নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সুখী মানুষ। বেঁচে থাকাকে অনুভব করি। সুখ খুজে পাই নিত্য নতুন জায়গাতে ভ্রমন করতে আমার প্রিয় মটর বাইক নিয়ে। আমার ভ্রমন ব্লগঃ http://www.hassantanvir.wordpress.com

হাসান মাহমুদ তানভির

একপলক নীল আকাশ

হাসান মাহমুদ তানভির › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশের নামে আমাদের গলা চিপে ধরা...

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪





একটা প্রজেক্ট জমা দেয়ার ডেড লাইন ঠিক এখন। কাজ প্রায় শেষ - সকালে উঠে দেখি goolge docs এ আর ঢুকতে পারি না। এখন পর্জন্ত পারিনি। ডিজিটাল বাংলাদেশ করবে...নিয়ে? আর কত কাল? কেনো এরা নিজের বাংলাদেশ গড়তে পারে না - আর যারা চেষ্টা করে - তাদের গলা চিপে ধরে??



আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি - দয়া করে আমাদের মুক্তি দিন। আমরা প্রানপন চেস্টা করছি - আমাদের দয়া করে থামিয়ে দেবেন না - তাতে দেশের ই ক্ষতি। আমরা আউট সোর্সিং করে দেশে রেমিটেন্স আনছি। এতে বাধা গ্রস্থ হলে দেশের ই ক্ষতি।



ইউটিউব বন্ধ হয়ে আজ অনেক দিন। এটা গুগল এর প্রডাক্ট। ইউটিউব এর পাশাপাশি অন্নান্ন গুগল এর প্রডাক্ট আমাদের ব্যাবহার করতে হয় কাজের জন্য। যেমন গুগল ডক্স।



আপনাদের বোঝা উচিত - একটা সমস্যা এভাবে দিনের পর দিন ফেলে রাখলে অন্নান্ন সমস্যার সমাধান আপনারা কখন করবেন? ডিজিটাল বাংলাদেশ কখনোই গড়ে উঠবে না।



আমাদের বাচতে দিন - গড়তে দিন বাংলাদেশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

শূন্য পথিক বলেছেন: হুম!

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: ডিজিটাল হবে
না কুমির খেটে খাল বানাবে
দুর্নীতি সজনপ্রিতি আওমিতি
পেট নীতি আগে বিচার কার হবে

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

কালবৈশাখীর ঝড় বলেছেন:
Google, youtube খোলা হলে মাওলানারা চিল্লায় -
"ধর্ম গেল, ইসলাম গেলো"

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

হাসান মাহমুদ তানভির বলেছেন: "ধর্ম গেল, ইসলাম গেলো"- মাওলানা??????? লল। ইউটিউব কি এরা চিনেই না। চিনে সরকার। তবে কাজ কি এটার তা শম্পর্কে হয়তো অবগত না। BTRC এর চেয়ারম্যান এর বক্তব্য থেকে তা জানলাম। জাফর ইকবাল রা কি করছেন - কলম কি চলছে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.