নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

Abyss Marine Fish Aquarium - (সাউথ গোয়া ডে ট্রিপ) - মিশন গোয়া - ২০১৬ (পঞ্চম পর্ব)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১





সারা দুনিয়া হতে মানুষ গোয়া ভ্রমণে আসে সমুদ্র, সূর্য স্নান, সৈকতের বালুকাবেলা, মন্দির, চার্চ এসব দর্শন করতে। এগুলো ছাড়াও রয়েছে নাইট ক্লাব, ডিজে পার্টি, ক্যাসিনো সহ আরও কিছু বিনোদনের ব্যবস্থা। তার একটি হল মেরিন ফিশ একুরিয়াম। গোয়ার এই একুরিয়াম পর্যটকদের কাছে একটি অবশ্য দ্রষ্টব্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের গোয়া ভ্রমণের তৃতীয় দিন ছিল দক্ষিণ গোয়া ভ্রমণ, যার শুরুটাই হয় এই ফিশ একুরিয়াম দিয়ে। আমাদের হোটেল হতে বিশ কিলোমিটার দূরের এই ফিশ একুরিয়ামে আমরা পৌঁছে যাই বেলা দশটা নাগাদ। একুরিয়ামের পাশাপাশি এখানে হরর হাউসও রয়েছে (এক্কেবারে ফালতু), উভয়টির প্রবেশমূল্য একশত রুপী করে; দুটো একসাথে কম্বো প্যাকেজ দেড়শত রুপী। তো আমরা কম্বো প্যাকেজ নিয়ে প্রবেশ করলাম এই একুরিয়ামে।







এই একুরিয়ামে নানান সামুদ্রিক মাছের জীবন্ত সমাহার আপয়াঙ্কে নিশ্চিত মুগ্ধ করবে। সাথে রয়েছে গোয়ার জেলেদের জীবনাচার নিয়ে নানান মুর্তি। এখানে প্রায় ৬০টির মত নানান প্রজাতির মাছের সমারোহ দেখতে পাবেন। প্রতিটির উপরে নাম দেয়া আছে। এখানে ভ্রমণ করার পর আপনার মন চাইবে সমুদ্রের নীচের জীবন একবারের জন্য দেখতে। নানান রঙের রঙিন এক জগত। তো আজকের পর্ব মূলত ছবিব্লগ। আসুন দেখি সেখানে দেখা কিছু মাছের ছবি এবং সাথে গুগল করে নেয়া একটি করে ক্লিয়ার ভিউ পিকচার। কারন আমার ক্ষুদ্র ক্যামেরা দিয়ে কাঁচের ভেতর হতে তোলা ছবি তেমন স্পষ্ট নয়।

Box Fish






Gar Fish






Clown Fish






Carpet & Tentical Sea Anemone






Moray Eel






Kissing gourami








Copper Metal Shark





Mata Tank Fish






Electric Eel








Silver Lady








Giant Gourami








Flower Horn








Lucky Fish






Milky Carp






Silver & Golden Arwana








Red Star Fish






Sting Ray






Koi Carp








Others
















এই সিরিজের আগের পর্বগুলোঃ
মিশন গোয়া - ২০১৬ (প্রথম পর্ব)
পানজি টু মিরামার : মিশন গোয়া - ২০১৬ (দ্বিতীয় পর্ব)
নর্থ গোয়া ডে ট্রিপ (প্রথমাংশ) - মিশন গোয়া - ২০১৬ (তৃতীয় পর্ব)
নর্থ গোয়া ডে ট্রিপ (শেষাংশ) - মিশন গোয়া - ২০১৬ (চতুর্থ পর্ব)

আগের ভারত ভ্রমণের সিরিজগুলোঃ
কাশ্মীর ভ্রমণ সিরিজ
দিল্লি-সিমলা-মানালি সিরিজ
কেরালা ভ্রমণ সিরিজ

কম খরচে ভারত ভ্রমণ সিরিজঃ
কম খরচে ভারত ভ্রমণ - প্ল্যান ইউথ বাজেট ডিটেইলস সিরিজ

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সজল_ বলেছেন: Abyss নামটি শুনে James Cameron এর The Abyss মুভিটির কথা মনে পড়ে গেলো। :-B

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দেখিনি মুভিটা, সময় করে দেখার ইচ্ছে রইল।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিশেদের ফিসফাসে
উঠে মন চনমনি;
পারলে গোয়াতে ছাই
দেই দৌড় এক্ষুনি। /:) :( B:-/

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চনমনে উচ্ছল
চল সবে গোয়া চল
ওরে কচিকাচার দল। B-)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


গোয়ার মানুষ কি স্বচ্ছল?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুব একটা স্বচ্ছল মনে হয় না। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে গোয়ার অর্থনীতি নিম্নমুখী।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!

ফিশ একুরিয়ামে কত মাছের সমাহার!!!!!!!!!!!!

কি করি ভায়ার ছড়ায় সহমত :)

++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাহলে দৌড় দেন গোয়া, ঘুরে আসুন দ্রুত। :)

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

জাহিদ হাসান বলেছেন: পাশের বাসার ভাবী বলেছিল - গোয়াতে ঘুরতে যাবে?
আমি বলেছি - ছি: ভাবী কি বলেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: Think positive, make positive :)

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সৈয়দ ইসলাম বলেছেন: এবারের আয়োজনটা অনেকটাই আলাদা হয়ে গেলো প্রিয় ;)

এই দৃশ্য আমার অনেক ভাল লাগে; ভালোলাগা দৃশ্যকে দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @বিদ্রোহী ভৃগুঃ

নামটা রেখেছে বোকা
অথচ কি চালুরে!
দুনিয়া ঘুরছে একা
মোরা কার খালুরে? /:) B:-/

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি কি জানি ভায়া
তোমরা কার খালুরে?
তবে জানি খাও সদা
আগুনে ঝলসে আলুরে।

বোকা আমি ঘুরে মরি
সদা ঘরে বা বাহিরে,
এছাড়া আর কোন
কম্ম যে নাহিরে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,




যা বলতে চেয়েছেন তার চেয়ে দেখেছি বেশী । অদ্ভুত সব মাছ । বেশী ভালো লেগেছে কমলা ছোপের " কই কার্প " ।
ভ্রমনের ছবি দেখে অবস্থাটা হয়েছে এমন যে কি করি আজ ভেবে না পাই এর মতোই বলতে হয় -
" ফিশেদের ফিসফাসে
উঠে মন চনমনি;
পারলে গোয়াতে ছাই
দেই দৌড় এক্ষুনি।"

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। অনেক অনেক ভাল থাকুন সবসময়। :)

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: একটা বিশেষ কারণে অনেক ধন্যবাদ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মিয়া ভাই কিতা কন এইসব?

=p~ =p~ =p~

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গোয়া পছন্দের তালিকায় বহুদিন ধরে! সময়সুযোগ করে উঠতে পারছিনা বলে যাওয়া হচ্ছেনা। আপনার পুরো সিরিজটা পড়তে হবে

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.