নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্বহীনের চিরবিদায়

১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:২২



আমি ছিলাম না
সেই শিশুবেলায় বাবার হাত ধরে
ঈদ-পূজা-পার্বণের মেলাতে,
অথবা কাঁদামাখা মাঠ জুড়ে তোদের খেলাতে।
অথবা মায়ের বকুনি শেষে নিবিড় আলিঙ্গনে,
কোথাও আমি ছিলাম না
আজও নেই কোনখানে।

দুরন্ত কৈশোরে ভর দুপুরে
ঠাকুর বাড়ির পদ্ম পুকুরে
উদোম শরীরে ঝাঁপিয়ে পড়ার দলে,
ছিলাম না আমি কোন কালে।
তোদের সেই আম-জাম-লিচু চোরের দলে,
রাত জেগে শোনা পালা গানের দলে,
কোথাও ছিলাম না আমি
কোন কোলাহলে।

স্কুল ফাইনালের রেজাল্ট বোর্ডের
প্রথম পাতায় ছিলাম না আমি
ছিলাম না কলেজের সেরা আঙ্গিনায়,
না ছিলাম কারো হৃদয়ের মনিকোঠায়।
কোথাও ছিলাম না আমি
না ক্যান্টিনে, না লাইব্রেরী রুমে,
না ল্যাবরেটরি রুমে, না মাঠের ঘাসের ঘুমে।
না ছিলাম চানাচুর-ঝালমুড়ি’র ঠোঙ্গা হাতে,
না শেষ বিকেলে না প্রথম প্রভাতে।
না বইয়ের ভাঁজে, না চিঠির খামে
কোথাও ছিলাম না আমি কোন কালে।

ভার্সিটির কতশত চত্বর জুড়ে
কৃষ্ণচূড়া আর শিমুলে ঢেকে থাকা
ক্যাম্পাসের চেনা পথে,
ক্যাফেটেরিয়ার অমলেটে, কাটলেটে।
ধূমায়িত চায়ের কাপে, সিগারেটের ছাইয়ে
কনসার্টের উদ্দাম নাচে, অথবা একুশের প্রভাতে,
কোথাও কি ছিলাম আমি তোদেরই সাথে।

ইন্টারভিউ বোর্ড হয়ে অফিসের ফ্লোরে
কীবোর্ডের ক্ষয়ে যাওয়া বাটনের খাঁজে,
জমে থাকা ফাইলের পাতার ভাঁজে।
কনফারেন্স রুমের সেই মিটিং এর মাঝে
কোথাও কি ছিলাম আমি বল কোনকালে?

চারদেয়ালের ছোট সংসারে
নিত্যদিনের বাজারের থলিতে
আনকোরা প্রতিদিনের খবরের কাগজে,
গৃহিণীর উষ্ণ ঐ বুকের ভাঁজে,
কোথাও কি ছিলাম আমি কোন কালে?

সবটার মাঝে থেকেও আমি
বড্ড না থাকার মাঝে
একটা জীবন পাড়ি দিয়ে আজ যাবার বেলায়,
বড় অবহেলায়,
পড়ে থাকা সব স্মৃতির জঞ্জাল ঘেঁটে,
আজ কেন খুঁজে পাই না আমি
তোদের ভিড়ে, তোমাদের নীড়ে।

বড্ড একা ছিলাম
তোমরা কেউ কেন একবারের তরেও
বুঝলে না এই একা আমাকে,
খুঁজলে না এই একা আমাকে।
কাছে ডাকলে না, ভালবাসলে না
বাঁধলে না কোন মায়ার জালে,
রেখেছিলে সারাটা বেলা বড্ড অবহেলে,
দিয়েছ নিত্য ফেলে আমায় জলে
আর বাতিলের দলে।
সবার মাঝে থেকেও তাই
ছিলাম না আমি কোথাও
আদি থেকে অন্তে,
ছিলাম না কোন প্রান্তে,
তোমাদের মাঝে থেকেও আমি
না থাকাদের দলে।

আজ বিদায় বেলায়
তবে কেন ভাবছ আমায়,
কেন মিছে জল ফেলে আজ
দিচ্ছ আমায় চিরবিদায়।

আমার ছন্দাবলীঃ
ছেঁড়া স্বপ্নেই্ স্বপ্ন বুনি
খেলারাম তুই খেলে যা
মিথ্যে করে হলেও একবার বল
"মা"কে নিয়ে রচিত ভিন্ন রকমের দুটি প্রিয় কবিতা
অনুভূতির অনুবাদঃ প্রিয় চারটি কাব্যকথা
ক্যান্ডেল লাইট ডিনার, চিতার আগুন নয়...
মিথ্যা কায়ার মায়ার বাঁধন
খুব বেশি সাদামাটা
হারানো আমি
বোকা কবি'র রাত্গুলো
কঠিন-তরল-বায়বীয় - ছন্দকথা অথবা টুকরো কবিতা
ক্ষণিকের তরে মনের দর্পণে মুখোমুখি দাঁড়িয়ে
অনাকাঙ্ক্ষিত
নোংরা ফাল্গুনে পিশাচের আগুনে
চাওয়া অতঃপর পাওয়া

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৪৮

কলমের কালি শেষ বলেছেন: এই ঝুম বৃষ্টির সকালে মনটা খারাপ করে দিলেন গো বোকা ভাই । এমন করে তো কখনো ভাবি নাই, ভেবেছি সবার মাঝেই আমি আছি । :) কিন্তু না বিস্বাদ্ময় চিন্তায় তো আসলেই কোথাও নেই । :(

বৃষ্টির সাথে কবিতাটা পড়তে বেশ লেগেছে । কবিতায় ভেতরে অনেক নস্টালজিয়া ঢেলে দিয়েছেন ।

ভাল থাকুন সবসময় । :)

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গতকাল রাতে লেখা গো কাকাশে, পোস্ট দিলাম আজ এই বৃষ্টিমুখর ক্ষণে। যদিও এই বৃষ্টিময় পহেলা আষাঢ়ে এমন কিছু পোস্ট করব ভাবনায় ছিল না। পোস্ট করার পর বৃষ্টি দেখে মনে পড়ল আজ পহেল আষাঢ়।

শুভ বৃষ্টিবেলা, বর্ষাস্নাত ভালবাসাময় হোক প্রতিটি ক্ষণ।

২| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৫

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন? আশা করি ভালো। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতা যখন পড়ছিলাম তখন কেমন যেন নষ্টালজিক হয়ে পড়ছিলাম, অসাধারণ লিখেছেন --- অসাধারণ

১৫ ই জুন, ২০১৫ রাত ১০:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপা, আসলে এই কবিতা লেখার সময় আমি নিজেও নস্টালজিক হয়ে গিয়েছিলাম। গতকাল রাতে লেখা, মনে হচ্ছিল যুগযুগান্তর ধরে আমি একা, একা পথচলা।

আপনাদের ভালো লেগেছে জেনে নিজেরও খুব ভালো লাগছে।

৪| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৯

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

১৬ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই, ভালো থাকুন সবসময়। :)

৫| ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা কেউই কোথাও থাকিনা, কোথাও না ....
ভালোলাগা অশেষ!

১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই তাই, সবটুকুর মাঝে থেকেও আমরা কেউই কোথাও নেই...

ধন্যবাদ স্বপ্নবাজ অভি, ভালো থাকুন সবসময়।

৬| ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমরাও একাই থাকি।

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমমম... একাকীত্বের চাদরে মোড়া বড্ড কোলাহলময় এই নাগরিক জীবন।

ধন্যবাদ ময়ূরাক্ষী আপু, ভালো থাকুন সবসময়।

৭| ১৬ ই জুন, ২০১৫ সকাল ১০:২২

জেন রসি বলেছেন: বিষণ্ণ সুরের মূর্ছনায় নামুক বৃষ্টি!
ভাসিয়ে দিক একা থাকার অবসাদ।

চমৎকার হয়েছে।

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বিষণ্ণ সুরের মূর্ছনায় নামুক বৃষ্টি!
ভাসিয়ে দিক একা থাকার অবসাদ।
সুন্দর বলেছেন। :)

৮| ১৬ ই জুন, ২০১৫ সকাল ১১:৪৫

জুন বলেছেন: অপুর্ব ।
সত্যি সুন্দর কবিতা বোকা মানুষ ।
খুব করুন লাগলো
কোথাও আমি নেই ভেবে ।
+

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুনাপু। আসলেই বড্ড করুণ, যখন দেখি কোথাও নেই কেউ আমি হীনা...

৯| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:২৫

রিকি বলেছেন: কবিতার সাথে মিল রেখে ছবিটাও চমৎকার হয়েছে বোকা ভাই :) পোস্টে ++++++++

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রিকি, ভালো থাকুন সবসময়। অনেক অনেক শুভকামনা রইল।

১০| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: ও বোকা ভাই, একেবারে বোকা বানিয়ে দিলেন।
বিমূঢ় হয়ে গেলাম গো.........
সত্যিই কি আমি কোথাও নেই গো?????????????

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যাক বোকার দল তাহলে ভারী হল আরেকটু। না সত্যি আমরা কেউ কোথাও নেই... ;)

১১| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন: অসাধারন হইছে বোকা ভাই। ++

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ শতদ্রু একটি নদী... :)

১২| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:০২

শামছুল ইসলাম বলেছেন: মন খারাপ করা বাদলের এই দুপুর বেলা, বোকা ভাইয়ের কবিতাটা মনের উপর আর এক রাশ বেদনা ছড়িয়ে দিল। চুপ-চাপ বসে, দুঃখ গুলোকে কবিতার পংক্তি থেকে মনের গহীনে নিয়ে, নেড়ে-চেড়ে দেখছি -আহ্, বেদনাও এত মধুর হয়!!!!!

অসাধারণ একটা কবিতার জন্য একটা বিশেষণ খুঁজছি?

নীচের লাইন গুলো সত্যি ......
সবটার মাঝে থেকেও আমি
বড্ড না থাকার মাঝে
একটা জীবন পাড়ি দিয়ে আজ যাবার বেলায়,
বড় অবহেলায়,
পড়ে থাকা সব স্মৃতির জঞ্জাল ঘেঁটে,
আজ কেন খুঁজে পাই না আমি
তোদের ভিড়ে, তোমাদের নীড়ে।

১৬ ই জুন, ২০১৫ রাত ১১:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন্তব্যে এত্তগুলান ভালোলাগা :) আমার ভাবনা'র জগতের কাছাকাছি বোধহয় আপনার ভাবনার জগত কাজ করেছে, যখন আপনি কবিতাটি পড়েছেন। আসলেই, মাঝে মাঝে বেদনাও খুব মধুর হয়, সময়ের গাড়িতে পথ পাড়ি দেয়ার পর। কবিতার জন্য বিশেষণ খুঁজে পেলে জানিয়ে যাবেন কিন্তু।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৩| ১৬ ই জুন, ২০১৫ রাত ১০:১১

কামরুন নাহার বীথি বলেছেন: হতাশার কবিতাও এত সুন্দর হয়!!!!

১৭ ই জুন, ২০১৫ রাত ১২:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পাঁচ শব্দের একটা কমেন্ট, কিন্তু মনটা ভালো লাগায় ভরে দিল। ভালো থাকুন আপু, শুভকামনা নিরন্তর।

১৪| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:০৪

খেয়ালি দুপুর বলেছেন: "সবটার মাঝে থেকেও আমি
বড্ড না থাকার মাঝে"...
জটিল রকমের সত্যি কথা। ভাল লেগেছে ভিষণ। শুভকামনা।

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, বোকা মানুষের ব্লগে স্বাগতম আপনাকে। আচ্ছা সন্ধ্যাবেলায় উড়োচিঠি পাওয়ার কোন চান্স নাই? ;)

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৫| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৫০

খেয়ালি দুপুর বলেছেন: ধন্যবাদ। হুম.. ভাবনায় ফেলে দিলেন #:-S । উড়োচিঠিগুলো নাহ্য় কাঠফাটা রদ্দুরের খেয়ালিপনা নতুবা অসময়ের মেঘ-বৃষ্টিতে মন কেমন করা দুপুরটার ভাগেই বরাদ্দ থাক! B-)

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম...বুঝলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.