নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

নিজের জীবন নিজে বাচাই...

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯



৫মিনিটের পরিসংখ্যান...
স্থানঃ সোনারগা মোড় ,কাওরানবাজার।
সময়ঃ দুপুর ১২:৫৬ থেকে ১:০১
তারিখঃ ০৭ আগস্ট, ২০১৮

> সিগন্যাল ছাড়া অবস্থায় রাস্তা পার হয়েছেন ৪৩ জন
> গাড়ি স্লো থাকা অবস্থায় ১২ জন
> গাড়ি খুব স্পিডে থাকা অবস্থায় হাত উচিয়ে ৫জন, এর মধ্যে ২জন মহিলা বাচ্চা সহ
> বাকি সকলে পার হয়েছেন সিগনাল ছাড়ার হাফ সেকেন্ড এর মধ্যে, যখন ড্রাইভারের পক্ষে গাড়ী ব্রেক বা কন্ট্রোল করা কঠিন।
> ৩জন পার হয়েছেন মোবাইল কানে নিয়ে, এদের মধ্যে একজন'কে প্রশ্ন করাতে বলেছেন, "নিজের কাজ করেন"!!
> ৪৩ জন এর মধ্যে পোশাক বিচারে তিন জন খেটে খাওয়া ছাড়া সবাই পরিপাটি জামা কাপড় পরিহিত শিক্ষিত জনগণ, ৪জন ইউনিফরম পরিহিত স্টুডেন্ট।।
> এই অবস্থায় একা সিগন্যাল এর জন্য অপেক্ষারত নিজেকেই বলদ মনে হয়!
আমরা সবাই নিরাপদ সড়ক চাই।


উপরের অবজারভেশন বেইজড ব্যক্তিগত সার্ভেটি করেছে বন্ধুপ্রতিম গাজী কাউছার। ভেবে দেখুন বাস্তবতা কতটা ভয়াবহ!!! কিসের এত তাড়া আমাদের?

নিরাপদ সড়ক আইনেই সবকিছুর সমাধান নেই; সাথে দরকার আমাদের জনসাধারনের সচেতনতা এবং সাবধানতা। আসুন আজ হতে এই তিনটি শর্ত শতভাগ মেনে চলি।

(১) "নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া বাসে উঠবো না, বাস স্টপেজ ছাড়া বাস হতে নামবো না। বাস স্টপেজ যত দূরেই হোক না কেন।"

(২) "সিগন্যাল ওপেন থাকা অবস্থায় দৌড়ে/হাত দেখিয়ে/দলবেঁধে রাস্তা পার হবো না। রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করবো; তা যত দূরেই হোক না কেন।"

(৩) "যত কষ্টই হোক, ফুটপাত দিয়েই চলাচল করব। যেখানে ফুটপাত নেই, রাস্তার বামপাশ দিয়ে একেবারে সাইড ঘেষে সাবধানে চলাচল করবো।"


অনেকে বলবেন সরকার, রাষ্ট্র এদের কি তাহলে কোন দায়িত্ব নেই? অবশ্যই আছে। কিন্তু আপনার, আমারও কি কোন দায়িত্ব নেই? একটা কথা বলে শেষ করি.... "চোর-ডাকাত ধরার জন্য তো থানা-পুলিশ রয়েছেই; তাহলে কলাপসিবল গেট, লক, দারোয়ান এসব কেন রাখেন? একইভাবে সড়কে বের হলে নিজের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করতে নিজেকেই শতভাগ উদ্যোগী হতে হবে। কারন? পোস্টের টাইটেলেই বলে দিয়েছি।"

সবার জীবনে নিশ্চিত হোক শতভাগ নিরাপত্তা।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

আরণ্যক রাখাল বলেছেন: ভাবুন, সারাদিন বসে বসে হিসেব করলে সংখ্যাটা কেমন হতো!
ট্রাফিক পুলিশকে দোষ দেয়ার আগে, এগুলো ভাবতে হবে। নিজেরা মরণ ফাঁদে পা দিলে, বাঁচাবে কে?

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জীবিকার তাগিদে প্রতিদিন বাসে যাতায়াত করতে হয়। মানুষের অস্থিরতা, অসহিষ্ণুতা আর তাড়া দেখে অবাক হই। ঘন্টার পর ঘন্টা জ্যামে নষ্ট হচ্ছে যেখানে, সেখানে বাসে উঠতে বা নামতে মিনিট পাঁচেক সময় না হয় হাঁটতেই হল? কিন্তু কারো সেই ইচ্ছেটাই নাই। :(

যথার্থই বলেছেন, নিজেরা মরণ ফাঁদে পা দিলে, বাঁচাবে কে?

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

বিজন রয় বলেছেন: মানুষ খুব ধূর্ত??

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উঁহু, মানুষ খুব বেশী মাত্রায় আত্মকেন্দ্রিক, খামখেয়ালী আর উদাসীন।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সবাইকে সচেতন হতে হবে।

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অবশ্যই... সচেতনেতার বিকল্প নাই।

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অবশ্যই... সচেতনেতার বিকল্প নাই।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

নতুন বলেছেন: সমস্যাটা আমাদের জাতীয় বদঅভ্যাসের সাইড ইফেক্ট মাত্র।

আমরা নিজেরাই জীবনের মূল্য দেইনা। সময় বাচাতে সট`কাট পথে চলি...

বাইরের দেশে জেব্রাক্রসিং ছাড়া রাস্তা পার হলে ৪৫০০টাকার মতন জরিমানার বিধান আছে... আমার পরিচিত অনেকেই দিয়েছেন।

নিজেরা সচেতন হলে দূনিতি কমবে এবং সব সমস্যাই কমে আসবে।

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সমস্যাটা আমাদের জাতীয় বদঅভ্যাসের - শতভাগ সহমত।

পথচারী, যাত্রী এদের জন্যও জরিমানা'র ব্যবস্থা করা অতি আবশ্যক হয়ে পড়েছে।

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: আসলে সবার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে হবে। তারপর বেছে বেছে মাস্টার প্লান করতে হবে।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এটা একটা ভাল কথা বলেছেন। আমাদের দেশে কোন আইন বা সিস্টেম চালু করার আগে কখনো জনমত নেয়া হয় না, যা আসলেই দুঃখজনক। প্রতিদিন আমরা যারা রাজপথে পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করি, তাদের কাছ থেকে চাওয়া-পাওয়া'র কথা কি কখনো কেউ শুনেছে?

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

রাকু হাসান বলেছেন: আমাদের বদলানোর অনেক বাকী । জাতি হিসাবে আমরা আইন মানি না ,খুব একটা ,যদি না একান্ত বাধ্য না হই ।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা ছোটবেলা থেকেই আমাদের মানসপটে গেঁথে ফেলা উচিত ছিল, যা আমাদের দেশে হয় না। ছোট থেকে অনিয়মগুলো খুব সাধারণ ঘটনা হিসেবে দেখে দেখে বড় হয়ে অনিয়ম আর অন্যায়'কেই সঠিক হিসেবে ধরে নিয়ে জীবন পার করে দেই আমরা। আসলে, গোঁড়াতেই গলদ...

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

বাকপ্রবাস বলেছেন: এসব অনিয়ম ঠিক করার একমাত্র ফর্মূলা হচ্ছে রাষ্ট্রকে হাতুড়ি পেটা করে আগে ঠিক করতে হবে, রাষ্ট্র যখন ঠিক হবে তখন জনগণ ভুল করলে রাষ্ট্রও হাতুড়িপেটা করবে। মাইরের উপর অষুধ নাই। এখন কথা হল আগে কে ঠিক হবে? রাষ্ট্র নাকি জনগণ? আগে রাষ্ট্র ঠিক হতে হবে তারপর জনগণ, রাষ্ট্র তার আইন কানুন সহি সালামতে পালন করলে জনগণ ভাল হতে বাধ্য। যদি বলা হয় আগে আমরা ঠিক হই তারপর রাষ্ট্র ঠিক হবে তাহলে কিছুই হবেনা, আগে সংখ্যালঘু ঠিক হতে হবে, রাষ্ট্র পরিচালকরা সংখ্যালঘু, জনগণ বিশাল ব্যাপার, তায় বিশালটা আগে ঠিক করা যাবেনা।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাতুড়ি!!! নাম শুনেই আত্মা শুকিয়ে কাঠ... :(

৯| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: আমরা কি কোন দিন সংশোধন করবো !!!!!! না।।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জানা নেই রে ভাই। হয়ত মৃত্যুর পর সংশোধন হবে...!!!

১০| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮

কাবিল বলেছেন: প্রথমতঃ অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে। ফুটওভার ব্রীজ গুলো পরিষ্কার পরিছন্নতা রাখেত হবে, প্রোয়জনে সি সি ক্যামেরার ব্যাবস্থা করতে হবে। ফুটওভারের দুই পাশে প্রায় ২০০ মিটারের মধ্যে কোন দুর্ঘটনা ঘটলে ড্রাইভারের কোন দোষ থাকবে না। কিন্তু পারাপারের স্থলে ঘটলে সর্বচ্চ সাস্থির বিধান থাকবে।
দ্বিতীয়তঃ নিজের জীবন নিজেকেই বাঁচাতে হবে(আপনি বলে দিয়েছেন)। দুই মিনিট সময় বাঁচাতে ফুটওভার ব্রীজ ব্যাবহার করে না, তো সকালে বিশ মিনিট আগে ঘুম থেকে উঠতে কি হয় X(( অনেকে বলে এদেশে সম্ভব না। মনে আছে? একটা সময় ছিল বাসের মধ্যে সিগারেটের ধোয়ায় দম আটকায়ে আসতো। এখন যদি আপনি একা একটা সিগারেট জ্বালান নিজেকেই বলদ মনে হবে। আমরা যদি সুস্থ মনমানসিকতা নিয়ে চলাফেরা করি একটা সময় আসবে নিয়ম মেনে না চললে নিজেকেই বলদ মনে হবে।

যাইহোক, আপনার খবর কি, কেমন আছেন? ব্লগে অনেক কম দেখি। অনেকদিন হল ব্লগারস ট্রাভেলিং পোস্ট করেন না।
আপনার পোস্টের সাথে সহমত, ধন্যবাদ জানাই।
অগ্রিম ঈদ মোবারক

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে জীবনের ব্যস্ততায় ব্লগে সময় দিতে পারছি না। আর ব্লগারস ট্রাভেলিং ডায়েরি আর কখনো করতে পারবো কি না জানি না... :(

চেষ্টা আছে ব্লগে নিয়মিত হওয়ার। অন্তত আমার ভ্রমণ পোস্টগুলো সব শেষ করার। শ'খানেক পোস্ট জমে আছে। এগুলো লিখে পোস্ট করতে চাই। দোয়া করবেন।

বোকা মানুষের তরফ থেকেও ঈদের শুভেচ্ছা জানবেন। ভাল কাটুক উৎসবের সময়গুলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.