নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

মুন্নার টি মিউজিয়াম (ট্রিপ টু কেরালা ২০১৬) (পর্ব ০৫)

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১



আগের রাতে অনেক রাত অবধি হোটেল রুমের লাগোয়া বারান্দায় বসে গল্প করা, এরপরও বিছানায় এসে অনেকটা সময় নিদ্রাহীন কাটানোয়, ঘুম তেমন ভাল হয় নাই। আর আগের রাতে ঘুমটা ভাল না হওয়ায়, সকালে ঘুম থেকে উঠতে বড্ড খারাপ লাগছিল। তারপরও ঘুম থেকে উঠে গোসল সেরে শরীরটাকে একটু চাঙ্গা করে নিলাম। রুম থেকে বের হয়ে পাহাড়ের ঢালে তৈরি হোটেলের প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুরে দেখছিলাম। সকালের নাস্তার আয়োজন, হোটেলের নীচের দিকের দ্বিতীয়তলায়, অর্থাৎ মাইনাস ফার্স্টফ্লোরে। সেখানে রুমের ভেতরে এবং বাইরের দিকে ভ্যালীভিউ বারান্দায় টেবিল সাজানো রয়েছে। সেখানে ইতোমধ্যে অনেকেই নাস্তা নিয়ে বসে গেছে। কোনার এক টেবিলে দেখি আমাদের ভ্রমণ সাথীদের একজনা বসে বসে ফলের জুসে চুমুক দিয়ে পাহাড় ঘেরা ভ্যালীর পাণে উদাসী চোখে তাকিয়ে কি যেন ভাবছে। একে একে দলের বাকী তিনজনও বসে পড়লাম সেই টেবিলে, বেচারার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে।

আগের পর্বগুলোঃ
যাত্রা শুরুর গল্প (ট্রিপ টু কেরালা ২০১৬) (পর্ব ০১)
ট্রানজিট পয়েন্ট কলকাতা... অন্যরকম আতিথিয়তার অভিজ্ঞতা (ট্রিপ টু কেরালা ২০১৬) (পর্ব ০২)
অবশেষে কোচিন - তৃতীয় রাতে যাত্রা শুরুর স্থানে (ট্রিপ টু কেরালা ২০১৬) (পর্ব ০৩)
ডেস্টিনেশন মুন্নার (ট্রিপ টু কেরালা ২০১৬) (পর্ব ০৪)







বেলা সাড়ে আটটা নাগাদ নাস্তা শেষ করে আমরা বের হলাম মুন্নার দর্শনে। আজকের প্রথম গন্তব্য মুন্নার টি মিউজিয়াম। হোটেল থেকে বের হয়ে মিনিট পাঁচেক গাড়ী চলতেই শুরু হয়ে গেল সবুজের সমারোহ আর চা বাগানের মেলা। সারি সারি চিরহরিৎ সাজানো ছবি দেখে মনে হচ্ছিল যেন শিল্পীর তুলিতে অংকিত কোন ক্যানভাসের মোহনীয় ছবি। একটি কথা বলে রাখি, মুন্নার এর প্রায় সকল চা-বাগানই “টাটা টি কোম্পানি”র কিনে নেয়া। তাই এখানে যত চা বাগান দেখছিলাম, প্রায় সবকয়টিতেই টাটা’র সাইনবোর্ড চোখে পড়ছিল। আমাদের হোটেল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে বিখ্যাত “Munnar Tea Museum” অবস্থিত। পথে বেশ কয়েক জায়গায় গাড়ী থামালাম, চা-বাগানের ছবি তুলতে। আসলে, মুন্নার এমন একটা জায়গা, যার প্রতিটি ইঞ্চিরই ছবি ক্যামেরাবন্দী করতে মন চাইবে। আর এই করে করে আমরা প্রায় আধঘন্টা সময় পরে এসে পৌঁছলাম আমাদের প্রথম গন্তব্য মুন্নার চা-বাগানে।













পৌঁছতেই দেখি প্রচুর দর্শনার্থী ইতোমধ্যে জড়ো হয়েছে, যার বেশীর ভাগই সাদা চামড়ার ইউরোপীয়। এই মিউজিয়ামটি Nallathanni Estate of Tata Tea এ অবস্থিত, কোচিন এয়ারপোর্ট হতে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে অবস্থিত। সকাল নয়টা থেকে বিকেল চারটা অবধি খোলা থাকে এই মিউজিয়াম, সোমবার সাপ্তাহিক বন্ধ। টিকেট পঁচাত্তর/আশি রুপী’র মত, ক্যামেরার জন্য অতিরিক্ত ২০ রুপী ফি।







ভেতরে রয়েছে ভিজুয়াল প্রদর্শনী, ভারত উপমহাদেশের চা-বাগান এবং এর ইতিহাসের উপর। প্রায় পঞ্চাশজনের মত ক্যাপাসিটি হলের, ফলে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় সময়ই পরবর্তী শো এর জন্য। রয়েছে ফটো গ্যালারী, সেই শুরুর দিক হতে ব্যবহৃত নানান যন্ত্রপাতি, অফিস ইকুইপমেন্ট, আসবাবপত্র ইত্যাদির প্রদর্শনী, রয়েছে চা ম্যানুফ্যাকচারিং এর ডামি প্রদর্শনী। এখানে এক ভদ্রলোক প্রায় মিনিট পনের’র একটি বক্তৃতা দেন, যা উপভোগ্য এবং তথ্যবহুল; যদিও অনেকের সেই প্যাচাল ;) শোনার ধৈর্য থাকে না। এখানে রয়েছে দর্শনার্থীদের জন্য চা পানের ব্যবস্থা (মূল্য পরিশোধ করে), রয়েছে একটি বিক্রয় কেন্দ্র, চা এবং ভেষজ পণ্যের। আসুন ছবিতে দেখি মুন্নার টি মিউজিয়ামঃ





উপরের ছবিতে পাঞ্চিং মেশিনযুক্ত একটি ঘড়ি, টু ইন ওয়ান... প্রায় শতবর্ষ পুরানো জিনিষ। আর নীচের ছবিতে দেখছেন যে হুইটি এটি একটি হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার হাউসের পেলটন হুইল। মুন্নার এর পুল্লিভাসাল টি এস্টেট এ সর্বপ্রথম ১৯০০ সালে হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার হাউস স্থাপিত হয়। ছবির হুইলটি কণ্যামালাই টি এস্টেট এর পাওয়ার হাউসে ব্যবহৃত একটি পেলটন হুইল।





১৯২০ এ তৈরী একটি রোট্রোভ্যান, যা চা-বাগানে ব্যবহৃত হত।







উপরের ছবিতে ১৯১১ সালে চালু হওয়া "কুন্দালি ভ্যালী লাইট রেলওয়ে"তে গ্রামবাসীদের সাথে সাহেবরা এবং চা বাগানের স্থানীয় কর্মচারীগণ। আর নীচের ছবিতে সেই রেললাইনে চলমান রেলগাড়ী'র ইঞ্জিনখানি।





উপরের ছবিতে ইংরেজ অফিসার G.A. Cole এবং C.A.V. Grant এবং বাগানের কর্মকর্তা-কর্মচারী'গণ। নীচের ছবিতে ১৯০০ সালে মুন্নার এর ব্লেয়ার হিলে ব্যবহৃত মনোরেল ট্রান্সপোর্ট কোম্পানীর পণ্য পরিবহণ এর চিত্র।





উপরের ছবিত ক্ষুদে আকৃতির চা তৈরীর মেশিন।









উপরের ছবিতে দেখা যাচ্ছে, ১৯২৪ সালে মুন্নার হেড কোয়ার্টারের সাথে যোগাযোগের জন্য স্থাপিত রেলওয়ে ব্রিজ যা বন্যায় ভেঙ্গে গিয়েছিল। সাথে নীচের ছবিতে সেই বন্যার আরও দুটি ছবি।









উপরের ছবিতে ১৯৫৩ সালে নির্মাণাধীন বিখ্যাত মাতুপাত্তি ড্যাম।























উপরের ছবিটি কেরালার মুন্নারে ১৯৪৭ সালে প্রথম ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের।























































মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক সুন্দর এবং তথ্য সমৃদ্ধ পোষ্ট।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকুন সবসময়। :)

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮

রানা আমান বলেছেন: আমারো ভার্চুয়ালি মিউজিয়াম দেখা হয়েই গেল , আপনার পোস্টের বদৌলতে । ভালো লেগেছে, পরের পোস্টের অপেক্ষায় ।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন সবসময়, সাথে থাকবেন জেনে ভাল লাগলো। শুভকামনা জানবনে। :)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

সাদা মনের মানুষ বলেছেন: এক পোষ্টে এতো ছবি! আমি দেখতে দেখতেই টায়ার্ড :)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অত্যন্ত দুঃখিত কামাল ভাই। আপনার কথা শুনে ছবি অনেকগুলো কমিয়ে দিয়েছি। আসলে মিউজিয়ামে এত ছবি ছিল যে, কোনটা রেখে কোনটা দিব বুঝতে পারছিলাম না। যতটুকু পারলাম কমিয়ে দিলাম। :)

ভাল থাকুন সবসময়, শুভকামনা জানবনে।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

আমিই মিসির আলী বলেছেন: খাইছে! :-<

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বার্গার না পিৎজা? =p~

ছবি কমায় দিছি ভাইজান, হাই তুইলেন না, আপ্নের পিলিজ লাগে.... :)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

এডওয়ার্ড মায়া বলেছেন: ঘুরে আসলাম :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই, ভার্চুয়াল ভ্রমণে সঙ্গী হওয়ার জন্য। :)

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার সাথে ভিসা ছাড়াই ঘুরে এলাম।
জানলাম অনেক কিছু।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভিসা ছাড়া ঘুর এলেন, সার্ভিস চার্জ দিয়ে গেলেন না!! এইটা কিছু হইল? =p~

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

অগ্নি সারথি বলেছেন: পর্ব দুই পর্যন্ত কথা ছিল সাথে থাকব কিন্তু সময়াভাবে সাথে থাকতে পারি নাই। দুঃখিত। আপনার সাথেই ঘুরছি কেরালা। পুরাই ফ্রি। খারাপ লাগছে না। চালায়া যান।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "কথা দিয়েও কথা রাখেনি... " এরপরের লাইনটুকু মিলে না, "হে হে পাগলি তুমিওকি... মিথ্যেবাদী?" ;) :P

কোন ব্যাপার না ভ্রাতা। পাশে আছেন বরাবর এই তো অনেক বড় পাওয়া। :)

ভাল থাকুন সবসময়, প্রতিদিন, প্রতিক্ষণ। অনেক অনেক শুভকামনা থাকবে।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: কমাতে তো বলি নাই ভাই, আমি আসলে বলতে চেয়েছি এতোগুলো ছবি দেওয়াটা সত্যিই পরিশ্রমসাধ্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি বুঝেছি, কিন্তু আমার নিজের কাছেও মনে হচ্ছিল ছবি অনেক বেশী হয়ে গেছে। তাই কিছু ছবি বাদ দিলাম, যেগুলো মনে হয়েছে না দিলেও চলে। সাথে কিছু ছবিতে ক্যাপশন যোগ করে দিয়েছি। :)

অনেক ধন্যবাদ কামাল ভাই। ভাল থাকুন সবসময়।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

গ্রাম বাংলা এবং গ্রামীণ জীবন বলেছেন: ভাই ছবি থাকলে লেখা পড়ে বেশি মজা পাওয়া য়ায় মনেহয় যেন ঐ জায়গাতেই আছি দয়া করে ছবি সংযুক্ত করবেন পরের পর্ব কবে পাব

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওরে ভাই, এত্তগুলান ছবি দিলাম, তাও মন ভরে নাই!! =p~

পরের পর্ব আগামী বছর পাবেন আশা করি। আসন্ন ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানবনে। ভাল থাকুন সবসময়।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬

শোভন শামস বলেছেন: চীনে ও এরকম চা মিউজিয়াম আছে। ভারতে ও আছে জেনে ভাল লাগল।
সুন্দর সাবলীল লিখা, ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ শোভন ভাই। যদি কখনো চীনে যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে চীনের চা মিউজিয়াম দেখার ইচ্ছে রইল। হাজার হলেও চা এর শিকড় তো ঐখানেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.