নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
হুট করেই আজ দিশেহারা রাজপুত্র'র দুই টাকার নোটের উড়াউড়ি মনে করিয়ে দিলো কতশত সহব্লগারদের। কলমের কালি শেষ আর দিশেহারা রাজপুত্র; এই দুজনকে আমার খুব আপন, ছোটভাই বলে মনে হতো; যা হয়তো তারা নিজেরাও জানে না। ছোটগল্প পড়তে গেলে বা লিখতে গেলে মনে পড়ে যায় মামুন রশিদ ভাইয়ের কথা আমার সবার আগে। কোথায় আছে ছোট্ট করে মিষ্টি একটা মন্তব্য করে যাওয়া ভ্রাতা স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন, আদনান শাহ্িরয়ার, প্রবাসী পাঠক, শাহরিয়ার কবীর, ক্যপ্রিসিয়াস আর এহসান সাবির? কোথায় ব্লগার কান্ডারি অথর্ব যে আমায় প্রথম শিখিয়েছিলো সামু ব্লগে পারস্পরিক মিথস্ক্রিয়া, মন্তব্য-প্রতিমন্তব্যের গুরুত্ব। কেমন আছেন মশিকুর ভাই যিনি আমার ছোটগল্প "মনে পড়ে রুবি রায়" পড়ে বলেছিলেন, "আপনার ভেতর লেখক আছে"; তার সেই প্রেরণায় পরবর্তীতে বেশ কিছু ছোটগল্প লেখার অপপ্রয়াস করেছি। ইদানীং দেখি না ব্লগে আমার প্রথম বন্ধু সুমন করকেও। কোথায় তোমরা সবাই। ফিরে আসো আবার, নিজের জমিনে, নিজেদের ভুবনে, সামুর আঙ্গিনায়।
কোথায় আছেন প্রিয় ভাই সচেতনহ্যাপী আপনার কথা প্রায়ই মনে পড়ে ব্লগে আসলেই। খুব মিস করি আপনাকে।
ইমরাজ কবির মুন, অপূর্ণ রায়হান আর গেম চেঞ্জার'দের কারণে কতটা প্রাণচাঞ্চল্য ছিলো আমার দেখা সামু ব্লগ।
এই মুহুর্তে মনে পড়ছে যাদের কথা তাদের মধ্যে অন্যতমঃ প্রোফেসর শঙ্কু, বিদ্রোহী বাঙালি, পাজল্ড ডক, কাবিল, আরণ্যক রাখাল, অগ্নি সারথি, জেন রসি, ঘুড্ডির পাইলট, শতদ্রু একটি নদী..., মৃদুল শ্রাবন, ডরোথী সুমী, লাইলী আরজুমান খানম লায়লা, ফেরদৌসা রুহী, ভ্রমরের ডানা, মাদিহা মৌ, বৃতি, আমি ময়ূরাক্ষী, প্রিয় রিকিমনি, নাসরিন চৌধুরী, অপর্ণা মম্ময় অথবা
রেজওয়ানা আলী তনিমা যার "বিলেতঃ পাখির চোখে দেখা" সিরিজে বুঁদ হয়ে ছিলাম সবাই।
আরজু পনি যার বইমেলা আসলেই একটা স্টিকি পোষ্ট থাকতো সকল ব্লগারদের বইয়ের খোঁজ খবর নিয়ে।
মাঈনউদ্দিন মইনুল ভাইকে খুব মিস করি, উনার মন্তব্য আমাকে ভীষণ অনুপ্রাণিতে করতো।
রন্তুর সিরিজে একসাথে পথচলা কতজনের কথা মনে পড়ছে, বিশেষ করে ডি মুন, মাহমুদ০০৭ আর প্রবাসী পাঠক কে; সাথে শ্রেষ্ঠা, কম্পমান।
আগের মত দেখিনা এক্টিভ প্রিয় হাসান মাহবুব ভাইকেও। প্রিয় ঢাকাবাসী কি ঢাকায় আছেন? আর আমার প্রিয় জাম ভাই তথা জাফরুল মবীন তো ঘোষণা দিয়েই ব্লগ ছেড়েছেন। উনি আমাকে বলতে বোমা ভাই আর আমি বলতাম উনাকে জাম ভাই।
সেই রকম গল্প লেখার প্রতিভাবান পুঁচকে আলম দীপ্র কথা ছিলো পড়ালেখা গুছিয়ে ব্লগে থাকবে, ভাইয়া তুমি কোথায়?
তানজির খান আপনার কবিতা খুঁজে বেড়াই ব্লগে লগইন করলে।
আচ্ছা কথাকথিকেথিকথন আর কি করি আজ ভেবে না পাই গেলেন কোথায় হুট করে? এক্কেবারে লাপাত্তা।
সারাফাত রাজ আর তুষার কাব্য'র ভ্রমণ গল্প পড়া হয়ে না বহুবছর।
কোথায় আছে সাজিদ ঢাকা,
আবু শাকিল ভাই, হামিদ আহসান ভাই, শামছুল ইসলাম ভাই, এম এম করিম ভাই, মোঃমোজাম হক ভাই, শরীফ মাহমুদ ভূঁইয়া, দীপংকর চন্দ, অন্ধবিন্দু, বঙ্গভূমির রঙ্গমেলায় শাহরিয়ার কবীর, মৈত্রী।
সাদা মনের মানুষ ব্যবসায়িক ব্যস্ততা কমায়া ব্লগে আসেন, মিস করছি আপনাকে।
প্রায়শই মনে পড়ে প্লাবন২০০৩ ভাইয়ের কথা আর তার অকাল প্রয়াত সহধর্মিণীর ইহলোক থেকে প্রস্থানের গল্প।
প্রামানিক ভাইয়ের "প্রথম হইছি, চা দেন..." অনেক মিস করি।
আর কোনদিন পোষ্টে দেখা পাবো না জানি কামরুন নাহার বীথি আপার।
আপডেট চলবে...
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ গোফরান ভাই। ব্লগে আমি নিজেও অনিয়মিত মানুষ, পরের কমেন্টেই দেখতে পারছেন বন্ধু ব্লগার সোহানী আপু সে ব্যাপারে অভিযোগ জানিয়ে গেছে। কিন্তু যখনই ব্লগে আসি মানুষগুলোকে অনলাইনের ভার্চুয়াল ক্যারেক্টার না, মনে হয় অনেকদিনের জানাশোনা পাশের বাসার ভাই-বোন বা বন্ধুরা। তাই গতকাল ব্লগার মরুভূমির জলদস্যুর বিষয় ভিত্তিক ব্লগ তালিকা : মার্চ ২০২৩ পোষ্টে গিয়ে দিশেহারা রাজপুত্রের ছোটগল্প চোখে পড়তেই আমি খুশীতে আত্মহারা হয়ে গেলাম। সাথে মনে পড়ে গেল অসংখ্য সহব্লগারদের কথা।
২| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩২
সোহানী বলেছেন: এরকম মিস করার তালিকায় অনেকেই আছেন। তুমিও মাঝে পুরোপুরি উধাও ছিলা।
স্বপ্নবাজ অভি আছে ব্লগে। এদের মাঝে অনেকের সাথে ফেসবুকে ইন্টারেকশান আছে। কিন্তু ব্লগে নেই কেউই। কেন নেই জানি না। হয়তো ব্যাস্ততা কিংবা অভিমান!!
তারপরও আশা, সবাই আবার ফিরে আসবে।
আমি প্রচন্ড ব্যাস্ত থাকি, তারপরও চেস্টা থাকে মাঝে মাঝে ঢুঁ দিতে। এটা এমন একটা প্লাটফর্ম যার সাথে ১৫ বছরের সম্পর্ক, কিভাবে দূরে থাকা যায়!! ........
০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কথা সইত্য। তবে আমি ইচ্ছে করে হারাই না, আমার একটা রোগ আছে, মাঝে মাঝেই কোন বিষয় থেকে আগ্রহ হারিয়ে ফেলা। তবে আর যাই হোক সামু আমি ছাড়তে পারবো না। হয়তো কিছুদিন পর আবার ডুব দিবো। এজন্য কানে ধরা সরি।
স্বপ্নবাজ অভি কি নামে আছে জানি না আমি। সত্যি কথা আমি ব্লগের মাল্টি নিক, ক্যাচাল, প্যাচাল হাবিজাবি থেকে শতহাত দূরে থাকি। তাই হয়তো ব্লগে টিকে আছি। ব্যক্তিগত জীবনে আমি যে পরিমাণ সেন্সিটিভ, এসবে জড়ালে আমি জীবনেও আর এইদিকে পা বাড়াতাম না।
যারা ফেসবুকে সরব, তাদের প্রতি অনুরোধ থাকবে ব্লগে মাসে একবার হলেও একটা দুটা পোষ্ট দেয়া। ফেসবুকে হয়তো পিপলস কানেক্টিভিটি অনেক বেশী, কিন্তু হৃদয়ের হৃদ্যতার বড্ড অভাব; যা আছে ব্লগে। এমন কি শত্রুতাও ব্লগের এক অন্যরকম ভালোবাসা।
আসলেই একটা ছোট্ট মানব জীবনের দশ পনেরটি বছর একটা প্ল্যাটফর্মে কাটিয়ে দেয়া, চাট্টিখানি কথা নয়। আর এতোদিনের সম্পর্ক ছিন্ন করাও কোন ভালো কথা নয়।
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় ব্লগার, চমৎকার মন্তব্যের জন্য।
৩| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৮
শেরজা তপন বলেছেন: আপনার মত আমিও এদের অনেককেই মিস করি। কে কোথায় কেমন আছে জানতে বড় ইচ্ছে করে?
০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার মত আমারও অনেকের সম্পর্কে জানতে ইচ্ছে করে। ব্লগে মূল অসুবিধা অনেকেই নতুন নিকে ফিরে আসে, আগের পরিচয় গোপন রাখে। আবার কোনটা যে কার মাল্টি নিক, এটাও আমি জানি না, বুঝি না। তবে অনেকেই ফেসবুকে সরব, ব্লগের মত অচল প্লাটফর্মে সহজে আর তাদের পদচারণা দেখা যায় না; হয়তো রাগে, অভিমানে, ক্ষোভে বা অন্য কোন কারণে। তবে আমি মনে প্রাণে চাই সবাই কামব্যাক করুন ব্লগে, তাহলেই এই ব্লগ আবার জেগে উঠবে। ব্লগের কাজ কিন্তু ফেসবুকে হয় না। ব্লগের আবেদন অনেকটা এন্টিক শোপিস এর মতন; যত পুরাতন হোক না কেন, তার মূল্য অনেক বেশী।
ধন্যবাদ প্রিয় ব্লগার, আপনাদের মত কিছু ব্লগার এখনও ব্লগে রয়েছেন বলেই অনেকদিন বিরতি দিয়ে বার বার সামুর আঙ্গিনায় ফিরে আসা হয় এই বোকা মানুষটার।
৪| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দিশেহারা রাজপুত্র কই হারালে হারিয়ে দিশা,
তোমার কবিতার বাগানে হারাতে মনে আজও জাগে তৃষা;
ও কলমের কালি শেষ, কলমের কালির কি ঘটেছে ইতি?
কোথায় আছো, কীসের সঙ্গে আজ বাড়িয়েছো প্রীতি?
মামুন রশিদ ভাইয়া ও স্বপ্নবাজ অভি আর স্নিগ্ধ শোভন
তোমরা ছাড়া অমানিশায় ছায় আজ ব্লগ ভুবন
আদনান শাহরিয়ার ভাই, প্রবাসী পাঠক
কোথায় কোন বেড়াজালে হয়েছো আটক?
শাহরিয়ার কবীর, ক্যাপ্রিসিয়াস, ও এহসান সাবির
ব্লগ আকাশ ছাড়ি কোন আকাশের হয়ে উঠলে গোধূলীর আবির?
কান্ডারী অথর্ব, মশিকুর ভাই
কোন সে অভিমানে তোমরা আজ ব্লগ বাড়ী নাই?
কবিতার বাগানে মৌ পোকা ছিলে ভাইয়া সুমন কর
ব্লগ বাগানে আজ দেখা দিয়েছে কবিতার সঙ্কর;
ফিরে এসো সচেতন হ্যাপী আপা, ফিরে এসো ইমরোজ মুন
কোথায় হারালে বলো ব্লগবাসীদের হৃদয় করে খুন?
গেম চেঞ্জার ভাইয়া মাসের প্রথম দিনে দিতে সংকলন পোস্ট
হাসিতে টাট্টায় করেছো কত ব্লগারদের অনায়াসে রোস্ট;
প্রোফেসর শঙ্কু, বিদ্রোহী বাঙালী, পাজলড ডক, ও ডরোথী সুমী
তোমরা নেই এখানে তাই ভাঙ্গে না কলকল আনন্দের ঊর্মি।
কোথায় হারিয়ে গেলে কাবিল, আরণ্যক রাখা, ও ভাই অগ্নি সারথি
ফিরে এসো আবার, আন্তরিক রিকোয়েষ্ট রইলো তোমাদের প্রতি;
জেন রসি ভাইয়া, ঘুড্ডির পাইলট কোথায় আছো জানিয়ে যেয়ো
তোমরাই তো ছিলে ব্লগের প্রাণ, ব্লগারদের প্রিয়।
শতদ্রু নদী, কালনী নদী আর মৃদুল শ্রাবন ও আপু লাইলী আরজুমান
কার উপরে করেছো তোমরা বলো এত অভিমান
ফেরদৌসা রুহি'পা, ভ্রমরের ডানা, মাদিহা মৌ ও আপু বৃতি
মিলাচ্ছো বসে কোথায় বসে বলো মন জ্যামিতি।
ময়ূরাক্ষী, রিকিমনি নাসরিন চৌধুরী, অর্পনা মন্ময় আর রেজওয়ানা আলী
তুলে নিল বুঝি তোমাদের সময়ের চোরাবালি;
আরজু পনি আপা, বেশ তো কাটাচ্ছো দিন ফেসবুকের বুকে উড়িয়ে হাসি আনন্দ
কেন কেটে গেল বলতো ব্লগ বাড়ীতে কবিতার ছন্দ?
মাঈনুউদ্দিন মইনুল, ডি মুন, মাহমুদ ভাই ও প্রবাসী পাঠক, শ্রেষ্টা আর কম্পমান
তোমরাও কি ব্লগের উপর করেছো অভিমান?
হাসান মাহবুব ভাই, ঢাকাবাসী আর জাফরুল মবীন ও আলম দীপ্র ভাই
তোমরা কোথায় এখন, আজ কেন ব্লগ বাড়ীতে নাই?
তানজির খান আপনার কবিতা খুঁজে মরি আজো
কোথায় ভাই তুমি, কোন আনন্দ কোনসে রঙে সাজো?
কথাকথিকেথিকথন, কী করি আজ ভেবে নাই, তোমরা কবিতা আর ছড়া
আসতে নিয়ে ছন্দ ব্লগে, কী যে লাগতো ভালো........ফিরে এসো ত্বরা।
সারাফাত রাজ, তুষার কাব্য, সাজিদ ভাই, হামিদ আহসান, শাকিল, শামছুল ইসলাম
তোমাদের মন কোথায় করেছো নিলাম?
এমএম করিম, মোজাম ভাই আর শরীফ মাহমুদ, দীপংকর চন্দ্র, অন্দবিন্দু
তোমরাই তো ছলে ব্লগ আকাশের চন্দ্র বিন্দু।
সাদা মনের মানুষ ভাই, প্লাবন আর প্রামাণিক ভাইয়া কোথায় আছো
এসো আমাদের সঙ্গে তোমাদের সুখ দুঃখ বেটে সুখে বাঁচো
কামরুন নাহার বীথি আপা তুমি নেই আর আমাদের মাঝে
স্মৃতিতে থেকো অম্লান, জান্নাতে হোক ঠাঁই দোয়া করি সকাল সাঁঝে।
০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপু করছেন টা কি!!! সেলাম আপনাকে... আমার গদ্যে রচিত পোস্ট এক্কেবারে পদ্যে কনভার্সন!!! +++
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন সবসময়।
আশা রাখি সবাই আবার ফিরবে এই নিজ ভুবনে খুব সহসাই।
৫| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা হারিয়ে না গেলে ব্লগ আরো জমজমাট থাকতো।
০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তারা হারিয়ে না গেলে ব্লগ আরো জমজমাট থাকতো।
ইহা নিশ্চিত করেই বলা যায়।
ধন্যবাদ মহাজাগতিক চিন্তা, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৬| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়। কিন্তু কেউ ইচ্ছে করে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না।
অনেক ব্লগার হারিয়ে গেছে। এজন্য দায়ী কে? ব্লগ টিম?
০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কতজন যে কতজনের কারণে কতজনকে হারায় সেই হিসেব কে রাখে?
শেষের লাইনের জন্যঃ
৭| ০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার উল্লেখিত ব্লগারদের মধ্যে দেখলাম ৭-৮ জনের সঙ্গে আমার সরাসরি ইন্ট্রাকশন হয়েছে। দিশেহারা রাজপুত্র ও প্রফেসর শঙ্কু সম্পর্কে বলবো অত্যন্ত পাওয়ারফুল লেখনি, উনাদের লেখা নিঃসন্দেহে মিস করি। ভ্রমরের ডানার জল কাব্য মিস করি। অগ্নি সারথি ভাইয়ের সঙ্গে এখন ফেবুতে যোগাযোগ আছে। তবে শেষবার ব্লগের বটগাছের সঙ্গে ওনার ভয়ানক গন্ডগোল বেঁধেছিল জানিনা উনার ব্লগ ছাড়ার পিছনে সে কারণ আছে কিনা। সুমন করের আমেরিকার ভ্রমণের ছবিগুলি এখনও ভুলতে পারেনি। শাহরিয়ার কবির ভাই ভালো কবিতা লিখতেন।ব্লগ থেকে জেনেছিলাম আরেকজন ব্লগারের সঙ্গে ওনার বিবাহ বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তার পর থেকে ওনারা দুজন ই আমাদের দুর করে দিয়েছেন। সাজিদ ঢাকাকেও একদিন ব্লগে কমেন্টে অসন্তোষ লক্ষ্য করি।তার পর থেকে ওনাকে আর দেখছিনা। সাজিদ উল হক আবীর ভাইয়া ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষক ওনাকে ও আর দেখিনা।আখেনাটেন ভাইয়াও নিরুদ্দেশ বহু দিন ধরে।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ অনেকেই দেখি অনেকভাবে ভালো আছেন। তবে এই ফেসবুকে ব্লগিং বিষয়টা ব্লগের অনেক বড় ক্ষতি করেছে। বিশেষ করে সামহোয়্যারইন এর মত সাইট নিশ্চয়ই ফেসবুকের সাথে পেরে উঠবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ব্লগের আদি ভালবাসা থেকেও পুরাতন ব্লগাররা যদি মাসে একটা করেও পোষ্ট দিতে, সপ্তাহে একদিনের জন্য হলেও লগইন করে দু'চারটা পোষ্টে উপস্থিতি জানান দিতো, তাহলে প্রিয় এই প্ল্যাটফর্মটার এমন করুণ দশা হতো না।
শাহরিয়ার ভাইয়ের বিয়ের খবর শুনে বেশ ভালো লাগলো। আমি ব্লগে এতোই অনিয়মিত যে, সুমন কর কোন ফাঁকে আমেরিকা ভ্রমণে গেল আমি জানিই না, আজই প্রথম জানলাম। আসলে আমি নিজেই এক অনিয়মিত ব্লগার কি না।
সাজিদ উল হক আবীর এর শিক্ষতা পেশার কথা শুনে আনন্দিত হলাম। তার ব্লগের শিরোনামের নীচের পরিচিতিতে বলা কথাটুকু পড়ে প্রথম আকৃষ্ট হয়েছিলাম তার লেখার প্রতিঃ ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন।
৮| ০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রামানিক ভাইয়া হার্টের অসুখে ভুগছেন অনেকদিন ধরে।সদ্য ব্যাঙ্গালোর থেকে প্রায় দেড় মাস চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন।পেশমেকার বসাতে হয়েছে। এই মুহূর্তে অনেকটাই সুস্থ। আশাকরি উনি শীঘ্রই আবার নিয়মিত হবেন।
০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ, পরবর্তীতে মনে পড়েছে; সাদা মনের মানুষ ভাই মারফত জানতে পেরেছিলাম প্রামানিক ভাই অসুস্থ। আল্লাহ্ উনাকে দ্রুত আরোগ্য দাণ করুন। সুস্থ হয়ে আগের মত ব্লগকে প্রাণবন্ত রাখুন, এই কামনা করি।
৯| ০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: চঞ্চল হরিণী আপুকেও বহুদিন ধরে দেখছি না।
০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হ্যাঁ, একটু খেয়াল করলেই এরকম অনেককেই দেখবেন খুঁজে পাওয়া যায় না ব্লগে। অবশ্য আমি নিজেই লাপাত্তা হওয়া দলের সদস্য। মাঝে মাঝে উদয় হয়ে ফের হারিয়ে যাই।
১০| ০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৫
সমূদ্র সফেন বলেছেন: কে কোথায় কেমন আছে জানতে বড় ইচ্ছে করে
০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার মন্তব্য "কফি হাউস" গানটার কথা মনে করিয়ে দিলো। কে কোথায় কেমন আছে জানতে ইচ্ছে করে আমারও।
অনেক ধন্যবাদ সমূদ্র সফেন। ভালো থাকুন সবসময়। আর পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার তালিকার ৯০% এর সাথে আমার ব্লগিয় ইন্টারেকশন হয়নি। ৬ বছর আগের নিক হলেও আমি ব্লগে নিয়মিত মাত্র ২ বছর। আপনার লিস্টেত ১০% কে আমি চিনি। ব্লগিয় ইন্টারেকশন হয়েছে। প্রত্যেকে চমৎকার ব্লগার কোন সন্দেহ নেই।
ধন্যবাদ পোস্টের জন্য।