নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৫ (ভ্রমণ সংকলন – নভেম্বর ২০১৫)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮



“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৫ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৫)”

আবার এলো মায়াবী শীত, এলো বেড়িয়ে পড়ার মৌসুম, ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে পড়ার। প্রকৃতির টানে, সাগরের পানে, বনে-বাদাড়ে, মায়াবী পাহাড়ে। প্রথমেই রইল মায়াবতী শীতের উষ্ণ শুভেচ্ছা। কিন্তু দুঃখের ব্যাপার নভেম্বর মাসে আবারো ভ্রমণ পোস্টের সংখ্যা অনেক কমে গেছে :( । যাই হোক, আসুন শুরু করা যাক এবারের ভ্রমণ সঙ্কলন।

সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত ভ্রমণ বিষয়ক পোস্ট নিয়ে নিয়মিত মাসিক সংকলনের অষ্টদশ সংখ্যা -“SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - নভেম্বর ২০১৫ (ভ্রমণ সংকলন – নভেম্বর ২০১৫)”'য় আপনাকে স্বাগতম। শুরুতেই যথারীতি সংকলনের সাথে প্রাসঙ্গিক কিছু বলা যাক। গত দেড় বছর যাবত শখের বশে ব্যাক্তিগতভাবে এই সংকলনটি করছি ভ্রমণ নেশা থেকে। তাই এই সংকলনের প্রতিটি বিষয় নিছক এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়। যাই হোক, গত নভেম্বর মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় সাড়ে চার হাজারের বেশী পোস্ট হতে সর্বমোট ৫২টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট পাওয়া গেছে। যাই হোক, আমি আশাবাদী চলতি মাসে এই ভ্রমণ বিষয়ক পোস্ট সংখ্যা খুব শীঘ্রই তিন ডিজিট ছোঁবে। তো আসুন শুরু করি পথচলা…

এই মাসেও আগের ফরম্যাটেই ভ্রমণ সংকলন সাজানো হয়েছে। তবে, প্রথমেই রইল “পাঠক মিথস্ক্রিয়া”য় সেরা পাঁচ। কারন, পাঠকপ্রিয় পোস্টসমুহ সংকলনের খাতায় তুলে রাখা। কেননা পাঠক যে পোস্টে বেশী আগ্রহী, সেগুলোই প্রাধান্য পাওয়া উচিত সেরা তালিকায়। সেই সাথে পাঠক কোন ধরনের ভ্রমণ পোস্ট পছন্দ করছে, তারও একটা বাস্তব চিত্র পাওয়া যাবে এই সেরা তালিকা হতে। আসুন দেখে নেই এই তালিকাটি (আজকের পর্যন্ত ফলাফল অনুযায়ী), (ক্রম বিবেচ্য)

পাঠক মিথস্ক্রিয়ায় সেরা পাঁচঃ
১) ঘুরে আসুন মায়াবী দ্বীপ সন্দ্বীপ । ভাবছেন কিভাবে যাবেন ?? লিখেছেন BIBORNO
২) ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনে আজ ২০ শে নভেম্বর সকাল থেকে (ছবি ব্লগ) লিখেছেন জুন
৩) নিসর্গে সুর্যাস্তের অপেক্ষা (ছবিময় ব্লগ) ↻↻ লিখেছেন গেম চেঞ্জার
৪) শরতে নেপাল ভ্রমণ :: ঢাকা টু কাঠমান্ডু লিখেছেন নীলসাধু
৫) কম খরচে আবার ভারত পর্ব-২ ( আধিক্য কলকাতা-২ ) লিখেছেন সারাফাত রাজ

এবার আসুন চোখ রাখা যাক আমার নির্বাচিত লেখাগুলো নিয়ে নিয়মিত বিভাগভিত্তিক সেরা লেখাগুলোতে। আমি প্রথমে আমার নির্বাচিত সেরা লেখাগুলো দিয়ে দিলাম। এই লেখা নির্বাচনে আমি প্রতিটি লেখা পড়েছি। ভ্রমণ বিষয়ক লেখা অনেকেই সহজে পড়তে চায় না, কারণ এগুলো পাঠক টানতে বা ধরে রাখতে পারে না। আমি প্রতিটি লেখা পড়ে পড়ে নম্বর দিয়েছি এবং সেই নম্বরের ভিত্তিতে যে সকল লেখা সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়েছে সেগুলো গত মাসের ভ্রমণ বিষয়ক সেরা লেখা বলে বিবেচিত হয়েছে। পুরো নির্বাচনটা সম্পূর্ণরুপে আমার ব্যাক্তিগত মতামত। পাঠকরা দ্বিমত থাকলে মন্তব্যে জানিয়ে যাবেন প্লিজ। আর পোস্টের শেষে সেপ্টেম্বর মাসের প্রতিটি ভ্রমণ বিষয়ক লেখা ‘লেখার শিরোনাম-ব্লগারের নাম-লিংক’ আকারে দিয়ে দেয়া হয়েছে। কোন লেখা বাদ পরে গেলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন, এড করে দিব। (ক্রম বিবেচ্য নয়)

সেরা পাঁচ দেশঃ
১) হাড়ুং-হুড়ুং সুরঙ্গ (কিংবা লুকানো কোন দুর্গ ) লিখেছেন সাদিকনাফ
২) বুনো সৌন্দর্য্যঃ খৈয়াছড়া লিখেছেন একলা চলো রে
৩) সোনারগাঁও ভ্রমণ-ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের প্রথম যাত্রা লিখেছেন ওমর ফারুক কোমল
৪) ঝিরি পথে ট্রেকিং (রুমা বাজার থেকে বগা লেক) লিখেছেন সায়েম হোসেন
৫) সাজাই ভ্যালি লিখেছেন সাদা মনের মানুষ

সেরা পাঁচ বিদেশঃ
১) ঘুরতে গেছিলুম ইউরোপ- ৬ লিখেছেন ঢাকাবাসী
২) পাঠান মুলুকে - ২ (দুই) লিখেছেন কামরুন নাহার বীথি
৩) কাঠমুন্ডু ঘুরাঘুরি :: স্বয়ম্ভূনাথ মন্দির লিখেছেন নীলসাধু
৪) নোরুজ ঘোরাঘুরি - শিরাজ নগরী দর্শন - ৩ লিখেছেন মুহাম্মদ জহিরুল ইসলাম
৫) কম খরচে আবার ভারত পর্ব-২ ( আধিক্য কলকাতা-২ ) লিখেছেন সারাফাত রাজ

সেরা পাঁচ ছবিব্লগঃ
১) নাগিন লেক লিখেছেন সাদা মনের মানুষ
২) হাওড়ের ছবি, প্রকৃতির ছবি । লিখেছেন ইহা রাজু হয়
৩) ভাটির দেশে............(ফোটোব্লগ) লিখেছেন বঙ্গবাসী হাসান
৪) ছবিতে মুক্তাগাছা জমিদারবাড়ি ! লিখেছেন ভ্রমণ বাংলাদেশ
৫) কাট্টলী বিল থেকে কাপ্তাই হৃদঃসৌন্দর্যের সর্বোচ্চ সিমানা লিখেছেন ঘুড়তে থাকা চিল

সেরা পাঁচ তথ্যভিত্তিকঃ
১) ঘুরে আসুন সাজেক থেকে লিখেছেন নীলআকা৩৯
২) কুতুব মিনার লিখেছেন আমি বন্দি
৩) স্বাধীনতা জাদুঘরের কিছু তথ্য লিখেছেন আমি বন্দি
৪) জীবন্ত বিস্ময় রাতারগুল !!! লিখেছেন তাহমিনা আকতার
৫) ঘুরে আসুন মায়াবী দ্বীপ সন্দ্বীপ । ভাবছেন কিভাবে যাবেন ?? লিখেছেন BIBORNO

সেরা পাঁচ অন্যরকমঃ
১) প্রথম প্রধানমন্ত্রীর বাসভবনে লিখেছেন দীপংকর চন্দ
২) সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমন -২ লিখেছেন এমএইচ রনি১৯৭১
৩) "শৈবতীর্থ শাক্তপীঠ তথা ব্যতিক্রমী পর্যটন কেন্দ্রঃ বক্রেশ্বর" -... লিখেছেন সুদীপ্ত পাল
৪) হয় পাহাড়, নয়তো আমি......! (ট্র্যাজেডি) লিখেছেন সজল জাহিদ
৫) উপভোগ্য সেই ছোট্ট ভ্রমন কাহিনি! লিখেছেন সিয়াম মেহরাফ

উৎসর্গঃ বাংলাদেশের পর্যটনের বিকাশে কাজ করে যাওয়া সকল ফেসবুক ভিত্তিক ট্র্যাভেলিং বেইজড গ্রুপ'কে; যাদের প্রচারণায় হু হু করে বেড়েছে এবং বাড়ছে দেশীয় পর্যটকের সংখ্যা।
প্রচ্ছদ ও স্থিরচিত্রঃ বোকা মানুষ বলতে চায়।

নভেম্বর, ২০১৫ এর সকল ভ্রমণ বিষয়ক পোস্টঃ
1) স্বপ্ন পূরণের লক্ষে...... সিলেট ভ্রমণ লিখেছেন রাইয়ান৪৯ Click This Link
2) ঘুরে আসুন সাজেক থেকে লিখেছেন নীলআকা৩৯ Click This Link
3) বনে বাঁদাড়ে.....৩২ লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
4) ছবিতে মুক্তাগাছা জমিদারবাড়ি ! লিখেছেন ভ্রমণ বাংলাদেশ Click This Link
5) প্রথম প্রধানমন্ত্রীর বাসভবনে লিখেছেন দীপংকর চন্দ Click This Link
6) সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমন -২ লিখেছেন এমএইচ রনি১৯৭১ Click This Link
7) ♣আমি এক দুরন্ত যাযাবর : ভ্রমন+ছবি ব্লগ♣ লিখেছেন আরজুপনি Click This Link
8) কুতুব মিনার লিখেছেন আমি বন্দি Click This Link
9) মান্না দে,র কফি হাউস লিখেছেন পগলা জগাই Click This Link
10) "শৈবতীর্থ শাক্তপীঠ তথা ব্যতিক্রমী পর্যটন কেন্দ্রঃ বক্রেশ্বর" -... লিখেছেন সুদীপ্ত পাল Click This Link
11) নাগিন লেক লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
12) পথের কথা :: কাঠমুন্ডু - পোখারা লিখেছেন নীলসাধু Click This Link
13) এক অন্যরকম লাউয়াছড়া ভ্রমণ.. লিখেছেন পুলহ Click This Link
14) বুনো সৌন্দর্য্যঃ খৈয়াছড়া লিখেছেন একলা চলো রে Click This Link
15) ঝিরি পথে ট্রেকিং (রুমা বাজার থেকে বগা লেক) লিখেছেন সায়েম হোসেন Click This Link
16) ঘুরে এলাম টুইন টাওয়ারের ধ্বংসস্থান. লিখেছেন মাহমুদুল হাসান কায়রো Click This Link
17) কুয়াকাটায় রাস মেলা উৎসব লিখেছেন মার্ক বিপ্লব(ওমিগা) Click This Link
18) ঘুরতে গেছিলুম ইউরোপ- ৬ লিখেছেন ঢাকাবাসী Click This Link
19) SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী -সেপ্টেম্বর ২০১৫ (ভ্রমণ সংকলন – সেপ্টেম্বর ২০১৫) (একটি বকেয়া পোস্ট ) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
20) বিরিশিরি ট্যুর লিখেছেন মজুমদার দীপ্ত Click This Link
21) পাঠান মুলুকে - ২ (দুই) লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
22) স্বাধীনতা জাদুঘরের কিছু তথ্য লিখেছেন আমি বন্দি Click This Link
23) কম খরচে আবার ভারত পর্ব-১ ( আধিক্য কলকাতা-১ )
24) কম খরচে আবার ভারত পর্ব-২ ( আধিক্য কলকাতা-২ ) লিখেছেন সারাফাত রাজ Click This Link
25) ঢাকার প্রত্নতত্ত্ব, ঢাকার ইতিহাস, ঢাকার ঐতিহ্য – ভার্চুয়াল ট্র্যাভেলীং টু আরকিওলজিক্যাল সাইটস অফ ঢাকা (দ্বিতীয় পর্ব) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
26) কাঠমুন্ডু ঘুরাঘুরি :: স্বয়ম্ভূনাথ মন্দির লিখেছেন নীলসাধু Click This Link
27) জীবন্ত বিস্ময় রাতারগুল !!! লিখেছেন তাহমিনা আকতার Click This Link
28) ভাটির দেশে............(ফোটোব্লগ) লিখেছেন বঙ্গবাসী হাসান Click This Link
29) সাজাই ভ্যালি লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
30) ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনে আজ ২০ শে নভেম্বর সকাল থেকে (ছবি ব্লগ) লিখেছেন জুন Click This Link
31) নোরুজ ঘোরাঘুরি - শিরাজ নগরী দর্শন - ৩ লিখেছেন মুহাম্মদ জহিরুল ইসলাম Click This Link
32) সোনারগাঁও ভ্রমণ-ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের প্রথম যাত্রা লিখেছেন ওমর ফারুক কোমল Click This Link
33) কম খরচে আবার ভারত পর্ব-৩ ( আধিক্য কালকা মেইল-১ ) লিখেছেন সারাফাত রাজ Click This Link
34) মহাবট লিখেছেন পগলা জগাই Click This Link
35) কম খরচে আবার ভারত পর্ব-৪ ( আধিক্য কালকা মেইল-২) লিখেছেন সারাফাত রাজ Click This Link
36) কম খরচে আবার ভারত পর্ব-৫ ( আধিক্য কালকা মেইল-৩) লিখেছেন সারাফাত রাজ Click This Link
37) জার্মান প্রবাস কথন ২- প্রথম তুষার পাত ও স্ল্যাটিং লিখেছেন ক্যপ্রিসিয়াস Click This Link
38) কাঠমুন্ডু ঘুরাঘুরি :: দ্যা গার্ডেন অফ ড্রিম লিখেছেন নীলসাধু Click This Link
39) হয় পাহাড়, নয়তো আমি......! (ট্র্যাজেডি) লিখেছেন সজল জাহিদ Click This Link
40) হাওড়ের ছবি, প্রকৃতির ছবি । লিখেছেন ইহা রাজু হয় Click This Link
41) হাড়ুং-হুড়ুং সুরঙ্গ (কিংবা লুকানো কোন দুর্গ ) লিখেছেন সাদিকনাফ Click This Link
42) এভারেস্ট দেখতে চাই লিখেছেন কৌশিক Click This Link
43) নিসর্গে সুর্যাস্তের অপেক্ষা (ছবিময় ব্লগ) ↻↻ লিখেছেন গেম চেঞ্জার Click This Link
44) ঘুরে আসুন মায়াবী দ্বীপ সন্দ্বীপ । ভাবছেন কিভাবে যাবেন ?? লিখেছেন BIBORNO Click This Link
45) উপভোগ্য সেই ছোট্ট ভ্রমন কাহিনি! লিখেছেন সিয়াম মেহরাফ Click This Link
46) শরতে নেপাল ভ্রমণ :: ঢাকা টু কাঠমান্ডু লিখেছেন নীলসাধু Click This Link
47) গ্রাম বাংলা লিখেছেন ফেরদৌসা রুহী Click This Link
48) কাট্টলী বিল থেকে কাপ্তাই হৃদঃসৌন্দর্যের সর্বোচ্চ সিমানা লিখেছেন ঘুড়তে থাকা চিল Click This Link
49) যাত্রা শুরু'র আগের গল্প (মিশন কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
50) বনে বাঁদাড়ে.....৩৩ লিখেছেন সাদা মনের মানুষ Click This Link
51) দাদাদের উঠোন পেড়িয়ে দিল্লী'র পথে (মিশন কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
52) সাজেক-মারিশ্যা ট্যুরের বিস্তারিত খরচপাতি লিখেছেন ঘুড়তে থাকা চিল Click This Link
53) “SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - অক্টোবর ২০১৫ (ভ্রমণ সংকলন – অক্টোবর ২০১৫)” লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link

মন্তব্য ৬২ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

টোকাই রাজা বলেছেন: প্রিয়তে নিলাম

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ, বোকা মানুষের ব্লগে স্বাগতম। :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

গেম চেঞ্জার বলেছেন: অনেক হার্ডওয়ার্ক করেছেন বোমা ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার একটি লেখাও ৩য় স্থান দখল করে ফেলেছে দেখছি।(পাঠক মিথস্ক্রিয়ায়)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: থার্ড হইছেন মিষ্টি খাওয়ান ;) প্রামানিক ভাইয়ের পক্ষে আমি বলে দিলাম :P ফার্স্ট হলে চাইনিজ খাবার আর সেকেন্ড হলে বিরিয়ানি আবদার করতাম। থার্ড হইয়া বাইচা গেলেন ভ্রাতা।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

দীপংকর চন্দ বলেছেন: ভীষণ পরিশ্রমী এবং আন্তরিকতাপূর্ণ কাজের প্রতি শ্রদ্ধা অনেক।

প্রিয়তে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ, আপনিও ভালো থাকুন সবসময়।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: অনেক পরিশ্রমের পোষ্ট। পোষ্টের জন্য ধন্যবাদ দিয়ে গেলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই সাথে থাকার জন্য। :)

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: প্রিয়তে রেখেছি।

সময় করে পড়ে নিব, জেনে নিব।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রুহী আপু, ভালো থাকুন সবসময়।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

তানজির খান বলেছেন: সুন্দর পোস্ট ভাল লাগল। অনেকদিন আপনাকে পাই না ভাই। শুভ কামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ তানজির খান ভাই। একটু দৌড়ের উপর আছি; খুব শীঘ্রই দেখা পাবেন, আশা করি নিয়মিত।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
awesome!

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: থ্যাঙ্কস ব্রো, হ্যাপী নিউ ইয়ার। :)

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০

রুদ্র জাহেদ বলেছেন: এতো ভ্রমণসমগ্র!অসাধারন পোস্ট...

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ। হ্যাপি নিউ ইয়ার।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



যথারীতি চমৎকার সংগ্রহ +++

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব, নতুন বছরের শুভেচ্ছা। ভালো কাটুক সারাটি বছর।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ভ্রমণ সংক্রান্ত পোস্টগুলো সত্যিই
দারুন হয়েছেভ এক পাতায় গ্রন্থিত করার
জন্য লেখককে ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই, নববর্ষের শুভেচ্ছা জানবেন।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

এহসান সাবির বলেছেন: ভালো লাগা রইল।

শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার সাবির ভাই, অনেক অনেক ভালো থাকা হোক।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

জুন বলেছেন: ++++++

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু। নতুন বছরের শুভেচ্ছা আর শুভকামনা রইল।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

আবু শাকিল বলেছেন: ভ্রমণ সংকলন পোষ্টের জন্য ধন্যবাদ বোমা ভাই।
অনেক পোষ্ট পড়া হয় নাই।পড়ব ভাই।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ আবু শাকিল ভাই।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

অগ্নি সারথি বলেছেন: প্রিয়তে নিলাম।

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি। নতুন বছরের শুভেচ্ছা রইল।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

সুমন কর বলেছেন: বন্ধু, ভ্রমণের প্রতি কতোটা আন্তরিক থাকলে এ কাজটি করে যাচ্ছো, আমি বুঝতে পারি !!

দারুণ পোস্ট। +।

সাথে আছি।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু, তোমরা সবাই সাথে আছ বলেই সম্ভব হচ্ছে এই আয়োজন। নতুন বছরের শুভকামনা রইল, ভালো কাটুক সারাটি বছর।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রেজওয়ানা আলী তনিম, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

কাবিল বলেছেন: এক পোস্টে অনেক কিছু।
অনেক কষ্টসাধ্য পোস্ট। ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যায়, কি যে বলি------
আপাতত সুস্থ থাকুন ভাল থাকুন সব সময়।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রিয় কাবিল, নতুন বছর ভালো কাটুক এই কামনা রইল।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক সময় নিয়ে আন্তরিকতার সাথে করা পোস্ট। এই সুযোগে আরো কিছু ভাল লেখা পরা যাবে। অনেক ধন্যবাদ প্রিয় লেখক। :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ তামান্না তাবাসসুম, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন। :)

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

প্লাবন২০০৩ বলেছেন: অসাধারণ পোস্ট, প্রিয়তে নিলাম। সেই সাথে অনেক অনেক ++++++

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্লাবন২০০৩, হ্যাপি নিউ ইয়ার।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: পুরো নভেম্বর জুড়ে আমার একটাই ভ্রমণ পোষ্ট!! হায় হায়!!! :)
আরো আরো লিখতে হবে।
কিন্তু একেবারেই যে আলসে হয়ে গেছি!!

অনেক অনেক শুভেচ্ছা এই অনেক অনেক কষ্টসাধ্য পোস্ট -এর জন্য।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ বীথি আপু সাথে থাকার জন্য। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, তুন বছর ভালো কাটুক এই কামনা রইল।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: বরাবরের মতই ভাললাগা পোষ্ট।।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হ্যাপী ভাইয়া, নতুন বছরের শুভকামনা রইল। ভালো কাটুক প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। :)

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এক হলে চাইনিজ;
দুই হলে বিরিয়ানি;
তিন এ নাকি স্রেফ চা
বাইশেতে কি যে দেবে সে আশায় দিন গুনি।;)

এবার আসি পোষ্টেতে
কি ব্যপক গবেষনা;
আমিও লিখব ভাবি
সে কি ভায়া!!! প্লিজ হেসোনা। B:-)

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাইশেতে খালি পাতে
একমুঠো মুড়ি,
এর বেশী পাবে না
আই'ম সরি।

ছন্দে মাখামাখি
বেশ মন্তব্য,
চমৎকার তুলে ধর
নিজ বক্তব্য।

ভাবা-ভাবি বাদ দাও
লেখ ভ্রমণকাব্য,
নাহলে দুঃখেতে
জোরে জোরে হাসব। :)

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

নীলসাধু বলেছেন: যে কোণ সংকলন করা মানেই শ্রম সাধ্য একটি কাজ। আপনিও সময় শ্রম মেধা দিয়েছেন। স্যালুট।
এক পোষ্টেই সব পেয়ে গেলাম বলে আমি অনেক খুশী। গ্রেট জব।

ভালো থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সাধু ভাই, সহব্লগারদের উৎসাহেই এই কাজ করে যাওয়া সম্ভব হয়েছে, হচ্ছে। এই সঙ্কলন আমার সাথে সাথে তাদেরও সৃষ্টি। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

নতুন বছরের শুভেচ্ছা, ভালো কাটুক সারাটি বছর।

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

রক্তিম দিগন্ত বলেছেন: আবারো সেই ভ্রমণ সংকলন পোষ্ট!

বুঝি না এত কষ্ট করে মানুষ কিভাবে এই কাজটা সম্পন্ন করে। বাহবা দিতেই হয়।

:)

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতো সহজ জিনিষ বুঝলেন না!!! আরে, আমি তো বোকা মানুষ ;)

=p~ =p~ =p~

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

আজাদ মোল্লা বলেছেন: অনেক কষ্ট সাধ্য পোস্ট , অনেক কাজ ,
খুব সুন্দর হয়েছে , সব একজায়গায় ধন্যবাদ আপনাকে ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ঘুরাঘুরির পোস্ট ভালোই লাগে ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমারও... সাথে ঘোরাঘুরি করতে আর সেই গল্প পোস্ট করতে। :)

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

সাদা মনের মানুষ বলেছেন: আপবাে এই ভ্রমণ সংকলনটা আমার কাছে খুবই কঠিন মনে হয়, তবে এটার আমি কিন্তু খুবই ভক্ত, শুভেচ্ছা

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কামাল ভাই, বোকা মানুষ হলে কঠিন কাজ সহজ হয়ে যায়, বোকা বলে টের পাওয়া যায় না। ;)

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইল, ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ।

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

রূপা কর বলেছেন: কঠিন কাজ :) +++

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রূপা কর, অনেকদিন পর দেখা পেলাম। কেমন আছেন? আশা করি ভাল।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শেয়ারের জন্য। +

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ দি'হা রাজপুত্র। শেয়ার করি নাই তো, কষ্ট করে করা ভ্রমণ সংকলন। ;) :)

৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু ভ্রমনপিডিয়া :)

দারুন দারুন কাজ!

এক ক্লিকেই সকল ভ্রমন কাহিনী :)

+++++++

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বলা যেতে পারে, বিদ্রোহী ভৃগু ভাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাথে থাকার জন্য। দেখেছেন নিশ্চয়ই ২০১৫ সালের ভ্রমণ সালতামামিও এবার যুক্ত হয়েছে এর সাথে। :)

নতুন বছরের শুভকামনা রইল, ভালো থাকুন সারা বছর জুড়ে।

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

সারাফাত রাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমার একটা লেখা বোধহয় বাদ পড়ে গেছে, ১৪ নভেম্বর তারিখের কম খরচে আবার ভারত পর্ব-১ ( আধিক্য কলকাতা-১ )

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যোগ করে দিচ্ছি, ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.