নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সুখী মানুষ। বেঁচে থাকাকে অনুভব করি। সুখ খুজে পাই নিত্য নতুন জায়গাতে ভ্রমন করতে আমার প্রিয় মটর বাইক নিয়ে। আমার ভ্রমন ব্লগঃ http://www.hassantanvir.wordpress.com

হাসান মাহমুদ তানভির

একপলক নীল আকাশ

হাসান মাহমুদ তানভির › বিস্তারিত পোস্টঃ

মেয়েটাকে খোঁজো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

খুন, রাহাজানি, চুরি ডাকাতি যাই হোক না কেনো, ফরাসি হাকিম বিচারের সময় অসহিঞ্চু হয়ে বার বার শুধাতেন, 'মেয়েটা কোথায়? শের্শে লা ফার্ম - মেয়েটাকে খোঁজো!' তাঁর দৃঢ় বিশ্বাস ছিলো, দুনিয়ার কুল্লে খুন খারাবীর পেছেনে কোন না কোন রমণী ঘাপটি মেরে বসে রয়েছে। তাই উকিল তাকে কোন ভাবে আদালাতে উপস্থিত না করা পর্জন্ত মোকদ্দমার সুরাহা হোত না। একবার ইনশিওরেন্স কোম্পানির মোকদ্দমা ছিলো কোন এক চিমনি পরি দর্শক কে নিয়ে। একশ ফুট উঁচু থেকে সে পড়ে যায়। যথারীতি শের্শে লা ফার্ম - মেয়েটাকে খোঁজো। পাওয়া গেলো না। উকিল শুধায়, হুজুর, এ মোকদ্দমার শের্শে লা ফার্ম - মেয়েটাকে খোঁজো, তো খাটলো না? হুজুর দম বার পাত্র নয়। সোল্লাসে কইলেন, 'খোঁজো, পাবে।' হবি ত হবি, তাই। তল্লাশিতে বেরুল, সিঁড়ি দিয়ে উঠবার সময় সে হটাত নিচের দিকে তাকিয়েছিলো এক সুন্দরী রমনীর দিকে - পড়ে মরল পা হড়কে!



দেশের যে সমস্যা, এখন 'সের্শে লা ফার্ম' মেয়েটাকে বাহির করা দরকার। কারন আর কোন সমাধান দেখা যাইতেছে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

হাসান মাহমুদ তানভির বলেছেন: কোথায় জাইতেছি আমরা কে জানে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.