নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

অসময়ের অসম্পূর্ণ অগোছালো অকবিতাসব।

১২ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫

১।

আমার একটা পাখি হওয়ার কথা ছিল
নীল আকাশে মেলে ডানা
ছড়িয়ে অযাচিত সব ভাবনা
দূর অজানায় হারিয়ে যাওয়ার সাধ ছিল
জগতটাকে হৃদয়ভরে দেখে যাওয়ার শখ ছিল
সেই পাখিটা ডানা মেলার আগেই
পাখাটুকু ভেঙ্গে গেল
স্বপ্নহারা জীবন নিয়ে
ভাঙ্গা খাচায় জীবনটা বুঝি কেটে গেল
পাখি হওয়ার সাধটুকু অধরাই রয়ে গেল
আমার একটা পাখি হওয়ার কথা ছিল।

২।

মত্ত ছিলাম নিজ ভাবনায়
চারদেয়ালের নিজ আঙ্গিনায়
নিজের মাঝে লিপ্ত ছিলাম
অদ্ভুত এক নির্লিপ্ততায়।
ছিলে তুমি আড়ালে
কেন এসে দাঁড়ালে
সম্মুখপাণে, সঙ্গোপনে
নির্লিপ্ত নির্বাক আমাকে
ভালবাসায় জড়ালে
নিবিড় আলিঙ্গনে।
এখন আমি খুঁজে ফিরি
আমার হারানো সেই আমাকে
আর আমার নির্লিপ্ততা
ফেলে আসা পথের বাঁকে।
ভালবাসার মাঝেও আজ
বড় বেশী শূন্যতা
সবকিছু থেকেও আজ
নেই সেই বিষণ্ণতা।
বিষণ্ণতায় যার নিত্য বসবাস
নির্লিপ্ততায় নির্বাক সহবাস
তার জন্য এই ভালবাসা
বড্ড কস্টকর, শুধুই দীর্ঘশ্বাস।

৩।
তোমার শত ব্যস্ততা
আর অজস্র কাজের মাঝে,
পাইনা আমি কোথাও
আজ আমায় খুঁজে।
হয়ত কোন অচীনপুরে
হেথা হতে অনেক দূরে
ডাকছি আমি করুণ সুরে
নির্বাক কোন অন্ধকারে।
শব্দ যেথায় হারায় সুর,
সেই যে আমার অচীনপুর।
যদি কভু পথ ভূলে
আসা হয় অচীনপুরে
ভূল করে শোন সেই করুণ সুর।
চিনতে চাওয়ার বোকামিটুকু
নাই বা হল সারা দুপুর
শুধু যেন এ আমার হারানো সুর
আমার কোন বেদনা বিধুর
কষ্টকালের, একলাপুর
যেথায় নিবাস শুধুই আমার
আর আমার যত একলা প্রহর
নিত্য কাটানো জীবন রথের
হারিয়ে যাওয়া দিবস রজনী
সকাল-সাঝ, রাত্রি দুপুর।

৪।
সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে,
সকলের অগোচরে, একান্ত গোপনে
মনের চোরাগলি পেড়িয়ে
লোকচক্ষু এড়িয়ে
বেসেছিলেম ভাল তারে
রেখেছিলেম মন মাঝারে
আজ দিয়ে অসীম শুন্যতারে
গেল সে চলে কোন সুদূরে।

(শেষের অকবিতাটি সহব্লগার কবি শাহরিয়ার কবীর এর "স্মৃতির পাতায়" কবিতার প্রথম লাইন হতে উৎসাহী হয়ে লেখা একটি অপচেস্টা)

অনেক কিছু লেখার ইচ্ছে হচ্ছে, ব্লগে আগের মত ফিরে আসতেও ইচ্ছে হচ্ছে, কিন্তু কেন যেন কিছুই হয়ে উঠছে না। না লেখা, না পড়া, কিছুই না। একটা কবিতা লেখার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু কবিতা আজকাল আর আমার হাতে ধরা দেয় নাই। ব্যর্থতা মেনে নিয়ে, তাই এসব হাবিজাবি দিয়ে একটা পোস্ট দিলাম। ফিরে পেতে চাই.... সব কিছু আগের মত করে ফিরে পেতে চাই।

ধুর সব বাদ দিয়ে আসুন একটা গান শুনিঃ

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: ১, ২, ৪ ভালো লাগল।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধু। এই পচা পচা কবিতাও কারো ভাল লাগতে পারে ভেবে অবাক হলাম। সত্যি ভাল লেগেছে? তোমার সার্টিফিকেট কিন্তু জেনুইন, নাহিদার মত সস্তা দরে, বস্তা ভরে নয়। :)

অনেক অনেক ভাল লাগা রইল বন্ধু। শুভকামনা অহর্নিশ।

২| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫১

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল, অনেক অনেক ভাল থাকুন সবসময়।

৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলবো আমি আলসে মেয়ে(লুল)
ঘুমিয়ে তুমি থাকো;
সেই সাঁঝেতে পোষ্টি দিনু
করলে খেয়াল নাতো। X(( /:) B:-/ :( :||
বোকা বৎস্য

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই খেয়াল করি নাই!!! ব্লগে এভাবে সম্মানিত কেউ করে নাই, কি করি আজ সত্যি ভেবে না পাই। হৃদয়ের অন্তঃস্থল হতে ভালবাসা, শ্রদ্ধা এবং শুভকামনা রইল প্রিয় ব্লগার। অনেক অনেক ভাল থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমারো পাখি হওয়ার সখ ছিলো

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাই নাকি? বাহ, আমার সাথে মিলে গেছে দেখি। :) চিমটি...

৫| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ লাগল

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.