নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
মাঝরাতে লিখতে বসেছিলাম অন্য একটা বিষয় নিয়ে, নিজের ব্লগ বাড়ীর বামপাশে চোখ পড়তে দেখি পোষ্ট সংখ্যা ৪৯৯! সময়ের হিসেবে সামহোয়্যার ইন ব্লগে কাটিয়ে দিলাম ৫৩৫টি সপ্তাহ। গড়ে প্রায় প্রতি সপ্তাহে একটি করে পোস্ট। যদিও এর বেশীরভাগ পোস্টই ২০১৩-২০১৬ সালে করা। ভাবলাম ৫০০তম পোস্ট আলাদা কিছু লেখা দিয়ে সাজানো যাক। নিজের লেখাগুলোয় চোখ বুলিয়ে দেখি আমার বেশীরভাগ লেখাই ভ্রমণসংক্রান্ত; কিন্তু এর বাইরেও নানান সময়ে নানান বিষয়ে পোস্ট লিখেছি; যেগুলোর বিস্তারিত নিয়ে লিখেছিলামঃ ৯...৯...৯ !!! নয়ে !!! নয় !!! (বর্ষপূর্তি পোস্ট)। সহব্লগারদের স্মরণ করে কিছুদিন আগে লিখেছিলামঃ আজ হুট করে মনে পড়ে গেল তোমাদের...। তাই এই বিশেষ পোস্টে কি লিখবো ভেবে পাচ্ছি না। তাই ঠিক করলাম আজ নিজের লেখা নিজের পছন্দের পাঁচটি লেখা নিয়ে ৫০০ তম পোস্টটি সাজিয়ে রাখি।
১.
ভ্রমণ নিয়ে শ’দুয়েকের বেশী লেখা থেকে যদি একটি লেখা কাউকে পড়তে দিতে বলা হয়, আমি বলবো সেটা অতি অবশ্যই “সন্দ্বীপ-হাতিয়া-নিঝুম দ্বীপ-মনপুরা” নিয়ে লেখা সিরিজটি। কিভাবে যাব? কোথায় থাকবো, কি খাবো কিছুই জানা নেই… তিনজন ভ্রমণ বন্ধু ভোররাতের পরপর বাস থেকে নামলাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটের কাছে, শুরু হল থ্রিলিং আর “খোঁজ – দ্যা সার্চ” ভ্রমণের। সন্দ্বীপ থেকে হাতিয়া, নিঝুম দ্বীপ থেকে মনপুরা যাওয়ার ট্রলার এর খোঁজ, ট্রলার মিস করা, ট্যুরের শুরুতেই এক ভ্রমণ সাথীর পা মারাত্মক খারাপভাবে কেটে যাওয়া… আমার মত আটপৌরে সাধারণ একজন ভ্রমণকারীর জন্য সেটা ছিলো সত্যিকারের এক অন্যরকম ট্যুর।
আগ্রহী হলে পড়ে দেখতে পারেন পাঁচ পর্বের সেই ভ্রমণ সিরিজটিঃ
সন্দ্বীপ (প্রথমাংশ) - (জার্নি টু আওয়ার সুইট সেভেন ডটার অব সী - ফার্স্ট ফেইজ)
সন্দ্বীপ (শেষাংশ) - (জার্নি টু আওয়ার সুইট সেভেন ডটার অব সী - ফার্স্ট ফেইজ)
হাতিয়া - (জার্নি টু আওয়ার সুইট সেভেন ডটার অব সী - ফার্স্ট ফেইজ)
নিঝুম দ্বীপ - (জার্নি টু আওয়ার সুইট সেভেন ডটার অব সী - ফার্স্ট ফেইজ)
মনপুরা - যার রূপে হৃদয় পুড়ে হল একাকার (জার্নি টু আওয়ার সুইট সেভেন ডটার অব সী - ফার্স্ট ফেইজ)
২.
ব্লগে খুব বেশী গল্প লেখা হয় নাই, যে কয়টা লিখেছি তার মধ্যে সবচাইতে সেরা আমার মতে “ঝড়ের শেষে” গল্পটি। দশটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে গোটা বিশেক চরিত্রর হাত ধরে একটি প্রেক্ষাপটের গল্প হতে আরেক প্রেক্ষাপটের সূচনা করে এগিয়ে যায় ছোট্ট এই গল্পটি। গল্পের শেষাংশের কথাগুলো পাঠকের জন্য তুলে দিলামঃ
এরপর আরও বেড়েছিল ঝড়ের বেগ, আরও চমকেছিল বিজলি’র দল, আরও ঝরেছিল বারিধারা... আর সেই বেড়ে যাওয়া ক্ষণে রফিম মিয়া’র চিটাগংগামী গাড়ী মাঝ পথে থেমে গিয়েছিল ঝড়ের কারণে, ইকবাল সে রাতে কোন কাজ পায় নাই... ট্রাকগুলো এসে পৌঁছয় নাই কারওয়ান বাজারে... তার বদলে বিদ্যুতের একটা তার ছিঁড়ে গিয়ে পড়েছিল তার উপর... বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মরে গিয়েছিল কি না তা জানা যায় নাই, ইজমত মোল্লা ছেলেকে হারিয়েছে কি হারায়নি তা জানা নেই, তবে জানি হারায় নাই তার গোয়ালের গরুটি। মিলি আর জুয়েল রাত জেগে কাটিয়ে দিয়েছিল তাদের ছোট্ট বাবুটি’র কান্না থামাতে... কিন্তু কান্না থেমেছিল কিনা জানিনা, জানা হবে না সেই বর্ষণমুখর রাতে তারা অপার্থিব ভালোবাসায় নিজেদের জড়াতে কোন সুদূর পাণে হারিয়ে গিয়েছিল কিনা? রতন হয়ত মেটাতে পারে নাই তার বিকৃত যৌন আকাঙ্ক্ষাটুকু এতটুকু একটু নিষিদ্ধ বিনোদনের অভাবে। রাহুলের নেশার ঘোর বিঘ্নিত করে ট্রান্সফরমার ব্লাস্টের শব্দের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল উন্মাতাল করা ডিজে মিউজিক। মুন সারা শরীরে খিচুনি নিয়ে কাটিয়েছে সারা রাত একটা সিরিঞ্জের অভাবে... বজ্রের শব্দে না হোক, কেঁপেছে রক্তকণিকায় বিষের নীল প্রবাহ না দিতে পেরে। লামিয়া আত্মহত্যা করতে না পারলেও পেরেছিল নিউমোনিয়া বাঁধাতে, চুমকি সর্দি-জ্বরে ভুগে সপ্তাহখানেক খেপ নিতে পারে নাই কোথাও, রুপমের চ্যাট বন্ধ হয়ে গিয়েছিল পিসি শাটডাউন হয়ে যাওয়াতে, বন্ধ হয়েছিল লুবনা'র আবাল মার্কা কথাবার্তার অত্যাচার... আরও অনেক কিছুই ঘটে যাওয়ার পর থেমেছিল ঝড়-বিজলি-বৃষ্টি’র খেলা... কিন্তু সেই ঝড়ের পর হয়ত অনেক...অনেক কিছুই আর আগের মত ছিল না... হয়ত ছিল... কেননা সব ঝড়ের শেষের চিত্রনাট্য কিন্তু এক রকম হয় না।
আগ্রহী পাঠকের পুরো গল্পটি পড়ে দেখতে পারেনঃ ঝড়ের শেষে (গল্প)
৩.
এটা একটা সিরিজ লেখার একটা পর্ব, সিরিজটার নাম গানগল্প। গানের লিরিক্সের কথায় ভিত্তি করে গল্প গড়ে তোলা। সেই পর্বের লেখা থেকে একটা অংশ পাঠকের জন্য তুলে দিলামঃ
সেদিন ভোরবেলা আমি ফিরছিলাম গ্রামের বাড়ী থেকে ঢাকার জনবহুল নির্জনতায়, যেই নির্জনতা আমি খুঁজে পেয়েছিলাম তোমার মাঝে, যেই নির্জনতা আমাকে গ্রাস করেছে তুমিহীনা জীবনে। কমলাপুর রেলষ্টেশন থেকে লোকাল বাসে আমার যাত্রা, উদ্দেশ্য সেই আগের কল্যাণপুরের সামাদ মিয়া’র মেসের ছয় ফিট বাই আট ফিটের ঝুপড়ি ঘরখানা। কিন্তু পথে বাস থেমে গেল, সামনে আর যাবে না, রাস্তা বন্ধ। কি করার, ভোর বেলার আকাশ অনেকদিন দেখি না। কারণ রাতগুলো বড্ড ব্যস্ত থাকতে হয় তুমি আর তোমার স্মৃতি’র সাথে অসম লড়াই করে। অসম! কারণ, প্রতিবার পরাজিত একজনই হয়, আর সে কে? নিশ্চয়ই তুমিই ভাল বুঝতে পারবে। সেদিন পহেলা বৈশাখের প্রথম প্রভাতে হেঁটে হেঁটে রমনার সম্মুখটা পার হচ্ছিলাম, কি মনে করে ডানে তাকালাম উৎসবের লোকজনে ঠাসা রমনা বটমূলের চত্বরটার দিকে। সেই ছিল আমার ভুল, যে আমি গত কয়েকবছর দেখি না কোন আলোর মিছিল, কোন সুরের বাতাস গায়ে মাখি না, কেন আমি সেদিকে তাকালাম কে জানে? হয়ত ছিল ভাগ্যের লিখন। সেই হাজারো মানুষের ভিড়ে জন্মান্তরের জন্য হৃদয়ে গেঁথে যাওয়া তোমার মুখখানি দেখে থমকে গেলাম। কেন? দেখা হওয়ার তো কোন কথাই ছিল না, তাও এমন সময়ে, এমন জায়গায়।
বাংলা ব্যান্ডের দুই সেরা ব্যান্ড “এলআরবি” এবং “ফিলিংস” এর মিক্সড এলবাম “ক্যাপসুল ৫০০এমজি”র গান, আইয়ুব বাচ্চুর কণ্ঠে “আহা জীবন” গানটি অবলম্বনে গল্পটা লেখা।
আগ্রহী পাঠক পুরো লেখাটি পড়তে পারেনঃ আহা জীবন (অনুগল্প) (গান-গল্প ০১)
৪.
কবিতা খুব কমই লিখেছি ব্লগে, তার মধ্যে থেকে “খুব বেশী সাদামাটা” কবিতাটি আমার খুবই পছন্দের।
.....আমি আটপৌরে মুদিখানার দোমড়ানো ঐ ঠোঙ্গার মত
সাময়িক প্রয়োজন শেষে যাকে আস্তাকুড়ে ফেলে দিতে হয়
আমি ফেরিওয়ালার একঘেয়ে ঐ সুরের মত
যা ভুলেও কেউ গুণগুণ করে কণ্ঠে তোলে না
আমি রাজপথের দেয়ালে সাটা অজস্র পোস্টার…
আগ্রহী পাঠক পড়ে দেখতে পারেনঃ খুব বেশি সাদামাটা
৫.
সবশেষে আমার অতি প্রিয় হৃদয়ের অর্থহীন কথোপকথন সিরিজ, যার মাত্র তিনটি পর্বই লিখেছি, এর মধ্যে থেকে প্রথমটি আমার হৃদয়ে গেঁথে আছে।
সময় বদলে যায়, নাকি মানুষ সময়কে বদলে দেয়? অথবা হয়তো সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, শুধু হঠাৎ একদিন ধরা পড়ে অনেক কিছু বদলে গেছে; কখনো কখনো হয়তো সব কিছু। শুধু বদলাতে পারে না মানুষ হৃদয়ের গোপন কুঠিতে নিশ্চল হয়ে ঘুম পাড়ানো মায়ার শেকলটাকে। যে শেকল সময়ে, অসময়ে টান দেয় চেতনার সবকয়টা চোরাপথ ধরে....
আগ্রহী পাঠক পড়ে দেখতে পারেনঃ হৃদয়ের অর্থহীন কথোপকথন
দীর্ঘ এই পথচলায় উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য সকল সহ ব্লগার, মডারেটর টিম এবং সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়, প্রতিদিন প্রতিক্ষণ।
হ্যাপী ব্লগিং।
২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ, ডঃ এম এ আলী ভাই। পোস্টে আপনার উপস্তিতি অনুপ্রেরণাদায়ক। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন সবসময়, প্রতিদিন, প্রতিক্ষণ।
২| ২৯ শে এপ্রিল, ২০২৩ ভোর ৪:০৯
সোহানী বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুঁকেই তোমার লিখাটা চোখে পড়লো। অভিনন্দন ৫০০ পোস্টে।
আমার মনে হয় তোমার অনেক লিখায়ই আমি বলেছিলাম যে যখন তুমি প্রতিদিন লিখা দিতে আমি অফিসে যেতে যেতে গাড়িতে বসেই প্রথম তোমার পোস্ট পড়তাম। ওটা আমার রুটিন হয়ে গিয়েছিল। তবে তোমার লিখার ভক্ত হয়েছিলাম একটা লিখা পড়ে, সেটা মনে হয় লিখেছিলে তোমার ভালোলাগার মূহুর্তগুলো নিয়ে। আমি অবাক হয়ে বলেছিলাম, ওটাতো আমারই কথা!!
যাহোক, অনেক অনেকদিন চলুক এ ব্লগ পথচলা। দেখা হবে সামনা-সামনি নিশ্চয় একদিন।
২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার বন্ধু। যে পোস্টে আমাদের দোস্তি হয়েছিলো তা ছিলো: আমার বৃষ্টি বিলাস
আসলে তখন ব্লগে সময় দেয়াটা ছিলো নেশা। অফিসের কাজের মাঝে অফিস ডেস্কে বসেও ব্লগে লিখেছি। অথচ করোনার আগে পরের সময়টাতে একেবারে ফ্রি থাকা সত্ত্বেও ব্লগে ঢুঁ মারতে মন চাই তো না। তবে ইদানীং আবার আগের ছন্দটা কিছুটা ফিরে পেয়েছি। চেষ্টা চলছে বকেয়া সকল ভ্রমণ কাহিনী লিখে শেষ করে নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে ব্লগে হাজির হতে। তখন হয়তো অফিস যাওয়ার পথে আমার পোস্ট আবার নিয়মিত পড়ার সুযোগ হবে।
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো কাটুক প্রতিটি ক্ষণ। শুভকামনা সতত।
৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৭
শায়মা বলেছেন: অভিনন্দন অভিনন্দন!
হাসিখুশি ভাবে এতদিন আমাদের সাথে থাকবার জন্যও অভিনন্দন তোমাকে ভাইয়া।
৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবসময় হাসিখুশি রাখতে সচেষ্ট থাকা এবং পজিটিভ ব্লগিং এর জন্য।
ভালো থাকুন সবসময়।
৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২২
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায়,
পাঁচশততম পোস্ট এবং কিছু না কিছু বলতে চাওয়ার জন্যে দীর্ঘদিন ব্লগে থেকে যাওয়াতে অভিনন্দন।
লেখার সংখ্যা গড়াক হাযারে .......
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। বেঁচে থাকলে সুস্থতার সাথে, লেখা চলবে, হয়তো পৌঁছবে হাজারে।
পঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়।
৫| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: গ্রেট।
এত পোস্ট!!!
আপনাকে অভিনন্দন জানাই।
২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ।
আপনার মত গ্রেট হইতে পারলাম কই? গড়ে প্রতিদিন একটা করে পোস্ট প্রসব করা... ভাভাগো...
আপনাকে অভিনন্দন স্কয়ার জানাই
৬| ২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৫
শেরজা তপন বলেছেন: অভিনন্দন আপনাকে- হাজার পোস্টের অপেক্ষায় রইলা্ম...
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ শেরজা তপন ভাই।
হাজার পোস্ট!!! যদি ততদিন বেঁচে থাকি, আর চক্ষু, মস্তিস্ক আর হস্তদ্বয় সচল থাকে, ইনশাআল্লাহ্।
সবসময় পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা রইবে। ভালো থাকুন সবসময়।
৭| ২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪০
চারাগাছ বলেছেন:
বোকা মানুষ অনেক বলেছে।
অভিনন্দন।
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ চারাগাছ, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
চারাগাছ একদিন বটবৃক্ষ হয়ে উঠুক এই শুভকামনা রইলো।
৮| ২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৯
প্রামানিক বলেছেন: পোষ্ট পড়ে অনেক কিছু জানা হলো। অভিনন্দন ৫০০তম পোষ্টের জন্য।
০১ লা মে, ২০২৩ রাত ১২:৪৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বহু বহু দিন পর আপনাকে আমার ব্লগ বাড়ীতে দেখে খুব ভালো লাগছে। নেন মাঝ রাইতে চা খান, স্বাস্থ্যকর চা...
ভালো থাকুন সবসময়, প্রতিদিন, প্রতিক্ষণ। শুভকামনা সতত।
৯| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: অভিনন্দন আপনাকে। আর কিছুদিন পর আমার ২০০ পোস্ট হবে। আশা করছি আগামী মাসে ২০০ তম পোস্ট সেলিব্রেট করা যাবে।
০১ লা মে, ২০২৩ দুপুর ২:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ গোফরান। ২০০তম পোস্টের জন্য আগ্রীম শুভকামনা।
১০| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২
করুণাধারা বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা, ৫০০ পোস্ট পূর্তি উপলক্ষে।
০১ লা মে, ২০২৩ দুপুর ২:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো উপস্তিতির জন্য। কেমন আছেন? আশা করি ভালো। ভালো থাকুন সবসময়।
১১| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
০১ লা মে, ২০২৩ বিকাল ৪:২০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
১২| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ৫০০ পোস্টের মালিক আপনি। অভিনন্দন।
০১ লা মে, ২০২৩ রাত ৯:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
১৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন
০১ লা মে, ২০২৩ রাত ১১:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
পাঁচ শততম পোষ্টের জন্য রইল অভিনন্দন ।
হিজি বিজি লেখার মাঝেও বিজিতম সুন্দর
লেখাগুলির সন্ধান দেয়ার জন্য ধন্যবাদ ।
সামুতে পথ চলা হোক মসৃন ও
আনন্দ দায়ক এ কামনাই
রইল ।