নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল ডিপেন্ডেন্সি এবং আমি... :((

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭


সপ্তাহখানেক হল আমার বাসা হতে আমার ব্যবহার্য ডিজিটাল গ্যাজেটগুলো চুরি হয়ে গেছে। ল্যাপটপ, স্মার্ট ফোন দুটো। এই চুরির পর বুঝতে পারছি আমরা কতটুকু ডিপেন্ডেণ্ট এই সব ডিজিটাল গ্যাজেটগুলোর উপর। আগে আধবেলা নেটের লাইন না থাকলে অস্থির লাগতো, আর এখন ফুলটাইম শুধু নেটহীন নয়, গেজেট বিহীন সময় কাটাচ্ছি। কেমন যেন নাই নাই মনে হয় সবকিছু। আমার প্রফেশনাল ক্যারিয়ারের সব ফাইল, ই-বুক, ভ্রমণের যত ছবি আর রাজ্যের যত গান সব ছিল ঐ ল্যাপটপে; ছিল আমার সকল লেখা।

এখন বুঝতে পারছি আমরা কতটা যান্ত্রিক নির্ভর জীবন পার করছি। কলেজ লাইফে কীভাবে সময় কেটেছে ভাবার চেষ্টা করতেই অনেক স্মৃতি মনে পড়ে গেল। সেই সময়-প্রথম আলো, কালবেলা-সাতকাহন, অথবা কড়ি দিয়ে কিনলাম সাথে নিয়ে কীভাবে সময়গুলো কেটে যেত, ফিতার ক্যাসেটের প্রতি আধঘণ্টায় পিঠ পাল্টে দেয়ার জন্য বিছানা ছেড়ে উঠতে হত... বিকেল থেকে রাত অবধি বন্ধুদের সাথে লক্ষ্যহীন হেঁটে চলা...।।এরকম স্মৃতি। আসলেই জীবন বড় যান্ত্রিক হয়ে গেছে। যাই হোক, সামনের কয়েকমাস হয়ত নিয়মিত হতে পারবো না। তবে সিরিজগুলো চেষ্টা করব চালিয়ে নিতে। বিশেষ করে রন্তু সিরিজের শেষ দুটি পর্ব, ভ্রমন সঙ্কলন এগুলো চালিয়ে নিব। সামনের মাসে ১৫ দিনের জন্য ভারত ভ্রমনে যাচ্ছি (যদি সবকিছু ঠিকঠাক থাকে, মজার ব্যাপার সকল টিকেট কনফার্ম করার পর চুরির ঘটনাটি ঘটেছে, আগে ঘটলে ট্যুর অনায়াসে ক্যান্সেল করতাম, আমি নিজে আবার ট্যুর লিডার :P )। আমার জন্য দোয়া করবেন সবাই, আর ক্ষমা করবেন অনিচ্ছাকৃত অনুপস্থিতির জন্য। ভাল থাকুন সকলে, শুভরাত্রি।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

গেম চেঞ্জার বলেছেন: হায়ঃ হায়ঃ । আপনের নামের সার্থকতা দেখাইয়া দিলেন । ভেরি ভেরি ব্যাড । সমান অনুভুতি নিলাম । :( :|

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :( :( :(

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

সচেতনহ্যাপী বলেছেন: যান্ত্রিক জীবন এক সময়ে অবহেলার সাথে উচ্চারিত হলেও বর্তমানে প্রকারান্তরে আমরাই অভ্যস্থ।। যুগ,দিনের সাথে সাথে আমরাও প্রতিনয়িতঃই বদলে যাচ্ছি।। কিন্তু কোনটা গ্রহনযোগ্য?? অতীত না বর্তমান??

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঠিক বলেছেন, প্রতিনয়িত বদলে যাচ্ছি আমরা :(

ধন্যবাদ হ্যাপী ভাই, অনিচ্ছাকৃত বিলম্ব প্রতিত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকুন সবসময়।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায়!!! কী সর্বনাশ!!! খুব খারাপ লাগছে!!!
আমার সামান্য একটা সেলফোন নষ্ট হয়ে, আমি যে কী ঝামেলায় পড়েছি!
একটা নাম্বারও কোথাও লিখে রাখিনি।

দোয়া রইল এই অসুবিধে কাটিয়ে উঠুন সত্তর।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঘুম ভেঙ্গে যখন প্রথম ল্যাপটপটাও চুরি হয়েছে বুঝতে পারলাম, মনে হচ্ছিল চিৎকার করে কাঁদি। আমার একাডেমিক, প্রফেশনাল, ব্লগসহ সকল লেখা, ভ্রমণের সব ছবি, হাজার খানেক পিডিএফ বুক সব হারিয়েছে ঐ ল্যাপটপের সাথে।

ধন্যবাদ আপু, অনিচ্ছাকৃত বিলম্ব প্রতিত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকুন সবসময়।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১

আরণ্যক রাখাল বলেছেন: আপনাকে মিস করব

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি প্রতিদিনই করছি। :(

নতুন ল্যাপটপ কবে কেনা হবে জানি না। বাসায় পড়ে থাকা দশ ইঞ্চি ভাঙ্গা নোটবুক দিয়ে এখন কাজ চালাতে হবে। এই সম্বল নিয়েই আগামী মাস থেকে নিয়মিত হবার আশা রাখি।

ধন্যবাদ আরণ্যক রাখাল, অনিচ্ছাকৃত বিলম্ব প্রতিত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকুন সবসময়।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

শামছুল ইসলাম বলেছেন: খবরটা শুনে খারাপ লাগছে।
আশা করি অচিরেই সমস্যাটা কাটিয়ে উঠবেন।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কি বলব শামছুল ইসলাম ভাই, সময়টাই খুব খারাপ যাচ্ছিল :(

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

অগ্নি সারথি বলেছেন: সাত বছরের বাধন ছিড়ে যখন সে আমাকে পুরোপুরি একা করে চলে গেল তখন বুঝেছিলাম তার উপর কতটা নির্ভরশীল ছিলাম। এরপর শুধুই ভাবতাম, সাত বছর পূর্বে সে ছাড়া আমার জীবন কেমন, কিভাবে কাটত। দুঃখিত, আপনার কথায় তা আবার মনে পড়ে গেল। যাই হোক শুভ কামনা রইল আপনার জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :( কি বলব? জানা নেই...

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

প্রামানিক বলেছেন: কি আর করা আমার এসডি কার্ড নষ্ট হয়ে অনেক কিছু হারিয়েছি আর আপনি পুরাই ল্যাপটপ হারিয়েছেন। এ তো দেখি মাঠে মারা। যাক তাল সামলে উঠেন। সামনে ভারত ভ্রমণের ছবিগুলো দিবেন এই আশায় রইলাম। ভবিষ্যতে সব কিছু কপি করে রাখবেন। ডিজিটাল একটা যন্ত্রের উপর নির্ভর করা ঠিক নয় এটাই আপনার ল্যাপটপ হারানোর পর আমিও অনুভব করছি। ধন্যবাদ

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পুরাই মাঠে মারা গেছি ভাই। দোয়া করবেন আমার জন্য, খারাপ সময় যেন দ্রুত কাটিয়ে উঠতে পারি।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

হামিদ আহসান বলেছেন: শুভকামনা রইল৷ ভাল থাকুন .....।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই, অনিচ্ছাকৃত বিলম্ব প্রতিত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকুন সবসময়।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০

জেন রসি বলেছেন: শুভকামনা রইলো।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জেন রসি। :)

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

রিকি বলেছেন: ফিরে আসেন আরও তিনটা কিনে তাড়াতাড়ি।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাইবোনেরা একটু কিনে দিলেই তো পারে... চোরের মনে না হয় দয়া, মায়া নেই; আপনাদের মনেও কি নেই? নেহি...... জরুর হে, বিলকুল হে। তাহলে গিফট কবে পাচ্ছি?

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১

এহসান সাবির বলেছেন: ভালো ভাবে ফিরে আসুন আমাদের মাঝে।

শুভ কামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও খুব ব্যাকুল হয়ে আছি আগের মত নিয়মিত হয়ে ফিরে আসতে। দেখা যাক কবে নাগাদ পারা যায়। ধন্যবাদ এহসান ভাই। :)

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১

সুমন কর বলেছেন: বন্ধু........দিলে তো মনটাই খারাপ করে !!! X(( চোর তুই মর !!! তাড়াতাড়ি !!!

নিরাপদ ভ্রমণ শেষে, সব কিছু ভালোভাবে শেষ করে ফিরে আসার প্রত্যাশায়................


তাহলে. অগ্রীম ঈদ মোবারক..... !:#P

ভালো থেকো, বন্ধু।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চোরেরা মরে না, বরং "চোরের মা'র বড় গলা" আপনি জানেন না :(

ধন্যবাদ বন্ধু, খুব শীঘ্রই নিয়মিত হওয়ার আশা রাখি।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: ল্যপাটপ সারাইতে দিসি। কয়দিন লাগে কে জানে! তবে শোয়ার সময় মোবাইল ফোন নিয়ে ঘুঁটাঘুঁটি তো আছেই। কিছু না কিছু হাতে না থাকলে ভালোই লাগে না। চরম আসক্ত হৈয়া গেছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার কিছু নাই, কিছু নাই গো... আমারও পরাণও যাহা চায় ;) :(

অনিচ্ছাকৃত বিলম্ব প্রতিত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকুন সবসময় সুপ্রিয় হাসান মাহবুব ভাই।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

মশিকুর বলেছেন:

সর্বনাশের কথা!!!

জলদি সরূপে ফিরা আসেন; এই দোয়া করি :)

শুভকামনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই, খুব শীঘ্রই নিয়মিত হব। :)

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সাবির ভাই :)

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০

রিকি বলেছেন: ভাই বসুন্ধরাতে বলে দিয়েছি, বিল দিয়ে জিনিস নিয়ে নিয়েন !!!! B-)) B-)) B-)) ও আপনার ফোন নাম্বারটা তো দেয়া হয়নি !!! :P

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজ বসুন্ধরাতে গিয়ে একটা গরীব টাইপের দেশীয় এন্ডরয়েড মোবাইল নিয়ে আসলাম। ফোন নাম্বার না দিলেও অসুবিধা হয় নাই, আপনার নাম বলতেই চিনতে পারছে। তবে বাজেট আরেকটু বাড়াইয়া দিলেই পারতেন ;)

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: বিগত কিছুদিনের যে অবস্থা নেট লাইন নিয়ে, তাতে সময়টা অফিসের পর বা অফিস টাইমেও একই লাগে। আর কিছু চুরি গেলে বা খোয়া গেলে তো মনে হয় ঐখানেই সমস্ত প্রাণ ছিল। গত কয়েকমাসে নেট আসক্তি অনেকটা কমিয়েছিলাম কাজের ব্যস্ততায়। এখন ফ্রী সময় বলে খুঁজে পাই না সময় কাটাবো কীভাবে। ভাইবার বিহীন লাইফ বা আধা ফেসবুকসহ সময় পার কেমন লবন ছাড়া তরকারীর মতো লাগছে।

আমার সমস্ত লেখালেখি আমি ড্রপ বক্সে রাখতাম। আলাদা করে পেন ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভে রাখিনি। আমার বাজে অভ্যাস আমি আইডি, পাস ওয়ার্ড কোথাও লিখে রাখি না। অফিসের পিসি ক্র্যাশ করায় নতুন সেট আপ দিয়ে ড্রপ বক্সের পাস ওয়ার্ড ভুলে যাওয়ায় লেখা গুলো বেশির ভাগ হারিয়েছি। ল্যাপটপ নষ্ট হয়ে ওখান থেকে লেখা পাবার সম্ভাবনা নষ্ট হয়েছে।

আমি ইদানীং খুব মিস করি যে আমি এখন গল্পের বইয়ে আগের মতো অখণ্ড মনোযোগে ডুবে যেতে পারছি না -- এই অভ্যাস টা কে।

ভালো থাকুন।

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি যেদিন সবকিছু হারালাম, তার পরদিন নিজেকে কেমন শুন্য শুন্য মনে হচ্ছিল। আর সেফটির জন্য সকল ইমেইল একাউণ্টস, ফেবু, সামু, স্কাইপ সহ সবকিছুর পাসওয়ার্ড হুট করে পাল্টে ফেলি সেদিন। কয়েকদিন পর যখন পুরানো ভাঙাচুরা নোটবুক থেকে লগইন করতে যাই, দেখি বেশীরভাগ পাসওয়ার্ড ভুলে গেছি, মিলছে না। শেষে মুল ইমেইল এর পাসওয়ার্ড মোবাইল নাম্বারের কল্যাণে উদ্ধার করে এক এক করে সবকয়টা ওপেন করতে সক্ষম হই।

আপনার মত আমিও ইদানীং ছাপানো অক্ষরের গল্প বই মিস করছিলাম। গত পরশু এক কাজিনের বাসা হতে ৪/৫টা বই নিয়ে এসেছি, আজ/কাল থেকে পড়া শুরু করে দিব। বইগুলো পড়ার কথা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে।

পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.