Click This Link
22. জাতীয় স্মৃতিসৌধঃ আমাদের সংগ্রাম ও বিজয়ের প্রতীক লিখেছেন আমি তুমি আমরা Click This Link
23. আমাদের গর্ব নয়নাভিরাম সুন্দরবন (আমাদের গর্বকে বাঁচাতে এগিয়ে আসুন ) লিখেছেন আলম দীপ্র Click This Link
24. চট্টগ্রামের পার্ক....! লিখেছেন ক্রোধিতনাগরিক Click This Link
25. চোখে সর্ষে ফুল দেখছি..... লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
26. জলিংগেন, জার্মানী থেকে ফিরে (৩) লিখেছেন জিন্নুরাইন Click This Link
27. সিলেট ভ্রমণে আমরা ৬ জন! লিখেছেন মেঘবিলাসী Click This Link
28. সোনালী ঐতিহ্যের নগরী সোনারগাঁও লিখেছেন আমির হোসেন Click This Link
29. নিঝুম দ্বীপ লিখেছেন মুনযুর-ই-মুর্শিদ Click This Link
30. গারো পাহাড়ের পাদদেশ শেরপুর ভ্রমন (একটি ধার করা লেখা) লিখেছেন ভরকেন্দ্র Click This Link
31. নিঝুম দ্বীপে জোছনা প্রেমে লিখেছেন তুষার কাব্য Click This Link
32. কালিম্পংএর পর ঘুরে এলুম দার্জিলীং লিখেছেন ঢাকাবাসী Click This Link
33. আছে ভাবের তালা যেই ঘরেঃ লালনমেলা ভ্রমণবৃত্তান্ত লিখেছেন রুপালী সিংহ Click This Link
34. মাধবপুর লেকের শাপলা লিখেছেন পগলা জগাই Click This Link
35. জার্মান প্রবাস কথন - সেঙ্কট রোমান, ব্র্যাক ফরেস্ট( যেথায় অধমের কর্মস্থল ও বসবাস ) লিখেছেন ক্যপ্রিসিয়াস Click This Link
36. সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির। হারিয়ে যেতে বসা এক অতীত। লিখেছেন ডারক্জাসটিস Click This Link
37. জলিংগেন, জার্মানী থেকে ফিরে (৪) লিখেছেন জিন্নুরাইন Click This Link
38. কেবল কারে চড়ে মনকামনায়..... লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
39. ট্রাভেলগ - উইন্ডো অব দা ওয়ার্ল্ড- শেনঝেন লিখেছেন শোভন শামস Click This Link
40. বিলেত: পাখির চোখে দেখা- তেইশ ( উৎসবের নগরীতে) লিখেছেন রেজওয়ানা আলী তনিমা Click This Link
41. আমার দেখা সিলেট (লালাখাল) ৬ষ্ঠ পর্ব লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান Click This Link
42. প্রবাসেঃ পর্ব ১৪ লিখেছেন মহান অতন্দ্র Click This Link
43. ক্যামেরুন হাইল্যান্ড লিখেছেন সেলিম আনোয়ার Click This Link
44. লেক্সাস ট্রাভেলের সাথে সিংগাপুর আর কুয়ালালামপুর ভ্রমণ! Click This Link
45. তাজমহলে ঘুমিয়ে নিলাম দুপুরবেলাটা লিখেছেন শাহ আজিজ Click This Link
46. ছবি (সবুজ পাহাড়ের নৈর্সগিক সৌন্দর্য্য - বান্দরবন) লিখেছেন এহসান সাবির Click This Link
47. নিস্তরঙ্গ জ্যোৎস্না, তৃষিত সমুদ্র আর মানুষের গল্প লিখেছেন মোঃ আসিফুল হক Click This Link
48. ভ্রমন কালীন কী কী দ্রব্যাদি সঙ্গে রাখা দরকার তা'র একটা নমুনা : লিখেছেন রাজপুরুষ Click This Link
49. ঝর্নার খোঁজে একদিন ।। লিখেছেন জাকরিন কাদির Click This Link
50. স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন (প্রথম কিস্তি) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
51. বাংলাদেশই পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশ। (ভ্রমণ কাহিনী) লিখেছেন আনিসুর রহমান আলিফ Click This Link
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জালিস মাহমুদ, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫
আবু শাকিল বলেছেন: পোষ্টে ভাল লাগা জানিয়ে গেলাম বোমা ভাই
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবসময়ের মত সাথে থাকার জন্য ভালোলাগা জানবেন। ভালো থাকুন সবসময়।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো পোষ্ট প্রিয়তে
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাড্ডা ঢাকা, শুভকামনা জানবেন।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
ঢাকাবাসী বলেছেন: পোস্ট ভাল লাগল্
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
আরজু পনি বলেছেন:
প্রথমে প্রিয়তে নিয়ে তারপর ৪ নম্বর ভালো লাগা দিয়ে মন্তব্য লিখতে বসলাম ।
ভ্রমন সংকলন পোস্ট কিন্তু ভ্রমন পিপাসুদের দারুন কাজে লাগে আর যারা সময় বা আর কোন সীমাবদ্ধতায় ভ্রমণে বেরুতে পারে না, তাদেরও ভ্রমণের মনের ক্ষুধা নিবৃত্তি করে ।
পরিশ্রমী পোস্টে সাধুবাদ ।
অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি। কৃতজ্ঞতা জানবেন পাঠ, মন্তব্য এবং ভালোলাগা জ্ঞাপনে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভ্রমন আয়োজন । সবকিছু এক ঘরে !
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোমা ভাই ।
ব্যস্ততায় ভালো থাকুন ।
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যস্ততা.... আমায় দেয় না অবসর। কতদিন কলমের কালি শেষ ভাইটার কবিতার সমালোচনা করি না ইদানীং বুঝি গল্প লিখছেন খুব। সব জমা থাকুক, সময় করে পড়ে নিব একসময়।
ভালো থাকুন, শুভকামনা রইল।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল সংগ্রহ, ধন্যবাদ আপনাকে...
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মুহাম্মদ জহিরুল ইসলাম ভাই। ভালো থাকা হোক সর্বদা।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: অজানা এবং অদেখা যদি কিছু থাকে, তবে লিংক আপনার পোস্ট থেকে দেখে নিতে পারবো। তাই প্রিয়তে তুলে রাখলাম। বেশ কষ্ট করে পোস্ট সাজিয়েছেন। সংগ্রহ করে রাখার মতোই একটা পোস্ট। উৎসর্গিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেরিতে পোস্ট দিয়েছেন, তাতে কোন সমস্যা নাই। পোস্ট দিয়েছেন এটাই বড় কথা। শুভ কামনা রইলো বোকা মানুষ বলতে চায়।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী বাঙালী ভাই। চমৎকার মন্তব্যে একরাশ ভালোলাগা জানবেন।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্ট প্রিয়তে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন: বরাবরের মত দারুণ!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্নিগ্ধ শোভন, কেমন আছেন? আশা করি ভালো...
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬
ডি মুন বলেছেন:
ব্যস্ততা দূরে যাক দিয়ে অবসর
বোকাভাই না থাকলে সামু লাগে ধূসর
পোস্টে প্লাস ++++
আপনাকে মিছাই প্রিয় বোকামানুষ ভাই।
দ্রুত ব্যস্ততা কাটিয়ে সামুতে আগের মতো সময় কাটান। আমাদেরকে সঙ্গ দেন।
শুভেচ্ছা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফিরে আসব আমি, ফিরে আসব
আমায় যেন তুমি ভুলনা।
আমি থাকি না থাকি তব
আমার ছায়া কভু মুছে ফেল না।
ভালো থাকুন প্রিয় ডি মুন, খুব শীঘ্রই আবার আগের মত আপনাদের মাঝে ফিরে আসব। আমিতো সবাইকে মিছাই...
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৭
মহান অতন্দ্র বলেছেন: চমৎকার সংকলন +++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ মহান অতন্দ্র। ভালো থাকুন সবসময়।
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৮
সোহানী বলেছেন: আহ্ পেলাম ও পড়া শুরু করলাম..... ধন্যবাদ দোস্ত ব্লগার।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: উফফ... শেষ পর্যন্ত... ... বরাবরের মত সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ব্যস্ততা কেটে গেলে আবার ফিরে আসতে পারব আগের মত আপনাদের মাঝে। আমার দোস্ত ব্লগার আবার আগের মত রোজ সকালে সামু'তে ঢুকে যেন আমার পোস্ট খুঁজে পায়
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০
জাফরুল মবীন বলেছেন: কর্মব্যস্ততার মাঝেও এরকম একটি শ্রমসাধ্য পোস্ট ও ব্লগ ডেডিকেশনের জন্য অভিনন্দন ও ধন্যবাদ গ্রহণ করুন।
অনেক অনেক শুভকামনা জানবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাম ভাই। মিসড ইউ, মিসড অল।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
এহসান সাবির বলেছেন: ৮ নং লাইক!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ৮ নং লাইক!! আর কিছুই না!!! হুহ... মনে থাকব
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪
আমি তুমি আমরা বলেছেন: যাক, অবশেষে আপনার ট্রাভেলার্স ডায়েরী আসল। এবারের পোস্টটা অনেক ছোট হয়ে গেল।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ ভাই আমি তুমি আমরা, অবশেষে পেরেছি। সামনের মাসে কি হবে জানি না। তবে তারপর থেকে সময় মতই করতে পারব বলে আশা করি। পোস্টের অভাব, সাথে আমার সময়ের অভাব, দুইয়ে মিলে পোস্ট ছোট হয়ে গেল আর কি।
১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
শায়মা বলেছেন: ওপস ইবনে বতুতা জুন আপুর সাথে তো তোমার নামটাও দিতে হতো!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইবনে বতুতা জুন আপুর সাথে আমার নাম!!! কোথায়? কেন? নারে আপু, আমি হলাম মজা পুকুর আর জুনাপু হল ভ্রমণ সাগর। আমার ঘোরাঘুরি'র দৌড় দেশের মাঝে কিছু জায়গায় সীমাবদ্ধ মাত্র। অনেক অনেক ভালো লাগে আপনার মন্তব্য পেয়ে। ভালো থাকুন, খুব ভালো। শুভকামনা জানবেন।
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়ামনি???
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইতো আপুমনি আছি কর্মব্যস্ততায় পেরেশান হয়ে, আর নইলে আছি বেশ ভালোই। আপনি কেমন আছেন? আপনাদের ফিরে আসা সামু ব্লগকে আরও প্রানবন্ত করবে। খুব শীঘ্রই আবার নিয়মিত সামুতে থাকব আশা রাখি, তখন যেন আবার হারিয়ে না যান যেন।
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
শায়মা বলেছেন: ওকে না হারাতে ট্রাই করবো কিন্তু কি হয় জানিনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আমাদের প্রিয় এবং লক্ষ্মী আপুমনি
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:১৭
জালিস মাহমুদ বলেছেন: ভালো কালেকশন ........। শুভকামনা থাকলো