![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুদিন আগে দার্জিলিং ঘুরে এসেছি বাই রোডে। view this link
এখন আমি ভুটান ও সিকিম যেতে চাচ্ছি। পাশাপাশি বাই রোডে নেপালের বিষয় টাও জানা দরকার।
সিকিম
জতটুকু জানি আমাদের সিকিম যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। আমি কিভাবে সিকিম প্রবেশ করতে পারি?
১। ইন্ডিয়ান পরিচয় দিয়ে - তবে এখানে তো মনে হয় পরিচয় পত্র দেখাতে হবে।
২। বৈধ ভাবে অনুমতি নিয়ে। কোত্থেকে নিতে পারি?
ভুটান
আর ভুটান এর থিম্পু যাওয়ার ব্যাপারে পরামর্শ চাই। আমি কি মাল্টিপল ভিসা দিতে ঢুকতে পারবো নাকি ট্রানজিট ভিসা লাগবে? ভিসা তে কোন কোন বর্ডার উল্লেখ করতে হবে?
নেপাল
নেপাল আমি বাই এয়ার এ আগে গিয়েছি। view this link
আমার কিছু বন্ধুর জন্য ইনফো দরকার বাই রোডে নেপাল যাওয়ার ব্যাপারে।
১। এরজন্য সম্ভবত নেপালের ভিসা নিতে হবে, তাই না?
২। মাল্টিপল ভিসা দিয়ে কি যাওয়া যাবে নাকি ট্রানজিট ভিসা লাগবে? কোন বর্ডার দিতে হবে?
যারা গিয়েছেন, দয়া করে তথ্য গুলো দিলে উপকৃত হব। এছাড়া আরো সহায়ক তথ্য দিতে পারেন।
আর ভালো কথা, আমি অক্টোবর এর শেষে বা নভ এর শুরুতে যাবো ইনশা আল্লাহ্। আপনারা কেউ যেতে চাইলে যোগাযোগ করবেন। আমার ফেবুঃ view this link
ধন্যবাদ।
২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সিকিম চিন্তা বাদ দিন ।নেপাল থেকে ভূটান যেতে ভারতের ভূখণ্ডে পা মাড়াতে হবে ।ডবল এনট্রি ভিসা ভারত এখন দেয় না।এতএব রাস্তার আশায় গুড়াবালি।
১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১১
হাসান মাহমুদ তানভির বলেছেন: সিকিম নাহয় বাদ দিলাম। তবে জেনে নিতে তো অসুবিধা নেই। অনেকেই যেহেতু গিয়েছে। আর আমি তো শুধু ভুটান যেতে চাই ভারত হয়ে। আপনি বলতে চাচ্ছেন এর জন্য ট্রানজিট ভিসা লাগবে?
৩| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৩
রাজীব বলেছেন: ভুটানের জন্য চেংরাবান্ধা-জয়নগর ও নেপালের জন্য চেংরাবান্ধা-রানীগন্জ পোর্ট এন্ট্রি করুন।ভুটানের জন্য চেংরাবান্ধা-জয়নগর ও নেপালের জন্য চেংরাবান্ধা-রানীগন্জ পোর্ট এন্ট্রি করুন।
১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০
হাসান মাহমুদ তানভির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে রাজিব ভাই। এই ২ টা জায়গার কোনো টার জন্য কি ট্রানজিট ভিসা নিতে হবে? নাকি মালিটপল এন্ট্রি দিয়ে হবে? আমি আসলে বর্ডার থেকে আর ফেরত আসতে চাচ্ছি না। আমি শুনেছি ভুটানের জন্য মালিটপল দিয়ে হবে, তবে কনফার্ম জানা দরকার।
৪| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: চেংরাবান্ধ-জয়গাঁও পোর্ট উল্লেখ করে ডবল এনট্রি ভারতের ভিসা লাগবে ভুটান যাবার জন্য ।জয়গাঁও ভুটান গেট-এ ভুটানের ভিসা নিয়ে ফ্লুয়েন্টশোলিং (ফুলসিলিং ) হয়ে গাড়িতে থিমপু যেতে পারেন।
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৩
হাসান মাহমুদ তানভির বলেছেন: ভাই আপনি কনফার্ম? আর ট্রানজিট ভিসা কি পাওয়া যায় সহজে ইদানিং?
৬| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: যতটুকু জানি ডবল এনট্রি ভিসা ভারত এখন দেয় না ।তবে আমি শিওর না।
৭| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১১
হাসান মাহমুদ তানভির বলেছেন: ধন্যবাদ আপনাকে। দেখি এমব্যাসিতে কল করে জানা যায় কিনা।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
রাজীব বলেছেন: ডাবল এন্ট্রি বা মাল্টিপল যেকোন একটা হলেই চলবে
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪
হাসান মাহমুদ তানভির বলেছেন: ভাই কেউ কি সিকিম যান নি?