নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি, শুনবেন কেউ?

হাসান ইজ ব্যাক

পকেটভর্তি গল্প নিয়ে বোবার মত ঘুরি!

হাসান ইজ ব্যাক › বিস্তারিত পোস্টঃ

বাংলায় ইউটিউব ভিডিওঃ একটা ক্ষুদ্র প্রচেষ্ঠা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

এক. মাতৃভাষা বাংলায় অনলাইনে শিক্ষা উপকরণ বেশ কম। টেক্সটবুকের পাশাপাশি অনেকসময় অনলাইন টিউটোরিয়ালগুলোর সাহায্য নিতে হয়। ইউটিউব বা অন্যান্য মিডিয়ার এইসব টিউটোরিয়াল ক্লাসের পড়াটাকে আয়ত্ব করতে বেশ সহায়কও বটে। তবে মাতৃভাষায় যেভাবে একটা বিষয় জানা-বোঝার সুযোগ রয়েছে- বিদেশি ভাষায় ততটা নয়।
দুই. শিক্ষাপদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পার্ট গ্রুপ স্টাডি। এটা খুবই ফলদায়ক। কারণ এতে নিজের জ্ঞানটুকু অন্যের সাথে শেয়ার করা যায় এবং অন্যের ভাবনা দ্বারা নিজের জ্ঞানকে পরিপূর্ণ করা যায়। মূল ব্যাপারটাই আসলে আমরা যা শিখি তা কাউকে বর্ণনা করা। এতে নিজের শিক্ষাটুকু মজবুত হয়। আমরা যখন নতুন কিছু শিখি তখন প্রথমে বিষয়টা সহজ মনে হয়, কিন্তু পরবর্তীতে ভুলে যাই। তবে যদি তা অন্যকাউকে ব্যাখ্যা করি বা বোঝাতে সক্ষম হই, তবে তা মনের গভীরে স্থান করে নেয়।
উপরের দুটি বিষয় অনুধাবন করে আমি ভিডিও করার পরিকল্পনা করি। এই ভিডিও গুলোর মূল বেনিফিসিয়ারি আমি নিজেই। নিজের প্রয়োজনেই করা- ক্লাসরুমে শিখা বিষয়গুলো ভিডিও আকারে রেখে দিলাম, পরবর্তীতে বই না ঘেঁটে এগুলোই দেখে নিলাম। অন্য কেউ যদি এগুলো থেকে উপকৃত হয়- সেটা হবে বোনাস।
ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় উৎসর্গ করছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্ঠা।
Youtube Channel Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ রাত ১:১৩

রিয়াসাত মোর্শেদ খান বলেছেন: ভাই, চ্যানেল লিঙ্ক তো কাজ করছে না!

১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০৪

হাসান ইজ ব্যাক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য। এখন কাজ করছে।

২| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: ভালো উদ্যোগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.