নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

সিটিজেনশিপ অফ সেলিব্রেটি সিটি (অনুগল্প)

২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩১



জগলুল মণ্ডল অনেকক্ষণ ধরে বসে আছে ঝিম মেরে, আজ নিয়ে তার তৃতীয়বার ভিসা ইন্টারভিউ। সেলিব্রেটি সিটি’র সিটিজেনশিপ এর জন্য এর আগে দুবার আবেদন করে সে রিজেক্ট হয়েছে। প্রথমবার সে খুবই সিলি একটা মিসটেক করেছে, তার ফ্রেন্ডলিস্ট এর কোটা তখনো পূরণ হয় নাই, শখানেক কম ছিল। কিন্তু ইমিগ্রেশন নিয়ম মতে পুরো কোটা ফিলআপ করা ফ্রেন্ড থাকতে হবে। এর পরেরবার অবশ্য জগলুল মণ্ডলের কোন দোষ ছিল না, তার স্পন্সর ছিল যে সেলিব্রেটি সিটিজেন, সে শেষ মুহূর্তে তার স্পন্সর ক্যান্সেল করে নিয়েছে। তার অভিযোগ জগলুল নাকি কথামত লাইক-কমেণ্ট-শেয়ার জমা দিতে পারে নাই উনার একাউণ্টে। কিন্তু জগলুলের স্পষ্ট মনে আছে, উনার দাবী মত লাইক-কমেণ্ট-শেয়ার ঠিকই জমা দিয়েছিল। আসল ঘটনা হল, সে আরেক সেলিব্রেটি সিটিজেন কন্যার পারসোনাল মোবাইল নাম্বারটা যোগাড় করে দিতে পারে নাই উনাকে, তাই তো তার এহেন আচরণ। কিন্তু এবার জগলুল খুবই আশাবাদী, এবার সে সব দিক নিশ্চিত করে এসেছে। সেলিব্রেটি সিটির ইমিগ্রেশন আইনের সব কয়টা ধারা সে ফুলফিল করে, তাই এবার তার সিটিজেনশিপ প্রাপ্তি ঠেকায় কে?

কিছুক্ষণের মধ্যেই জগলুলের ডাক পড়ল ইমিগ্রেশন রুমে। সে কিছুটা নার্ভাস ফিল করছে, কারণ সেলিব্রেটি সিটির মেয়র, যার এক কোটির উপর ফ্যান ফলোয়ার আছে, আজ উনি ইন্টারভিউ নিচ্ছেন না। তার বদলে, সবচেয়ে হট সেলিব্রেটি কায়লা শেইম আজ ইন্টারভিউ নিচ্ছেন। জগলুল মনে মনে ঢোক গিলল, এই সেলিব্রেটির অনলাইনে ছবি ভিডিও দেখেই জগলুল ঘামতে থাকে, আর এখন সামনে বসে কাঁপতে লাগলো। কি কি প্রশ্নে কি কি উত্তর দিল কিছুই বোঝা গেল না, শুধু শেষ প্রশ্নটা কানে গেল, “আমার লাস্ট পিকচারগুলোতে তোমার কোন কমেন্ট নাই কেন? আর ইনবক্সে আমাকে একদিনও সেলিব্রেটি সিটিজেনশিপের জন্য রিকুয়েস্ট কর নাই!!! নাহ বেব, এবার তোমাকে সেলিব্রেটি সিটিজেনশিপ দেয়া গেল না দুঃখিত। ট্রাই ফর নেক্সট টাইম”

জগলুল ইমিগ্রেশন রুম থেকে বের হয়ে মনে হল এই দুনিয়ায় বেঁচে থাকাই অর্থহীন। তিনবার চেষ্টা করেও সে সেলিব্রেটি সিটিজেনশিপ পেল না, এই জীবন রেখে কি লাভ হবে। তাই দুনিয়া থেকে বিদায় নেয়ার আগে সে একটা স্ট্যাটাস দেয়ার জন্য মনস্থির করল। মনে মনে ভাবতে লাগলো, কি এমন লিখে স্ট্যাটাসটা দিলে লাইক-কমেণ্ট-শেয়ারে একটা রেকর্ড হয়ে যাবে। যাতে করে তার মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখে। সেলিব্রেটি সিটি থেকে তাকে দেয়া হয় মরণোত্তর সিটিজেনশিপ। ভাবতেই জগলুল মণ্ডলের চোখ দুটো চকচক করতে লাগলো, চেহারায় খেলে গেল এক অদ্ভুত আত্মতৃপ্তির ছায়া।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৫৯

মৃদুল শ্রাবন বলেছেন: মরনোত্তর সেলিব্রেটি সিটিজেনশীপ :D । ভাই ওপারেও কি ফেবু ছোলারবাটিদের হাম্বি তাম্বি সহ্য করতে হপে??

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কেম্নে কই, ঐ পারে যাইয়া লই, তারপর জানাইতাছি। তবে এইপারে ছোলারবাটিগো যে ভাব, ঐ পারে যাওয়ার পর না জানি কি করে খোদাই মালুম। =p~ =p~ =p~

২| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: আসল থিমটা ধরতে পারিনাই। কাহিনী আসলে কি?

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বর্তমান সময়ে ভার্চুয়াল দুনিয়ার সেলিব্রেটি হওয়ার ক্রেজ নিয়ে একটা স্যাটায়ার লেখার অপেচেষ্টা মাত্র। আসলে কোন কাহিনী নাই, কাহিনীহীন একটা অনুগল্প।

ধন্যবাদ শতদ্রু একটি নদী... ভালো থাকুন।

৩| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা স্যাটায়ার। লাইক দিলাম। আশা করি আমার লাইক আপনাকে ব্লগ সেলিব্রেটি হতে সাহায্য করবে ;) B-)

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: না না এইসব কইলে হইবো না, আপনি আমার স্পন্সর হইবেন, সেলিব্রেটি সিটির সিটিজেনশিপ এর জন্য। মনে থাকে যেন। =p~ =p~ =p~

৪| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০

সুমন কর বলেছেন: কায়লা শেইম :P :P বন্ধু ঐ পেজে যাইয়ো না.............. :P

সেলিব্রেটি সিটি থেকে মরণোত্তর সিটিজেনশিপ দিয়ে দিলাম। B-)

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা... বন্ধুজী ঐ পেইজে গেলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতে থাকেঃ

বন্ধু কি দেখাইলা... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... পরান আমার এখন শুধু বাইকুম বাইকুম করে
=p~ =p~ =p~ =p~ =p~

সেলিব্রেটি সিটি থেকে মরণোত্তর সিটিজেনশিপ দিয়ে দিলাম। :-*

আমি এখন খুশীতে বলতেই পারি, "মা মা আমাদের আর কোন দুঃখ থাকবে না, আমি এখন সেলিব্রেটি সিটির সিটিজেন" :(( :((

(আবেগে কাইন্দালাইছি.... ভ্যা ভ্যা ভ্যা)

৫| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ফেবু কম বুঝি ভাই। যথাসম্ভব নিরাপদ মাত্রায় ব্যবহার করার চেস্টা করি।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইটাই ভাল রে ভাই, কম বুঝলে ঝামেলা কম। দেখেন না আমি তো কিছুই বুঝি না, একেবারে বোকা মানুষ :P

যথাসম্ভব নিরাপদ মাত্রায় ব্যবহার করার চেস্টা করি। সেইম টু মি।

ভালো থাকুন প্রিয় ব্লগার, অনেক অনেক শুভকামনা।

৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৪

এম এম করিম বলেছেন: মরণোত্তর সেলিব্রেটি সিটিজেনশিপ!

দারুণ লিখেছেন।

শুভকামনা।

২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এম এম করিম ভাই। আসলেই মরণোত্তর সেলিব্রেটি সিটিজেনশিপ দরকার আছে, কিছু পোলাপাইনরে দেইখা মনে হয় দরকার হইলে জান কুরবান করতে রাজী, তাও তাদের বিখ্যাত সেলিব্রেটি হইতেই হইবে।

ভালো থাকুন সবসময়।

৭| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মৃদুল শ্রাবন বলেছেন: মরনোত্তর সেলিব্রেটি সিটিজেনশীপ :D । ভাই ওপারেও কি ফেবু ছোলারবাটিদের হাম্বি তাম্বি সহ্য করতে হপে?? :P :P

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লেখক বলেছেন: কেম্নে কই, ঐ পারে যাইয়া লই, তারপর জানাইতাছি। তবে এইপারে ছোলারবাটিগো যে ভাব, ঐ পারে যাওয়ার পর না জানি কি করে খোদাই মালুম। =p~ =p~ =p~

৮| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


জীবনটাই ভার্চুয়াল হয়ে গেলো, জগলু বলে কেহ আসলে ছিলো না।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইটাও একটা ভাল কথা বলছেন। আমার মনে হয় জগলু অন্তঃজালে ফেঁসে গিয়ে ভার্চুয়াল হয়ে গেছে, সাথে জীবনটাও।

ধন্যবাদ ভাইজান, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়।

৯| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৫

মশিকুর বলেছেন:
ইস জনম মে নেহি হুয়া তো কেয়া? দেখ না পাপ্পু, আগ্লি জনমমে মেরা বেটা জরুর সেলিব্রেটি বানেগা :(( :(( =p~

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেটা আগ্লি জানামমে সেলিব্রেটি বানেগা, ইয়ে বাহুত আচ্ছি বাত। লেকিন, বাপ কেয়া ইস জানামমে সিলিব্রেটি হুয়া? অউর এক বাত, "পাপ্পু ক্যান্ট ড্যান্স শালা" :-P

=p~ =p~ =p~

১০| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪০

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ :P অসাধারণ হাস্যরসে বর্তমান সামাজিক আচরণ তুলে ধরেছেন । +++

শুভ কামনা রইলো ।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ককাশে। করবেন নাকি সেলিব্রেটি সিটি'র সিটিজেনশিপের জন্য আবেদন একখান? চলেন দুই ভাইয়ে মিলা একবার আবেদন কৈরা দেখা যাক, যদি লাইগ্যা যায়। ;) :P

=p~ =p~ =p~

১১| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

দীপংকর চন্দ বলেছেন: অন্তর্জাল!!

জটিল বাস্তবতা!!

ভালো লাগলো। অনেক।

শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন ভাই। সবসময়।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ দীপংকর চন্দ, ভালো থাকুন সবসময়। :)

১২| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৫

কাবিল বলেছেন: পছন্দ।

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কাবিল, ভালো থাকুন সবসময়।

১৩| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১০

গোর্কি বলেছেন: রম্যের আড়ালে খুব সুন্দর উপস্থাপন। ভাল থাকুন অবিরত।।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, আমার ব্লগে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

১৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:১৯

সচেতনহ্যাপী বলেছেন: লিখে ফেলেন প্রচলিত প্রথাবিরুদ্ধ কোন কথা,তাহলেই হবে।।
কারন মিডিয়া(যা হয়া উচিৎ,একান্তই দেশের) তা কিন্তু প্রচার করবে-তাই।।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি কলেজ লাইফে আমার বন্ধুদের বলতাম, বাংলাদেশে আলোচিত হতে হলে এমন কোন কাজ করতে হবে যা ভয়াবহ রকমের ভাল অথবা মন্দ, তাহলেই তা পত্রিকার পাতায় উঠে আসবে আর তুই সুপার হিট। এখন যুগ পাল্টেছে, পত্রিকার বদলে এসেছে সামাজিক যোগাযোগের সাইটগুলো। ফেসবুক, টুইটার, ব্লগ... সেইরকম কিছু লিখলেই কেল্লা ফতে। ;)

ধন্যবাদ প্রিয় ব্লগার, ভালো থাকুন সতত।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: মজা পেলাম স্যাটায়ারে।
ফেবু সেলিব্রেটিদের কথা ভেবে হাসলাম। হায়রে ছেলিব্রেটি!

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হায়রে ছেলিব্রেটি! তাহাদের দিনকাল ইদানীং একটু খারাপ যাচ্ছে, ফেবু এক্সেস রেস্ট্রিকটেড কিনা!!!

ধন্যবাদ অপর্ণা মম্ময়, পুরানো লেখায় ঢুঁ মারার জন্য। :)

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

সুলতানা রহমান বলেছেন: শেষে কি একটা ভয়াবহ স্ট্যাটাস পেয়েই গেল মরনোত্তর সেলিব্রেটি হওয়ার জন্য?

২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.