নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

আহা রঙ, আহারে জীবন (মহারাণী’র কেচ্ছা - ০৩)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১


মহারাণীর কেচ্ছা - ১ (ছোট গল্প)
ক্যানে পিরীতি বাড়াইলিরে... (মহারাণী’র কেচ্ছা০২)

মেলা জিনিষটা আমার একেবারেই অপছন্দের একটা বিষয়। বানিজ্য মেলা, বই মেলা, বৈশাখী মেলা, বস্ত্র মেলা, কম্পিউটার মেলা, লালন মেলা... কত যে মেলা!!! এইসব মেলা’র আয়োজন দেখলে আমার মনে হয় অহেতুক অর্থ আর সময়ের অপচয়। মানুষ এই দুটো নষ্ট করে মেলা’য় ঘুরে বেড়ায়। আমি ছোট বেলায় হয়ত মেলায় গিয়েছি, কিন্তু বড় হয়ে মেলায় যাওয়া হয় না। কিন্তু এবার খুব আগ্রহ নিয়ে আমি বইমেলার জন্য অপেক্ষায় আছি। এর পেছনে অবশ্য একটা কারণ আছে, মহারাণী বইমেলা’য় ঘুরে ঘুরে বই কিনে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে। তার সাথে ফেব্রুয়ারি মাসে আছে অনুষ্ঠানের ছড়াছড়ি। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি... আহ এগুলোর মাঝে আমি আর মহারাণী।

তো জানুয়ারি মাস খুব আগ্রহ আর উৎসাহ নিয়ে কাটিয়ে দিলাম আগত সুখ সময়ের কথা ভেবে। কিন্তু বইমেলার প্রথম দিনই আমার স্বপ্নভঙ্গ হল, মহারাণী’কে বইমেলায় যাওয়ার কথা বলতেই সে কপালে ভাঁজ তুলে বলল, “বইমেলায় যাব বই কিনতে, তো তুমি সাথে যাবে কি কারণে? তুমি কি মাস্টার মশাই নাকি? হাতে সিলেবাস নিয়ে ঘুরবে?”

আমি ধাক্কা সামলে নিয়ে বললাম, ‘উহু, আমি তোমার কেনা বইগুলোর ব্যাগ বহন করব, বলতে পারো তোমার সেবক হিসেবে বইমেলায় তোমার সাথে সাথে ঘুরে বেড়াবো’

‘বইয়ের ব্যাগ বহন করবে? মানে কুলিগিরি? তাহলে এক কাজ কর না কেন, কমলাপুর অথবা সদরঘাট চলে যাও, সেখানে গিয়ে মানুষের ব্যাগ বহন করে বেড়াও... তাতে কিছু পয়সা পাবে।’

মুখের অভিব্যক্তিতে কোন পরিবর্তন না এনে কথাগুলো বলল মহারাণী। আমি দ্বিধায় পড়ে গেলাম, এটাকে সিরিয়াসলি নিব, নাকি ফান হিসেবে, নাকি মহারাণীর রাগ হিসেবে? আমাকে আরও অপদস্ত করতেই কিনা জানি না, মহারাণী আমায় বলল, ‘শোন আমি এখন বইমেলায় যাব, কিছু বই কিনতে হবে। খবরদার তুমি যেন পিছু পিছু না আস। আর হ্যাঁ, তুমি কখনোই বইমেলায় ঢুকবে না, এটা আমার অর্ডার।’

‘ওমা কেন? আমি বইমেলা’য় গেলে সমস্যা কি?’

‘সমস্যা আছে...’

‘ধুর, কি সমস্যা বলবা তো’

‘কেন, গত মাসে বানিজ্যমেলা’র কথা উঠতেই তুমি বলছ না... তুমি মেলা-টেলা একেবারেই পছন্দ কর না’

‘বলছি নাকি? হবে হয়ত’ আমি ধরা খেয়ে একটু অভিনয়ের আশ্রয় নিলাম। গতমাসে মহারাণী বানিজ্যমেলায় যেতে চাইলে আমি এই কথা বলে এড়িয়ে গেছি, ও তখন কিছু বলে নাই, কিন্তু মনে রেখেছে। এখন সেটা’র প্রতিশোধ নিচ্ছে। আমি বসে বসে মহারাণীর চলে যাওয়া দেখলাম।

===========================================

হরতালের দিনে দোকানপাট তেমন খুলবে কিনা এই দ্বিধা নিয়ে বাসা থেকে বের হলাম, বহুদিন তেমন শপিং করা হয় না। শেষ কবে ঘটা করে শপিং করতে বের হয়েছি বলতে পারবো না। আজ বের হতে হচ্ছে, তাও টানা তিনদিনের হরতাল মাথায় নিয়ে। তিনদিন পর পহেলা ফাল্গুন, মহারাণী অবশেষে আমায় বইমেলায় প্রবেশের প্রবেশাধিকার দিয়েছে, তবে কিছু শর্ত জুড়ে দিয়ে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গেরুয়া রঙের পাঞ্জাবী, সাথে সাদা রঙের পায়জামা এবং কোলাপুরি চপ্পল থাকতে হবে পায়ে। কি মহা যন্ত্রণা!

বন্ধু সফিক’কে ফোন করে এগুলো প্রাপ্তির সম্ভাব্য জায়গা জেনে নিয়েছি। কাল রাতে টিউশনির টাকাটাও হাতে এসেছে, ঝামেলা করল মাঝখানে এই বেরসিক হরতাল। এখন এই টানা তিনদিন যদি কোন দোকান না খুলে তাহলে কি হবে? এই ভাবতে ভাবতে আমি নিউমার্কেটে’র দিকে রওনা হলাম একটা রিকশা নিয়ে। ওমা সব দোকানপাট খোলা, তবে প্রায় দোকানেই অর্ধেক সাটার নামানো, কিন্তু মার্কেটের ভেতরের দিকে সব দোকান পুরোই খোলা। আমি নিউমার্কেটে খোঁজ করে কোলাপুরি চপ্পল কিনে নিলাম। এবার যেতে হবে সায়েন্সল্যাব, পাঞ্জাবী আর পায়জামা’র জন্য।

প্রায় ঘণ্টা দুয়েক সায়েন্সল্যাবে পাঞ্জাবী খুঁজে বেড়ালাম, কোথাও গেরুয়া রঙের পাঞ্জাবী পাওয়া গেল না। কয়েক দোকানদার দেখলাম গেরুয়া রঙের নামই শোনে নাই!!! শেষে এক দোকানদার বুদ্ধি দিল মৌচাক চলে যেতে, সেখানে পেতে পারি। এভাবে আমি সারাদিন ঘুরে ঘুরে বিকেলে পৌঁছলাম গুলিস্তান পীর ইয়েমেনি মার্কেটে। সেখানে এক দোকানদার আমায় ভাল বুদ্ধি দিল, বলল, ‘ভাই আপনি কোথাও গেরুয়া রঙের পাঞ্জাবী খুঁজে পাবেন না। তারচেয়ে বরং ইসলামপুর থেকে গেরুয়া রঙের কাপড় কিনে পাঞ্জাবী বানিয়ে নেন’। আমারও মনে ধরল কথাটা, চলে গেলাম ইসলামপুর। খুঁজে পেতে পাওয়া গেল গেরুয়া রঙের পাঞ্জাবী'র কাপড়। প্রয়োজনীয় কাপড় কিনে নিয়ে এবার টেইলার্স খুঁজতে আবার রওনা দিলাম রমনা ভবন, গুলিস্তানে।

গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে দিয়ে হাঁটছি আর হাতের গেরুয়া রঙের কাপড়ের পিসের দিকে তাকিয়ে ভাবছি তিনদিন পরে বইমেলা চত্বরে এই কাপড়ের পাঞ্জাবী গায়ে দিয়ে মহারাণীর সাথে ঘুরে বেড়ানো’র সম্ভাব্য স্মৃতিকথা। কিন্তু বিধিবাম। রমনা ভবন গিয়ে শুনি কোন টেইলার্সই এক সপ্তাহের আগে পাঞ্জাবী বানিয়ে দিতে পারবে না। আমি পড়লাম মহাসমুদ্রে, এখন আমার কি হবে। হাতে সময় তিনদিন, কীভাবে এই তিনদিনে পাঞ্জাবী বানাবো? একজনের পরামর্শে হাঁটা শুরু করলাম চকবাজারের দিকে, সেখানে নাকি বেশ কিছু পাঞ্জাবী বানানোর দোকান আছে।

মিনিট পাঁচেক হেঁটে বঙ্গবাজারের দিকে এগুতেই কোথা থেকে টপাটপ তিন চারটা ককটেল বোমা এসে রাস্তায় প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হতেই শুরু হল লোকজনের দৌড়াদৌড়ি। আমিও দিলাম ছুট, ছুটে গিয়ে পুলিশ হেডকোয়ার্টারের পাশের ফুটপাতে উঠতেই দেখি আমার গেরুয়া কাপড়ে গাঢ় লাল রঙের ছোপ ছোপ দাগ। হায় হায় একি? হঠাৎ করে বাম হাতের কুনইয়ে ব্যাথা অনুভব করলাম, চেয়ে দেখি সেখান থেকে চামড়া ছড়ে গিয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। আমি ভেবে পেলাম না কেম্নে কি? আমার হাত কাটলো কীভাবে? আর কাটলোও যদি, তো রক্ত গেরুয়া রঙের পাঞ্জাবী’র গায়ে লাগল কীভাবে?

=========================================

আমি কখন, কীভাবে হাসপাতালে এলাম বলতে পারবো না। হঠাৎ করে ঘুম ভেঙ্গে যেতে নিজেকে হাসপাতালের বেডে আবিস্কার করি। চারদিকে চোখ মেলে দেখতে গিয়ে দেখি পাশে মহারাণী বসে আছে, তার চোখ লাল। কেঁদেছে নাকি মেয়েটা? উফ... নড়তে গিয়ে দেখি পায়ে ব্যাথা করছে, পায়ে রানের কাছে হাত দিয়ে বুঝলাম ব্যান্ডেজ করেছে। কীভাবে আমি এতো আঘাত পেলাম বুঝতে পারছি না। বোমা ফাটার পর দৌড় দিলাম, তারপর সেই রক্তে ভেজা গেরুয়া কাপড়... কিছুই বুঝতে পারলাম না।

‘এখন কেমন লাগছে? ব্যাথা করছে খুব?’ মহারাণী মায়া ভরা আদ্র চোখে আমার দিকে তাকিয়ে বলল।

‘নাহ, তেমন কিছু না।’

‘তুমি এই হরতালের মধ্যে গুলিস্তান কি কাজে গেলে?’ মহারাণী কান্না কান্না সুরে বলল।

‘গেরুয়া পাঞ্জাবী... ’ বলতেই আমার মনে পড়ল আমার পাঞ্জাবীর কাপড় আর পহেলা ফাল্গুনে মহারাণীর সাথে বইমেলায় ঘুরে বেড়ানোর কথা। ছলছল চোখে মহারাণীর দিকে চেয়ে দেখতে দেখি বিরক্তি এবং গম্ভীর মুখে আমার দিকে চেয়ে আছে।

‘আচ্ছা তোমার মাথায় কি এতটুকু ঘিলু নাই? তুমি ঠাট্টা আর সিরিয়াস কথা আলাদা করতে পারো না?’

‘বুঝি নাই, আমি আবার কি করলাম?’ আমি অবাক হয়ে প্রশ্নটা মহারাণীর উদ্দেশ্যে করলাম।

‘আমি তোমায় গেরুয়া রঙের পাঞ্জাবী’র কথাটা এমনি এমনি বলেছি, আর তুমি সত্যি মনে করে ছুটলে গেরুয়া পাঞ্জাবী বানাতে। তুমি এতো কিছু বুঝো, আর এই ফাজলামোটুকু বুঝতে পারলে না’

মহারাণীর মায়াবী হরিণ চোখে মুক্তো’র দোলা দেখলাম ছলছল করছে। আমি মুখ ঘুরিয়ে জানাল দিয়ে আকাশের দিকে চেয়ে রইলাম। আহ, জীবনটা এতো সুন্দর কেন? কতক্ষণ বাহির পানে চেয়ে ছিলাম জানি না, মহারাণীর কোথায় সম্বিত ফিরে পেলাম, ‘তুমি যদি ঐ গেরুয়া রঙের পাঞ্জাবী পরে পহেলা ফাল্গুনে আমার সাথে দেখা করতে, তবে তোমার খবর ছিল। ইহজীবনে আমার আর দেখা পেতে না’

আহা রঙ, আহারে জীবন।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

শায়মা বলেছেন: হা হা আহালে ভাইয়া!যাক বাবা তবুও বেঁচেছোতো!:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু পাঠ এবং মন্তব্যে। এই সিরিজ গল্পের আমি কিন্তু বোকা মানুষ আমি না। এটা মূলত প্রথম পুরুষে লেখা একটা হালকা প্রেমের গল্পের ধারাবাহিক সিরিজ। যেখানে ছেলেটা তার প্রেমিকা মহারানী'র যন্ত্রণায় পেরেশান কিন্তু তারপরও সে মহারানী'কে খুব খুব ভালোবাসে। আগের পর্ব

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: /আচ্ছা তোমার মাথায় কি এতটুকু ঘিলু নাই? তুমি ঠাট্টা আর সিরিয়াস কথা আলাদা করতে পারো না?’/

এটা নিয়ে একটা সুখস্মৃতি আছে।
:)

গল্পে প্লাচ। +++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এটা নিয়ে একটা সুখস্মৃতি আছে। সুখস্মৃতিটা জানতে মুঞ্চায়.... :P

দিশেহারা রাজপুত্র দিশা খুঁজে পাক এই কামনায়...

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪

মি. ফেসবুকিস্ট বলেছেন: মারহাবা ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাবারে মাইরা লাভ কি ভাইজান? বেচারা হাবা... সবাই তারে মারতে কয়... "মারহাবা" ;)

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: আহা রঙ, আহারে জীবন।

আহা রে কি সময় মনে করিয়ে দিলেন ...
মহারানীর জয় হোক ...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কোন সময় মনে করিয়ে দিলাম বোন মনিরা সুলতানা? :P

ঠিক বলেছেন, "মহারানী'র জয় হোক"

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১১

বিদ্রোহী বাঙালি বলেছেন: রম্য, ভালোবাসা, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সবই আপনার গল্প কিন্তু অল্পতে। আগে মনে করেছিলাম আপনি বোকা না। খালি খালি নামটা রেখেছেন বোকা মানুষ বলতে চায়। কিন্তু আপনার মহারাণীর ফাজলামো বুঝতে ব্যর্থ হয়েছেন দেখে বুঝলাম আপনি আসলেই বোকা। :P
তবে আপনার মহারাণী কিন্তু আপনাকে খুব ভালোবাসে। অবশ্য আপনিও কম বাসেন না। খুব ভালো লাগলো আপনার গল্প কিন্তু অল্প।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন ভালো করে দেয়া মন্তব্যে একরাশ ভালোলাগা জানবেন। আর হ্যাঁ, এই গল্পটা আমার নয়, এটা কাল্পনিক এক কাপলের গল্প, যা সিরিজ আকারে লিখছি এবং প্রতিবারই সবার মনে ভুল হিসেবে ধরা দিচ্ছে এটা আমার গল্প। এটা মূলত প্রথম পুরুষে লেখা একটি হালকা মিষ্টি প্রেমের গল্পের সিরিজ।

অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী বাঙালী ভাই। ভালো থাকুন সবসময়।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আহা! আসলেই সুন্দর জীবন আপনার

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহা! যদি এমন জীবন আমার হত!!!

১ এবং ৫ নং কমেন্টের প্রতিত্তর দ্রষ্টব্য :)

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

ঢাকাবাসী বলেছেন: বেশ ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিউটি কিউটি লভ স্টোরি... তাই না? :)

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ বেশ রোমাঞ্চে আছেন দেখি । ;)

বোকা মানুষদের নাকি রানীরা বশি ভালোবাসে ! তাই ভাবছি বোকা মানুষ হওয়া ছাড়া বিকল্প নেই !!... ;) B-) :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি আর রোমাঞ্চে!!! তা হলে কম্ম সাবাড়!!! সারাদিন কামলা দিয়ে অবসর পাই না... :(


১ এবং ৫ নং কমেন্টের প্রতিত্তর দ্রষ্টব্য :)

অটঃ বোকা হওয়া এতো সহজ কম্ম নয়, হুহহ... ;) :P

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

সুমন কর বলেছেন: বন্ধু, কাল রাতেই পোস্টটা দেখেছি। কিন্তু অাজ পড়ব বলে, কাল মন্তব্য করিনি।

চমৎকার ভাবে বাস্তব পেক্ষাপটকে গল্পে রসালো করে তুলেছো। পড়ছিলাম অার হাসছিলাম ! ;)

৪র্থ ভাল লাগা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু, গল্প সুমন বন্ধু'কে হাসাতে পেরেছে, বন্ধুর ভালো লেগেছে জেনে এই সিরিজ লেখার জন্য আরও আগ্রহ পেলাম। আগের পর্বে বন্ধু বলেছিল এতো ভালোবাসা ভালো লাগে না। ফেব্রুয়ারি মাস ভালবাসার মাস বলেই কি ;) (যদিও আমরা সবাই বিশ্বাস করি, ভালোবাসা সারা বছরের, বিশেষ কোন দিনের নয়, তাই নয় কি?)

অনেক অনেক ভালোলাগা আর শুভকামনা রইল। :)

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

সোহানী বলেছেন: আহারে.....পান্জাবী বানারো জন্য এত কস্ট না কইরা আমারেই বলতেন... এত নাকি দড়ি দিয়া ঘুরতে হতো না... আমার দর্জি একদিনেই ডেলিভারি দিত তবে আমার % রাইখা.... এতে অবশ্য গল্পও তৈরী হতো না.........

++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পরপর দুই জন একসাথে, আমার সামু ব্লগের দুই দোস্ত'কে পরপর কমেন্টে পেয়ে অন্যরকম ভালোলাগা কাজ করছে। সুমন কর এর পরে দোস্ত সোহানী...

আপনার দর্জি পাঞ্জাবী দিত? নাকি কামিজ?? ;) :P =p~ =p~ =p~

যাই হোক, পরের কোন পর্বে মহারানী'র এই নায়ককে আপনার কাছে পাঠায় দিব, তাকে ঠিকঠাক ঠিকানা দিয়ে দিয়েন। :)

ভালো থাকুন সবসময়।

অটঃ নাকে কেমনে দড়ি দেয়? জানতে মুঞ্চায় =p~ =p~ =p~

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

আমি তুমি আমরা বলেছেন: আহা রঙ, আহারে জীবন।

এই চমৎকার গল্পটা এতদিন পর পড়লাম? ৭ম ভাল লাগা :)

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসুবিধা নাই, আমিও আপনার দলে। অনেকদিন পরপর সুযোগ হচ্ছে ব্লগে সময় দেয়ার। :(

কেমন আছেন? কতদিন আপনার জিবরান সিরিজ পড়ি না... আরও কতকিছু মিস করি ব্লগের...

ভাল থাকুন সবসময়, শুভকামনা রইল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.