নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিডি মিরর

বাংলার দর্পণ

বাংলার দর্পণ › বিস্তারিত পোস্টঃ

আর নয় প্রতিবাদ এবার গড়ব প্রতিরোধ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

আর কত কাল যাবে পরাধিনতাই, আর কত কাল কাদঁবে শহীদ জননী, আর কত রক্ত দিতে হবে স্বাধীন মতপ্রকাশ করার জন্য, আর কত দিন অপেক্ষা করতে হবে কলঙ্কমুক্ত হতে/

গত ১৮দিন ধরে শান্তিপুনঁ শাহাবাগ আন্দোলনের অর্থ কি আমারা রক্ত নিতে জানি না/ আমরা যখন রক্ত নিব জাতি ধর্ম বর্ণ দল চিনব না রক্তের হলি খেল্ বো এই বাংলাই/ দয়াকরে আমাদের বাধ্য করবেন না/

মসজিদ কারো পৈ্তিক সম্পদ না বা রাজনিতি করার জায়গা না শান্তির আশ্রয় কে অশান্ত করবেন না/

আজ যা হয়েছে তার জন্য কোন বিবেকবান মুসলিম আপনাদের ক্ষমা করবে না/ভুলে যান অতিতের কথা আমাদের পুরবপুরুষদের কথা আমরা প্রতিশোধে বিশ্বাস করি খমাতে আমরা বিশ্বাসী না/

ধর্ম যার যার কাছে দেশ আমাদের সবার/ একবিন্দু রক্ত থাকতে এই দেশকে উঘ্র মৌল্বাদ বা জঙ্গী রাষ্টে পরিনত করতে দিব না/

মানবো না কন আইন মানবো কনো বাধা দেশের জন্য জীবন দিতে ১৮ দিন যাবত শান্তিপূর্ণ লড়াই করছি তার মানে এই না যুদ্ধে আমরা ভয় পাই/ রক্তে প্রতিশোধ রক্ত/

আজ প্রমানিত যে তারা বাংলাদেশে বিশ্বাস করে না, বাঙ্গালী জাতিসত্ব তে এরা বিশ্বাসী না, ২১ এ বিশ্বাস নাই ২৬ এ বিশ্বাস নাই ১৬তে ও এদের বিশ্বাস নাই, জাত্যর জনকে বিশ্বাস করে না, রাষ্টে আইনে এদের শ্রদ্ধা নাই/ এরা মানুষের মুল্যবো্ধকে পায়ের নিচে ভুলন্টিত করতে জানে/ আসুন এদের কে সামাজিক ভাবে ভয়কট করি,আইনের হাতে তুলে দেই,একঘরে করে দেই, বাংলার মাটি থেকে বিতাড়িত করি/আসুন আমরা প্রজন্মের ঢাকে সাড়া দিই/

প্রজন্ম কি দাবী করে

যারা ৭১ এ বিতর্কিত ভুমিকা পালন করে ৩০লাখ বাংগালী কে নির্বিচারে হত্যা করেছে, ২লাখ মা বোনের সম্ভ্রমহানী করেছে ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবি হত্যা করে দেশকে পুঙ্গু করার গভীর ষড়যন্তের নেতৃত্ব দিয়েছিল তাদের ফাঁসী চাই/

ধর্ম কে পুঁজি করে রাজনীতি করা যাবে ণা/ উঘ্র প্রতিক্রিয়াশীল ধর্ম ভিত্তিক সকল রাজনৈ্তিক দল্ কে রাষ্টীয় আইনে নিষিধ্যকরন

নৈ্রাজ্য আর অন্যায় এর বিরুদ্ধে যুদ্ধ

এই গুলী কি আমাদের অনেক বেশি চাওয়া

এই গুলী আমার প্রজন্মের দায় আর পূর্ব পুরুষের দায়মুক্তি মনকরি/



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.