নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগ ভ্রমণ সঙ্কলনঃ ১ম বর্ষপূর্তি পোস্ট

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৪৫



দেখতে দেখতে কেটে গেছে এক বছর, আর এই এক বছরে ভ্রমণ সংকলন পোস্ট হয়েছে ১২টি সংখ্যা। এখনো ব্যাপারটা অনেকটা স্বপ্নের মতই মনে হয়। এক বছর আগে যখন প্রথম সংখ্যাটা পোস্ট করেছি তখনো কিন্তু ভাবতে পারি নাই এতদূর এগিয়ে নিয়ে আসতে পারবো এই ভ্রমণ সংকলনটি। ঘটনার শুরু গতবছরের শুরুর দিকে। তখন সামু ব্লগে নিয়মিত বিভিন্ন ধরণের সংকলন পোস্ট দেখা যেত। এরকম একটা পোস্ট দেন বন্ধুবর সুমন কর। বিভিন্ন বিষয় ভিত্তিক পোস্ট থাকলেও সেখানে ছিল না কোন ভ্রমণ ক্যাটাগরি, যা উক্ত পোস্টে জানাতে ভুলি নাই। পরের মাসেই সুমন কর তার সংকলনে ভ্রমণ বিভাগ যুক্ত করেন। ঠিক সেই সময় ব্লগার জুন কোন একটা পোস্টে আশা ব্যক্ত করেন যদি একটা ভ্রমণ সংকলন থাকতো তাহলে বেশ হত। সেই সময় নিয়মিত ভ্রমণ পোস্ট করতাম বিধায় মনে হল কেন আমি নিজেই এই দায়িত্ব নেই না? সেই ভাবনা থেকেই শুরু করি "SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী" শিরোনামে এই ভ্রমণ সংকলন, যা গেল মাসে ১২তম সংখ্যা পেরিয়েছে। ঐ সংখ্যায় বর্ষপূর্তি সংখ্যা না করার কারণ হল ইচ্ছা ছিল এক বছরের সব ভ্রমণ পোস্ট কোন একটা একক লিঙ্কে নিয়ে আসার, কেননা এখন আর আগের মত নিজের বিভাগ জুড়ে দিয়ে সব পোস্ট এক করা যায় না এই নতুন ভার্সনে। তার সাথে কিছুটা পিছু ফিরে দেখার ইচ্ছাও ছিল পোস্টগুলোতে। তবে সারা বছরের বিশটা সেরা ভ্রমণ পোস্ট নিয়ে সংক্ষিপ্ত রিভিউ দেয়ার ইচ্ছা ছিল, যা সময় স্বল্পতার কারণে করতে পারলাম না বলে দুঃখিত। এবার আসুন দেখে নেই দুটি পরিসংখ্যান যা বলে দেবে কেমন ছিল এই ভ্রমণ সঙ্কলনের প্রথম বছরের যাত্রা? প্রথমটি মাসিক ভ্রমণ পোস্টের সংখ্যার পরিসংখ্যান আর দ্বিতীয়টি মাসিক হিট সংখ্যা সংকলনগুলোর।





কৃতজ্ঞতাঃ এই সংকলনের সম্পূর্ণ কৃতিত্ব সামহোয়্যার ইন ব্লগের সেই সব ব্লগারের যারা নিয়মিত ভ্রমণ পোস্ট দিয়ে এই ধারাটি অব্যাহত রেখেছেন। উনারা নেই তো ভ্রমণ পোস্ট নেই, আর ভ্রমণ পোস্ট না থাকলে এই সংকলনের কোন অস্তিত্বও থাকে না। তাই এই পথচলার সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। শতাধিক ব্লগার রয়েছেন যারা এই বারো মাসে হাজারের উপর ভ্রমণ এবং ভ্রমণ বিষয়ক লেখা পোস্ট করেছেন, তাদের মধ্যে সকলের নাম এই মুহূর্তে মনে করতে পারছিনা এবং ইচ্ছা থাকলেও খোঁজ করে লিস্ট আকারে দিতে পারছি না স্থান এবং সময় স্বল্পতার কথা মাথায় রেখে। তারপরও যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে (একাধিক ভ্রমণ পোস্ট দিয়েছেন) তাদের মধ্যে রয়েছেনঃ গোঁফওয়ালা, জুন, সাদা মনের মানুষ, শের শায়েরী, পাজল্ড ডক, পগলা জগাই, কেএসরথি, তাহসিন মামা, শোভন শামস, অগ্নি সারথি, রেজওয়ানা আলী তনিমা, বাকি বিল্লাহ, কাজী ফাতেমা, টানিম, অসামাজিক, সোহানী, সাজিদ ঢাকা, সুফিয়া, মৃদুল শ্রাবণ, চক্‌চাপড়ী, ক্যপ্রিসিয়াস, সেলিম আনোয়ার, জাকরিন কাদির, নস্টালজিক, ভ্রমণ বাংলাদেশ, পয়গম্বর, ইচ্ছের ঘুড়ি, রং করা পুতুল, মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান, আশিক হাসান, মাঈনউদ্দিন মইনুল, েমারতাজা, অন্যমনস্ক শরৎ, নিয়ামুলবাসার, রাতুলবিডি৪, ফরিদুর রহমান, সুমন কর, আমার বন্ধু রাশেদ, বিদ্যুৎ, শেরজা তপন, তুষার কাব্য, রাতুল রেজা, মোঃ ছিদ্দিকুর রহমান, মহান অতন্দ্র, মাহমুদুল হাসান কায়রো, রোকসানা লেইস, অ রণ্য, ঢাকাবাসী, নিঃসঙ্গ অভিযাত্রিক, মধুমিতা, মুদ্রা সংগ্রাহক, মানস চোখ, অনঢ়পাথর, আশিক হাসান, কাজী মেহেদী হাসান, দাড়ঁ কাক, কামরুন নাহার বীথি সহ আরও অনেকে। যারা ভ্রমণ বিষয়ক লেখা পছন্দ করেন, তারা অনায়াসে এই ব্লগারদের ব্লগে গিয়ে অনুসরণে রাখতে পারেন, নিয়মিত ভেট হিসেবে পাবেন নানান স্বাদের ভ্রমণ পোস্ট, দেশের আনাচে-কানাচে থেকে শুরু করে দুনিয়ার নানান প্রান্ত'র ভ্রমণ কাহিনী সব।

ধন্যবাদ জ্ঞাপনঃ
একটি পোস্ট কখনই সফলতা পায় না, যতক্ষণ পর্যন্ত না পাঠক এতে সারা দেয়। তাই এই সংকলনের বর্ষপূর্তিতে সেইসব ব্লগারদের ধন্যবাদ জানাই যারা নিয়মিত মন্তব্য করে আমাকে উৎসাহ দিয়ে গেছেন। এদের মধ্যে যাদের নাম মনে পড়ছেঃ অন্যমনস্ক শরৎ, খাটাস, কাণ্ডারি অথর্ব, আমি ইহতিব, সুমন কর, সেলিম আনোয়ার, জুন, সাজিদ ঢাকা, কেএসরথি, মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস), জুলিয়ান সিদ্দিকী, মামুন রশিদ, জাফরুল মবীন, আহমেদ জী এস, স্বপ্নবাজ অভি, বঙ্গভূমির রঙ্গমেলায়, শোভন শামস, সোহানী, মৃদুল শ্রাবণ, ডি মুন, ক্যপ্রিসিয়াস, আলম দীপ্র, এহসান সাবির, অর্বাচীন পথিক, আমিনুর রহমান, খেয়াঘাট, আমি ময়ূরাক্ষী, নাভিদ কায়সার রায়ান, মাঈনউদ্দিন মইনুল, কলমের কালি শেষ, অপূর্ণ রায়হান, স্নিগ্ধ শোভন, তাহসিন মামা, রেজওয়ানা আলী তনিমা, আবু শাকিল, কাল্পনিক_ভালোবাসা, পাজল্‌ড ডক, আমি তুমি আমরা, ঢাকাবাসী, প্রবাসী পাঠক, মনিরা সুলতানা, এহসান সাবির, সুফিয়া, মাহমুদ০০৭, তুষার কাব্য, শুভ্র গাঙচিল, পরিবেশ বন্ধু, শায়মা, বিদ্রোহী বাঙালী, মহান অতন্দ্র, লাইলী আরজুমান খানম লায়লা, এম এম করিম, নাহিদ রুদ্রনীল, মুদ্রা সংগ্রাহক, বিদগ্ধ, হাসান মাহবুব, দিশেহারা রাজপুত্র, কামরুন নাহার বীথি, সচেতনহ্যাপী, ইমতিয়াজ ১৩, শতদ্রু একটি নদী, মানস চোখ সহ আরও অনেক।

ফিরে দেখা (রিভিউ) ১ম বছরেঃ
এখন আসুন দেখে আসি পেছনের সেই বারোটি ভ্রমণ সংকলন সংখ্যা...


SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুন, ২০১৪ (ভ্রমণ সংকলন – জুন, ২০১৪)
SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুন ২০১৪ (ভ্রমণ সংকলন - জুন ২০১৪)
প্রকাশকালঃ ০৯ ই জুলাই, ২০১৪
মোট ভ্রমণ পোস্টঃ ৮৪
পঠিতঃ ৯৩৫
লাইকঃ ১১
প্রিয়তেঃ ৪১
প্রাপ্ত মন্তব্যঃ ২৮ টি
উৎসর্গঃ ব্লগার জুন
মাসের সেরা পোস্টসমূহঃ
সেরা পাঁচ (বাংলাদেশ)
(১) ঘুরে এলাম আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনঃ “লোহাগড় মঠ” - বেনিইয়ামিন সিয়াম
(২) লোনলী ট্রাভেলারঃ রোড টু হামহাম ওয়াটারফল - মীর মফিজুল ইসলাম মানিক
(৩) বিছনাকান্দি : জল পাহাড়ের কাব্য - অসামাজীক এবং
ঘুরে আসুন সিলেটের স্বর্গ: বিছানাকান্দি (ছবিসহ ভ্রমন পোষ্ট) - খলিলুর রহমান ফয়সাল
(৪) বান্দরবান ভ্রমণ ! এবং বান্দরবান ভ্রমণ ২ ভুং ভাং
(৫) রোড টু কুয়াকাটা:: ট্যুর উইথ মুরগি - েমারতাজা এবং
বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ - হতে পারতো আরেক 'পানাম নগরী'!!! - বোকা মানুষ বলতে চায়

সেরা পাঁচ (বিদেশ)ঃ
(১) থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ডে একদিন। - জুন
(২) বিলেত: পাখির চোখে দেখা – সতেরো - রেজওয়ানা আলী তনিমা
(৩) হায়দ্রাবাদের দিনগুলি: পর্ব- ১ (হায়দ্রাবাদী বিরিয়নি, সালার জাঙ্গ যাদুঘর এবং পথে পথে কিছু সময় এবং
হায়দ্রাবাদের দিনগুলি: পর্ব-২.১ (রামুজী ফ্লিম সিটির ফ্লিম্মি জগত) - সাইফুল আজীম
(৪) কুমারী মাতার দেশে - তাহসিন মামা
(৫) আমার বিদেশ ভ্রমন - ১ – পূর্বকথা , আমার বিদেশ ভ্রমন - ২ - আকাশে উড়াউড়ি , আমার বিদেশ ভ্রমন - ৩ - উড্ডয়ন ও অবতরন এবং আমার বিদেশ ভ্রমন - ৪ – কুয়েত - ব্লগার কেএসরথি

তথ্যভিত্তিক ভ্রমণ পোস্টঃ
(১) দ্যা ব্লাক তাজমহল, মসলিয়াম এবং ভালোবাসা - শের শায়রী
(২) নিমজ্জিত সভ্যতাঃ বিশ্বের সাত জলতলের বিস্ময় - কান্ডারি অথর্ব
(৩) *** বিশ্বের অসম্ভব সুন্দর সব স্থানগুলো যা আপনার মনকে আকর্ষন করবে*** পর্ব-১ - সময়ের ডানায়
(৪) পৃথিবীর পরিত্যাক্ত কিছু দর্শনীয় স্থান - সেচ্ছাচারী
(৫) ড্রাইভ টু নাজরান (আরব ডায়েরি-৮১) - মধুমিতা

ফটো ব্লগঃ
(১) ঢাকা টু সিলেট..(ইটাখোলা, স্টেশন নং-৩০) - সাদা মনের মানুষ
(২) জাবেল হাফিত পর্বতের অপরূপ সৌন্দয্য (ছবিব্লগ) - রফিকুজজামান লিটন
(৩) কুয়াকাটায় সাতদিন ।। - জাকরিন কাদির
(৪) বণ্য প্রাণীর অভয়ারণ্য চুনারুঘাট এর কালেঙ্গা পাহাড়....... এবং বণ্য প্রাণীর অভয়ারণ্য চুনারুঘাট কালেঙ্গা পাহাড় এর কিছু ছB...... - কাজী ফাতেমা
(৫) লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ১ ছবি ব্লগ , লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ২ ছবি ব্লগ এবং লেক কিভু থেকে লেক টাঙ্গানিকা- বুকাভু, কঙ্গো - ৩ ছবি ব্লগ - শোভন শামস এবং সাইবেরিয়া ও বৈকাল - পার্থ সুমিত ভট্টাচার্য্য



SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুলাই ২০১৪ (ভ্রমণ সংকলন - জুলাই ২০১৪)
SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জুলাই ২০১৪ (ভ্রমণ সংকলন - জুলাই ২০১৪)
প্রকাশকালঃ ১৪ ই আগস্ট, ২০১৪
মোট ভ্রমণ পোস্টঃ ৭৭
পঠিতঃ ৬১৬
লাইকঃ ১৩
প্রিয়তেঃ ২০
প্রাপ্ত মন্তব্যঃ ২০ টি
উৎসর্গঃ ব্লগার রেজোওয়ানা
মাসের সেরা পোস্টসমূহঃ
সেরা পাঁচ (বাংলাদেশ)
(১) ঢোল সমুদ্র দীঘির পাড়ে - এফ রহমান
(২) তাজিংডংয়ের স্মৃতি... - অসামাজীক
(৩) বাংলার পথে (পর্ব ৪৩) -- চট্টগ্রামের মিনি বাংলাদেশ , জাতিতাত্তিক জাদুঘর ও রেলওয়ে বিল্ডিং - সাজিদ ঢাকা
(৪) তিনবিঘা করিডোরে এক দিন - চক্চাপড়ী
(৫) বিছানাকান্দির বিছানায়" পর্ব - ১ - তাহসিন মামা

সেরা পাঁচ (বিদেশ)
(১) পাতাইয়া বিচঃ বিলিভ ইট অর নট - মৃদুল শ্রাবন
(২) আমার বাটু কেভ ভ্রমন ও এক বেলজিয়ান তরুণীর বানর বিড়ম্বনা - সেলিম আনোয়ার
(৩) চারমিনার ইসলামিক শিল্পকলার এক অনন্য নিদর্শন ( ছবি+ভ্রমণ) – জুন
(৪) ভিনটেজ শহরের জার্নাল ... নস্টালজিকের ভ্রমণ ব্লগ – নস্টালজিক
(৫) ঘুরে এলাম রয়্যাল ওন্টারিও মিউজিয়াম – পয়গম্বর

সেরা পাঁচ (তথ্যভিত্তিক)
(১) পৃথিবীর যে ১০ টি অসাধারণ স্থানের অস্তিত্ব জানা নেই আপনার! (দেখুন ছবিতে) - এম রহমতুল্লাহ
(২) দি লেক অফ নো রিটার্ন - পথহারা যাযাবর
(৩) বান্দরবানের ১১টি ট্রেকিং রুট ! - ভ্রমণ বাংলাদেশ
(৪) ভ্রমণে সুস্থ থাকুন... - ডাঃ নূর রিফফাত আরা
(৫) ঈদ উপলক্ষে ঘুরে আসুন সিলেট বিভাগ - শিশির খান ১৪

সেরা পাঁচ (ফটোব্লগ)
(১) ছবিতে বাংলাদেশ-১ এবং ছবিতে বাংলাদেশ -২ - তাহসিন মামা
(২) নাফাখুম.....অবিশ্বাস্য সৌন্দর্য মাখানো এক জলপ্রপাত - সাদা মনের মানুষ
(৩) এটা ছবি ব্লগ ..... আমার দেখা প্রিয় কিছু স্থানের ছবি পর্ব – ২ - সোহানী
(৪) বিচিত্র সব জেব্রা ক্রসিং , পথচারী পারাপার, দেশে দেশে! – ঢাকাবাসী
(৫) পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল ফুলের বাগান – সুফিয়া



SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪)
SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪)
প্রকাশকালঃ ১০ ই সেপ্টেম্বর, ২০১৪
মোট ভ্রমণ পোস্টঃ ১১৩
পঠিতঃ ১৫২৩
লাইকঃ ২৪
প্রিয়তেঃ ৪৩
প্রাপ্ত মন্তব্যঃ ৩৯ টি
উৎসর্গঃ ব্লগার জানা
মাসের সেরা পোস্টসমূহঃ
সেরা পাঁচ (বাংলাদেশ):
1) হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী রূপলাল হাউজ - উজ্ঝল রুমি
2) জুমঘর (টুকরো কথা...২) - সাদা মনের মানুষ
3) সমুদ্র পাহাড় আর মেঘের খেলা - সফদার কবিরাজ
4) ঢাকা টু কেওক্রাডং ভায়া বগা লেক (ছবি ব্লগ)-২ - েমাঃ িশবলী সািদক
5) অপরূপ পান্তুমাই...... - সাদা মনের মানুষ

সেরা পাঁচ (বিদেশ):
1) পটভূমিকা- বিদায় আফ্রিকা, বিদায় কংগো, বিদায় কালো মানুষের দেশ - আশিক হাসান
2) মালয়েশিয়ায় নয় দিন, মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান
3) রহস্য ঘেরা লঙ্কাউই ঈগল পয়েন্টের সন্ধানে আর আন্দামান সাগরে জুতা দ্বীপের খোঁজে - সেলিম আনোয়ার
4) নেপালের পথে পথে ----কাঠমুন্ডু টু নগরকোর্ট - সূর্যাস্তের সোনার আলোয় হিমালয় দেখা। - সুফিয়া এবং
আমার নেপাল ভ্রমন কাহিনি - পর্ব ৩ পোখারা - রাতুল রেজা
5) প্রবাসে পরিভ্রমন - ইউরোপের বিখ্যাত ‘সোনালী শহর- প্রাগ ভ্রমন – ক্যপ্রিসিয়াস
6) কোরিয়ার যাবার পথে চীন দেখা: ঘুমহীন গুয়াংজু - মাঈনউদ্দিন মইনুল

সেরা পাঁচ (তথ্যভিত্তিক)
1) নিজের চক্ষু দিয়েই দেখা, এ যেন এক আজব আমেরিকা। - খেয়া ঘাট
2) প্রাচীন বিশ্বের অসাধারন কিছু স্থাপনা (পর্ব-২) - বশর সিদ্দিকী
3) ইউরোপের দেশে দেশে : সাইকেলের রাজ্য হল্যান্ড - বিদ্যুৎ
4) দর্শনার্থীদের কাছে আকর্ষনীয় করে তুলতে সৌন্দর্য্য বর্ধনে হাতিরঝিলে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি ও ট্যুরিস্ট বাস – মানষী
5) দার্জিলিং ভ্রমণ মাত্র ৫০০০ টাকায়!! - পুরান লোক নতুন ভাবে

সেরা পাঁচ (ফটোব্লগ):
1) নায়গ্রা ভ্রমন ছবি ব্লগ – এ্যরন
2) এটা আমার ভ্রমনের ছবি ব্লগ ..... পর্ব-৪ (জার্মান মিউজিয়াম ভ্রমণ) – সোহানী
3) ঈদের পরদিন শিশুমেলায় - পলাশ১
4) চোঁখ ভরে যায় : বিশ্বের সেরা যত গাছ - শামীম সুজায়েত
5) চলুন ঘুরে আসি রাশিয়ান গ্যাংস্টারদের কবরের পাশ থেকে (ছবি ব্লগ) - Alter Ego

সেরা একটু ব্যাতিক্রমিঃ
1) আমার প্রথম দৌলতদিয়া যৌনপল্লী দর্শণ (বিস্তারিত বর্ণনা) - "চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির"
2) বার্লিনের ডায়েরি - অন্যমনস্ক শরৎ
3) ঘুরে আসলাম শ্বসুরবাড়ি - একটি (রম্য অথবা বিড়ম্বনা) ভ্রমন কাহিনী - আমি ময়ূরাক্ষী
4) জিরোপয়েন্ট-হাকালুকি - ম িন রু ল ইসলাম
5) কানাডা দিলাম পাড়ি - ছবিব্লগ - ১ – কেএসরথি



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -সেপ্টেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – সেপ্টেম্বর ২০১৪)
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -সেপ্টেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – সেপ্টেম্বর ২০১৪)
প্রকাশকালঃ ১০ ই অক্টোবর, ২০১৪
মোট ভ্রমণ পোস্টঃ ৭৮
পঠিতঃ ৬৬০
লাইকঃ ১৩
প্রিয়তেঃ ১৮
প্রাপ্ত মন্তব্যঃ ৩২ টি
উৎসর্গঃ ব্লগার ভ্রমণ বাংলাদেশ
মাসের সেরা পোস্টসমূহঃ
পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
1) সচিত্র মেগা পোস্টঃ চলুন ঘুরে আসি ইনানী সমুদ্র সৈকত এবং pebble stone sea resort ( ইনানীতে যাওয়া... লিখেছেন অপূর্ণ রায়হান
2) SOMEWHEREINBLOG'S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -আগস্ট ২০১৪ (ভ্রমণ সংকলন -আগস্ট ২০১৪) লিখেছেন বোকা মানুষ বলতে চায়
3) দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ ) লিখেছেন রফিকুজজামান লিটন
4) ছবিব্লগঃ বাংলাদেশ -পৃথিবীর স্বর্গরাজ্য ! লিখেছেন অপু তানভীর
5) কানাডা দিলাম পাড়ি - ছবিব্লগ - ৩ লিখেছেন কেএসরথি

সেরা পাঁচ (দেশ)
1) বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনাময় পর্যটন শিল্প লিখেছেন যাযাবর বেদুঈন
2) নাপিত্তাছড়া ট্রেইল: পাহাড়ী অরণ্যঘেরা কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম ঝর্ণার খোঁজে (ভ্রমণ কাহিনী) লিখেছেন নিভৃত নিঃশব্দ
3) ৩৬০ আউলিয়ার দেশে তিনদিনঃ স্বচিত্র সিলেট ট্যুর ফর ডামিস লিখেছেন ই ম ন
4) স্বপ্নলোকের পথযাত্রা- রাখাইন ঝর্ণা লিখেছেন অমি রেজা
5) একটি নাতিদীর্ঘ ভ্রমণের দীর্ঘ কাহিনী লিখেছেন সাঈদ আজিজ

সেরা পাঁচ (বিদেশ)
1) প্রকৃতির বিচিত্র অলঙ্কার কাশ্মীর লিখেছেন সবুজ স্বপ্ন
2) হিমুর মত পেনাং ব্রীজ আর লং নাইট ড্রাইভ ফ্রম সেলাঙ্গর টু... লিখেছেন সেলিম আনোয়ার
3) আমার দেখা জার্মান এবং জার্মানী লিখেছেন নাসরিন চৌধুরী
4) যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/(১-৫) লিখেছেন ফরিদুর রহমান
5) বিলেত: পাখির চোখে দেখা- উনিশ (স্কটল্যান্ড) লিখেছেন রেজওয়ানা আলী তনিমা

সেরা পাঁচ (ছবি ব্লগ)
1) ছবিব্লগঃ বাংলাদেশ -পৃথিবীর স্বর্গরাজ্য ! লিখেছেন অপু তানভীর
2) দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ ) লিখেছেন রফিকুজজামান লিটন
3) ঘুরে এলাম মায়ামী সি-অ্যাকুরিয়াম পর্ব (১ – ৩) লিখেছেন পয়গম্বর
4) ওশান ওয়ার্ল্ড (ছবি ব্লগ) লিখেছেন তূর্য হাসান
5) আমস্টারডাম - লিখেছেন মোঃ আয়ান মিয়া

সেরা পাঁচ (তথ্য ভিত্তিক)
1) এই ঈদে ঘুরে আসুন "রাজেন্দ্র ইক্যো পার্কে" লিখেছেন এম এ এইচ রাজ
2) সমুদ্রগর্ভ থেকে জন্ম নেয়া এক প্রাচীন ভূ-খন্ডের নাম কাপাসিয়া লিখেছেন মার্জিয়া
3) এবারের ঈদে ঘুরে আসুন পর্যটন নগরী সিলেটে লিখেছেন নুর ইসলাম রফিক
4) জন ক্রেকারের "ইনটু থিন এয়ার " পর্ব : ১ এবং ২ লিখেছেন রাতুলবিডি৪
5) ইউরোপের দেশে দেশে : স্পেনের প্রাণ বার্সেলোনা। লিখেছেন বিদ্যুৎ

সেরা পাঁচ (অন্য রকম)
1) ইতালিয়ান পরিব্রাজক মার্কো পোলোর ৭৬০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা লিখেছেন কোবিদ
2) পশ্চিমবঙ্গের কোনো বন্ধু এ লেখা পড়ে আহত হবেন না প্লিজ... লিখেছেন অঞ্জন আচার্য
3) একজন বিদেশী পর্যটকের বাংলাদেশ ভ্রমণঃ ও তাঁর ভাললাগার গল্প কবিতায়(১) লিখেছেন নুরএমডিচৌধূরী
4) মেঘের রাজ্যে; পাহাড়ে জুম ঘরের ছায়ায়; পুরোটা দিন লিখেছেন েমারতাজা
5) সৌন্দর্য ও আমার ইচ্ছের প্রতিফলন লিখেছেন জনৈক কবি



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৪ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৪)
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৪ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৪)
প্রকাশকালঃ ১০ ই নভেম্বর, ২০১৪
মোট ভ্রমণ পোস্টঃ ৬৪
পঠিতঃ ৫১২
লাইকঃ ১৪
প্রিয়তেঃ ১৭
প্রাপ্ত মন্তব্যঃ ২৩ টি
উৎসর্গঃ প্রথম বাঙালী ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস
মাসের সেরা পোস্টসমূহঃ
পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
১. ভ্রমন পোষ্টঃ যার কেউ নাই, তার আছে সিলেট লিখেছেন কাল্পনিক_ভালোবাসা
২. অপরুপ লাক্কাতুড়া!! লিখেছেন মামুন রশিদ
৩. বান্দরের খাঁচার সামনে একদিন . ...... ঢাকা চিড়িয়াখানার লিখেছেন সোহানী
৪. শখের ভ্রমণ - যেন মৃত্যু ফাঁদ না হয়ে দাঁড়ায় লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৫. পৃথিবীর সেরা কিছু বিস্ময়কর হোটেল (পর্ব-১)লিখেছেন বশর সিদ্দিকী
৬. পৃথিবীর ১৫ টি দুর্গম ও জনবিরল স্থান লিখেছেন সবুজ স্বপ
৭. আয়ারল্যান্ড এক মজার দেশ লিখেছেন মোঃ ছিদ্দিকুর রহমান

সেরা পাঁচ (দেশ):
১. জেনে নিন: উত্তরা গনভবন/দীঘাপতিয়ার জমিদার বাড়ির লিখেছেন হাবিবুললাহ
২. ঠাণ্ডাছড়ি পিকনিক স্পটে এক দিন। লিখেছেন প্রশান্ত মন
৩. নাইক্ষংকুম, আমিয়াকুম ও নাফাকুমের পথে... (পর্ব-২)
৪. সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(দ্বিতীয় পর্ব) লিখেছেন তুষার কাব্য
৫. ভ্রমন পোষ্টঃ যার কেউ নাই, তার আছে সিলেট লিখেছেন কাল্পনিক_ভালোবাসা

সেরা পাঁচ (বিদেশ):
১. যে যায় লঙ্কায়: শ্রীলঙ্কা সফর/ পর্ব (৬-১০) লিখেছেন ফরিদুর রহমান
২. দ্যা প্রাইস অব ফ্রিডম : ট্রাশম্যানিয়াক - দু-চাকায় আলাসকা থেকে টরোনটো লিখেছেন মুনতাসির
৩. ডেভিস ফল-( ভ্রমন কাহিনী)- (২য় – ৪র্থ পর্ব) লিখেছেন শেরজা তপন
৪. প্রবাসে পরিভ্রমন ৯- ক্যাবল কারে চড়ে জার্মানীর দীর্ঘতম ও পৃথিবীর প্রথম ক্যাবল লাইন পরিভ্রমন লিখেছেন ক্যপ্রিসিয়াস
৫. ট্রাভেলগ চীন-২ লিখেছেন শোভন শামস

সেরা পাঁচ (ছবি ব্লগ):
১. ভিডিও ব্লগ: জলঝিরি এবং শৈলপ্রপাত। ♠♠ লিখেছেন সুমন কর
২. বনে বাঁদাড়ে.....২৮ লিখেছেন সাদা মনের মানুষ
৩. যমুনার জল দেখতে কালো (ছবি ব্লগ)লিখেছেন মাঈনউদ্দিন মইনুল
৪. CN Tower -এর দুর্দান্ত অভিজ্ঞতা লিখেছেন পয়গম্বর
৫. আমার নেপাল ভ্রমন কাহিনি - পর্ব ৪ নাগরকোট লিখেছেন রাতুল রেজা

সেরা পাঁচ (তথ্য ভিত্তিক):
১. পৃথিবীর পথে রামনাথ। একজন বিশ্ব জয়ী মহামানব। (সংক্ষিপ্ত) লিখেছেন কলিমদ্দ
২. ঈদের ছুটিতে ঘুরে আসুন রাঙ্গামাটি। লিখেছেন বাংলারংধনু
৩. পৃথিবীর সেরা কিছু বিস্ময়কর হোটেল (পর্ব-১)লিখেছেন বশর সিদ্দিকী
৪. ঢাকা বিভাগের জাদুঘরগুলো লিখেছেন Asif Zaman
৫. পৃথিবীর ১৫ টি দুর্গম ও জনবিরল স্থান লিখেছেন সবুজ স্বপ্ন

সেরা পাঁচ (অন্য রকম):
১. অস্ট্রেলিয়ান আলোকচিত্রী ডেভিড লেজার এর চোখে বাংলাদেশ লিখেছেন দ্যা টাকলু বস
২. ট্যুরে যাবেন? প্রয়োজনীয় জিনিস গুলো নিয়েছেন তো? লিখেছেন স্পর্শের মধ্যে
৩. চীনাদের অতিথিয়তা লিখেছেন ঘানার রাজপুত্র
৪. বাংলাদেশকে জানুন “Incredible Bangladesh” এ লিখেছেন অভিজিত অপু
৫. ভ্রমন ব্লগ: একদিন সারাদিন রংপুর (ভিডিও ডকুমেন্টারি) লিখেছেন লোন ওয়ারিয়র



“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – নভেম্বর২০১৪)
“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – নভেম্বর২০১৪)
প্রকাশকালঃ ১০ ই ডিসেম্বর, ২০১৪
মোট ভ্রমণ পোস্টঃ ৮০
পঠিতঃ ৪১৫
লাইকঃ ১৪
প্রিয়তেঃ ১৩
প্রাপ্ত মন্তব্যঃ ২৮ টি
উৎসর্গঃ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর মুক্তিযোদ্ধাদের।
মাসের সেরা পোস্টসমূহঃ
পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
১) মাত্র ৫০ হাজার টাকায় Largest cruise ship on the planet: Oasis of the seas এ ঘুরে আসুন সাত দিন ।... লিখেছেন অপূর্ণ রায়হান
২) শীতের ছুটিতে এক দিন ঘোরাঘুরি লিখেছেন জুন
৩) ঝুলবারান্দায় ঝুঁকে আসা নয়নাভিরাম নৈসর্গ! লিখেছেন মামুন রশিদ
৪) কবে যাচ্ছেন লোভাছড়া? লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৫) রহস্যে ঘেরা ‘আদম পাহাড়’ লিখেছেন সবুজ স্বপ্ন

সেরা পাঁচ(দেশ)ঃ
১) ভ্রমণ পোস্ট: ঢাকা হতে রাঙ্গামাটি। লিখেছেন সুমন কর
২) ভ্রমন: লাউরের গড়, সুনামগঞ্জ, মটরসাইকেলে লিখেছেন অপলক
৩) সীতাকুণ্ড,মিরসরাই ট্রেক,ভবঘুরে জীবনের গল্প...(তৃতীয় পর্ব - শেষ পর্ব) লিখেছেন তুষার কাব্য
৪) বিশ্বের সবচেয়ে সুন্দর ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন / সুন্দরবন ভ্রমণ। লিখেছেন আমার পথ চলা ১
৫) বান্দারবানঃ স্বপ্নীল পথযাত্রায় একদিন পর্ব ১ লিখেছেন মোঃ কুদরত-ই-খুদা

সেরা পাঁচ (বিদেশ)ঃ
১) মিনি পোতালা প্রাসাদ , ছবি ব্লগ ও চীনের দালাইলামার গ্রীষ্মকালীন ইতিহাস লিখেছেন সুদীপ্ত সজল খাঁ
২) প্রবাসে: পর্ব ৫ - ৮ লিখেছেন মহান অতন্দ্র
৩) ট্রাভেলগ চীন (চারটি পর্ব) লিখেছেন শোভন শামস
৪) দুর পাহাড়ের হাতছানি - সৌরভ দেব, ড্রেসডেন ,জার্মানী থেকে লিখেছেন ক্যপ্রিসিয়াস
৫) ভারতভ্রমণঃ সারচু টু লেহ লিখেছেন আমার বন্ধু রাশেদ

সেরা পাঁচ (ছবি ব্লগ)ঃ
১) ছবি ব্লগঃ টাঙ্গুয়ার হাওড় (নৌকায় ত্রিশ ঘন্টা) লিখেছেন লাজ মাহমুদ
২) ছবি ব্লগ-৪,সেন্ট মার্টিন-১ লিখেছেন মেঘ বলেছে যাব যাব
৩) একটি কুঁড়ি দুটি পাতার দেশে ...।। ( ছবি ব্লগ ) লিখেছেন জাকরিন কাদির
৪) ফেওয়া লেক লিখেছেন সাদা মনের মানুষ
৫) ল্যুভ মিউজিয়াম,প্যারিস ।। ছবি ব্লগ লিখেছেন শাহ আজিজ
৬) ঝুলবারান্দায় ঝুঁকে আসা নয়নাভিরাম নৈসর্গ! লিখেছেন মামুন রশিদ

সেরা পাঁচ (তথ্য ভিত্তিক)ঃ
১) রৌমারির আশেপাশের ঘোরাঘুরির যায়গা গুলি লিখেছেন
২) মাত্র ৫০ হাজার টাকায় Largest cruise ship on the planet: Oasis of the seas এ ঘুরে আসুন সাত দিন ।... লিখেছেন অপূর্ণ রায়হান
৩) বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভূজের রহস্য লিখেছেন মুজাহিদ হোসেন
৪) যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই পোস্ট!! লিখেছেন আকাশ১৩
৫) চন্ডীমুড়ার ইতিহাস লিখেছেন গাজী সুবন

সেরা পাঁচ (অন্যরকম)ঃ
১) শিকড়ের সন্ধানে...... মেডিকেল ক্যাম্প ও গ্রাম দেখা.. রথ দেখা সহ কলা বেঁচা.... লিখেছেন সোহানী
২) কাশ্মিরের শাল এবং সামারের দিনগুলি (আরব ডায়েরি-৮৪) লিখেছেন মধুমিতা
৩) পেরিয়ে যাই মরীচিকার আহ্বানে লিখেছেন রোকসানা লেইস
৪) রামসাগর লিখেছেন মোঃ মোসাদ্দেক হোসেন
৫) বাংলাদেশের পর্যটন শিল্পঃ সমস্যা ও সম্ভাবনা লিখেছেন আলমাহবুব
৬) শীতের ছুটিতে এক দিন ঘোরাঘুরি লিখেছেন জুন



“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - ডিসেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – ডিসেম্বর ২০১৪)
“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - ডিসেম্বর ২০১৪ (ভ্রমণ সংকলন – ডিসেম্বর ২০১৪)
প্রকাশকালঃ ২৬ শে জানুয়ারি, ২০১৫
মোট ভ্রমণ পোস্টঃ ৫১
পঠিতঃ ৩০২
লাইকঃ ১০
প্রিয়তেঃ ১৩
প্রাপ্ত মন্তব্যঃ ১৯ টি
উৎসর্গঃ সামহোয়্যার ইন ব্লগের সকল প্রয়াত ব্লগারদের স্মৃতির প্রতি
মাসের সেরা পোস্টসমূহঃ
1. পারিবারিক ভ্রমণ, কক্সবাজারে! লিখেছেন অন্য আমি
2. ভ্রমণ পোস্ট: রাঙ্গামাটির পথে পথে - এক। লিখেছেন সুমন কর
3. খাগড়াছড়ি টু রাঙামাটি (পর্ব-২): "৯ জন যুবক, একটি চান্দের গাড়ি ও ৩টি মোটরসাইকেল" লিখেছেন রিজভী
4. জাতীয় স্মৃতিসৌধঃ আমাদের সংগ্রাম ও বিজয়ের প্রতীক লিখেছেন আমি তুমি আমরা
5. গারো পাহাড়ের পাদদেশ শেরপুর ভ্রমন (একটি ধার করা লেখা) লিখেছেন ভরকেন্দ্র
6. নিঝুম দ্বীপে জোছনা প্রেমে লিখেছেন তুষার কাব্য
7. জার্মান প্রবাস কথন - সেঙ্কট রোমান, ব্র্যাক ফরেস্ট( যেথায় অধমের কর্মস্থল ও বসবাস ) লিখেছেন ক্যপ্রিসিয়াস
8. সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির। হারিয়ে যেতে বসা এক অতীত। লিখেছেন ডারক্‌জাসটিস
9. কেবল কারে চড়ে মনকামনায়..... লিখেছেন সাদা মনের মানুষ
10. বিলেত: পাখির চোখে দেখা- তেইশ ( উৎসবের নগরীতে) লিখেছেন রেজওয়ানা আলী তনিমা
11. ক্যামেরুন হাইল্যান্ড লিখেছেন সেলিম আনোয়ার
12. ছবি (সবুজ পাহাড়ের নৈর্সগিক সৌন্দর্য্য - বান্দরবন) লিখেছেন এহসান সাবির
13. বাংলাদেশই পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশ। (ভ্রমণ কাহিনী) লিখেছেন আনিসুর রহমান আলিফ



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জানুয়ারি ২০১৫ (ভ্রমণ সংকলন –জানুয়ারি ২০১৫)
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - জানুয়ারি ২০১৫ (ভ্রমণ সংকলন –জানুয়ারি ২০১৫)
প্রকাশকালঃ ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫
মোট ভ্রমণ পোস্টঃ ৫৪
পঠিতঃ ৪১৫
লাইকঃ ০৯
প্রিয়তেঃ ১৮
প্রাপ্ত মন্তব্যঃ ২৮ টি
উৎসর্গঃ ভাষা আন্দোলনে শহীদ ভাষা সৈনিকদের স্মৃতি'র উদ্দেশ্যে
মাসের সেরা পোস্টসমূহঃ
পাঠক মিথস্ক্রিয়া’র ভিত্তিতে সেরা সাত ভ্রমণ পোস্টঃ
১) জানা অজানার সিঙ্গাপুরঃ মসজিদ লিখেছেন শফিকইসলাম
২) কেনিয়ার কোণে কোণে (প্রথম কিস্তি)
৩) আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব! লিখেছেন সানড্যান্স
৪) নিঝুম দ্বীপে জোছনা প্রেমে (শেষ পর্ব) লিখেছেন তুষার কাব্য
৫) সীমান্ত হাট লিখেছেন জুন
৬) ছবি ব্লগ-০২। নীলাচল, বান্দরবান। লিখেছেন সুমন কর
৭) 8. বিলেত : পাখির চোখে দেখা-চব্বিশ ( নতুন বছর নতুন আশা) লিখেছেন রেজওয়ানা আলী তনিমা

======== সেরা দশ ভ্রমণ পোস্ট - জানুয়ারি ২০১৫ ========
(১) টাকায় বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক স্থান (ছবির ব্লগ) লিখেছেন হু
(২) সাজেক ভ্যালী ভ্রমণের বিস্তারিত পোষ্টঃ লিখেছেন পাহাড়ের বালক
(৩) সামুতে তিনটা বছর কাটিয়ে দিলামঃ নিঃসঙ্গ অভিযাত্রিক নামকরণের ইতিকথা লিখেছেন নিঃসঙ্গ অভিযাত্রিক
(৪) ভারতভ্রমণঃ লেহ লিখেছেন আমার বন্ধু রাশেদ
(৫) স্বপ্ন সৈকতে....টেকনাফ টু শিলখালি লিখেছেন সাদা মনের মানুষ
(৬) আরবের বেদুঈন, সুক তালাতা এবং হেরিটেজ মিউজিয়াম-৩ (আরব ডায়েরি-৮৮) লিখেছেন মধুমিতা
(৭) অ-জানি দেশের না-জানি কী :: ভ্রমণ ও ফটো ব্লগ লিখেছেন নাঈফা চৌধুরী (অনামিকা)
(৮) ডিজিন স্কি রিসোর্টে একদিন... লিখেছেন মুহাম্মদ জহিরুল ইসলাম
(৯) নিঝুম দ্বীপে জোছনা প্রেমে (শেষ পর্ব) লিখেছেন তুষার কাব্য
(১০) দেশের র্শীষ সাতটি পর্বত চূঁড়ায় অনুসন্ধান ও উচ্চতা পরিমাপের ফলাফল !




SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - ফেব্রুয়ারি ২০১৫ (ভ্রমণ সংকলন – ফেব্রুয়ারি২০১৫)
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - ফেব্রুয়ারি ২০১৫ (ভ্রমণ সংকলন – ফেব্রুয়ারি২০১৫)
প্রকাশকালঃ ২৬ শে মার্চ, ২০১৫
মোট ভ্রমণ পোস্টঃ ৫৪
পঠিতঃ ২৪৮
লাইকঃ ০৬
প্রিয়তেঃ ০৫
প্রাপ্ত মন্তব্যঃ ১২ টি
উৎসর্গঃ ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রে বর্বর পাক হানাদার বাহিনীর হাতে নিহত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম নিহত সকল বীর বাঙালীর প্রতি।
মাসের সেরা পোস্টসমূহঃ
পাঠক মিথস্ক্রিয়া’র ভিত্তিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট (ক্রম বিবেচ্য)
১. (১) ‘হাঁটি হাঁটি পা পা, হাঁটার নাম সুস্থতা’ লিখেছেন তাহসিন মামা
২. (২) পঙ্খীরাজে চড়ে শিশুদের সাথে এলাম ঘুরে.......আনন্দ ভ্রমন- ২০১৫ লিখেছেন শায়মা
৩. (৩) দারুচিনি দ্বীপঃ ঠিক যেন বসুন্ধরার বুকে এক চিলতে স্বর্গ! লিখেছেন ই ম ন
৪. (৪) দার্জিলিংয়ের ডাইরী: ২য় পর্ব (মানেভঞ্জন পর্ব) লিখেছেন অনঢ়পাথর
৫. (৫) অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংঃ সাগরের বুকে খেয়ালী রাজকুমারের কৃত্রিম দ্বীপ লিখেছেন আমি তুমি আমরা

এই মাসে প্রকাশিত সেরা কিছু ভ্রমণ পোস্টঃ
১. পোস্ট শিরোনামঃ অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংঃ সাগরের বুকে খেয়ালী রাজকুমারের কৃত্রিম দ্বীপ
লিখেছেনঃ আমি তুমি আমরা
২. পোস্ট শিরোনামঃ পাহাড় ডাকল, সমুদ্র নাচল
লিখেছেনঃ টোকন ঠাকুর
৩. পোস্ট শিরোনামঃ ঘন বর্ষায় সিলেটে
লিখেছেনঃ মানস চোখ
৪. পোস্ট শিরোনামঃ দূর পাহাড়ের আমন্ত্রণে !!! বান্দরবান, কেওক্রাডং, জাদিপাই ঝর্ণা । পর্ব- ৩
লিখেছেনঃ স্বাধীনচেতা মানবী
৫. পোস্ট শিরোনামঃ কেনিয়ার কোণে কোণে (দ্বিতীয় কিস্তি)
লিখেছেনঃ মুদ্রা সংগ্রাহক
৬. পোস্ট শিরোনামঃ দার্জিলিংয়ের ডাইরী: ২য় পর্ব (মানেভঞ্জন পর্ব)
লিখেছেনঃ অনঢ়পাথর
৭. পোস্ট শিরোনামঃ ‘হাঁটি হাঁটি পা পা, হাঁটার নাম সুস্থতা’
লিখেছেনঃ তাহসিন মামা
৮. পোস্ট শিরোনামঃ ড্রাগসেবীদের অভয়ারণ্য!
লিখেছেনঃ তিক্তভাষী
৯. পোস্ট শিরোনামঃ শ্যামদেশে কয়দিনঃ পর্ব দুই
লিখেছেনঃ মানস চোখ



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মার্চ ২০১৫ (ভ্রমণ সংকলন – মার্চ ২০১৫)
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মার্চ ২০১৫ (ভ্রমণ সংকলন – মার্চ ২০১৫)
প্রকাশকালঃ ২৭ শে এপ্রিল, ২০১৫
মোট ভ্রমণ পোস্টঃ ৩৫
পঠিতঃ ৩৮৩
লাইকঃ ০৩
প্রিয়তেঃ ০৫
প্রাপ্ত মন্তব্যঃ ০৯ টি
উৎসর্গঃ নেপালের সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে নিহত সকল মানুষের প্রতি।
মাসের সেরা পোস্টসমূহঃ
পাঠক মিথস্ক্রিয়া’র ভিত্তিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট (ক্রম বিবেচ্য)
1. দার্জিলিংয়ের ডায়রী: ৩য় পর্ব (দার্জিলিং পর্ব) লিখেছেন অনঢ়পাথর
2. খাজুরাহো মন্দির : দ্যা টেম্পল অব লাভ ( ছবি সহ) লিখেছেন হু
3. কুয়াকাটা ভ্রমণ এবং ম্যাজিষ্ট্রেট সাহেব লিখেছেন
4. ইতিহাসের পাতায়, নারায়ণগঞ্জের পথে (একটি দিনব্যাপী ভ্রমণ প্যাচাল ) লিখেছেন বোকা মানুষ বলতে চায়
5. পাঠ প্রতিক্রিয়াঃ সহব্লগার ও লেখক সুফিয়া’র ভ্রমণ কাহিনী ভিত্তিক বই ‘নেপাল টু সংযুক্ত আরব আমিরাত’ লিখেছেন বিদ্রোহী বাঙালি

এই মাসে প্রকাশিত সেরা কিছু ভ্রমণ পোস্টঃ
১. পোস্ট শিরোনামঃ দার্জিলিংয়ের ডায়রী: ৩য় পর্ব (দার্জিলিং পর্ব)
লিখেছেনঃ অনঢ়পাথর
২. পোস্ট শিরোনামঃ কেনিয়ার কোণে কোণে (তৃতীয় কিস্তি)
লিখেছেনঃ মুদ্রা সংগ্রাহক
৩. পোস্ট শিরোনামঃ খাজুরাহো মন্দির : দ্যা টেম্পল অব লাভ ( ছবি সহ)
লিখেছেনঃ হু
৪. পোস্ট শিরোনামঃ আমিয়াকুম,এক অনিন্দ্য সুন্দরীর খোঁজে
লিখেছেনঃ তুষার কাব্য
৫. পোস্ট শিরোনামঃ পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০ টি দুর্গ....!!!
লিখেছেনঃ সাজ্জাদুল হাসান পন্নী
৬. পোস্ট শিরোনামঃ ক্যাসালোমা: স্বপ্নের এক রাজপ্রাসাদের গল্প
লিখেছেনঃ পয়গম্বর



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - এপ্রিল ২০১৫ (ভ্রমণ সংকলন – এপ্রিল ২০১৫)
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - এপ্রিল ২০১৫ (ভ্রমণ সংকলন – এপ্রিল ২০১৫)
প্রকাশকালঃ ২৮ শে মে, ২০১৫
মোট ভ্রমণ পোস্টঃ ৫১
পঠিতঃ ৪৮২
লাইকঃ ০৯
প্রিয়তেঃ ১০
প্রাপ্ত মন্তব্যঃ ২৫ টি
উৎসর্গঃ প্রবাসী সকল ভাইবোনদের, যাদের ঘামে আর প্রাণে বেঁচে আছে আমাদের দেশের অর্থনীতি।
মাসের সেরা পোস্টসমূহঃ
পাঠক মিথস্ক্রিয়া’র ভিত্তিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট (ক্রম বিবেচ্য)
১. হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না...নস্টালজিকের ভ্রমণ ব্লগ লিখেছেন নস্টালজিক
২. কেনিয়ার কোণে কোণে (শেষ কিস্তি) লিখেছেন মুদ্রা সংগ্রাহক
৩. বাংলাদেশের সবচেয়ে বিপদজনক চুড়া 'যোগী' সামিট প্রমাণের ১০টি উপায়।(১ম পর্ব ) লিখেছেন রাতুলবিডি৪
৪. শ্যামদেশে কয়দিনঃ পর্ব তিনঃ আন্দামান সাগরে দ্বীপ যাত্রা লিখেছেন মানস চোখ
৫. মুরাপাড়া জমিদার বাড়ীর আঙ্গিনায় (বাংলার জমিদার বাড়ি - পর্ব ১৭) লিখেছেন বোকা মানুষ বলতে চায়

এই মাসে প্রকাশিত সেরা কিছু ভ্রমণ পোস্টঃ
১. পোস্ট শিরোনামঃ হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না...নস্টালজিকের ভ্রমণ ব্লগ
লিখেছেনঃ নস্টালজিক
২. পোস্ট শিরোনামঃ জনকপুর রাজবাড়ী - নেপাল।
লিখেছেনঃ কামরুন নাহার বীথি
৩. পোস্ট শিরোনামঃ শ্যামদেশে কয়দিনঃ পর্ব তিনঃ আন্দামান সাগরে দ্বীপ যাত্রা
লিখেছেনঃ মানস চোখ
৪. পোস্ট শিরোনামঃ প্যারিস ভ্রমণঃ একটি নির্দেশনামূলক পোস্ট প্রস্তুতিপর্ব
লিখেছেনঃ সুমন আজাদ
৫. পোস্ট শিরোনামঃ ল্যাংটাং ভ্যালি ট্রেক-১
ল্যাংটাং ভ্যালি ট্রেক-২
লিখেছেনঃ দাড়ঁ কাক
৬. পোস্ট শিরোনামঃ কেনিয়ার কোণে কোণে (শেষ কিস্তি) লিখেছেন মুদ্রা সংগ্রাহক
লিখেছেনঃ মুদ্রা সংগ্রাহক
৭. পোস্ট শিরোনামঃ দ্যা ল্যান্ড অফ দ্যা ক্লাউডস (মেঘের দেশে) সূচনা পর্ব
লিখেছেনঃ তাহসিন মামা
৮. পোস্ট শিরোনামঃ আমিয়াকুম,এক অনিন্দ্য সুন্দরীর খোঁজে (দ্বিতীয় পর্ব) লিখেছেন তুষার কাব্য
লিখেছেনঃ তুষার কাব্য



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মে ২০১৫ (ভ্রমণ সংকলন – মে ২০১৫)
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মে ২০১৫ (ভ্রমণ সংকলন – মে ২০১৫)
প্রকাশকালঃ ১৯ শে জুন, ২০১৫
মোট ভ্রমণ পোস্টঃ ৬৫
পঠিতঃ ৩১৯
লাইকঃ ১২
প্রিয়তেঃ ০৮
প্রাপ্ত মন্তব্যঃ ২০ টি
উৎসর্গঃ বাংলার টাইগার খ্যাত জাতীয় ক্রিকেট দলকে
মাসের সেরা পোস্টসমূহঃ
পাঠক মিথস্ক্রিয়া’র ভিত্তিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট (ক্রম বিবেচ্য)
পাঠক মিথস্ক্রিয়া’য় সেরা পাঁচঃ
১. মুদ্রার এপিঠ ওপিঠ ( ছবি + ইতিহাস ) লিখেছেন জুন
২. মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি লিখেছেন বোকা মানুষ বলতে চায়
৩. কম খরচে কলকাতা দিল্লী আগ্রা-১ লিখেছেন সারাফাত রাজ
৪. মায়ানমারের শেষ রাজকীয় রাজধানী মান্দালয়ের পথে পথে (ছবি ব্লগ) ১ম পর্ব লিখেছেন জুন
৫. মায়ানমারের শেষ উল্লেখযোগ্য রাজা মিনডন ও তার অপরূপ রাজপ্রাসাদ (ছবি আর ইতিহাস) মান্দালয়ের পথে পথে তৃতীয় পর্ব

এই মাসে প্রকাশিত সেরা কিছু ভ্রমণ পোস্টঃ
১. পোস্ট শিরোনামঃ দেখে এলাম পর্বতের শহর আল-আবহা (১-৩)
লিখেছেনঃ মোঃমোজাম হক
২. পোস্ট শিরোনামঃ অ্যাডভেঞ্চার ইন ক্যুবেক - পর্ব ১-৪
লিখেছেনঃ পয়গম্বর
৩. পোস্ট শিরোনামঃ মায়ানমারের শেষ উল্লেখযোগ্য রাজা মিনডন ও তার অপরূপ রাজপ্রাসাদ (ছবি আর ইতিহাস) মান্দালয়ের পথে পথে তৃতীয় পর্ব
লিখেছেনঃ জুন
৪. পোস্ট শিরোনামঃ দ্যা ল্যান্ড অফ দ্যা ক্লাউডস (মেঘের দেশে) পর্ব -২ মিরিক থেকে কালাপোখরি
লিখেছেনঃ তাহসিন মামা
৫. পোস্ট শিরোনামঃ আমার লাঙ্কাউই ভ্রমণের গল্প
লিখেছেনঃ আলোকিত পৃথিবী
৬. পোস্ট শিরোনামঃ আমিয়াকুম,এক অনিন্দ্য সুন্দরীর খোঁজে(শেষ পর্ব)
লিখেছেনঃ তুষার কাব্য
৭. পোস্ট শিরোনামঃ বিশ্বের বৃহদাকার বইটি (ইতিহাস +ছবি) ভ্রমন ব্লগ লিখেছেন জুন
লিখেছেনঃ জুন
৮. পোস্ট শিরোনামঃ শ্যামদেশে কয়দিনঃ শেষ পর্বঃ ভাসমান বাজার
লিখেছেনঃ মানস চোখ
৯. পোস্ট শিরোনামঃ দার্জিলিংয়ের ডায়রী: ৪র্থ (চতুর্থ) পর্ব (কালিম্পং পর্ব)
লিখেছেনঃ অনঢ়পাথর
১০. পোস্ট শিরোনামঃ ট্রিপ টু টোবারমোরী - পর্ব ১
লিখেছেনঃ পয়গম্বর

মন্তব্য ৭৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্ট আপডেট হবে, সকল ট্র্যাভেল ব্লগার এবং সংকলনের পাঠকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা বাকী রইল। আগামীকালকের মধ্যে পোস্ট আরও আপডেট হবে। তাই সাথেই থাকুন প্রিয় ব্লগার সকল। সময় স্বল্পতার দরুন দ্রুত পোস্ট করতে হল। কারণ এমাসের ভ্রমণ সংকলন পোস্ট দিতে হবে, সামনে আছে ঈদ। তাই এই তাড়াহুড়ো, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। :) শুভরাত্রি।

০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যারা ঈদের ছুটিতে বাসায় বসে বসে ঈদ ম্যাগাজিনে সময় কাটাতেন, তাদের জন্য কিন্তু এই সংকলনটি দারুণ কাজে দিবে। গত এক বছরের সকল ভ্রমণ পোস্ট এক মলাটে!!! আমি ভাবতেছি কোথাও ঈদের ছুটিতে বেড়াতে না গেলে এই পোস্টগুলো এক এক করে আবার পড়া শুরু করে দিব।

ওহ, আসল কথা, আপডেট শেষ। ;)

২| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:০৮

প্রবাসী পাঠক বলেছেন: ভ্রমণ সংকলনের বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন। ভ্রমণ সংকলনের আমি একজন নিয়মিত পাঠক। আপনার বৈচিত্রময় উপস্থাপনা বরাবর আকৃষ্ট করে। এই পোস্টেও এর ব্যাতিক্রম নেই। অনেক অনেক শুভ কামনা রইল। আপন গতিতে এগয়ে চলুক ভ্রমণ সংকলন।

ভালো লাগা সমেত প্রিয়তে।

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই, আপনাদের মত কিছু নিয়মিত পাঠক ছিল বলেই এই সংকলন করে যেতে পেরেছি। বরাবরের মত সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। ভ্রমণ সংকলন চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তবে শুরুর গ্রাফ দুটো কিন্তু বলছে এই সংকলনের চাহিদা দিনদিন হ্রাস পাচ্ছে। :(

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:০১

আরণ্যক রাখাল বলেছেন: অনেক অভিনন্দন| এটা এতোদূর পর্যন্ত আনতে পেরেছেন এজন্যই এটাকে প্লাস দেব| আর এত বড় সংগ্রহতো প্রিয়তে রাখতেই হয়| একটা কথা বোকা মানুষ ভাই, লেখাগুলো পিডিএফ করার ব্যবস্থা করা যায় না? এতে সংগ্রহ করা সোজা হয়

০৪ ঠা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। আর পিডিএফ এর ব্যাপারে বলব, এই মুহূর্তে আমার পক্ষে পিডিএফ করা সম্ভব নয়। আগে গল্প সংকলন শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমান ভাইকে পিডিএফ করে দিতে দেখেছি। কেউ যদি আগ্রহী হয়ে ভ্রমণ সংকলন পিডিএফ করে দেয় তাহলে তো কথাই নেই।

ভালো থাকুন সবসময়, শুভকামনা সতত।

৪| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:১৩

সচেতনহ্যাপী বলেছেন: ব্লগ যাদের ধ্যান-জ্ঞ্যান একমাত্র তাদের পক্ষেই সম্ভব এমন করে ভাবা।। আমার ধারনা আরো শিকড়ে গেল।। প্লাস তো হবেই, সাথে অভিনন্দনও।। স্বীকার করতে দ্বিধা নেই আপনার থেকে অ-নে-ক পিছনে আমি।।
ভাল এবং সুস্থ থেকে লিখে যান অবিরত।।
প্রিয়তে নিয়ে রাখলাম।। কারন দেশের অনেকাংশে ঘুরলেও বিদেশ মাত্র ৩/৪টি।।

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাপী ভাই, আমরা কেউ আগে পিছে না, একসাথে, পাশাপাশি আছি... বুঝছেন। সবসময় সাথে থেকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। শুভকামনা নিরন্তর। :)

৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:৫৪

মশিকুর বলেছেন:

শিরোনাম হওয়া উচিৎ ছিল "এক পোস্টে বিশ্ব ভ্রমন" =p~ প্রিয়তে নেয়া ছাড়া উপায় নাই। আর বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন... আপনার লেখনি আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাক এই কামনা করি :)

ভাল থাকুন :)

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই। আল্লাহ্‌ আপনার দোয়া কবুল করুন।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৬| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৯:৩৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারণ ভাইজান,খুব উপকার হয় এই পোস্ট টিতে ৷
আপনি আপনার সংকলন চালিয়ে গেলে পরবর্তীতে সংকলনের একজন গর্বিত সদস্য আমিও হতে পারবো ৷++

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ঘুড়তে থাকা চিল। অবশ্যই পরবর্তী সংকলনের একজন গর্বিত সদস্য হবেন আপনি, আপনার ব্লগে ভিজিট করে এসেছি, ভ্রমণ নিয়ে পোস্ট দিচ্ছেন। কিপ ইট আপ।

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

৭| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:১২

সুফিয়া বলেছেন: দারুণ একটা কাজ করেছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে এই মহাযজ্ঞকে বরং খাটোই করা হবে। অনেক অনেক কৃতজ্ঞতা। আরও আরও এরকম কাজ করুন।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপা, আপনার কাছ থেকে কিন্তু ভ্রমণ পোস্ট পাচ্ছি না ইদানীং। দ্রুত ভ্রমণ পোস্ট উপহার দিবেন এই আশা রাখি। শুভকামনা রইল।

৮| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯

মাহমুদ০০৭ বলেছেন: মশিকুর বলেছেন:

শিরোনাম হওয়া উচিৎ ছিল "এক পোস্টে বিশ্ব ভ্রমন" =p~
আমিও তাই বলব :) আপ্নারা কয়জন আছেন বলেই সামু এখনো ভাল লাগে। না হয় দিন দিন আরো কেমন হয়ে যাচ্ছে । রিদম পাই না আগের মত।
১ বছরের অভিনন্দন ও শুভেচ্ছা । একা ১ বছর চালাণো বিরাট ব্যাপার ।
আশা করছি এই সঙ্কলন আরো অনেকদিন আমাদের মনের খোরাক মিটিয়ে যাবে ।
শুভেচ্ছা রইল ভাই /

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাহমুদ০০৭ ভাই। আপনাদের ছাড়া আমরাও রিদম পাই না। গল্প সংকলনটা কি আবার শুরু করা যায়? প্লিজ ভেবে দেখবেন, অনেক মিস করি। দোয়া করবেন যেন এই সংকলন এগিয়ে নিয়ে যেতে পারি আগত দিনে। ভালো থাকুন সবসময়।

৯| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:২৯

সুমন কর বলেছেন: বন্ধুবর, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না !! ব্লগের প্রতি কতটা আন্তরিক হলে এমন একটি কঠিন কাজ একা করে যাওয়া সম্ভব, তা আমি বুঝি !! মিস করি সেসব দিনগুলো। আমিও ব্যস্ততার কারণে কম থাকি তবে যখনই সময় পাই নিয়মিত সময় করে প্রতিদিন ব্লগে আসি এবং মন্তব্য করি। এক কিংবা দেড় বছর আগেও ব্লগের পরিবেশ ভিন্ন ছিল। মন্তব্য আর প্রতি মন্তব্যে ব্লগ ছিল ভরপুর। এখনো কিছু ব্লগার আছে, যাদের জন্যই ব্লগ এখনো উপভোগ্য। তাঁদের মধ্যে আপনি একজন।

খুব ভালো লাগছে কাজটি করে যাচ্ছেন বলে। আমি যখনই ঘুরতে যাই, আপনার ব্লগে এসে খবর নিয়ে যাই। অনেক তথ্য পাওয়া যায়। যা খুবই কাজের।

অবশ্যই পোস্টে ভালো লাগা রইলো।

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এমন করে বললে কেমন করে হবে?

তবে একটা কথা সবাই ব্লগ থেকে দূরে সরে গিয়ে শুধু হতাশা ব্যক্ত করে বললে হবে, সামু এখন আর আগের মত নাই... সবাই কিন্তু আগের মত সামুকে একটু গুরুত্ব দিয়ে সময় দিলেই হয়, কিন্তু বেশীরভাগই তা করবে না। :(

তবে আপনি ঠিকই সময় দেন, পোস্ট হয়তো একটু কম দিচ্ছেন, কিন্তু নিয়মিত ব্লগে উপস্থিতি পাওয়া যায়। আর মজার ব্যাপার হল যায় দিন ভালো, আসে দিন খারাপ। দুই বছর আগেও কিন্তু আমি একই কথা শুনেছি, বছর খানেক আগেও সামুর কি ভাল অবস্থা ছিল। তাই এটা মনে হয় একটা চলমান কথা, বছরখানেক পরেও একই কথা বলা হবে। তাই আপনার মন্তব্যের প্রতিত্তরের মাধম্যে সবার কাছে অনুরোধ এমন কথা না বলে একটু কষ্ট করে সামুতে সময় দিন, দেখবেন আবার সব আগের মত হবে।

ধন্যবাদ বন্ধু, শুরু থেকে আজ অবধি সাথে থাকার জন্য, উৎসাহ দিয়ে যাওয়ার জন্য। তাই এই সংকলনের কৃতিত্ব যতটুকু আমার, ঠিক ততটুকুই আপনাদের সবার।

ভালো থাকুন সবসময়, শুভকামনা নিরন্তর।

১০| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২১

শাশ্বত স্বপন বলেছেন: প্রিয়তে নিলাম। বোকা ভাই, আপনারে যারা তেল মারে, আপনি তাদের ভ্রমন লেখা ছাপিয়েছেন। আমার লেখা ছাপেন নাই। এত কষ্ট কেমনে করলেন? ভাই, আগামীকাল থিকা তেল মারব, আমার লেখা ২টা একটু দেখেন।
http://www.somewhereinblog.net/blog/sswapan/29716121

http://www.somewhereinblog.net/blog/sswapan/30014129

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার কমেন্টের প্রতিত্তরে শুধু একটা কথাই বলব, "কষ্ট পেলাম"।

১১| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৮

কাবিল বলেছেন:


বিশাল কষ্ট সাধ্য তথ্যবহুল পোস্ট।
কোন কথা হবে না, সোজা প্রিয়তে।

সামহোয়্যার ইন ব্লগ ভ্রমণ সঙ্কলন ১ম বর্ষপূর্তিতে শুভেচ্ছা রইল।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কাবিল।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১২| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৯

এহসান সাবির বলেছেন: চমৎকার আয়োজন।

সাথে আছি।


শুভ কামনা সব সময়।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই, সবসময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই নতুন বছরে (ভ্রমণ সংকলনের) আপনার কাছ থেকে নিয়মিত ভ্রমণ পোস্ট চাই ;)

ভালো থাকুন, অনেক ভালো।

১৩| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ কাজ, নিঃসন্দেহে।

অষ্টম প্লাস দিলুম :)

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব। প্লাস গৃহীত হল।

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

১৪| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫০

জুন বলেছেন: বোকা মানুষ আমিও সুমন করের মত বলতে চাই ব্লগের প্রতি কতটা আন্তরিক হলে এমন একটি কঠিন কাজ একা করে যাওয়া সম্ভব, তা আমি বুঝি !! মিস করি সেসব দিনগুলো। আমিও ব্যস্ততার কারণে কম থাকি তবে যখনই সময় পাই নিয়মিত সময় করে প্রতিদিন ব্লগে আসি এবং মন্তব্য করি। এক কিংবা দেড় বছর আগেও ব্লগের পরিবেশ ভিন্ন ছিল। মন্তব্য আর প্রতি মন্তব্যে ব্লগ ছিল ভরপুর। এখনো কিছু ব্লগার আছে, যাদের জন্যই ব্লগ এখনো উপভোগ্য। তাঁদের মধ্যে আপনি একজন।

সত্যি আমি কৃতজ্ঞ আমার মন্তব্যটি মনে রেখেছেন বলে । ভ্রমন সংকলনটি এখনো যে বেচে আছে আমাদের প্রিয় ব্লগে তার জন্য আপনাকে জানাই অন্তর থেকে শ্রদ্ধা ।
+

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুন আপু। প্রতিত্তরে কি বলব? সুমন করের উত্তরে যা বলেছি তাই না হয় আপনার জন্যও বলা রইল।

আসলে মানুষ হিসেবে আমার সবচেয়ে দুর্বল দিক হল আমি সহজে কিছু ভুলতে পারি না। :( যদিও ব্যক্তিগত কথা, কিন্তু প্রাসাঙ্গিক বলে বলা। আপনারা সবাই সাথে আছেন বলেই তো ভ্রমণ সংকলন চলছে। যতদিন সবাইকে পাশে পাব ততদিন চলবে। আর উপরে কমেন্টে একজন বলল, তেল মারার কথা। তার মানে তেলের উপর টিকে আছে এই ভ্রমণ সংকলন :-* আপনারা নাকি আমাকে তেল মারেন? আপু পারলে একটু ঘি দিয়েন সবাই, ঈদে কাজে দিবে ;) =p~

আবারো ধন্যবাদ আপু, এতবেশী সম্মান দিয়ে মন্তব্যের জন্য। আপনাদের এই সম্মানের প্রতিদান দিয়ে যেন সংকলন এগিয়ে নিয়ে যেতে পারি সেই দোয়া করবেন। ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।

১৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

মায়াবী রূপকথা বলেছেন: দারুন সংকলন। ঘুরে ঘুরে আসতে হবে

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মায়াবী রূপকথা, ভালো থাকুন সবসময়। :)

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:০৪

ডি মুন বলেছেন: মশিকুর বলেছেন: শিরোনাম হওয়া উচিৎ ছিল "এক পোস্টে বিশ্ব ভ্রমন" =p~ প্রিয়তে নেয়া ছাড়া উপায় নাই।

আমি মশিকুর ভাইয়ের সাথে পুরোপুরি একমত।
দুর্দান্ত পোস্ট।
এত ঘোরাঘুরির পরেও এত্তো এনার্জি কোথায় পান !!!! - জানতে মুঞ্চায় :)

ভালো থাকুন প্রিয় বোকা মানুষ ভাই
পোস্ট প্রিয়তে
+++

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার এনার্জির রহস্য হল "এনার্জি প্যাক বিস্কুট" সাথে এনার্জি ড্রিঙ্ক ;)
=p~ =p~ =p~
ধন্যবাদ ডি মুন, ভালো থাকুন সবসময়। :)

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: অনেক পরিশ্রমী একটা পোষ্ট, এখান থেকে আমরা যেমন খুব সহজেই ভ্রমণ পোষ্টগুলো দেখে নিতে পারবো তেমনি যারা নিয়মিত ভ্রমণ পোষ্ট দেন তারাও উৎসাহিত হবে।

--------------আন্তরিক শুভেচ্ছা রইলো হাসান ভাই।

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। কিন্তু এই পোস্টতো আপনার কাছ থেকে নিয়মিত বেশী বেশী ভ্রমণ পোস্ট পাচ্ছে না। তাই এখন থেকে মাসে একাধিক ভ্রমণ পোস্ট চাই। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: প্লাস দিয়ে প্রিয়তে নিলাম :D

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :)

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,



সুমন কর এর মন্তব্যের পরে বলার থাকেনা কিছু ।

তারপরেও বলি ---- নিবেদন তখনই আরও সুন্দরতর ,যখন তার ধারা নিয়ত নির্ঝরের মতো বয়েই চলে ।

প্রিয়তে ।

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। শেষের লাইনটা খুব ভালো লেগেছে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২০| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: খাইছে! করছেনটা কী! এমন ডেডিকেটেড ব্লগার আছে বলেই সামু এখনও টিকে আছে। পোস্টে অনেকগুলো প্লাস।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খাইছে! =p~ =p~ =p~ এখনো কিন্তু রোজার দিন ;)

ধন্যবাদ হাসান মাহবুব ভাই। ডেডিকেটেড না রে ভাই, সামুর প্রেমে পইরা এই অবস্থা, সাথে আরেক প্রেমিকা ভ্রমণ :P

২১| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:৪৪

রিকি বলেছেন: আপনি এত কাজ করেন কখন বলেন তো???? পোস্টে প্লাস undoubtedly :)

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিতো কোন কাজই করি না রিকিমনি, সব কেম্নে কেম্নে জানি হয়ে যায় :P

আচ্ছা doubtedly কি পোস্টে প্লাস দেয়া যায়? ;)

=p~ =p~ =p~ =p~

২২| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাই, এইসব নৃশংস পোষ্ট না দিলেই হয়না? দেইখাই তো ভয় পাইলাম। ;)

এইবছরে প্রিয়র তালিকায় যগ করার রেকর্ড করতে যাইতেছে এইটা নিশ্চিত। আমি কিন্তু নেইনাই। :)

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নৃশংসতা চলছে, নৃশংসতা চলবে, তবু ভাই বোকা মানুষ লড়বে... ;)

নারে ভাই, এতো সহজ না। আগস্ট ২০১৪'র ভ্রমণ সংকলনের রেকর্ডই ছুঁতে পারবে না। আসলে লেখার শুরুর দিকে দুটো গ্রাফ দেয়া এই কারণে যে সহজে দেখা দিন দিন এই সংকলনের জনপ্রিয়তা বলেন আর চাহিদা বলেন ক্রমহ্রাসমান। :(

আপনারটা স্টকে রইল, যদি দেখেন এক ভোটের জন্য হারতে যাচ্ছে এই পোস্ট, তখন না হয় আপনার ভোটটা দিয়ে দিয়েন। :P

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৫৩

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই আগে আপনাকে আপনার এই পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এই নগণ্য ব্লগার।

সামু টিম কে অনুরুদ করছি পোষ্টি টিকি করার জন্য।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নুর ইসলাম রফিক ভাই। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা রইল, ভালো থাকুন সবসময়।

২৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

দীপংকর চন্দ বলেছেন: অসম্ভব পরিশ্রমী কাজ!!

প্রিয়তে থাকছে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়। :)

২৫| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাইয়া, আমার মতো ক্ষুদ্র ব্লগারের নাম মনে রেখেছেন এবং আমাকে ফলো করার জন্যে রীকমেন্ড করেছেন দেখে ভীষণ ভালোও লাগছে আবার লজ্জাও পেয়েছি। আমি মনে হয় আদৌ এর যোগ্য নই... ভ্রমণ আমার ভীষণ প্রিয়, আপনি যেভাবে ভ্রমণ পোস্টগুলোকে সংকলিত করেন এবং সবাইকে ভ্রমণ নিয়ে পোস্ট দিতে উতসাহ দেন সেটা এক কথায় অতুলনীয়। ভাইয়া, আপনার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ আজকে নতুন একটি পোস্ট দিলাম, আশা করি ভালো লাগবে stonehenge
দোয়া করবেন আমার জন্যে, অনেক অনেক ভালো থাকবেন :D

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ইচ্ছের ঘুড়ি, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। আর শুনেন, ব্লগ প্লাটফর্মে কোন ক্ষুদ্র বা বৃহৎ ব্লগার বলে কিছু নাই। আমরা সবাই ব্লগার, এটাই আমাদের পরিচয়। পোস্ট নিয়মিত ফলোআপ করেই এই পোস্টের লিস্ট করা, কৃতজ্ঞতা স্বীকার এবং ধন্যবাদ জ্ঞাপন। তাই আপনি আপনার নিজ যোগ্যতায় সেখানে জায়গা করে নিয়েছেন এটা নিঃসন্দেহে বলতে পারি। আপনার পোস্ট পড়ে এসেছি, প্রতিত্তরও পেয়ে গেছি। :)

ভালো থাকুন সবসময়, আমাদের আরও নতুন নতুন ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়মিত উপহার দিয়ে যান এই কামনা করি। শুভকামনা রইল।

২৬| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ইয়া আল্লাহ !!! পুরোই হুলস্থুল অবস্থা দেখি। আবার দেখি গ্রাফও দিছেন। এত কষ্ট করতে ক্যামনে পারেন ভ্রাতা ?

এই কারণেই আমি আপনার একজন ভক্ত। শুভকামনা প্রিয় ভাই আমার।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ভাই, হুমম পুরাই হুলস্থুল অবস্থা, এক বছরের ভ্রমণ পোস্ট সব একসাথে :)

গ্রাফ দিছিলাম সবাইকে জানানোর জন্য যে, ভ্রমণ সংকলন দিন দিন কিভাবে ভ্রমণ পোস্ট সাথে পাঠক হারাচ্ছে। কিন্তু মজার ব্যাপার কেউ এটা নিয়ে কোন কথাই বলল না :( তার মানে কি সামনে আরও কমতে থাকবে??

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার, আপনার উপস্থিতি দেখে খুবই ভাল লাগছে। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২৭| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

বুবলা বলেছেন: সত্যচারী রচিত মালয়েশিয়া ভ্রমন গাইড এর পর্বগুলোর কথা উল্লেখ করার জন্য দাবি রাখছি

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বুবলা। আপনি হয়ত খেয়াল করে থাকবেন যে এটা ছিল ভ্রমণ সংকলন এর বর্ষপূর্তি পোস্ট। এখানে যে পোস্টগুলো এসেছে সেগুলো সবই জুন, ২০১৪ থেকে মে, ২০১৫ এর মধ্যে পোস্ট করা। অর্থাৎ উক্ত বারো মাসের ভ্রমণ পোস্টগুলোই আলোচনায় এসেছে। ব্লগার সত্যচারী'র ব্লগ ঘুরে দেখেছি, চমৎকার সব ভ্রমণ পোস্ট, কিন্তু সেগুলো আমার এই সঙ্কলনের সময়কালের আগের পোস্ট। আগামীতে উনি আরও ভ্রমণ পোস্ট দিলে নিশ্চয়ই সেগুলো এই সংকলনের বাইরে থাকবে না। লক্ষ্য রাখুন প্রতি মাসের ভ্রমণ সংকলনে। উপরে পোস্টে প্রতিটি সংকলনের লিঙ্ক দেয়া আছে ঐ মাসের সংকলনের প্রচ্ছদের ঠিক নীচে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২৮| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: এ যে মহাযজ্ঞ !! !! !! কী করে পারেন আপনি !! !! !! !!
এক বছর পূর্তি !! !! !! শত বছর পূর্তি কামনা করি !! !! !!
প্রিয়তে রইল সেই সাথে অজস্র শুভেচ্ছা !! !! সুস্থ থাকবেন !! !!

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বীথি আপু। আপনাদের দোয়া আর ভালবাসায় করা হয়ে যায় আর কি (নিন্দুকেরা বলে তেল দিয়ে ;) )

=p~ =p~ =p~ =p~ =p~

শুভকামনা'র জন্য আন্তরিক ধন্যবাদ। আপনিও সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। শুভকামনা নিরন্তর।

২৯| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:১৩

কলমের কালি শেষ বলেছেন: বিরাট কাজ করে ফেলেছেন দেখি ! অবশ্যই সামুর ইতিহাসে অন্যতম সেরা কাজ এটি । কতটা পরিশ্রম করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে । আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে ছোট করবো না । কারণ কিছু কিছু কাজ থাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতার উর্ধে ।

অনেক অনেক ভাল থাকুন । রইলো অশেষ শুভ কামনা । :)

০৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ককাশে। নারে ভাই, সামুর ইতিহাসে এরচেয়ে অনেক অনেক ভালো ভালো কাজ হয়েছে, তখন আমরা হয়ত ছিলাম না, এই সময়টাকে সামুর স্বর্ণালী যুগ বলা হয়।

ভ্রমণ সংকলনটা করি মূলত নিজের মনের খোরাক হিসেবে, নিজে ভ্রমণ পছন্দ করি, আর সেই পছন্দ আর ভালবাসা থেকে করে যাওয়া। সাথে রয়েছে আপনাদের মত সহব্লগারদের উৎসাহ আর অনুপ্রেরণা।

ভালো থাকুন, শুভকামনা।

৩০| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১১

দৃষ্টিসীমানা বলেছেন: এই পোষ্ট করতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে বোঝাই যাচ্ছে । অনেক ধন্যবাদ এবং পোস্ট প্রিয়তে নিলাম ।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপু, অনেক অনেক ভালো থাকুন। শুভকামনা জানবেন। :)

৩১| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ২:১২

অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো লাগছে , আপনার ডেডিকেশন দেখে ।চমৎকার সব পোস্ট এর লিঙ্ক । প্রিয়তে রেখে দিলাম ।

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া আমি, ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল।

৩২| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

নীলসাধু বলেছেন: স্যালুট ভাইসাব !!

০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ নীলসাধু ভাইজান, অনেক অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম। :)

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩৩| ১১ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৩১

মৃদুল শ্রাবন বলেছেন: এখন বেশ কিছুদিন ব্লগ থেকে একটু ছিটকে গেছি। নঞ্চেত যখন ট্রাভেলিং ডায়েরি লিখতাম তখন আপনার সংকলনে স্থান পাওয়া অনেকটা আকাঙ্খার বিয়য়বস্তু ছিল।

বোমাবোচা ভাই কি বললে যে আপনার এই পরিশ্রমের যতার্থ সন্মান জানানো হয় ঠিক বুঝে উঠতে পারছি না।

প্রিয়তে রাখি নাই বলতে পোষ্টের অপমান হবে। ।

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... ব্যস্ততা এখন দেয়না অবসর, ব্যস্ততা শেষে ফেরার অপেক্ষায় রইলাম।

কিছু বলতে হবে না, আবার আগের মত ফিরে আসুন এবং নিয়মিত লিখতে থাকুন তাহলেই হবে।

ভালো থাকুন সবসময়, অনেক ভালো। শুভকামনা। :)

৩৪| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সংকলন পোস্ট । অনেক পরিশ্রম করেছেন । পরিশ্রম শতভাগ সাফল্য লাভ করুক ।

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, অনেকদিন পর। আছেন কেমন? আশা করি ভালই আছেন। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩৫| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সারাফাত রাজ বলেছেন: এতোদিন খুঁজে খুঁজে পড়েছি, এখন সবগুলো একসাথে পেয়ে খুব ভালো হলো। আপনাকে সত্যিই অসংখ্য ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সারাফাত রাজ। আপনাদের উপকারে এলেই তো আমার পরিশ্রম সার্থক। আশা করি ভবিষ্যতে ভ্রমণ সংকলনের সাথেই পাবো আপনাকে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩৬| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাই আপনি পারেন ও। এত এনার্জি কোথা থেকে পান? আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। এমন একটা সংকলনের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন ধৈর্য সেটাইবা কিভাবে ধরে রাখেন। সত্যিই জানতে ইচ্ছে করে।

আপনার মত নিবেদিন প্রান কিছু মানুষ আছে বলেই এখনও হয়ত ব্লগে আসা হয়। ভাল থাকবেন। আর প্রবাস থেকে ধন্যবাদ জানবেন।

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ক্যপ্রিসিয়াস, অনেকদিন পরে পেলাম আপনাকে এই সংকলনে। আর এনার্জির জন্য এনার্জি প্লাস বিস্কুট আর এনার্জি ড্রিঙ্কস আছে না ;)

আমরা সবাই আছি বলেই এই সংকলন আছে, আমার একার কোন কৃতিত্ব নেই এখানে। আপনার কাছ থেকে একাধিক ভ্রমণ পোস্ট পাওয়ার অপেক্ষায় রইলাম।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

৩৭| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ পোস্ট।

অভিনন্দর কষ্টসাধ্য কাজটি এক বছর চালিয়ে যাবার জন্য।

শুভকামনা রইল।

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বঙ্গরঙ্গ ভাই, দোয়া করবেন যেন আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে পারি।

ভালো থাকুন, শুভকামনা।

৩৮| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০২

তাহসিন মামা বলেছেন: শুধু ভালো বললে ভুল হবে, খুবই ভালো। অসাধারন কাজ। আল্লাহ্‌ আপনাকে ১৩৯ বছর বাঁচায় রাখুক। সাথে ২-৪ বছর বোনাস ও দিক। :)

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার দোয়া কবুল হোক, কিন্তু সুস্থভাবে যেন বাঁচিয়ে রাখেন। তবে ততদিন পর্যন্ত কিন্তু এই সংকলন চালিয়ে নিতে পারুম না :-P

আপনে ইদানীং ফাঁকিবাজ হয়ে গেছেন, ভ্রমণ পোস্ট পাই না আপনার কাছ থেকে। সময় থাকতে ভাল হয়ে যান ;)

ধন্যবাদ তাহসিন মামা, ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.